মাকে নিয়ে ইসলামিক উক্তি । Islamic Quote About Mother

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাকে নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে আজকে আপনাকে জানবো। আমরা প্রত্যেক মানুষই কোনো না কোনো মায়ের সন্তান। মায়ের কষ্ট ত্যাগ আপনি আমি যার বিনিময়ে এই সুন্দর পৃথিবীর মুখ দেখছি। যাদের অক্লান্ত ত্যাগ এবং কষ্টের বিনিময়ে আমরা প্রত্যেকে উপভোগ করছি এই সুন্দর জীবন। মাকে নিয়ে ইসলামিক উক্তি খুজছেন?

এখন অনেকের মনে প্রশ্ন আসে মাকে নিয়ে ইসলামিক উক্তি খোজার কি দরকার? মা তো মা ই হয়। মাকে নিয়ে আবার লিখে শেষ করা যায় নাকি? বিধাতার পরে বাবা মায়ের স্থান। সেই মাকে নিয়ে ইসলামিক উক্তি বা বাণী লিখে শেষ করা যায় নাকি আবার। 

মা বেচে থাকতে মাকে ভালবাসুন, শ্রদ্ধা করুন। মনে রাখবেন আপনার মা বেচে আছে মানে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। মা বাবার সাথে উহ পর্যন্ত শব্দ টুকু করবেন না। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রহন্থ আল কোরআনে মাকে নিয়ে ইসলামিক উক্তি কিছু। 

একমাত্র মা বাবা ই সবসময় সন্তানের পাশে থাকে। যখন আপনি জীবনের সবথেকে কঠিন সময় পার করবেন তখন পিছনে তাকিয়ে দেখবেন কেউ না থাকলেও আপনার মা মা মা এবং বাবা বাবা বাবা আছেন।

মায়ের  মূল্য প্রত্যেক মানুষের জীবনে কতটুকু তা পবিত্র কোরআনে আল্লাহ্‌ নিজে বলেছেন।

প্রথমেই পবিত্র কোরআনে মাকে নিয়ে লেখা মাকে নিয়ে ইসলামিক উক্তি কথার কিছু জেনে নেওয়া যাক। 

পবিত্র কোরআনে মাকে নিয়ে ইসলামিক উক্তি 

বাবা মায়ের প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ্‌ তায়াতালা পবিত্র কোরআনে সুরা বাকারা এ বলেন, “আর আমি (আল্লাহ্‌) বনি ইসরাইল থেকে অঙ্গীকার এই নিয়েছি যে, তোমরা আল্লাহ্‌ ছাড়া কারর ইবাদত করবে না। এবং মা – বাবার সাথে সবসময় সদ্ব্যবহার করবে”। সূরা বাকারার আয়াত নাম্বার ৮০ এ একথা ঘোষণা দেন আল্লাহ্‌ তায়ালা নিজে। 

আল্লাহ্‌ পবিত্র কোরআনে সূরা নিসায় মা বাবার সাথে ভালো ব্যবহার করতে উল্লেখ করে বলেন, “তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে কারো সাথে শরিক করো না, মা বাবার সাথে সুন্দর আচরন কর”। পবিত্র কোরানের সূরা নিসা এর ৩৬ নাম্বার আয়াত এ আল্লাহ্‌ নিজে একথা বলেন। 

পবিত্র কোরানে উল্লেখ আছে যে,  যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভ ধারিণী মায়ের প্রতি কর্তব্য পালন করো এবং শ্রদ্ধা নিবেদন কর।—( আল কোরান)। 

সূরা আহকাফ এর ১৫ নাম্বার আয়াতে স্পষ্ট করে মানবজাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেন, 

  • “আমি আল্লাহ্‌ মানব জাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন মা বাবার সাথে ভালো এবং সুন্দর ব্যবহার করে।
  • প্রত্যেক মা তার সন্তানকে অনেক কষ্টে গর্ভ ধারন করে প্রসব করছেন।
  • জন্ম হওয়ার পর অনেক কষ্টে বড় করছেন।
  • তোমরা তোমার বাবা মায়ের সাথে সুন্দর মলিন ব্যবহার করো”। 

মা বাবার সাথে ব্যবহার নিয়ে ইসলাম যা নির্দেশ দিয়েছে 

মা বাবার সাথে ব্যবহার নিয়ে ইসলাম যা নির্দেশ দিয়েছে
মা বাবার সাথে ব্যবহার নিয়ে ইসলাম যা নির্দেশ দিয়েছে

“তোমার সৃষ্টিকর্তা সমাধান করে দিয়েছেন, তোমরা তার ইবাদত করো। অন্য কারোর ইবাদত করো না। নিজের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। তোমাদের কাছে যদি তোমার বৃদ্ধ বাবা মায়ের একজুন বা দুইজনই বেচে থাকে তাসের সাথে উহ শব্দ পর্যন্ত করবে না।

কখনোই বাবা মায়ের সাথেও ধমকের সুরে কথা বলবে না বা কোন কথার উত্তর ধমকের সাথে দিবে না।

ব্লগ লিখে আয় করার উপায়

সূরা বনী ইসরাইলে বর্ণিত

সবসময় সম্মান ও মর্যাদার সাথে কথা বলো বাবা মায়ের সাথে।  বলা হয়েছে সূরা বনী ইসরাইল এর আয়াত নাম্বার ২৩ এ। 

বনী ইসরাইলের পরবর্তী আয়াত অর্থাৎ আয়াত নাম্বার ২৪ এ বলা হয়েছে, “বাবা মায়ের সাথে দয়া এবং কোমলতা নিয়ে বিনম্র থাকো এবং আল্লাহর কাছে দয়া করতে থাকো এই বলে যে, হে আমার প্রতিপালক, আমার বাবা – মা এর প্রতি দয়া কর, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন ৷ সূরা বনী ইসরাইল আয়াত ২৪ এ উল্লেখিত।  

পবিত্র কোরআনের অন্য একটি সূরা, সূরা লোকমান এ বলা হয়েছে “আমি(আল্লাহ্‌) মানুষকে তার বাবা মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তান কে কষ্ঠের পর কষ্ঠ করে গর্ভে ধারণ করেন।

তার দুধ ছড়ানো হয় দুই বছরে;সুতরাং আমার (আল্লাহর) প্রতি এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমারই  (আল্লাহ্‌) কাছে। বলা হয়েছে সূরা লোকমানের আয়াত নাম্বার ১৪ এ। 

আমাদের প্রিও নবী হজরত মুহাম্মদ (সা:) বলেন, “ সর্বোত্তম কাজের একটি হলো বাবা মা এর সাথে সুন্দর ব্যবহার করা। পিতার ‍সৃ হ্নদয়ের (আত্নীয়স্বজন) সাথে সম্পর্ক রাখা। বলা হয়েছে বুখারী,মুসলিম হাদিসে। 

আল্লাহর রাসুল মুহাম্মদ (সাঃ) বলেন তিন রকম মানুষের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। 

  1. মজলুমের দোয়া।
  2. মুসাফিরের দোয়া।
  3. মা বাবার দোয়া।

—- বলা হয়েছে তিরমিযী তে। 

মোট কথা মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কোন বিকল্প নেই।

ভালো ব্যবহার ভালো ব্যবহার এবং ভালো ব্যবহার। বাবা মাকে নিজ সন্তানের মতো বৃদ্ধ কালে আদর যত্ন করতে হবে।

আল কোরআনে মাকে নিয়ে ইসলামিক উক্তি এবং বাবাকে নিয়ে বলা অগণিত কথার কিছু বাণী জানলাম। 

এবার জেনে নেওয়া যাক মাকে নিয়ে উক্তি দিতে গিয়ে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা যা বলেছেন।

মা নিয়ে যারা উক্তি দিয়েছেন তারা দেশ এবং বিশ্বসেরা নামকরা ঐতিহাসিক ব্যক্তি।

তাদের করা মাকে নিয়ে উক্তি জেনে নেওয়া যাক। 

এবার বিখ্যাত কিছু ব্যক্তিদের করা মা নিয়ে উক্তি জেনে নেওয়া যাক।

বিখ্যাত ব্যক্তিত্ব সোফিয়া লরেন (একজন ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী) মা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “যেকোনো একটি বিষয়ে মায়েদেরকে দুই বার ভাবতে হয়।

প্রথম বার তার সন্তানের জন্য  এবং দ্বিতীয় বাত তার নিজের জন্য”। – সোফিয়া  লরেন। 

জর্জ ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি) মা নিয়ে বলেন, “আমার দেখে সবথেকে সুন্দর মহিলা আমার মা। আমার( তার) জীবনের সমস্ত অর্জন তারই কাছে থেকে পাওয়া। তার আছে থেকে আমি নৈতিকতা, বুদ্ধিমত্তা এবং শারীরিক শিক্ষা পেয়েছি”। 

আমাদের দেশের বিখ্যাত লেখক রেদোয়ান মাসুদ বলেন, “মা স্নেহের ভাণ্ডার। এটি কখনো নিঃশেষ হয় নাহ”। 

বিখ্যাত ব্যক্তিত্ব নোরা এফ্রন বলেন, মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে কোনো এক সময়।

“তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো”  বলে অধিক পরিচালিত হয়েছিলেন  নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। 

আরও পড়ুনঃ

Bangla caption for pic picture

অফিসিয়াল ফোন কিভাবে চেক করবো

এলেন ডে জেনেরিস বলেন, “আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ”।

আমাদের মুখে মুখে যার নাম দেশের বিখ্যাত ব্যক্তিত্ব লেখক, সাহিত্যিক ইত্যাদি অনেক গুনে গুণান্বিত ব্যক্তি হুমায়ূন আহমেদ মা নিয়ে বলেন, “মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা আর ভালোবাসা”।

 এই পৃথিবীতে তোমার হাজারো বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন এবং শোভাকাঙ্ক্ষী থাকবে।

কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে।

যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন তোমার জন্মদাত্রি মা।

কথাগুলো বলেছিলেন রেদোয়ান মাসুদ।

আরও কিছু মাকে নিয়ে ইসলামিক উক্তি

দুনিয়ায় কেউই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। শুধু একজন মানুষ স্বার্থ ছাড়াই ভালবাসবে। আর সে হলো আপনার মা।

  • মাকে তুমি কষ্ট দিয়ে করো না ভুল।
  • মা হারালে তুমি আল্লাহ্‌ রাসুল হারাবে।
  • বরং তুমি যত পারো মা এর যত্ন সেবা কর, মা তখন হবে আপন, যখন সবাই হবে তোমার পর।
  • আসলে মায়রা সবসময় আপনই হয়। বুঝতে চাই না আমরা বুঝতে পারিনা আমরা। 

আরও পড়ুনঃ

 জীবন নিয়ে খুব কষ্টের এসএমএস

 বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা

শেষ কথা

ভাইয়েরা বোনেরা, মা বাবাকে ভালবাসুন। মা হারিয়ে গেলে হাজার কান্না করলেও পাবেন না। মায়ের সেবা করুন।

মায়ের যত্ন নিন।

মাকে নিজ সন্তানের মতো মা বাবাকে দেখাশনা করুন। বিশ্বাস করেন আল্লাহ্‌ এর আরশ অব্ধি খুশি হয়ে যাবে আপনার উপর। 

আজকে আমরা জানতে চেষ্টা করেছি মা কি মানুষ,  মাকে নিয়ে ইসলামিক উক্তি। মায়েরা সাধারণত ত্যাগি এবং স্বার্থহীন হয়ে থাকে।

বেচে থাকুক পৃথিবীর সকল মায়েরা, ভালো থাকুক সকল মা বাবা।

সকল ছেলে মায়ের যেন নিজের সন্তানের মতো নিজের বাবা মাকে আদর যত্ন সেবা করতে পারে। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। 

নলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।