শবে বরাতের নামাজের নিয়ত | শবে বরাতের নামাজের ফজিলত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুপ্রিয় পাঠক বৃন্দ শবে বরাতের নামাজের নিয়ত এবং এই সংক্রান্ত সকল বিষয়গুলো জানতে আপনারা বিভিন্নভাবে গুগল সার্চ করে থাকেন। আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে শবে বরাতের নামাজের নিয়ত এবং এর ফজিলত সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব।

মহান আল্লাহ তা’আলা আমাদেরকে তার ইবাদাত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আমাদের মহান আল্লাহ তায়ালা উপহারস্বরূপ বিভিন্ন জিনিস প্রধান করেছেন।

মহান আল্লাহর এই নেয়ামতে আমরা পৃথিবীতে সুন্দর ভাবে বসবাস করে যাচ্ছি।

এছাড়াও তিনি আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

তবে আমরা নিজের অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবে যে সকল গুনাহগুলো করছি সেই সকল গুনাহগুলো মহান আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন যদি কিনা আমরা তার ইবাদত গুলো সঠিকভাবে পালন করে তওবা করি।

শবে বরাত প্রতিটি মুসলিম জাতির জন্য অবশ্যই একটি বিশেষ রাত এবং মহান আল্লাহ তায়ালা এই রাতে মুসলিমদের ক্ষমা করার জন্য নিজের দুয়ার খোলা রাখেন।

তাই প্রতিটি মুসলিম এই রাতটিকে কাজে লাগিয়ে মহান আল্লাহ তা’আলার ইবাদতে সারারাত মগ্ন থাকে।

আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে জানাবো শবে বরাতের নামাজের নিয়ত এবং শবে বরাতের বিভিন্ন ফজিলত সম্পর্কে।

শবে বরাত নামাজের নিয়ত

শবে বরাত নামাজের নিয়ত
শবে বরাত নামাজের নিয়ত

প্রতিটি মুসলিমের জন্য শবে বরাত হচ্ছে একটি বিশেষ রাত।

এ রাতের ফজিলত সম্পর্কে বলে কখনোই শেষ করা সম্ভব নয়।

মহান আল্লাহ তায়ালা এ রাতে আমাদের জন্য উপহারস্বরূপ প্রদান করেছেন।

এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে ইবাদতকারীদের গুণাহ আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন।

তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী, সুদখোর, গণক, যাদুকর, কৃপণ, শরাবী, যিনাকারী এবং পিতা-মাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করবেন না।

এছাড়াও আমাদের প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে।

ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ; সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ।

প্রতিটি নফল ইবাদতের জন্য নতুন অজু করা মোস্তাহাব।

বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মোস্তাহাব।

শবে বরাতের নামাজের নিয়ত এবং নামাজ

আপনারা অনেকেই শবেবরাতের নামাজ কয় রাকাত কিংবা শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন সে সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন।

আপনারা চাইলে মাগরিবের নামাজের হায়াতের বরকত, ঈমানদারদের হেফাজত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য দুই রাকাত করে সর্বমোট ছয় রাকাত নফল নামাজ আদায় করা উত্তম।

এর পরবর্তীতে ইসার জামাতের পর সারারাত ধরে আপনি দুই রাকাত করে নকল নামাজ আদায় করতে পারবেন।

এছাড়াও আপনার জীবনে তাজা হয়ে যাওয়া সকল নামাজগুলো এই রাতে আপনি আদায় করার সুযোগ পাবেন।

তাই আপনি চাইলে দুই রাকাত নফল নামাজের পাশাপাশি আরো অন্যান্য নামাজ গুলো আদায় করতে পারেন।

এছাড়াও এ রাতে আপনারা পড়তে পারবেন ‘সালাতুল তাসবীহ এর নামাজ।

‘সালাতুল তাসবীহ এর নামাজের অনেক ফজিলত আছে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, নামাজ হচ্ছে উত্তম ইবাদত। 

প্রিয় নবী আরো বলেন, যে শাবানে ১ দিন রোজা রেখেছে, তাকে আমার সাফায়াত হবে।

আরো একটি হাদিস শরীফে আছে যে, হুজুর সালল্লাহু তালা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের ১৫ তারিখে রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন ছোঁবে না।

শবে বরাতের নামাজের নিয়ত

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

এছাড়াও আপনারা যদি বাংলাতে শবে বরাতের নামাজের নিয়ত করতে চান তবে সে ক্ষেত্রে এভাবে নিয়ত করতে পারবেনঃ

“শব-ই-বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর”।

আরও পড়ুনঃ

রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে?

১ম রোজার ফজিলত কি?

রোজা ভাঙার কারণ সমূহ

শবে বরাতের নামাজের ফজিলত 

পবিত্র শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণিত আছে যে, হযরতে সৈয়্যদাতুনা ফাতেমা রাদিআল্লাহু আনহুমা এরশাদ করেছেন, “ আমি ঐ নামাজ আদায় কারীর সাফা’য়াত করা ব্যাতিত জান্নাতে কদম রাখবো না।

রোযার ফযীলত হুজুর সালল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যে শাবানে ১ দিন রোযা রেখেছে, তাকে আমার সাফা’য়াত হবে।

আরো একটি হাদীস শরীফে আছে যে, হুজুর সালল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যাক্তি শাবানের ১৫ তারিখে রোযা রাখবে, তাকে জাহান্নামের আগুন ছোঁবে না।

এছাড়াও পড়তে পারেন ‘সালাতুল তাসবীহ এর নামাজ। এই নামাজের অনেক অনেক ফযীলত রয়েছে।

এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা হযরত আব্বাস রাদিআল্লাহু আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে, এই নামাজ পড়লে আল্লাহ আয-যাওযাল আপনার আউয়াল আখেরের সগীরা কবীরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন।

“হে চাচা জান! আপনি যদি পারেন, তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন।

যদি দৈনিক না পারেন, তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে না পারেন, তবে মাসে একবার পড়বেন। যদি মাসে না পারেন, তবে বছরে একবার পড়বেন।

যদি এটাও না পারেন, তবে সারা জীবনে একবার হলেও এই নামায পড়বেন ( তবুও ছাড়বেন না)”।

শবে বরাতের নামাজের ক্ষেত্রে সতর্কতা 

আপনারা যে সারারাত জেগে নফল নামাজ আদায় করবেন এবং ফজরের আগ পর্যন্ত অনেকেই এই নামাজ আদায় করে থাকেন।

সে ক্ষেত্রে আপনাদের যদি ঘুমের কারণে অথবা অন্যান্য যে কারণে ফজরের নামাজ ছুটে যায় সে ক্ষেত্রে কিন্তু আপনাদের কোন লাভই হবে না।

কেননা ফজরের ফরজ নামাজের হে কখনোই নফল নামাজ নয়।

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে ফরজ নামাজ আগে আদায় করবার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

তাই কোনভাবেই নফল নামাজের কথা চিন্তা করে ফজরের নামাজ ছেড়ে দিবেন না।

আরও পড়ুনঃ

রোজা কত তারিখে ২০২৩?

রোজা রাখার নিয়ত, ইফতারের দোয়া

নবীদের নামের তালিকা অর্থসহ

শবে বরাতের নামাজের নিয়ত FAQS

শবে বরাতের নামাজের নিয়ত কি?

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

শবে বরাতের নামাজ কত রাকাত?

শবে বরাতের নামাজ আপনি আপনার মনের ইচ্ছে মত ২ রাকাত করে নফল নামাজ যত খুশি পড়তে পারবেন।

উপসংহার 

সুপ্রিয় পাঠক বৃন্দ শবে বরাতের নামাজের নিয়ত এবং শবে বরাতের নামাজের ফজিলত সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

কিভাবে শবে বরাতের নামাজ আদায় করতে হবে এবং শবে বরাতের নামাজ কোন কোন উপায়ে আদায় করা সম্ভব সে সম্পর্কেও আপনারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন।

আমরা আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।

এছাড়াও যদি এই আর্টিকেলের মাধ্যমে কোন ভুল তথ্য আপনাদেরকে প্রদান করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কেননা আমরা কখনোই চাইনা আপনাদের ভুল কোন তথ্য প্রদান করতে।

আপনাদের যদি আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এ ধরনের আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো পড়তে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট।

এর পাশাপাশি আমাদের আর্টিকেল গুলোর সকল আপডেট সবার আগে পেয়ে যেতে জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল  ফেসবুক পেইজে

ধন্যবাদ। 

আরও পড়ুনঃ

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

শবে বরাতের রোজা কয়টি?

২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।