Emotional Maa Quotes In Bangla | মাকে নিয়ে কষ্টের কিছু কথা উক্তি

Emotional Maa Quotes In Bangla পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। পৃথিবীতে জন্ম গ্রহণ করা এবং জন্ম গ্রহণের পর যেকোনো মানুষের জীবনের মায়ের ভূমিকা অনসীকার্য। 

মা এর ভালোবাসা এর মধ্যে কোনো ভেজাল নেই, মায়ের কাছ থেকে পাওয়া নির্ভেজাল ভালোবাসার মত ভালোবাসা বিশ্বে অন্য কোথাও বা অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়। 

মায়ের ভালোবাসা নেই কোনো মলিনতা যেকোনো পরিস্থিতি হোক না কেন মায়েরা সবসময় তাদের সবকিছু বিলিয়ে দে। 

পৃথিবীর সকল মায়েদের সম্মানে এবং সেই মায়ের জাত যার জন্যে আজ পৃথিবীর আলো দেখতে পেয়েছি, তাদের জন্যেই আজ নিয়ে এসেছি কয়েকটি বিখ্যাত লেখক এর লেখা মা বিষয়ক কিছু বাণী, কিছু উক্তি, স্ট্যাটাস, মাকে নিয়ে কষ্টের কিছু চিরন্তন সত্য কথা নিয়ে সাজানো হয়েছে Emotional Maa Quotes In Bangla পোস্টে। 

এই পোস্টের সংগ্রহ করা তথ্যগুলো ইন্টারনেটে বিভিন্ন ওয়েব পেজ থেকে এবং আমরা সংগ্রহ করেছি ফেইসবুক থেকেও। আশা করি আপনাদের ভালো লাগবে Emotional Maa Quotes পোস্টটি। 

Heart Touching Lines Emotional Maa Quotes In Bangla – মাকে নিয়ে উক্তি

Emotional Maa Quotes In Bangla
Emotional Maa Quotes In Bangla

মা ‘শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি, এক অনাবিল শান্তি। মা এমন একটি শব্দ যা যতবার ঢাকা হয় মনের পরিতৃপ্তি আসে, মনের শান্তি আসে। 

তবে পরিস্থিতির বিপাকে পড়ে আমাদের এমন অনেক ভাই বন্ধু রয়েছেন, যাদের মা ছাড়া জীবন যাপন করতে হয় তাদের মতো অসহায় এবং দুর্ভাগা মানুষ বুঝি আর হয় না। 

মা ছাড়া আমাদের জীবন এককথায় শুষ্ক মরুভূমির মতো, জলহীন সমুদ্রের মতো ও বায়ুহীন প্রকৃতির মতন।

মায়ের কোল কত যে বিশাল একটি আশ্রয় তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বোঝে না।

আর সেই মা ‘কে ছাড়া যখন থাকতে হয় তখন এক মুহূর্তও হয়ে ওঠে দুর্বিষহ ; শ্বাসরুদ্ধকর।

মাকে নিয়ে লেখা কিছু বিখ্যাত উক্তি 

১. যার মা আছে সে কখনই গরীব নয়। – আব্রাহাম লিংকন

২. আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। – জর্জ ওয়াশিংটন

৩. সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। – জোয়ান হেরিস

৪. আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। – এলেন ডে জেনেরিস

৫.  কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়- একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য। – সোফিয়া লরেন

৬. আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই। – মিশেল ওবামা

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

৭. মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। – নোরা এফ্রন

৮. সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। – শিয়া লাবেউফ

৯. আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। – দিয়াগো ম্যারাডোনা

১০. তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। – নেপোলিয়ন বোনাপার্ট

১১. মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা। – হুমায়ূন আহমেদ

আরও পড়ুনঃ

টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার কার?

আইসোটোপ কাকে বলে

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

মাকে নিয়ে ইসলামিক উক্তি

যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর। – আল কুরআন 

আর আমি বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না,পিতা-মাতার সঙ্গে কারও সদ্ব্যবহার করবে ।-সুরা বাকারা,আয়াত-৮০

আর তোমরা আল্লাহর ইবাদত করো,তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না এবং পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করো।- সুরা-নিসা,আয়াত:৩৬

নবীজী স. বলেছেন,সর্বেত্তম কাজ হলো,পিতার ‍সৃহ্নদয়ের (বন্ধু-বান্ধব,আত্নীয়স্বজন)সাথে সম্পর্ক রাখা।-বুখারী,মুসলিম।

আর আমি ( আল্লাহ) মানবজাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা- মাতার সঙ্গে সুন্দর আচরণ করে; তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন ও অতিকষ্টে প্রসব করেছেন এবং লালন পালন করেছেন। সুরা আহকাফ,আয়াত ১৫।

আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি।জননী সন্তান কে কষ্ঠের পর কষ্ঠ করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছড়ানো হয় দুই বছরে;সুতরাং আমার (আল্লাহর) প্রতি এবংতোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও।প্রত্যাবর্তন তো আমারই কাছে।-সুরা লোকমান,আয়াত-১৪

রাসূলুল্লাহ(স.) বলেন,তিন রকম দোয়া নি:সন্দেহে আল্লাহর নিকট কবুল হয়।মজলুমের দোয়া,মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়।-তিরমিযী

“তোমার রব ফায়সালা করে দিয়েছেনঃ তোমরা তাঁর ইবাদাত ছাড়া অন্য কারোর ইবাদাত কর না, পিতামাতার সাথে ভালো ব্যবহার কর৷ যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে “উহ্‌” পর্যন্তও বল না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না বরং তাদের সাথে সম্মান ও মর্যাদার সাথে কথা বল।”সূরা বনী ইসরাইল আয়াত-২৩

আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাক এবং দোয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া কর, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন ৷ সূরা বনী ইসরাইল আয়াত-২৪

Miss you maa quotes in bangla

একটি পরিবার তখনি সম্পূর্ণ হয়

যখন তার কেন্দ্রে

সবাইকে আগলে রাখার মতো

একজন মা থাকে।

একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া।

এই পৃথিবীতে ফ্রী তে কিছু পাওয়া যায় না।

কোনো পড়াশোনা বা ডিগ্রি না

থাকলেও প্রতিটা মা,

সন্তানের জন্য এক একজন MBBS

ডাক্তারের চেয়ে কম না…

কোনো পারিশ্রমিক ছাড়া

ছোট বেলায় হাঁটতে

শিখানো থেকে,

বড় হয়ে পথ চলতে

শেখানো মানুষটি হলো মা।

পৃথিবীর সব ভালোবাসা

তো ভালোবাসা হয় জানি,

কিন্তু সব থেকে বড়ো কথা হলো

মায়ের ভালোবাসার কাছে

সব ভালোবাসা হার মেনে যায়!

রাগ অভিমান টা মায়ের কাছেই চলে,

মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ করে না।

“মা”

মানে বেচেঁ থাকার

দ্বিতীয় অক্সিজেন।

আরও পড়ুনঃ

Banglalink Call Rate Offer 2022

সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

What is Emotional Maa Quotes In Bangla?

Emotional Maa Quotes In Bangla হচ্ছে মা এর প্রতি সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ, যে সন্তান মাকে কতটা ভালবাসেন তা ভাষায় কিভাবে প্রকাশ করবে।

মাকে নিয়ে ইসলামিক উক্তি কি?

মাকে নিয়ে ইসলামিক উক্তি হচ্ছে ইসলাম মাকে কতটা উচ্চমর্যাদা স্থান দিয়েছেন তার বহিঃপ্রকাশ।

উপসংহার,

Emotional Maa Quotes In Bangla ভাষায় প্রকাশ করে শেষ করা যাবেনা। মায়ের প্রতি কি ধরনের ভালবাসা আমাদের থাকা উচিত এবং এর ব্যখ্যা কখনোই ভাষায় প্রকাশ করার মত নয়।

মাকে নিয়ে কষ্টের কিছু কথা উক্তি লিখে প্রকাশ করা খুবই কষ্টকর কেননা একজন মা-ই বলতে পারবেন তার সন্তানের প্রতি তিনি বিনীত এবং কতটা কষ্ট ও ভালোবাসা প্রকাশ করেন।

বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর অফার, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

আরও পড়ুনঃ

ইন্টারনেট কে আবিষ্কার করেন?

আজকের খেলার সময় সূচি প্রথম আলো

লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment