২৬ মার্চ এর কবিতা | স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠক বৃন্দ ২৬ মার্চ এর কবিতা কিভাবে আবৃত্তি করবেন কিংবা কোন কোন কবিতাগুলো আপনারা আবৃত্তি করতে পারেন সেই সম্পর্কে জানতে আপনারাও অনেকেই গুগল সার্চ করে থাকেন। আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে ২৬ মার্চ এর কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এছাড়াও আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের ২৬ মার্চ এর কিছু গুরুত্বপূর্ণ কবিতা দেয়ার চেষ্টা করব। মূলত ২৬ শে মার্চ কে কেন্দ্র করে আমাদের নানান ধরনের আয়োজন এবং অনুষ্ঠান থাকে।

বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে সারাদিনব্যাপী যে সকল আয়োজন এবং নানান ধরনের অনুষ্ঠান রয়েছে সে অনুষ্ঠানগুলোতে কবিতা আবৃত্তি সহান নানান ধরনের আয়োজন হয়।

আপনারা কিভাবে এই কবিতা আবৃত্তি কিংবা অন্যান্য অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন সে সম্পর্কে বিভিন্ন সময়ে জানার ইচ্ছা প্রকাশ করে থাকেন। এছাড়াও ২৬ শে মার্চের সম্পর্কিত নানান ধরনের কবিতাগুলো আজকের এই আর্টিকেলের মাধ্যমে পেয়ে যাবেন।

তাই অবশ্যই আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

২৬ মার্চ নিয়ে কবিতা | ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 

২৬ মার্চ নিয়ে কবিতা
২৬ মার্চ নিয়ে কবিতা

বাংলাদেশের রয়েছে নানান ধরনের ইতিহাস এবং ঐতিহ্য।

এ সকল ইতিহাস গুলোর মধ্যে অন্যতম ইতিহাস হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু কোথা থেকে হয়েছিল এবং কোথায় শেষ সে সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই।

মূলত ২৬ শে মার্চের কবিতা গুলো আপনাদের সামনে উল্লেখ করার পূর্বে আমরা অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সারসংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি।

আমরা যে স্বাধীন দেশটিতে বসবাস করি এই স্বাধীনতা আমাদের এত সহজে আসেনি।

৩০ লক্ষ শহীদ এবং দুই লাখেরও বেশি মা-বোনেদের কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা।

১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত বর্ষ থেকে বিদায় হওয়ার পর ভারতবর্ষ বিভক্ত হয়।

সে সময় ভারত বর্ষ হতে পশ্চিম পাকিস্তান  পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের নামে দুটি  দেশ বিভক্ত করা হয়েছিল।

সে সময় পূর্ব পাকিস্তান হচ্ছে বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমান পাকিস্তান।

কিন্তু সে সময় থেকেই পাকিস্তানিরা বাঙ্গালীদের ওপর নানান ধরনের অত্যাচার এবং জুলুম করত।

১৯৫২ সালে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক আন্দোলন হয়েছিল।

বর্তমানে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি সে বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা করার জন্য প্রাণ দিতে হয়েছিল অনেক শহীদকে।

এর পরবর্তীতে ও নানান ধরনের জুলুম এবং অত্যাচার চালিয়ে যেতে থাকে পাকিস্তানিরা।

১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে ২৬ শে মার্চের প্রথম শহরে ঘুমন্ত বাঙ্গালীদের ওপর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

এর পরবর্তী ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তানি হানাদার বাহিনীরা।

গ্রেপ্তার করার পরে পাকিস্তান কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকেই শুরু হয় রক্তাক হয়ে সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা।

পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে এদেশে পাঠিয়েছিল তারা।

২৬ মার্চ এর কবিতা | স্বাধীনতা দিবসের কবিতা

বাঙালি জাতির জন্য ২৬ শে মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

মহান স্বাধীনতা দিবসে আপনারা কিভাবে কবিতা আবৃত্তি করবেন সেই সম্পর্কে অবশ্যই আপনাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে।

২৬ মার্চের কবিতাগুলো আপনাদের সামনে আমরা নিচে উল্লেখ করলাম।

এ সকল কবিতাগুলো থেকে আপনারা যে কোন কবিতা 26 শে মার্চের যেকোনো ধরনের অনুষ্ঠানে আবৃত্তি করতে পারেন।

সংগ্রাম চলবেই 

সিকান্দার আবু জাফর

রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো

আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি

কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি

আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি

তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া

তুমি বাংলা ছাড়ো

অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে

দিয়েছি ফুল হৃদয় সুরভিত

সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া

পেয়েছে শুধু কঠিন জুতোর তলা

আজকে যখন তাদের স্মৃতি অসন্মানের বিষে

তিক্ত প্রানে শ্বাপদ নখের জ্বালা

কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি

আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা

তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধূলো

তুমি বাংলা ছাড়ো

একাগ্নতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি

ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি

বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি

আমার প্রীতি তোমার প্রতারনা

যোগ বিয়োগে মিলিয়ে

নিলে তোমার লাভের জটিল অন্কগুলো

আমার কেবল হাড় জুড়ালো হতাশ শ্বাসের ধূলো

আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা

আপন খুলির কোদাল দেখে সর্বনাশা বজ্র দিয়ে গড়া

কাজ কি দ্বিধায় বিষন্নতায় বন্দী রেখে ঘৃনার অগ্নিগিরি

আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষীপ্ত বাঘের থাবা

তুমি আমার জল স্থলের মাদুর থেকে নামো

তুমি বাংলা ছাড়ো। 

মা ও মাটির প্রতি

——রিয়েল আবদুল্লাহ

  • যে দুটি শব্দের জন্য মানুষ বুকের দরাজ খুলে 
  • যে দুটি শব্দের জন্য মানুষ পিপীলিকার মতো আগুনে ঝাঁপিয়ে পড়ে, 
  • যে দুটি শব্দের জন্য মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ংকর কিছুর প্রত্যাশা করে, 
  • যে দুটি শব্দের জন্য মানুষ নতুন করে জন্ম নেয় কৃষ্ণগহ্বর থেকে,
  • যে দুটি শব্দের জন্য মানুষ রক্তগঙ্গাকে ভাবে একটা মামুলি পুকুর ,
  • যে দুটি শব্দের জন্য মানুষ বিনা অস্ত্রেই হয়ে ওঠে একেকটি আণবিক বোম–সে হলো মা ও মাটি।
  • যে দুটি শব্দের জন্য মানুষ নিমিষেই আঁকে আপ্লুত আলপনার মানচিত্র –সে শব্দ দুটিও মা কিংবা মাটি।

এই মা কিংবা মাটিই পৃথিবীর তাবৎ মানুষের  আশ্রয়স্থল। 

নিশ্বাসের শুরু কিংবা শেষ। 

বিরতিহীন কর্মযজ্ঞের প্রারম্ভিকতা বা সমাপনী।

এক মা জন্ম দিয়ে আরেক মায়ের হাতে তুলে দেয়

আর সেই মা আলো বাতাস খাদ্য দিয়ে লালন করে আমৃত্যু। 

শব্দদুটি থাকে আত্মার গভীরে

যেখান থেকে নেমে আসে অমৃতধারা

আর সে অমৃতধারা বিনে কেউ কখনোই বাঁচতে পারে না।

মা ও মাটির প্রতি গভীর শ্রদ্ধা রাখি চিরদিন।

আরও পড়ুনঃ

২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়?

ইসলামিক ফাউন্ডেশন রোজার সময়সূচি ২০২৩

২৬ মার্চ এর বক্তব্য দেওয়ার নিয়ম

স্বাধীনতা আমার স্বাধীনতা 

স্বাধীনতা আমার স্বাধীনতা
স্বাধীনতা আমার স্বাধীনতা 

কবিঃ সালমান আহমদ 

প্রকাশঃ ১৭ ই সেপ্টেম্বর ২০২১। 

স্বাধীনতা আমার স্বাধীনতা 

লেখকঃ সালমান আহমদ 

স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা! 

তুমি জাগ্রত জনতার গৌরবগাথাঁ।

লাখো জনতার হৃদয়বিদারক 

স্মৃতিকথা তুমি স্বাধীনতা । 

যেদিন বাংলা বলাতে ছিল যত বাধা 

সেদিন স্বাধীনতা । 

সেই কালো রাতের অস্থির অবস্থা 

সেই তুমি স্বাধীনতা। 

২৫ শে মার্চের করুন স্মৃতিকথা 

সেই তুমি স্বাধীনতা। 

২৬ শে মার্চের ডাক দেয়া জনতা 

সেই তুমি স্বাধীনতা। 

শত মা বোনের মানহানির যত কথা 

সেই তুমি  স্বাধীনতা । 

দামাল ছেলের প্রাণের অস্থিরতা 

সেই তুমি স্বাধীনতা 

বাঙালির থাবায় শত্রুদের পরাধীনতা 

সেই তুমি  স্বাধীনতা  

এক ঝাক তরুনের জেগে ওঠার কথা 

সেই তুমি স্বাধীনতা। 

১৬ ডিসেম্বরের ইতিকথা 

সেই তুমি স্বাধীনতা। 

স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা 

তুমি জাগ্রত জনতার গৌরবগাথাঁ।

আমার দেশ স্বাধীনতা | ২৬ মার্চ এর কবিতা

কলমে-মিলি কবিরাজ

মানুষের অনুভূতি যত গুলো

সুন্দর অনুভূতি ভালোবাসা

যা কিছু করণীয় পৃথিবীতে

মাতৃভূমির জন্য মধুর সবচেয়ে

এই ভালোবাসা হয়নি যাদের অনুভব

নেইতো কিছু তারমধ্যে দুর্ভোগ ্

হয়েছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধ

মাতৃভূমিকে বাঁচাবার জন্য

জানবে ভবিষ্যৎ প্রজন্ম

স্বাধীন বাংলার ইতিহাস

গর্বে ফুলবে বুক বীরত্বআত্মত্যাগ

জাগবে ভালোবাসা দেশের জন্য

সোনালী ঊষালগ্নে নব কিশলয় নন্দিত

হিমসকালে তুষার স্নিগ্ধা কুমারী

কুড়ায় আঁচলে স্বাধীনতা  অঞ্জলী ভরি

গণহত্যা ২৫ শে মার্চের রাতে

স্বাধীনতা ২৬ শে মার্চের প্রভাতে

গণযুদ্ধ নেই কোন মানবতা

গ্লানি নিঃশংস নিষ্ঠুরতা

ঝরে পরলো তাজা প্রাণ লক্ষ লক্ষ

রঞ্জিত হল বিদেশি অস্ত্র

বাঙালি বক্ষ রক্ত

লক্ষ শহীদ প্রাণ দিয়

দেখেছেন ভবিষ্যৎ স্বপ্ন

প্রিয় মাতৃভূমিতে মুক্তিযোদ্ধার হাতে

হাত রেখে নতুন প্রজন্ম

বলবে এনেছ স্বাধীনতা প্রিয় ভাই বন্ধু

তাইতো এনেছি অনেক ভালোবাসা

শুধুই তোমাদের জন্য

বলবে মধুর স্বরে

যে স্বপ্ন তোমরা দেখেছিলে

গড়ে তুলবো সেই সোনালি বাংলাদেশআঁকবো সবুজের রংগে লাল পতাকা

সবুজ-শ্যামল ধানক্ষেত

গড়ে তুলবো সেই বাংলাদেশ

 গরবো সেই সোনালী বাংলা

শোধ করবো তোমাদের রক্তের ঋণ।

আরও পড়ুনঃ

26 মার্চ কি দিবস

২৬ শে মার্চ এর গুরুত্বপূর্ণ ও শুভেচ্ছা

৭ই মার্চের ভাষণের গুরুত্ব

২৬ মার্চ এর কবিতা FAQS

২৬ মার্চ কি দিবস?

মহান স্বাধীনতা দিবস হচ্ছে ২৬ মার্চ।

বাংলাদেশের বিজয় দিবস কবে?

১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।

কবে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়?

১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের যুদ্ধ শুরু হয়।

উপসংহার 

২৬ মার্চ এর কবিতা সম্পর্কে আপনাদেরকে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিত জানিয়েছি।

এর পাশাপাশি আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কবিতা দেয়ার চেষ্টা করেছি।

সকল কবিতাগুলো আপনারা চাইলে আপনাদের যেকোন অনুষ্ঠান কিংবা অন্যান্য জায়গায় ২৬শে মার্চের অনুষ্ঠানে আবৃত্তি করতে পারেন।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আজকের আর্টিকেল থেকে 26 মার্চ সম্পর্কিত কয়েকটি কবিতা পেয়ে গিয়েছেন।

যদি আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই আর্টিকেলের সম্পর্কিত তথ্য গুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন।

এছাড়াও যদি আপনাদের আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে সে ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আমাদের ওয়েবসাইটে আমরা প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো আপনাদের মাঝে দেয়ার চেষ্টা করি।

তাই অবশ্যই জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে

আরও পড়ুনঃ

পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে?

১৫ অগাস্ট বাংলাদেশ

জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।