জিপিএফ হিসাব দেখার নিয়ম । GPF Balance check Information BD

জিপিএফ হিসাব দেখার নিয়ম সম্পর্কে আপনি জানেন কি? প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ হিসাব কিভাবে খুলতে হয়। বর্তমান সময় অনলাইনের যুগ, অন্যান্য সবকিছুর মতো এখন আপনি ঘর বসে প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ হিসাব দেখে নিতে পারবেন শুধু মাত্র আপনার ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার ব্যবহার করে।

অনলাইন জিপিএফ হিসাব দেখার সঠিক পদ্ধতি অনুসরণ করে আজকে আমরা জানবো জিপিএফ হিসাব দেখার নিয়ম। অর্থাৎ, কিভাবে ঘরে বসেই অনলাইনে জিপিএফ হিসাব দেখা যায়।

কিছুদিন আগেও জিপিএফ হিসেব দেখার জন্য অর্থ বছর শেষে অর্থাৎ জুলাই মাস শেষে উপজেলা হিসাব হিসাব রক্ষকের নিকট জেতে হত। শোনা যায় গ্রাহকের জিপিএফ হিসাব চেক করার জন্য তারা আবার কিছু ঘুষ ও নিত আপনার হিসাবের তথ্য আপনাকে দেওয়ার জন্য। দিন বদলের সাথে আথে বদলে গেছে জিপিএফ হিসাব চেক, দেখার এবং তদারকি করার নিয়ম।

আজকের পোষ্টের মাধ্যমে জানবো, কিভাবে অনলাইনে জিপিএফ হিসাব দেখা যায় কোনও ঝামেলা ছাড়াই, এক্ষেত্রে কি কি লাগবে এবং জিপিএফ হিসাব চেক এর সম্পূর্ণ প্রসেস। 

আশা করছি আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক হেল্পফুল আর্টিকেল হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক জিপিএফ হিসাব দেখার নিয়ম। 

জিপিএফ হিসাব এখন পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট এর অধিনে 

সরকারি চাকরিজীবীদের বেতন এবং যাবতীয় সুবিধার জন্য ইএফটি সার্ভিস করার পর থেকে জিপিএফ হিসাব পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট এর অধিনে আনা হয়েছে।

সুতরাং এখন থেকে জিপিএফ হিসাব পেনশন ফান্ড ম্যানেজমেন্ট সংরক্ষন এবং নিয়ন্ত্রণ করবে। 

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম – GPF Balance check code

ঘরে বসে অনলাইনে জিপিএফ হিসাব ব্যালেন্স চেক করার জন্য প্রথমে cafopfm.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন, তারপর gpf information বাটনে ক্লিক করুন এবং আপনার ভোটার আইডি কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং অর্থবছর নির্বাচন করুন। এভাবে খুব সহজেই আপনি আপনার ডিপিএফ হিসাব ব্যালেন্স চেক করতে পারবেন।

নিন্মে অনলাইন জিপিএফ হিসাব ব্যালেন্স চেক করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো-

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম - GPF Balance check code
অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম – GPF Balance check code

GPF balance check bd বা অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম অর্থাৎ জিপিএফ এর ব্যালান্স এবং হিসাব দেখার নিয়ম খুবই সহজ। খুব সহজেই আপনি চাইলেই অনলাইনে জিপিএফ হিসাব বের করে দেখতে পাবেন।

এবার জেনে নেওয়া যাক হিসাব দেখার জন্য কি কি লাগে-

জিপিএফ হিসাব দেখার জন্য নিচে উল্লেখিত ডকুমেন্টগুলো লাগবে।

১) স্মার্ট মোবাইল/ কম্পিউটার/ ট্যাব। অর্থাৎ যেকোনো ব্রাউজার ওপেন করা যায় এমন একটি স্মার্ট ডিভাইস। 

২) ইন্টারনেট সংযোগ/ মোবাইল ডাটা। 

৩) এনআইডি কার্ডের নাম্বার। অর্থাৎ স্মার্ট আইডি কার্ডের নাম্বার। যে নাম্বার পে ফিক্সেসনের সময় যেটি ব্যবহার কছিলেন সেই নাম্বারটি।

৪) আপনার মোবাইল নাম্বার। পে ফেক্সিসনের সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এবার দেখা যাক কিভাবে এই ডকুমেন্টগুলো ব্যবহার করে জিপিএফ অর্থাৎ প্রভিডেন্ট  ফান্ডের হিসাব দেখা যায়। 

অনলাইনে যেভাবে জিপিএফ হিসাব দেখবেন – জিপিএফ ব্যালেন্স চেক 

জিপিএফ বা জিপি ফান্ডের টাকার হিসাব অর্থাৎ জিপিএফ হিসাব দেখার নিয়ম।

এবার জিপিএফ হিসাব দেখার জন্য আপনাকে cafopfm লিখে গুগলে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথম সার্চ ফলাফলের লিংকে ক্লিক করতে হবে। 

অথবা আপনি সরাসরি এখান থেকে জিপিএফ এবং পেনশনের হিসাব সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। সরাসরি প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম
অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

এখান ক্লিক করুন লেখায় ক্লিক করার পর আপনি নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন। 

GPF Balance Check BD On Mobile

জিপি ফান্ড এবং পেনশনের হিসাব সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করা পর আপনি উপরের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাচ্ছেন। 

এমন পেজ ভিউতে আপনি GPE information নামে একটি অপশন দেখতেপাচ্ছেন দ্বিতীয় নাম্বারে।

ঐ অপশনের নিচে ক্লিক হেয়ার লেখা বাটনে ক্লিক করুন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনি নিচের ছবির মতো একটি ফর্ম দেখতে পাবেন। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
GPF Balance check
GPF Balance check

জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য উপরের ছবিটির মতো যেখানে আপনার ব্যক্তিগত তথ্য যেমন এনআইডি নাম্বার (NID Number), মোবাইল নাম্বার ( Mobile number) এবং ফেসিক্যাল ইয়ার (Fiscal Year/ অর্থ বছর) বসান।

এবার সেন্ড বাটনে ক্লিক করুন। এখানে বলে রাখা ভালো ফেসিক্যাল ইয়ার বলতে আপনি যে অর্থ বছরের হিসাব দেখতে চাচ্ছেন সেই অর্থ বছর সিলেক্ট করুন। 

এর পরবর্তী ধাপে ইম্পলই ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি ৪ সংখ্যার ওটিপি অর্থাৎ অনটাইম পাসওয়ার্ড আসবে। সেটি বসিয়ে পুনরায় সাবমিট বাটনে ক্লিক করুন। 

আপনার কাজ শেষ। এবার আপনি নিচে আপনার সিলেক্ট করা অর্থ বছরের  জিপিএফ স্টেটমেন্ট দেখতে পাবেন।

আরও পড়ুনঃ

Official Phone Check Bangladesh |  অফিসিয়াল ফোন কিভাবে চেক করবো

এক্ষেত্রে আপনি পাশে ডাউনলোড অপশনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে টাকা উঠানোর সময় ব্যবহার করতে পারবেন। 

প্রিন্ট কপি থেকে টাকা উঠাতে পারবেন। এক্ষেত্রে কোনও প্রকার অফিসিয়াল স্বাক্ষর লাগবে না। 

এবার জিপিএফ ফান্ড হিসাব ক্যালকুলেটর সম্পর্কে জেনে নেওয়া যাক।

অর্থাৎ কোন বছরে আপনার কত টাকা হবে সেই হিসেব আপনি নিজেই করতে পারবেন খুব সহজে। 

আরও পড়ুনঃ

বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক । মা বাবাকে নিয়ে স্ট্যাটাস

নিজেকে নিয়ে স্ট্যাটাস | নিজেকে সঠিক পথে রাখার কিছু উপায়

জিপিএফ হিসাব ক্যালকুলেটর । জিপিএফ হিসাব দেখার নিয়ম 

জিপিএফ হিসাব ক্যালকুলেটর ব্যবহার করে সাধারন তহবিল বা জিপিএফ এর সকল হিসাব করা যায়।

এর মাধ্যমে বছরের শুরু এবং মাসিক কর্তনের পরিমাণ বের করতে পারবেন। এজন্য যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে cafopfm calculator লিখে সার্চ দিলে প্রথম সার্চ রেজাল্টে ক্লিক করলেই নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন যেখানে জিপিএফ ফান্ডের হিসাব করার ক্যালকুলেটর পেয়ে যাবেন। 

সরাসরি জিপিএফ ক্যালকুলেটরে প্রবেশ করতে এখানে ক্লিক করুন। cafopfm calculator

উপরের লিংকে ক্লিক করে আপনি নিচে ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন যেখান থেকে জিপিএফ ফান্ডের সকল হিসাব করে নিতে পারবেন খুব সহজে।

এতক্ষণ আমরা জানতে চেষ্টা করেছি কিভাবে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ হিসাব দেখার নিয়ম সম্পর্কে।

উপরের পোস্টটি সম্পূর্ণ পড়লে তবেই আপনি আপনার নিজস্ব জিপিএফ ফান্ডের হিসাব দেখতে পাবেন।

এছাড়াও আপনি জিপিএফ হিসাবের স্টেটমেন্ট প্রিন্ট করে টাকা তোলার জন্য ব্যবহার করতে পারবেন।

GPF Information BD 2023 – জিপিএফ ব্যালেন্স চেক

প্রিয় পাঠক আপনি আমাদের এই পোস্টটি সম্পূর্ণ ভালোভাবে পড়ে থাকলে আপনার প্রশ্ন জিএফ ব্যালেন্স চেক করার নিয়ম (gpf balance check) বা gpf balance check bd 2023 সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন.

আমরা আশা করছি আপনি gpf balance check on mobile, gpf information bd, gpf fund balance check bd সম্পর্কে এই পোস্টটি পড়ার পর আপনার কোন প্রশ্ন থাকবে না.

যদি জিপিএফ ব্যালেন্স চেক করার আপনার কোন সমস্যা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান.

আরও পড়ুনঃ

টিকটক ভিডিও কিভাবে বানাবো | How to make a Tiktok video

সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan Rules

সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম

জিপিএফ হিসাব দেখার নিয়ম FAQS

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম?

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করা যায়। তবে জিপিএফ ব্যালেন্স চেক করতে cafopfm.gov.bd লিংকে ভিজিট করুন এবং GPE information ভোটার আইডি কার্ড নম্বর ও মোবাইল নম্বর দিয়ে জিপিএফ ব্যালেন্স চেক করুন।

জিপিএফ হিসাব দেখার নিয়ম কি?

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম হচ্ছে cafopfm.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে GPE information মেনু অপশান টি নির্বাচন করে নিজের ভোটার আইডি কার্ড নম্বর ও মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন।

জিপিএফ হিসাব কি?

সকল বেসামরিক কর্মচারীর সাধারণ ভবিষ্য তহবিল হিসাবকে জিপিএফ হিসাব বলা হয়ে থাকে।

আরও পড়ুনঃ

GP Call Rate Offer 2023

আজকের সৌদি রিয়াল রেট বাংলাদেশ

আজকের ডলার রেট বাংলাদেশ ব্যাংক টাকা

উপসংহার

আজকে আমরা জানতে চেষ্টা করেছি জিপিএফ হিসাব দেখার নিয়ম সম্পর্কে।

চেষ্টা করেছি জিপিএফ এর আদ্দপান্থ বোঝাতে এবং জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম জানানো হবে।

আশা করছি আজকের পোষ্টটি পড়ার পর এ বিষয়ে আর কোনো ভ্রান্ত ধারণা বা অজ্ঞতা থাকবে না। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আপনাদের যদি এই সংক্রান্ত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। 

এছাড়াও আমরা শিক্ষামূলক নানান ধরনের আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রধান করে থাকি। 

আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে

আরও পড়ুনঃ

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস কোনগুলো?

কিভাবে টাকা ইনকাম করা যায়?

ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম কি?

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment