15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ । Low price mobile BD

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি 15000 টাকার মধ্যে ভালো মোবাইল ফোন বাংলাদেশ মূল্য সম্পর্কে জানতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। প্রতি মুহূর্তের প্রয়োজনিও ডিভাইস মোবাইল ফোনের দাম সম্পর্কে জানা দরকার। তাই আজকে আমরা 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ সম্পর্কে জানবো।

বর্তমানে ফিচারের তুলনায় মোবাইল ফোনের দাম খুব কম। তবুও মানুষ সঠিক তথ্যের অভাবে বাজারে গিয়ে দোকানিদের খপ্পরে পড়ে বেশি দামে তুলনামূলক ভালো মোবাইল কিনতে পারে না। তাই ঘরে বসেই জেনে নিন কম দামে ভালো কিছু মোবাইলের দাম।

আজকে আমরা বিভিন্ন ব্রান্ডের বেশ কিছু স্মার্ট ফোন সম্পর্কে জানবো। এই মোবাইলগুলির দাম 15000 টাকার কম। অর্থাৎ মোবাইল কেনার ক্ষেত্রে বাজেট যদি হয় 15000 টাকার মধ্যে তাহলে পড়তে থাকুন বিস্তারিত।

  • রিয়েলমি
  • সিম্ফোনি
  • ইনফিনিক্স
  • ওয়ালটন
  • টেকনো
  • শাওমি রেডমি

আমরা সবাই জানি, এই মুহূর্তে একটি স্মার্ট মোবাইলের গুরুত্ব। আজকে জেনে নেই 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ সম্পর্কে।

আজকে আমরা যে ব্রান্ডের মোবাইল সম্পর্কে জানবো সেখানে উপরে উল্লেখিত সব ব্রান্ডের চমৎকার কয়েকটি মডেলের মোবাইল থাকবে। 

Content Summary

15000 টাকার মধ্যে সেরা স্মার্ট মোবাইল ২০২৩ 

15000 টাকার মধ্যে সেরা স্মার্ট মোবাইল ২০২৩
15000 টাকার মধ্যে সেরা স্মার্ট মোবাইল ২০২৩

কথায় আছে সেরার কোনো শেষ নেই। কিন্তু তুলনামূলক বর্তমানে মোবাইল বাজারে আজকের লেখা মোবাইলগুলির সেরার নিশ্চয়তা দেওয়া যায়।

চলুন প্রথমেই সময়ের সেরা ব্রান্ড রিয়েলমির একটি ব্রান্ড সম্পর্কে জেনে নেওয়া যাক। 

Samsung Galaxy M02s – স্যামসাং গ্যালাক্সি এম০২এস । Best Mobile 

স্যামসাং ব্রান্ড যাদের পছন্দ, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম০২এস ডিভাইসটি অসাধারণ। ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের তিন ক্যামেরা সেটাপ।

৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজের ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর ব্যবহার হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস ফোনটিতে ৫০০০মিলিএম্পিয়ার ব্যাটারি থাকছে। তবে থাকছেনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা আজকালকার সকল দামের ফোনেই একটি ফিচার। তবে ফেস আনলক সিস্টেম আছে।

গ্যালাক্সি এম০২এস এর বর্তমান বাজার মূল্য ১২,৯৯৯টাকা। আপনি ফোনটি স্যামসাং এর যেকোনো শো-রুমে পেয়ে যাবেন। অথবা যেকোনো লোকাল মোবাইল বাজারে পাবেন। 

Tecno Spark 8C – টেকনো স্পার্ক ৮সি । 15000 টাকার মধ্যে ভালো মোবাইল 

টেকনো স্পার্ক ৮সি ফোনটি বাজিমাত করার মতো একটি।এত কম দামে ফোনটির ফিচারের দিক দিয়ে কোনো ধরণের ছাড় দেওয়া হয়নি। এছাড়া বাজটের মধ্যে ফোনের বাড়তি স্টোরেজ কাজে আসবে যেকোনো ধরনের ব্যবহারে।

Tecno Spark 8C এর ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি।এছাড়া তাতে ব্যবহার হয়েছে ৯০ হার্টজ। মোবাইলটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

সেলফি হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এটিতে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে।

টেকনো স্পার্ক ৮সি ফোনটিতে র‍্যাম দেওয়া হয়েছে ৩জিবি। এবং রোম হিসেবে ৬৪জিবি স্টোরেজ ব্যবহার হয়েছে।

মোবাইলটির দাম মাত্র ১১,৯৯০ টাকা। আর একই ফিচারে শুধু ৪জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ১৩৯৯০ টাকা।15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ।

আরও পড়ুনঃ

How to open Rocket account | Best Mobile Banking service

How To Change Bkash Pin? বিকাশ পিন রিসেট করার নিয়ম

Realme C11 রিয়েলমি সি১১ । ভালো মোবাইলের তালিকা

অনেক প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে সমান মূল্যে রিয়েলমি সি ১১ মোবাইলটি বাজারে ছেরেছে রিয়েলমি। বাজারে টিকে থাকতে এবং ক্রেতাদের আকর্ষণ করতেই মূলত এই পন্থা কোম্পানিটির।

অন্তত রিয়েলমি সি ১১ এর এই মোবাইলটির ফিচার সেই কথা বলে। 

মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৬.৮১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। মোবাইলটির অভ্যন্তরে আছে Unisoc SC9863 এর প্রসেসর।এছাড়া মাইক্রোএসডি কার্ডের জন্য আলাদা স্লট দেওয়া আছে।

রিয়েলমি সি১১ এর মেইন ক্যামেরায় ৮ মেগাপিক্সেল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিসপ্লের টিয়ার ড্রপ নচের মধ্যে এফ/২.২ অ্যাপারচার দেওয়া হয়েছে।এছাড়া সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। 

রিয়েলমি সি১১ ফোনটিতে ৫,০০০ এমএ এইচ ব্যাটারি দেওয়া আছে।এছাড়া অন্যতম আকর্ষণ ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। যার ফলে চার্জ হতে খুব কম সময় লাগে।

এই দামে রিয়েলমি সি১১ ফোনটি দিয়েছে স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচার। মোবাইলটির ক্যামেরাতে রয়েছে নাইট মোড।

যা এই দামে থাকার কথাই না। সবকিছু মিলিয়ে ফিচার হিসেবে দাম খুবই কম। 

রিয়েলমি সি১১ মডেলের এই মোবাইলটির দাম ৮,৯৯০ টাকা। অর্থাৎ এই দামে সেরা ফিচারের মধ্যে অন্যতম মোবাইল এটি।

Tecno Spark 6 – টেকনো স্পার্ক ৬ Best Mobile at low prices

৪ জিবি র‍্যাম সাথে ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এই মোবাইলটিতে। যাদের বাজেটের মধ্যে বিশাল মাপের ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ভালো মানের পারফরম্যান্স প্রয়োজন তাদের জন্য এটি সেরা।

টেকনো স্পার্ক ৬ এ মেইন ক্যামেরা দেওয়া হয়েছে তিনটি। এছাড়া পাঞ্চহোল ডিসপ্লে থাকায় এটি অত্যন্ত আকর্ষণীয় দেখা যায়।

টেকনো স্পার্ক ৬ ফোনটিতে থাকছে ৫০০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৭০ এর প্রসেসর৷ 

এছাড়াও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছেই। ফিংগারপ্রিন্ট সেস্নর ইত্যাদি ফিচার ও রয়েছে টেকনোর এই ফোনটিতে।

টেকনো স্পার্ক ৬ এর বাজার মূল্য মাত্র ১১,৯৯০ টাকা। দেশের যেকোনো শো-রুম বা বাজারে পেয়ে যাবেন ফোনটি।

Realme 5i – রিয়েলমি ৫আই । কম টাকার মধ্যে ভালো ফোন

রিয়েলমি ৫আই ফোনটির অসাধারণ পারফরম্যান্সের অন্যতম কারণ, এটির শক্তিশালী কোয়ালকম এর প্রসেসর, স্ন্যাপড্রাগন ৬৬৫।

Realme 5i – তে দেওয়া হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। কোয়াড ক্যামেরা সেটাপের ফোন এটি।

রিয়েলমি ৫আই তে থাকছে ৫০০০মিলিএম্পিয়ারের ব্যাটারি। এছাড়াও ফোনটির পেছনে থাকছে ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেন্সর।

Realme 5i এর বাজার মূল্য মাত্র ১২,৯৯০ টাকা। এটি দেশের যেকোনো মোবাইল বাজারে পেয়ে যাবেন। 

সিম্ফোনি জেড৪০ – Symphony Z40

এখন মোবাইল ফোন কেনা খুবই সহজ। দাম বেশি হলেই শুধু আকর্ষণীয় ফিচার থাকে ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমান করেছে দেশীয় ব্র‍্যান্ড সিম্ফোনি এর সিম্ফোনি জেড৪০ ফোনটি।

এই ফোনটিতে আকর্ষণীয় ডিজাইনের সাথে ১৩ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে।যা ফোনটির লুকে অনন্য মাত্রা যোগ করেছে।

সিম্ফোনি জেড৪০ এর ব্যাক ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ। মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর দেওয়া হয়েছে।

এছাড়া ৫০০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে র‍্যাম দেওয়া হয়েছে ৩ জিবি। ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে ৩২ জিবি এসডি কার্ড। দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সিম্ফোনি যেড ৪০ এর এই মোবাইলটির বর্তমান বাজারে ৯,৯৯০ টাকা। পেয়ে যাবেন আপনার নিকটস্থ যেকোনো মোবাইলের দোকানে।

আরও পড়ুনঃ

Palli Bidyut Bill Payment Online | পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত?

Infinix Hot 9 Play – ইনফিনিক্স হট ৯ প্লে । সেরা মোবাইল  

ইনফিনিক্স হট ৯ প্লে মডেলের মোবাইলটির ফিচার ফোনের মধ্যে অসাধারণ। ফোনটিতে র‍্যাম হিসেবে দেওয়া হয়েছে ৪ জিবি।

এছাড়া ব্যবহার হয়েছে ৬৪ জিবি এসএসডি স্টোরেজ।মোবাইলটির ফিচার দেখলেই বুঝতে পারবেন মোবাইলটির অসাধারণ পারফরমেন্স।

ডিসপ্লেঃ মোবাইলটিতে ৬.৮২ ইঞ্চির বিশাল এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা আপনাকে ব্যবহার করতে দেবে অসাধারণ স্বস্তি।

৬.৮২ ইঞ্চির এই বিশাকল ডিসপ্লে আপনাকে যেকোনো ভিডিও দেখতে দিবে অন্নরকম অনুভুতি।

র‍্যামঃ  ২/৪ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে।যা ফোনটিতে মোটামুটি প্রতিদিনের ব্যবহার্য এপ্স চালাতে ঠিকঠাক কাজ করবে। আর ৪ জিবি র‍্যামের মোবাইলটি নিলে পারফরম্যান্স দিবে অসাধারণ। 

রোমঃ এই মডেলের মোবাইলটি দু ধরনের করা হয়েছে। একটি করা হয়েছে ৩২ জিবি এক্সটারনাল দিয়ে। অন্যটি ব্যবহার হয়েছে ৬৪ জিবি এক্সটারনাল মেমোরি দিয়ে করা হয়েছে। 

ক্যামেরাঃ ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি হিসেবে ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। 

ব্যাটারিঃ ৬০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে । যা আপনি ৩ দিনের বেশি সময় স্বাভাবিক ভাবে ব্যবহার করতে পারবেন।

প্রসেসরঃ ইনফিনিক্সের Octa-core, up to 1.8 GHz এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে হেলিও এ২৫ প্রসেসর। 

অন্যান্যঃ এছাড়াও ফোনটিতে সেন্সর লাইত এবং ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। 

ইনফিনিক্স হট ৯ প্লে ফোনটিতে রয়েছেফোনটিতে রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি। ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও এ২৫ প্রসেসর দ্বারা। এছাড়াও ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

ইনফিনিক্স হট ৯ প্লে এর দামঃ ৯,৯৯০ টাকা। তবে র‍্যাম এবং রোমের পার্থক্য অনুযায়ী সামান্য তারতম্য রয়েছে। মোবাইলটি আপনি দেশের যেকোনো মোবাইল বাজা/ দোকানে পেয়ে যাবেন। 

Redmi 9A – শাওমি রেডমি ৯এ । 15000 টাকায় সেরা মোবাইল 

শাওমি ব্রান্ডের এই মডেলের মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫৩ইঞ্চির এইচডি প্লাস নচযুক্ত ডিসপ্লে। ব্যবহার করা হয়েছে ২জিবি র‍্যাম এবং ৩২জিবি ইন্টারনাল মেমোরি।

প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও জি২৫।মোবাইলটিতে রয়েছে ৫০০০মিলিএম্পিয়ার এর বিশাল ব্যাটারি।

ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অন্যদিকে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে ৫ মেগা ক্যামেরা। এই ফোনটিতে শুধু ফেস আনলক সিস্টেম দেওয়া হয়েছে। 

শাওমি রেডমি ৯এ মডেলের মোবাইলটির দাম ধরা হয়েছে মাত্র ৯,৯৯৯ টাকা। পেয়ে যাবেন দেশের যেকোনো মোবাইল বাজারে।

Realme C3 – রিয়েলমি সি৩ । কম টাকার মধ্যে ভালো মোবাইল

কম টাকার মধ্যে ভালো মোবাইল
কম টাকার মধ্যে ভালো মোবাইল

এটি শুধু মোবাইলই না। এটি একটি গেমিং মোবাইল। কল্পনার বাহিরে এই মোবাইলটি ফিচার। সে অনুপাতে ফোনটির দাম বিনামূল্য বলেও ভুল হবে না।

এই ফোনটি বাজারে আসতেই মন কেড়েছে সবার।ফোনটির দাম করা হয়েছে মাত্র ১১ হাজার টাকা। 

৬.৫ ইঞ্চির ডিসপ্লে সাইজ যা বিশাল সাইজ বলা চলে। আরও থাকছে ৫০০০মিলি এম্পিয়ারের বিশাল একটি ব্যাটারি।

সব মিলিয়ে ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৭০ এর কল্যাণে গেমিং হবে অনবদ্য৷

রিয়েলমি সি৩ তে ৩জিবি র‍্যাম এবং ৩২জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। তিনটি ক্যামেরা সেটাপ থাকছে ফোনটিতে। এছাড়া ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেন্সর তো থাকছেই।

এই মোবাইলটি মূলত গেমারদের কথা চিন্তা করে তৈরি করা। এত কম দামে গেমাররা মোবাইল পেয়ে যেন খুশিতে আত্মহারা। এই মোবাইলটির বাজার মূল্য বর্তমানে মাত্র ১০,৯৯০ টাকা।

আরও পড়ুনঃ

Official Phone Check Bangladesh |  অফিসিয়াল ফোন কিভাবে চেক করবো

BKash App Download for PC

Walton RX8 Mini – ওয়ালটন আরএক্স৮ মিনি । ভালো মোবাইল বাংলাদেশ  

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এ খুজছেন?  স্ন্যাপড্রাগন প্রসেসর, ৬.৩ ইঞ্চির ফুল এইচডডি ডিসপ্লে দেওয়া হয়েছে Walton RX8 Mini এই মোবাইলটে।

ওয়ালটন এর আরএক্স৮ মিনিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরের একটি ফোন। এছাড়া থাকছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।

মেইন ক্যামেরায় থাকছে তিনটি ক্যামেরা।এছাড়া অসাধারণ সেলফি ক্যামেরা তো থাকছেই।ব্যাটারি হিসেবে থাকছে ৩৬০০ মিলিএম্পিয়ার ব্যাটারি।

কম বাজেটে গেমিং এর জন্য যারা স্ন্যাপড্রাগন প্রসেসর এর ফোন চান তাদের জন্য আদর্শ সমাধান হতে পারে ওয়ালটনের এই ফোনটি।

ওয়ালটন আরএক্স৮ মিনি বাজার দাম মাত্র ১১,৯৯৯ টাকা। আপনি যেকোনো ওয়ালটনের শোরুমে বা লোকাল বাজারে পেয়ে যাবেন।

দাম এবং ফিচার দেখে বুঝতেই পারছেন ফোনটি কেমন হবে। 

Redmi 10C-শাওমি রেডমি ১০সি । কম টাকার মধ্যে ভালো মোবাইল

স্ন্যাপড্রাগন প্রসেসর যাদের খুব পছন্দ, তাদের জন্য এটি। 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এর মধ্যে এটি হতে পারে সেরা একটি মোবাইল।

স্ন্যাপড্রাগন ৬৮০ এবং ৫০০০মিলিএম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে মোবাইলটিতে।এছাড়া ৫০মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে ফোনটিতে।

মোবাইলটিতে রয়েছে ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজ।যার মূল্য মাত্র ১২,৯৯৯টাকায।অন্যদিকে ১৩,৯৯৯টাকায় পাওয়া যাবে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের একই ফিচারের ফোন।

Realme Narzo 30A – রিয়েলমি নারজো ৩০এ । Best Mobile in Bangladesh  

আপনি 15000 টাকার মধ্যে ভালো মোবাইল দাংলাদেশ থেকে নিতে চাই;এ এই মোবাইলটি নিতে পারেন। এটিতে থাকছে ৬০০০ মিলিএম্পিয়ারের বিশাল ব্যাটারি।

ফোনটি মিডিয়াটেক এর হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার হয়েছে।এটি দেশের বাজেট গেমারদের প্রথম পছন্দের একটি।

আরও পড়ুনঃ ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় কি?  

গেমিং-সেন্ট্রিকএই ফোনটির প্রধান ফোকাস এর চিপসেটই রয়েছে।

এটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। যা খুব অল্প সময়ে আপনাকে চার্জ করে দিবে।

মেইন ক্যামেরায় থাকছে দুইটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের অসাধারণ একটি ক্যামেরা।

বর্তমান বাজারে রিয়েলমি নারজো ৩০এ এর মূল্য মাত্র ১২,৯৯০ টাকা। এটি আপনি দেশের যেকোনো লোকাল মোবাইল বাজারে বা দোকানে পেয়ে যাবেন। 

এতক্ষণে আমরা 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ সম্পর্কে জানলাম। মোট ১২ টি মোবাইলের ফিচার এবং বাজার মূল্য জানলাম।

আজকের সবকয়টি ফোন অসাধারণ। প্রতিদিনের ব্যবহারের জন্য অসাধারণ পারফরম্যান্স করে ফোনগুলো। 

মূলত বাজারে টিকে থাকতে মোবাইল কোম্পানিগুলো কিছু কিছু মডেলের ক্ষেত্রে এমন আকর্ষণীয় ফিচার দেয়।

1500 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এর এই ১২ টির যেকোনো একটি কিনতে পারেন চোখ বুঝে। 

আরও পড়ুনঃ Official Phone Check Bangladesh |  অফিসিয়াল ফোন কিভাবে চেক করবো

এতক্ষণ 1500 টাকার মধ্যে ভালো মোবাইলের ফিচার সম্পর্কে জানলাম। এবার মোবাইল কেনার ক্ষেত্রে অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নেওয়া যাক।

এই প্রশ্নগুলো সাধারণত সবাই জিগ্যেস করে থাকে।15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ।

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ লিস্ট ২০২৩

BrandModelPrice
স্যামসাংSamsung Galaxy M02s১২,৯৯৯ টাকা
টেকনোTecno Spark 8C১১,৯৯০ টাকা
রিয়েলমিRealme C11৮,৯৯০ টাকা
টেকনোTecno Spark 6১১,৯৯০ টাকা
রিয়েলমিRealme 5i১২,৯৯০ টাকা
সিম্ফোনিSymphony Z40৯,৯৯০ টাকা
ইনফিনিক্সInfinix Hot 9 Play৯,৯৯০ টাকা
শাওমি রেডমিRedmi 9A৯,৯৯৯ টাকা
রিয়েলমিRealme C3১০,৯৯০ টাকা
ওয়ালটনWalton RX8 Mini১১,৯৯৯ টাকা
শাওমি রেডমিRedmi 10C১৩,৯৯৯ টাকা
রিয়েলমিRealme Narzo 30A১২,৯৯০ টাকা
15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ লিস্ট ২০২

আরও পড়ুনঃ

ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী

উপ খাদ্য পরিদর্শক এর কাজ কি?- সহকারী উপ খাদ্য পরিদর্শক এর কাজ কি

ডিজিটাল মার্কেটিং কি | ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব এবং ক্যারিয়ার গড়ব

মোবাইল কেনা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর । FAQS । বেষ্ট মোবাইল বাংলাদেশ 

কোন ব্রান্ডের মোবাইল সবচেয়ে ভালো?

মোবাইলের ভালো মন্দ ব্রান্ডের থেকে ফিচারের উপর নির্ভর করে ৯৫ শতাংশ। ব্রান্ড বিবেচনায় সব ব্রান্ডই সেরা। তবে আপনাকে 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ক্রয় করতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

প্রতিদিনের সাধারণ ব্যবহারে কি মোবাইল কেনা উচিত?

বর্তমানে প্রায় সব স্মার্ট ফোনেই নিত্তদিনের কাজ করা যায়। তবে আজকের ১২ টি মোবাইলের যেকোনো একটি নিলে চোখ বুঝে বছরেরপর বছর চালাতে পারবেন চিন্তাহীন। 

মোবাইলের ব্যাটারি কেন নষ্ট হয়? ঠিক করার উপায় কি?

মোবাইলের ব্যাটারি নষ্টের প্রধান কারণ আপনি নিজে। নিয়ম মেনে চার্জ দেন না। একটু চার্জ দেন একটু ব্যবহার করেন। চার্জে লাগিয়ে ব্যবহার করেন। এজন্য ব্যাটারি আসতে আসতে দুর্বল হয়ে যায়। মোবাইলের সাথের ব্যাটারি নষ্ট হলে যতই হোক একইরকম ব্যাটারি আর পাবেন না।তাই সঠিক ভাবে চার্জ দিন।

কত হাজার টাকার মধ্যে মোবাইল কিনলে ভালো হবে?

দেখুন, মোবাইল ভালো মন্দ নির্ভর করা ফিচারের উপর। তাই দাম না দেখে ফিচার দেখে আপনার বাজেটের মধ্যে মোবাইল কিনুন। সেরা সার্ভিস পাবেন যেকোনো ব্রান্ডের মোবাইল থেকে। 

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ কোনটি?

আপনারা যারা আমাদের 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ পোস্টটি পড়েছেন তাদের জন্য বলছি আপনি স্যামসাং মোবাইল ব্যাবহার করুন।

মোবাইল ভেদে চার্জ হতে কম বেশি সময় কেন লাগে?

মোবাইলের চার্জ হয়ে থাকে মূলত চারজিং সিস্টেমের দ্বারা। আর এক এক ফোনে এক এক সিস্টেম সেটআপ করা থাকে। অনেক ফোনের চারজার ফাস্ট চারজিং এর আওতাভুক্ত। যার ফলে দ্রুত চার্জ হয়। আবার অনেক ফোনে চার্জ নিতে কয়েক ঘণ্টা সময় নেয়। 

সর্বশেষে । কম টাকার মধ্যে ভালো মোবাইল কেনার উপায় 

আজকের পোষ্টে আমরা জানতে চেষ্টা করেছি 1500 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ নিয়ে বেশ কিছু ফোনের ফিচার সম্পর্কে।

আশা করছি এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সাহায্য করেছে। 

আরও পড়ুনঃ কল রিংটোন ডাউনলোড

এরপরেও 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ নিয়ে কোনও বিষয়ে জানতে চাইলে এই পোষ্টের নিচে কমেন্ট করুন। আপনাকে রিপ্লেতে জানিয়ে দেওয়া হবে। 

সব বিষয়ে নিত্য নতুন পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।