সুপ্রিয় পাঠকবৃন্দ ঘর থেকে বের হওয়ার দোয়া সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। মহান আল্লাহ তা’আলা মুসলমানদের জন্য প্রতি কদমে কদমে নেয়ামত রেখেছেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান তবে অবশ্যই আপনাকে ইসলামের সুন্নত আমল গুলোর উপর গুরুত্ব দিতে হবে।
তেমনি একটি গুরুত্বপূর্ণ আমল হলো ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশ করার সময় দোয়া পাঠ করা। তাই Ghor theke ber howar dowa নিয়মিত পাঠ করা উত্তম। মূলত আমরা সকলে যখন ঘর থেকে বের হই ঠিক সেইসময় মহান আল্লাহর কাছে প্রার্থনা যাওয়া উত্তম।
কিন্তু আমরা বেশিরভাগ মানুষই Ghor theke ber howar dowa না পড়ে বা এই কাজটি না করে সরাসরি ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট কোন কাজে কিংবা অন্য কোন জায়গায় চলে যাই।
যদি মহান আল্লাহর কাছে আপনি সাহায্য না চান এবং আল্লাহর ভরসায় ঘর থেকে বের না হয় তাহলে সেই ক্ষেত্রে শয়তান আপনাকে আক্রমণ করবে এবং আপনি শয়তানের ধোঁকায় পড়তে পারেন।
তাই অবশ্যই ঘর থেকে বের হতে দরজায় দাঁড়িয়ে ghor theke ber howar dowa পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া অত্যন্ত জরুরী। এতে করে আপনার বিপদ-আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং নিজেই রক্ষা করবেন।
তাহলে ঘর থেকে বের হওয়ার সময় দরজায় দাঁড়িয়ে কোন দোয়াটি পড়া হয়? তাই ঘর থেকে বের হওয়ার দোয়া কি, ghor theke ber hobar dua কোনটি পড়লে আল্লাহ তায়ালা বেশি খুশি হন এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।
Contents In Brief
ঘর থেকে বের হওয়ার দোয়া আরবি – Ghor Theke Ber Howar Dowa
আপনারা যখন ঘর থেকে বের হবেন সেই সময় অবশ্যই এই মহান আল্লাহ তায়ালার আওতায় থেকে তবে বের হবেন। এজন্য আপনাকে কিছু আমল এবং ghor theke ber howar dowa পাঠ করতে হবে।
এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) হাদিসের মধ্যে ঘোষণা করেন-
হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ঘর থেকে কেউ বাইরে রাওয়ানা হওয়ার সময় যদি বলে-
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
Ghor Theke Ber Bobar Dua Bangla
উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি’
অর্থ : ‘আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উপরই আমি নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া (মন্দে) বিরত থাকা ও কল্যাণ পাওয়ার শক্তি কারো নেই।’
তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট; (অনিষ্ট থেকে) তুমি হেফাজত অবলম্বন করেছ।
আর তার থেকে শয়তান দূরে সরে যায়।’ (তিরমিজি, মিশকাত, তালিকুর রাগিব, কালিমুত তাইয়্যিব)
ঘর থেকে বাহির হওয়ার দোয়া হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি’
আরও পড়ুনঃ
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে
ঘর থেকে বের হওয়ার দোয়া পাঠ করার পাশাপাশি আপনাকে জানতে হবে ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে দেয়া প্রয়োজন।
কেননা ইসলামে সুন্নতি আমলগুলোর সঠিকভাবে পালন করলে আপনি অনেক বেশি নেকি অর্জন করতে পারবেন।
ঘর থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিতে হবে, তারপর বাম পা আসবে। আবার যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন আপনাকে ডান পা প্রথমে প্রবেশ করাতে হবে।
আপনি বুঝতে পেরেছেন ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে আপনাকে ডান পা আগে বের করতে হবে।
মহান আল্লাহ তা’আলা তাঁর প্রিয় বান্দাদেরকে অনেক ভালবাসেন তাই তাদেরকে যত বেশি সম্ভব নেকি প্রদানের লক্ষ্যে সর্বদাই প্রস্তুত থাকেন।
তাই আমরা আমাদের প্রতিটি কাজে বেশি বেশি নেকি অর্জন করার জন্য সুন্নতি আমলগুলো করব।
যে আমলগুলো ফরজ নয় তবে সঠিক নিয়মে পালন করলে অনেক সওয়াব পাওয়া যায়।
মূলত এই আমলের অনেকগুলো মহান আল্লাহ তায়ালা নিজেই বলে দিয়েছেন এবং অনেকগুলো মহান আল্লাহ তাআলার প্রেরিত রাসুলগণ আমাদের জানিয়েছেন।
আসুন আমরা একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সুন্নত আমলগুলোর সঠিক সময় সঠিক নিয়মে পালন করি।
আরও পড়ুনঃ
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কোনটি?
FAQS
ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা হলো ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি।
উপসংহার
আজ আমরা ঘর থেকে বের হওয়ার দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
মূলত আমাদের সকলের উচিত এই আমলটি মেনে চলা এবং মহান আল্লাহতালার কাছে খারাপ যে কোনকিছুর হাত থেকে বাঁচার জন্য প্রার্থনা করা।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সবসময় সঠিক নিরাপত্তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছেন।
আমাদের শুধু একটি কাজ হচ্ছে তার কাছ থেকে আমাদের সাহায্য চাইতে হবে।
তাহলে তিনি নিজে থেকেই আমাদেরকে সাহায্য করবেন।
আরও পড়ুনঃ
রবি ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদ
ঘর থেকে বের হওয়ার সময় যাতে কোন শয়তান আপনার খারাপ কিছু করতে না পারে যার কারণে আপনারা এই দোয়াটি বিশেষভাবে পালন করবেন।
মহান আল্লাহ তায়ালা সকল মুসলমান উম্মাহকে হাদীসের উপর আমল করার তৌফিক দান করুন।
এবং শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আমিন।
অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম, ইন্টারনেট অফার, নানান ধরনের তথ্যমূলক আর্টিকেলগুলো জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আমাদের ওয়েবসাইট থেকে আপনারা এই সংক্রান্ত আর্টিকেলগুলো বিস্তারিত পেয়ে যাবেন।
এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।