GP Offer Check Code 2023 | জিপি অফার চেক কোড কত

আপনি কি জানেন GP Offer Check Code কত? কিভাবে জিপি অফার চেক কোড ব্যবহার করবেন। GP Offer Check কোড ব্যবহার করে কিভাবে অফার চেক করবেন ও অফার ক্রয় করবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।

অ্যাক্টিভেশন কোড ব্যবহার করে জিপি অফার চেক করার পদ্ধতি, মা জিপি অ্যাপ থেকে অফার চেক করার পদ্ধতি এবং বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ থেকে জিপি অফার চেক করার পদ্ধতি সমূহ সম্পর্কে আপনাদের জানাবো।

আপনারা নিশ্চয়ই জানেন প্রতিবছর বাজেট পরবর্তী বাংলাদেশের টেলিকম অপারেটর গুলো তাদের অফারগুলোকে নতুন করে সাজিয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম নয় গ্রামীণফোনের প্রতিটি অফারি নতুন করে সাজানো হয়েছে।

জিপি অফার চেক কোড কত । GP Offer Check Code 2023

জিপি অফার চেক কোড কত । GP Offer Check Code 2023
জিপি অফার চেক কোড কত । GP Offer Check Code 2023

ইতিমধ্যেই আপনাদের জানানো হয়েছে একাধিক পদ্ধতিতে আপনি গ্রামীণফোনের অফার চেক করতে পারেন।

তবে আপনাদের কাছে যদি মোবাইল ব্যাংকিং সেবা বা মাই জিপি অ্যাপসটি না থাকে তবে আপনাকে ম্যানুয়ালি ইউএসএসডি কোড ডায়াল করে জিপি সিম অফার চেক করতে হবে।

GP Offer Check Code is *121#. All GP SIM Minute, internet, call rate and bundle offer check code is *121#.

জিপি অফার চেক কোড হচ্ছে *121#, এই কোড ডায়াল করে আপনি জিপি সিমের সকল অফার দেখতে ও ক্রয় করতে পারবেন।

ইউএসএসডি কোড ডায়াল করে জিপি অফার চেক করতে আপনার মোবাইল থেকে *১২১# ডায়াল করুন। আপনি জিপি সিমের মিনিট ইন্টারনেট কলরেট ও বান্ডেল অফার সহ সকল অফার সমূহ মেনু লিস্টে দেখতে পাবেন, সেখান থেকে আপনার পছন্দের জিপি অফারটি নির্বাচন করে সহজেই ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ

GP Minute Offer 2023 List

Airtel Balance Check BD Code

GP my offer kivabe check korbo

*১২১# ডায়াল করে আপনি গ্রামীণফোন থেকে অনেক ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।

আপনার জিপি সিমে বর্তমানে কি ধরনের অফার দেওয়া হচ্ছে গ্রামীনফোনের পক্ষ থেকে সেই অফারকে জিপি my offer বলা হয়ে থাকে।

আপনি যদি জিপিতে my offer চেক করতে চান তবে *১২১*৫# ডায়াল করুন। আপনার মোবাইল স্ক্রিনে মেনু আকারে জিপি মাই অফার লিস্ট চলে আসবে।

GP Internet Offer Check Code 2023 | জিপি ইন্টারনেট অফার চেক কোড

আপনি যদি জিপি ইন্টারনেট অফার চেক করতে চান, তবে সরাসরি *১২১# ডায়াল করে মেনু থেকে তিন নম্বর অপশনে Internet Pack (ইন্টারনেট প্যাক) সিলেক্ট করে আপনার সিমের জিপি ইন্টারনেট অফার চেক করে নিতে পারেন।

এছাড়া আপনি যদি সরাসরি জিপি ইন্টারনেট অফার চেক করতে চান তবে *১২১*৩# ডায়াল করুন। আপনার জিপি সিমের জন্য প্রযোজ্য সকল ইন্টারনেট অফার গুলো লিস্ট আকারে আপনার সম্মুখে চলে আসবে।

আরও পড়ুনঃ

জিপিএফ হিসাব দেখার নিয়ম

GP Call Rate Offer 2023

GP Minute Offer Check Code 2023

সহজে ও দ্রুত সময়ের মধ্যে GP Minute Offer Check Code করতে *121*4# ডায়াল করুন।

জিপি মিনিট অফার চেক কোড *১২১*৪# ডায়াল করে আপনি জিপি বান্ডেল অফার সম্পর্কেও জানতে পারবেন।

মনে রাখবেন জিপি সিমের যে কোন অফার চেক করার জন্য আপনি একটি মাত্র ইউএসএসডি কোড *১২১# মনে রাখাই যথেষ্ট।

My GP app থেকে জিপি অফার চেক

গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের সহজেই জিপি অফার চেক করার জন্য ইউএসএসডি কোড রাখার পাশাপাশি মাই জিপি অ্যাপ নিয়ে এসেছে।

আপনার কাছে যদি একটি এন্ড্রয়েড স্মার্ট ফোন থাকে তবে আপনি খুব সহজেই মাই জিপি অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করে আপনার সিমের সকল অফার গুলো দেখে নিতে পারেন।

আরও পড়ুনঃ

Grameenphone Number Check Code

Passport Medical Report Check Online Bangladesh

Bkash থেকে জিপি সিম অফার চেক

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ সহ যেকোনো মোবাইল ব্যাংকিং সেবায় আপনি খুব সহজেই আপনার জিপি সিমের অফার চেক করতে পারবেন।

এর জন্য আপনাকে মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপস ব্যবহার করতে হবে। Bkash থেকে GP Offer Check Code করতে প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগইন করুন।

বিকাশ অ্যাপস ড্যাশবোর্ডে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে আপনার নাম্বারটি ডায়াল করে কোন টেলিকম সিম আপনি ব্যবহার করছেন তা নির্বাচন করুন, হবে জিপি সিম।

আরও পড়ুনঃ

SIM Registration Check Online Bangladesh

BPDB Prepaid Meter Codes

তারপর বিকাশ অ্যাপ মেনুতে আপনি মাই জিপি অফার, মিনিট, ইন্টারনেট কল রেট সহ সকল অফার থেকে আপনার পছন্দের অফারটি সিলেট করতে পারবেন।

এভাবেই আপনি বিকাশ সহ অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং সেবা অ্যাপ থেকে GP Offer Check Code ব্যবহার করা ছাড়াই অফার চেক করতে পারবেন।

ফ্লেক্সিলোড সপ থেকে জিপি অফার চেক

বর্তমান সময়ে গ্রামীনফোনে রিচার্জ করার জন্য সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে জিপি পাওয়ার লোড অফার।

জিপি পাওয়ার লোড অফার পদ্ধতিটি মূলত ব্যবহার করে থাকেন জিপি টপ অফ রিটেলাররা।

জিপি টপ অফ রিটেলার বলতে জিপি ফ্লেক্সিলোডের ব্যবসা যারা করছেন তাদের বোঝানো হয়ে থাকে।

আপনি যদি জিপি ফ্লেক্সিলোড করার জন্য কোনো দোকানে যান এবং আপনার নাম্বারটি দেন তবে তারা প্রথমে জিপি পাওয়ার লোডের মাধ্যমে আপনাকে রিসার্চ দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ

My Robi Internet Offer

Robi SMS pack code

আপনি যদি নির্দিষ্ট পরিমাণ রিচার্জ এর কথা না বলে বলেন যে আমার সিমের অফারগুলো চেক করুন।

তারা পাওয়ার লোডের মাধ্যমে যখন আপনার সিমের অফার চেক করবে তখন আপনার কাছেও একটি এসএমএস চলে আসবে।

উক্ত জিপি এসএমএস এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সিমে থাকা সকল অফার গুলো সম্পর্কে জানতে পারবেন।

বর্তমানে বেশিরভাগ জিপি সিম ব্যবহারকারী পাওয়ার রোডের মাধ্যমে জিপি অফার চেক করে থাকে।

আমরা এই পোস্টে আপনাদেরকে জিপি অফার চেক করার জন্য একাধিক পদ্ধতি সম্পর্কে জানিয়েছি।

উপরোক্ত সকল পদ্ধতি গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে GP Offer Check Code *121# ইউএসএসডি কোড ব্যবহার করা অথবা জিপি পাওয়ার লোড পদ্ধতিতে রিচার্জের মাধ্যমে অফার চেক করা।

এই দুটি পদ্ধতিতে অপার চেক করলে আপনি আপনার জিপি সিমে বর্তমান চলমান সেরা অপরটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ

Airtel SMS Pack BD

Robi SMS Pack 30 Days

What is GP Offer Check Code?

GP Offer Check Code is *121#

জিপি অফার চেক কোড কত?

জিপি অফার চেক কোড হচ্ছে *১২১#

বিকাশ থেকে কি জিপি অফার চেক করা যায়?

হ্যাঁ, বিকাশ থেকে জিপি অফার চেক করা যায়। তবে এক্ষেত্রে আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে।

জিপি মিনিট অফার চেক কোড কত?

জিপি মিনিট অফার চেক কোড হচ্ছে *১২১*৩#

উপসংহার,

আশা করি এই পোস্টের মাধ্যমে GP Offer Check Code 2023 সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে জিপি সিমের সকল অফার সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য।

কেননা একজন জিপি গ্রাহক যেকোনো জিপি অফার প্যাকেজ ব্যবহারের পূর্বে অবশ্যই চাইবেন সেই অফার সম্পর্কে ভালোভাবে জেনে নিতে।

আরও পড়ুনঃ

GP Minute Offer 30 Days

Robi 29 TK Recharge Offer

GP Offer Check Code 2022 থেকে 2023 ব্যাপক পরিবর্তন হয়েছে তাই জিপি সিমে যেকোন অফার ক্রয় করার পূর্বে অবশ্যই ভালোভাবে চেক করে নিবেন।

ইন্টারনেট থেকে টাকা ইনকাম, বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের অফার ও টেলিকম অফার সম্পর্কে নিয়মিত নিত্যনতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ

Leave a Comment