রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা, আরবি অর্থসহ

সুপ্রিয় পাঠকবৃন্দ রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা, আরবি অর্থসহ জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলে রোজার নিয়ত ও ইফতারের দোয়া সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব।

মূলত বছর শেষ হয়ে আবারো আসতে চলেছে পবিত্র মাহে রমজান। প্রতিটি মুসলমান জাতির জন্যই এই মাসটি খুবই পবিত্র একটি মাস এবং গুনাহ মাফের একটি মাস। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের নানান সংবাদমাধ্যমের সহায়তায় জানা গিয়েছে যে আগামী দু এক মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান।

তাই এই রমজান মাস কে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইতিমধ্যেই রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা আরবি অর্থসহ জানার আগ্রহ বেশি। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজানের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব।

তাই মাহে রমজানের দোয়া এবং সকল নিয়মকানুন সম্পর্কে জানতে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রোজার নিয়ত ও ইফতারের দোয়া
রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রমজানের রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা এবং আরবিতে অর্থ সহকারে জানার পূর্বে কবে রোজা শুরু হতে পারে এবং পবিত্র ঈদুল ফিতর কবে সেই সম্পর্কে বিস্তারিত জানুন।

মধ্যপ্রাচ্যের অন্যতম সংবাদ মাধ্যম গালফ জানিয়েছে, বিভিন্ন জ্যোতি বিজ্ঞানীদের মতে আগামী মাহে রমজানের প্রথম রোজাটি হতে পারে ২৩ মার্চ (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

তবে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে এখনো পর্যন্ত মাহে রমজানের শুরু কবে হবে সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

এছাড়াও মাহে রমজানের ক্যালেন্ডার এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

মাহে রমজানকে সন্নিকটে রেখে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে পবিত্র রমজান মাস নিয়ে নানান পরিকল্পনা রয়েছে।

যেহেতু রমজান মাস খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে সেহেতু রমজান মাসের ফজিলত এবং রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলায় এবং আরবিতে জানার আগ্রহ সকল মুসল্লিদের মধ্যেই রয়েছে।

তাই মাহে রমজানের ফজিলত এবং রোজার নিয়ত ইফতারের দোয়া সম্পর্কে জানাতে আজকের এই আর্টিকেলটি প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুনঃ

শবে বরাতের রোজা কয়টি?

২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে?

রোজার নিয়ত, সেহরির দোয়া ২০২৩ 

মাহে রমজান পালনে সেহরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি রোজার নিয়তের ও যথেষ্ট গুরুত্ব রয়েছে।

সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করা অত্যন্ত জরুরী। 

রোজার নিয়ত আরবি: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ : হে আল্লাহ! আমি আজকের পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। 

অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আবার অনেকেই রোজার নিয়তের ক্ষেত্রে বিকল্প উপায় খুঁজে থাকেন। সেহরির পর এভাবেও রোজার নিয়ত করা যেতে পারে-

উচ্চারণ : বিসাওমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রামাদান।

অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি।

রোজার নিয়ত: রোজা সহিহ হওয়ার জন্য নিয়ত করা শর্ত। নিয়ত হলো, অন্তর দিয়ে কোনো কাজের সংকল্প করা।

রোজাদারের জন্য সেহরি খাওয়া ও ইফতার করা সুন্নাত। বিশেষ কিছু না পেলে সামান্য খাদ্য বা কেবল পানি পান করলেও সেহরির সুন্নাত আদায় হয়ে যাবে।

আরও পড়ুনঃ

শবে মেরাজের কয়টি রোজা রাখতে হয়?

২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে?

শবে মেরাজ কবে ২০২৩

সেহরি ও ইফতারের দোয়া ২০২৩

ইতিমধ্যেই সেহরির সময় আপনারা কোন দোয়া পাঠ করবেন তা জেনেছেন।

তবে আমরা যখন রোজা শেষ করব সেই সময় আমাদের ইফতারের দোয়া পাঠ করে তবেই পানাহার করা উত্তম।

রোজা রাখার পাশাপাশি রোজার নিয়ত এবং ইফতারের দোয়া উভয় ক্ষেত্রে আপনারা সওয়াব পাবেন। 

ইফতারের দোয়া আরবিঃ 

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

ইফতারের দোয়া আরবি উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

আপনারা এই দোয়াটি পাঠ করে পানাহার করা কিংবা রোজা শেষ করতে পারেন। 

মহান রমজান মাসের ফজিলত 

পবিত্র মাহে রমজানের কিছু বিশেষ ফজিলত রয়েছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে অনেক ধারণা আমাদের দিয়ে গিয়েছেন।

সে বিষয়গুলোর সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা দেয়ার চেষ্টা করব।

প্রিয় নবীজি (সা.) এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুল (সা.) এরশাদ করেছেন,

যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলিম)

অপর হাদিসে এসেছে, হযরত সাহ্ল ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) এরশাদ করেছেন, বেহেশতের ৮টি দরজা রয়েছে।

এর মধ্যে ১টি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতিত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারী, মুসলিম)

বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, হুজুর (সা.) বলেছেন,

যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।

এবং যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতে এবাদত করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।

যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারী, মুসলিম)

আরও পড়ুনঃ

শবে বরাত কবে ২০২৩

পৃথিবীর আদর্শ ব্যক্তি কে?

মৃত্যু ব্যক্তির জন্য দোয়া

রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা FAQS

রোজার নিয়ত?

রমজানের রোজার নিয়ত আরবি: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

ইফতারের দোয়া?

ইফতারের দোয়া আরবি উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

মাহে রমজান কত তারিখ থেকে শুরু হবে?

মাহে রমজান শুরু হবে আগামী ২৩ মার্চ থেকে। ( চাঁদ দেখার নির্ভরশীল)

উপসংহার 

প্রিয় পাঠকগণ রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা আরবি অর্থসহকারে আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে।

আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা রমজান মাসের নিয়াত ও ইফতারের দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়াও আজকের এই আর্টিকেলে রমজান মাস সম্পর্কিত ফজিলত সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হয়েছে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের সকল বিষয়গুলো সঠিকভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।

আমরা অবশ্যই তার নিয়ম নীতি অনুসরণ করে চলবে এবং মাহে রমজানের সকল রোজাগুলো সঠিকভাবে পালন করব।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ইসলামিক, খেলাধুলা বিষয়ক, অনলাইন থেকে আয় সংক্রান্ত আর্টিকেলগুলো পেয়ে যাবেন।

তাই অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং সকল আপডেটগুলো সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে।  

Leave a Comment

2 × one =

%d bloggers like this: