এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ । GP, BL, Robi MB Transfer

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকে আমরা কথা বলবো এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে। এই আর্টিকেলে জানবো কিভাবে এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করা যায়? এমবি ট্রান্সফার করার কোড কত। mb transfer পদ্ধতি বর্তমানে বাংলাদেশের টেলিকম অপারেটর গুলো পূর্বের যেকোনো সময় তুলনায় সহজ করেছে।

কিভাবে এক সিমের ব্যালান্স থেকে অন্য একটি সিমে mb transfer এবং যেকোনো প্যাকেজ গিফট করা যায়। 

এমবি ট্রান্সফার করা খুবই সহজ একটি কাজ।দেশে ব্যবহৃত সিম গ্রামীণ, বাংলালিংক এবং রবি  সিমের এমবি ট্রান্সফার এবং গিফট করার উপায় জানবো খুব সহজে। 

দিনের পর দিন মোবাইল ব্যবহারে এতটাই সহজ লভ্যতা এসেছে যে ইন্টারনেট ব্যবহারের জন্য এমবি পর্যন্ত একজন অন্য জনকে শেয়ার করতে পারে।

আবার একজন চাইলেই তার সিমের টাকা থেকে অন্য একজনকে গিফট করতে পারে ও যেকোনো প্যাক ক্রয় করে দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক প্রত্যেকটি সিম কোম্পানির এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ । এমবি ট্রান্সফার নিয়ম 

বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম । এমবি ট্রান্সফার নিয়ম 
বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম । এমবি ট্রান্সফার নিয়ম 

দেশের জনপ্রিয় বাংলালিংক সিম থেকে অন্য একটি সিমে এমবি ট্রান্সফার করার জন্য প্রথমে মোবাইলের প্লে স্টোরে গিয়ে My BL এপ্সটি আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

এবার আপনি যে নাম্বার থেকে এমবি ট্রান্সফার করতে চান সেই সিমের নাম্বার দিয়ে অ্যাপ লগইন করতে হবে।

এখন অ্যাপটি ওপেন করে নিচের দিকে স্ক্রল করলেই ইন্টারনেট প্যাকেজ নামে একটি অপশন দেখতে পাবেন।

তার নিচে দেখতে পাবেন সি অল (See all) অপশন রয়েছে। সেখানে গিয়ে See All অপশনে ক্লিক করুন।  

এবার আপনি উপহার অপশনটিতে ক্লিক করুন।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৪

অ্যাপস থেকে উপহার বা গিফট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন কত টাকায় কত এমবি গিফট করতে পারবেন।

এখানে যত টাকায় যত এমবি লেখা দেখবেন সেই অফারটি আপনি আপনার বা অন্য যে কারোর বিএল সিম বা বাংলালিংক সচল সিমে দিতে পারবেন।

এখান থেকে গিফট বা উপহার দিলে আপনার মোবাইল ব্যালান্স থেকে টাকা কেটে নেওয়া হবে। 

এখান থেকে শুধু এমবি তাই না বরং আপনি মিনিট এবং এসএমএস ও গিফট বা উপহার দিতে পারবেন খুব সহজে। 

এবার আপনি যে প্যাকেজটি অফার করেন সেই প্যাকেজের উপর ক্লিক করুন। এবার যে নাম্বারে গিফট পাঠাবেন সেই নাম্বারটি লিখে দিন।

এবার পরবর্তী অপশনে ক্লিক করুন। এখানে কি উপলক্ষে গিফট করছেন তা লেখার জন্য একটা ছোট্ট ইনবক্স পাবেন।

এবারে নাম্বার দিয়ে আবার পরবর্তী অপশনে দেওয়ার আথে সাথে যাকে গিফট করছেন তার মোবাইলে এসএমএসের মাধ্যম এবং আপনার মোবাইলেও এসএমএস এর সাহায্যে কনফার্মেশন করে দেওয়া হবে যেখান থেকে আপনারা জানতে পারবেন যে ফাইনালি গিফট বা উপহার যাকে দিয়েছেন সে পেল কি না।

অন্যদিকে যাকে দিছেন সেও দেখতে পাবে তাকে কে গিফট করল আর কেনই বা করলো। 

এখানে বলে রাখা ভালো, আপনার মোবাইলের এমবি ডিরেক্ট অন্য সিম বা মোবাইলে ট্রান্সফার করবেন এরকম কোনো অপশন এখনো চালু করেনি বাংলালিংক সিম কোম্পানি পক্ষ থেকে।

এবার গ্রামীণ সিমের এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ

জিপি মিনিট অফার ২০২৩

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করার নিয়ম?

গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমের এমবি ট্রান্সফার করার নিয়ম । জিপি এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩

গ্রামীণ সিম থেকেও এমবি ট্রান্সফার নিয়ম এবং বাংলালিংক থেকে এমবি ত্রান্সফারের নিয়ম একই।

তবে গ্রামীণের ক্ষেত্রে আপনাকে গ্রামীণ সিমের অফিসিয়াল অ্যাপ MyGP apps ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

এবার আপনি যে সিম থেকে এমবি অন্য একটি সিমে নিবেন বা ট্রান্সফার করবেন সেই নাম্বার থেকে মাই জিপি apps এ লগইন করতে হবে। এবার আপনি গিফট প্যাকেজে চলে যাবেন। 

সেখানে গিয়ে গিফট প্যাকেজ হিসেবে এমবি বা মিনিট বা এসএমএস যেকোনো একটি প্যাকেজ অন যেকোনো গ্রামীণ সিম ব্যবহারকারিকে গিফট করতে পারবেন।

এক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে আপনার গিফটের প্যাকেজের সমান টাকা কেটে নিবে। 

এখানে গিফট করার জন্য আপনার সিমের ব্যালান্স থেকে প্যাকেজের মূল্য পরিমাণ টাকা কেটে নেওয়া হবেহ।

এবং গিফট করার জন্য আপনার সিমটি আপনার মোবাইলে থাকতে হবে এবং সেই সিম থেকেই ডাটা অন রাখতে হবে।

ঐ সিমের ডাটা অন না রেখে আপনি গিফট করতে পারবেন না।

বাংলালিংক, গ্রামিনের পর এবার জেনে নেওয়া যাক কিভাবে রবি সিম থেকে রবি সিমে এমবি ট্রান্সফার করার নিয়ম কি।

কিভাবে রবি থেকে রবিতে এমবি ট্রান্সফার করার নিয়ম।

আরও পড়ুনঃ

কম দামে ভালো ফোন বাংলাদেশে | Low Price Mobile in Bangladesh

বীর উত্তম কতজন | বীর উত্তম উপাধী কেন দেয়া হয়েছিল

রবি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করার নিয়ম । কিভাবে রবি এমবি শেয়ার করবো  

রবি থেকে রবিতে এমবি ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে মাই রবি এপ্স ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

এরপর গ্রামীণ বাংলালিংক এপ্স এর মতোই আপনি যে নাম্বার থেকে এমবি বা মিনিট বা এসএমএস ট্রান্সফার করতে চান সেই সিম থেকে এপ্সে লগইন করুন। 

এরপর স্ক্রল করে গিফট বা উপহার অপশন দেখতে পাবেন। সেখানে যেকোনো একটি প্যাকেজ সিলেক্ট করুন যেটি আপনি অন্য একটি সিমে ট্রান্সফার করবেন।

এবার যে সিমে গিফট করবেন সেই সিমের নাম্বার বসিয়ে পরবর্তীতে ক্লিক করুন।

এবার আপনাকে এবং যাকে গিফট করলেন দুজনের মোবাইলেই  এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে।

আরও পড়ুনঃ

BRTA Online Registration Check BD

Video Dekhe Taka Income App

রবিতেও সরাসরি এমবি ট্রান্সফারের কোনো সিস্টেম এখনো চালু করেনি রবি সিম কোম্পানি। 

রবি থেকে রবিতে এমবি বা মিনিট গিফট করলেই প্যাকেজের সম পরিমাণ টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নিবে। 

এয়ারটেল এমবি ট্র্যান্সফার করার নিয়ম

আপনার এয়ারটেল সিম থেকে অন্য এয়ারটেল সিমে এমবি ট্র্যান্সফার করতে *১২১২# দায়াল করুন।

তারপর আপনি ডাটা ট্রানস্ফার অপশনটি নির্বাচন করুন। 

আপনি কি পরিমান ডাটা ট্রান্সফার করতে চান তার পরিমাণ নির্বাচন করুন। 

তারপর যে নাম্বারে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই নাম্বারটি লিখুন। 

এবং সহজে সেন্ড করে দেন আপনার কাঙ্খিত এয়ারটেল নাম্বার এয়ারটেল ডাটা ব্যালান্স।

এছাড়াও আপনি মাই এয়ারটেল অ্যাপ থেকে সহজেই এয়ারটেল ব্যালেন্স এমবি স্থানান্তর করতে পারবেন।

এয়ারটেল অ্যাপ থেকে এয়ারটেল এমবি ট্রানস্ফার সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন।

আরও পড়ুনঃ

সত্যায়িত মানে কি? | কিভাবে সত্যায়িত করতে হয়

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? । বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

থাইরয়েড কি খেলে ভালো হয় । থাইরয়েড রোগের লক্ষণ কি?

এমবি ট্রান্সফার করার নিয়ম কি?

বাংলাদেশের টেলিকম অপারেটরগুলো গ্রাহকদের সরাসরি এমবি ট্রান্সফার সুবিধা দিচ্ছে না। তবে একই টেলিকম অপারেটর গ্রাহকরা তাদের মোবাইল অ্যাপস অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে সহজেই প্রিয় জনের সিমে এমবি ট্রান্সফার করতে পারেন।

সর্বশেষে

আজকে আমরা জানতে চেষ্টা করেছি কিভাবে একই সিম থেকে একই কোম্পানির অন্য একটি নাম্বারে কিভাবে এমবি বা মিনিট বা এসএমএস গিফট বা উপহার দেওয়া যায়।

আসলে এখন পর্যন্ত কোনো সিম কোম্পানি সরাসরি এমবি ট্রান্সফারের কোনো অপশন চালু করেনি। 

আশা করি আজকের পোস্টটি থেকে অনেক উপকৃত হয়েছেন।

পোস্টটি সম্পূর্ণ পড়ার পরে এই বিষয়ে আর কোন দ্বিধা বা অজ্ঞতা থাকেবে না।

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।