ব্যালন ডি অর কে কতবার পেয়েছে? Ballon d’or winners List

আজকেই এই পোস্টে জানাবো ব্যালন ডি অর কে কতবার পেয়েছে কাতার বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে সদ্যই শেষ হলো ২০২২ ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী প্রক্রিয়া। ব্যালন ডি’অর কোন খেলোয়াড় কতবার পেয়েছে কিংবা সবচেয়ে বেশি ব্যালন ডি’অর কে জিতেছে এই প্রশ্ন এখন ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে।

এমন সব প্রশ্নের উত্তর দিতেইব্যালন ডি অর তালিকা ও সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আজকে আপনাদের জানাবো।

ব্যালন ডি অর কি?

ব্যালন ডি’অর হচ্ছে ক্রীড়া লেখক গ্যাব্রিয়েল হ্যানোট এবং জ্যাক ফেরান দ্বারা কল্পনা করা, ব্যালন ডি’অর পুরস্কারটি 1956 থেকে 2006 সাল পর্যন্ত ফুটবল সাংবাদিকদের ভোটের উপর ভিত্তি করে, আগের বছরের তুলনায় সেরা পারফরম্যান্স করেছে বলে মনে করা পুরুষ খেলোয়াড়কে সম্মানিত করতে প্রদান করা হয়ে থাকে।

বর্তমানে আপনি বলতে পারেন ব্যালন ডি অর হচ্ছে একজন ফুটবলার কে তার ভালো ফুটবল খেলার প্রদর্শনীর জন্য প্রদান করার সর্বোচ্চ সম্মাননা

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে? তালিকা ২০২২

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে ২০২৩
ব্যালন ডি অর কে কতবার পেয়েছে ২০২২

সর্বশেষ ২০২২ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরনী পর্যন্ত ব্যালন ডি অর সবচেয়ে বেশি বার নিয়েছে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। অপর দিকে দ্বিতীয় সর্বোচ্চের তালিকায় আছে ক্রিস্টিয়নো রোনালদো এবং এখন মেসিকে টক্কর দিতে চেষ্টা করছে।

ব্যালন ডি’অর পুরষ্কার দেওয়া শুরু হয় কত সালে?

ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। যদিও ১৯৯৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অর পুরস্কার টির নাম ছিল “ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার”।

তাই বলা যায় ব্যালন ডিঅর পুরষ্কার দেওয়া শুরু হয়েছিল ফ্রান্স ফুটবল থেকে ১৯৫৬ সালে প্রথম বারের মতো।

“ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার” থেকে নাম পরিবর্তন

প্রথমদিকে শুধুমাত্র ইউরোপের লীগে খেলা ইউরোপীয়ান ফুটবলারদের ব্যালন ডিঅর পুরস্কার দেয়া হত। তাই ব্যালন ডিঅর পুরষ্কারের নাম ছিল “ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার”।

তবে ১৯৯৬ সালে নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়। ১৯৯৬ সাল থেকে ব্যালন ডিঅর নতুন নিয়মে শুধু ইউরোপের ফুটবলার নয়, বরং ইউরোপের লীগে খেলা যেকোন দেশের ফুটবলারের জন্য এই পুরষ্কার উন্মুক্ত করে দেয়া হয়।

তবে বর্তমানে ব্যালন ডি আর পুরষ্কার জয় একজন ফুটবলারের স্বপ্ন।

দ্বিতীয় বার নিয়ম পরিবর্তিত

২০০৭ সালে এসে ব্যালন ডি আর পুরষ্কার বিতরনের নিয়মে আরেক দফায় পরিবর্তিন হয়। এই বছর থেকে শুধুমাত্র ইউরোপের লীগে নয়, বরং দুনিয়ার সব লীগে খেলা ফুটবলারদের জন্য ব্যালন ডি’অর উন্মুক্ত করা হয়।

ফিফা ব্যালন ডি’অর থেকে শুধু “ব্যালন ডি’অর”

ব্যালন ডি’অর পুরস্কার সম্পর্কে আপনার আরও জানা জরুরী যে, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত “ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার” ও ব্যালন ডি’অর পুরস্কার একত্রে দেয়া হয়েছিল।

২০১৬ সালে ফ্রান্স ফুটবল ফিফার সাথে তাদের পার্টনারশিপের সমাপ্তি ঘোষণা করে। তাই এখন এটি শুধুমাত্র ব্যালন ডি’অর পুরস্কার নামেই পরিচিত, ফিফা ব্যালন ডি’অর নয়।

২০২২ সাল পর্যন্ত মোট ১৯ টি দেশের প্লেয়াররা জিতেছে ব্যালন ডি’অর পুরস্কার।

এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার করে ব্যালেন ডি অর জিতেছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবলাররা।

এছাড়াও ৫ বার করে ব্যালেন ডি অর পুরস্কার জিতেছে পর্তুগাল ইংল্যান্ড ও ব্রাজিলের ফুটবলাররা।

ব্যালন ডি অর পুরস্কার জয়ীর তালিকা ২০২২ – Ballon D’or Winners List 2022

ব্যালন ডি অর পুরস্কার জয়ীর তালিকা ২০২২
ব্যালন ডি অর পুরস্কার জয়ীর তালিকা ২০২২

সেই ১৯৫৬ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত ব্যালন ডি’অর কে কতবার পেয়েছে তার তালিকা আপনাদের সামনে একটি তালিকা সারণী আকারে প্রকাশ করছি।

এই ব্যালন ডি অর কে কতবার পেয়েছে এই সারণী থেকে আপনি জানতে পারবেন কত সালে কোন খেলোয়াড়, তিনি কোন দেশ ও ক্লাবের হয়ে খেলেন।

Ballon D’or Winners List All Time 1956-2022

সালপ্লেয়ারদেশক্লাব
২০২২করিম বেনজেমাফ্রান্সরিয়াল মাদ্রিদ
২০২১লিওনেল মেসিআর্জেন্টিনাপিএসজি
২০২০পুরস্কার দেয়া হয় নি
২০১৯লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১৮লুকা মদ্রিচক্রোয়েশিয়ারিয়াল মাদ্রিদ
২০১৭ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১৬ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১৫লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১৪ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১৩ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালরিয়াল মাদ্রিদ
২০১২লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১১লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০১০লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০০৯লিওনেল মেসিআর্জেন্টিনাবার্সেলোনা
২০০৮ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালম্যানইউ
২০০৭কাকাব্রাজিলমিলান
২০০৬ফ্যাবিও ক্যানাভারোইতালিরিয়াল মাদ্রিদ
২০০৫রোনালদিনহোব্রাজিলবার্সেলোনা
২০০৪আন্দ্রে শেভচেঙ্কোইউক্রেইনমিলান
২০০৩পাভেল নেদভেদচেক রিপাবলিকজুভেন্টাস
২০০২রোনালদোব্রাজিলরিয়াল মাদ্রিদ
২০০১মাইকেল ওয়েনইংল্যান্ডলিভারপুল
২০০০লুইস ফিগোপর্তুগালরিয়াল মাদ্রিদ
১৯৯৯রিভালদোব্রাজিলবার্সেলোনা
১৯৯৮জিনেদিন জিদানফ্রান্সজুভেন্টাস
১৯৯৭রোনালদোব্রাজিলইন্তারনাজিওনালে
১৯৯৬ম্যাথিয়াস সামেরজার্মানিবরুসিয়া ডর্টমুন্ড
১৯৯৫জর্জ ওয়েহলাইবেরিয়ামিলান
১৯৯৪রিস্টো স্টইচকভবুলগেরিয়াবার্সেলোনা
১৯৯৩রবার্তো ব্যাজিওইতালিজুভেন্টাস
১৯৯২মার্কো ভ্যান বাস্তেননেদারল্যান্ডসমিলান
১৯৯১জিন-পিয়েরে পাপিনফ্রান্সমার্শেই
১৯৯০লোথার ম্যাথিউসজার্মানিইন্তারনাজিওনালে
১৯৮৯মার্কো ভ্যান বাস্তেননেদারল্যান্ডসমিলান
১৯৮৮মার্কো ভ্যান বাস্তেননেদারল্যান্ডসমিলান
১৯৮৭রুড গুলিটনেদারল্যান্ডসমিলান
১৯৮৬ইগোর বেলানভসোভিয়েত ইউনিয়নডায়নামো কিয়েভ
১৯৮৫মিশেল প্লাতিনিফ্রান্সজুভেন্টাস
১৯৮৪মিশেল প্লাতিনিফ্রান্সজুভেন্টাস
১৯৮৩মিশেল প্লাতিনিফ্রান্সজুভেন্টাস
১৯৮২পাওলো রসিইতালিজুভেন্টাস
১৯৮১কার্ল হেইঞ্জ রুমেনিগেওয়েস্ট জার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৮০কার্ল হেইঞ্জ রুমেনিগেওয়েস্ট জার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৭৯কেভিন কেগানইংল্যান্ডহামবার্গ
১৯৭৮কেভিন কেগানইংল্যান্ডহামবার্গ
১৯৭৭অ্যালান সিমোনসেনডেনমার্কবরুসিয়া এম’গ্লাডব্যাক
১৯৭৬ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারজার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৭৫ওলেগ ব্লোকহাইনসোভিয়েত ইউনিয়নডায়নামো কিয়েভ
১৯৭৪ইয়োহান ক্রুইফনেদারল্যান্ডসবার্সেলোনা
১৯৭৩ইয়োহান ক্রুইফনেদারল্যান্ডসবার্সেলোনা
১৯৭২ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারজার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৭১ইয়োহান ক্রুইফনেদারল্যান্ডসআয়াক্স
১৯৭০গার্ড মুলারজার্মানিবায়ার্ন মিউনিখ
১৯৬৯গিয়ানি রিভেরাইতালিমিলান
১৯৬৮জর্জ বেস্টনর্দান আয়ারল্যান্ডম্যানইউ
১৯৬৭ফ্লোরিয়ান অ্যালবার্টহাঙ্গেরিFerencv rosi TC
১৯৬৬ববি চার্লটনইংল্যান্ডম্যানইউ
১৯৬৫ইউসেবিওপর্তুগালবেনফিকা
১৯৬৪ডেনিস লস্কটল্যান্ডম্যানইউ
১৯৬৩লেভ ইয়াশিনসোভিয়েত ইউনিয়নডায়নামো মস্কো
১৯৬২জোসেফ মাসোপুস্টচেক প্রজাতন্ত্রডুকলা প্রাগ
১৯৬১ওমর সিভোরিইতালিজুভেন্টাস
১৯৬০লুইস সুয়ারেজস্পেনবার্সেলোনা
১৯৫৯আলফ্রেডো ডি স্টিফানোস্পেনরিয়াল মাদ্রিদ
১৯৫৮রেমন্ড কোপাফ্রান্সরিয়াল মাদ্রিদ
১৯৫৭আলফ্রেডো ডি স্টিফানোস্পেনরিয়াল মাদ্রিদ
১৯৫৬স্ট্যানলি ম্যাথিউসইংল্যান্ডব্লাকপুল
ব্যালন ডি অর কে কতবার পেয়েছে ২০২২ তালিকা

ব্যালন ডি অর সবচেয়ে বেশি যে খেলোয়াড়রা পেয়েছেন

ব্যালন ডি অর এর মূল্য কত
ব্যালন ডি অর এর মূল্য কত

এখন পর্যন্ত ব্যালন ডি অর সবচেয়ে বেশি বার নিয়েছে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। লিওনেল মেসি ৭ বার ব্যালন ডি অর পুরস্কার জিতে এই তালিকায় ১ নম্বরে রয়েছেন

দ্বিতীয় সর্বোচ্চের তালিকায় আছে ক্রিস্টিয়নো রোনালদো। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি সংখ্যক গোল করা খেলোয়াড়ের নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি একজন পর্তুগিজ খেলোয়াড়। ক্রিস্টিয়নো রোনালদো এখন পর্যন্ত ৫ বার ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন, এখন মেসিকে টক্কর দিতে চেষ্টা করছেন।

ফ্রান্সের মিশেল প্লাতিনি ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন ৩ বার (১৯৮৫, ১৯৮৪, ১৯৮৩)।

এছাড়াও তারকা ফুটবলারদের হিসেব ব্রাজিলের রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন দুইবার (২০০২,১৯৯৭)।

রোনালদিনহো ব্যালন ডি’অর জিতেছেন মাত্র একবার ২০০৫ সালে।

জিনেদিন জিদান ব্যালন ডি’অর জিতেছেন একবার ১৯৯৮ সালে।

ব্যালন ডি অর এর মূল্য কত?

অর্থ দিয়ে সকল পুরস্কারের তুলনা করা যায় না। একজন প্লেয়ারের ভালো খেলার সম্মাননা হিসাবে এই পুরস্কারটি যথেষ্ট। ব্যালন ডি অর এর মূল্য মাত্র ৩৫০০ ডলারের মত।

আগেই বলেছি তবে এই পুরস্কার টাকা দিয়ে কখনোই বিবেচনা করার মত না। এটা কেবল একটা সম্মান মাত্র, বলতে পারেন ফুটবলে ভালো খেলার সর্বোচ্চ সম্মাননা ব্যালন ডি অর।

তাই পড়ুনঃ

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান 

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া পরিসংখ্যান

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান

ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান

জাপান বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান 

ইংল্যান্ড বনাম সেনেগাল পরিসংখ্যান

স্পেন বনাম মরক্কো পরিসংখ্যান

পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে? সম্পর্কে প্রশ্ন ও উত্তর পর্ব

ব্যালন ডি অর পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল?

১৯৫৬ সালে প্রথম বারের মতো ব্যালন ডিঅর পুরষ্কার দেওয়া হয়েছিল ফ্রান্স ফুটবল থেকে।

ব্যালন ডি অর পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?

ব্যালন ডি অর পুরস্কার টি ফ্রান্স দেশ থেকে দেয়া হয়।

রোনালদোর ব্যালন ডি অর কয়টি?

রোনালদোর ব্যালন ডি অর ৫টি। রোনালদো মোট পাঁচবার- ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর পুরস্কার জিতেছে।

লিওনেল মেসি ব্যালন ডি অর কয়টি?

লিওনেল মেসি ব্যালন ডি অর ৭টি

ব্যালন ডি অর এর মূল্য কত টাকা?

ব্যালন ডি অর এর মূল্য ৩৫০০ ডলার। তাই বলতে পারেন ব্যালন ডি অর এর মূল্য বাংলাদেশি ৩.৫ লক্ষ্য টাকা মাত্র।

সর্বোচ্চ ব্যালন ডি’অর কে পেয়েছে?

সর্বোচ্চ ব্যালন ডি’অর কে পেয়েছে লিওনেল মেসি।

উপসংহার,

আশা করি আপনি জানতে পেরেছে ব্যালন ডি অর কে কতবার পেয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার ব্যালন ডি অর পেয়েছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি।

এছাড়াও কত সালে কোন ফুটবলার কোন দেশের হয় এবং কোন ক্লাবের হয়ে খেলা অবস্থায় কতবার ব্র্যান্ডের জিতেছেন তার একটি সম্পূর্ণ তালিকা আমরা আপনাদের দিয়ে রেখেছি।

ব্যালন ডি অর কে কতবার পেয়েছে এই সম্পর্কে আপনার আরো কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটি মন্তব্য করে জানান।

 ব্লগিং help, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেট অফার, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং ফেজবুকে আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড পদ্ধতি

১৬ ডিসেম্বর উপলক্ষে কবিতা

কারাগারের রোজনামচা নামকরণ কে করেছেন?

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল সময়সূচি বাংলাদেশ

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভাষণ

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment