NESCO Bill Check Online | অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NESCO Bill Check Online process is our Today’s Topic. ঘরে বসে অনলাইনে নেসকো বিল চেক প্রক্রিয়া সম্পর্কে জানতে অনেকে গুগল সার্চ করে থাকেন। NESCO পূর্ণ নাম হচ্ছে “নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড”, যা বাংলাদেশে অতি পরিচিত একটি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা। নেসকো বিদ্যুৎ বিল চেক করার জন্য অনলাইন এবং অফলাইন দুই ধরনের প্রক্রিয়া রয়েছে। 

বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার ব্যাপক প্রচলন আমাদের জীবনকে অনেক বেশি গতিময় করেছে। কেননা এখন বিদ্যুৎ নেসকো ব্যবহারকারীরা মোবাইল ব্যাংকিং বিকাশ/নগদ/রকেট সেবা ব্যবহার করে অনলাইন থেকে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। 

বর্তমানে আপনি নেস্কো প্রিপেইড মিটার টাকা চেক করতে অনুমোদিত মোবাইল অ্যাপস এবং মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহার করতে পারেন। তাদের অ্যাপ গুলির বিল সেকশন থেকে সহজেই অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক করতে পারেন। 

NESCO Bill Check Online By nesco.gov.bd – নেস্কো প্রিপেইড মিটার টাকা চেক  

NESCO Bill Check Online By nesco.gov.bd 
NESCO Bill Check Online By nesco.gov.bd 

ঘরে বসে নেসকো বিদ্যুৎ বিল চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। NESCO অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে https://nesco.gov.bd, 

নিজেই নিজের নেসকো বিদ্যুৎ বিল চেক করার জন্য নেস্কো অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার কাস্টমার আইডি নাম্বার প্রোভাইড করে “শো বিল” (Show Bills ) বাটনে ক্লিক করুন। 

NESCO Bill Check Online By nesco.gov.bd অফিশিয়াল সাইটে, আপনার দেয়া তথ্য সঠিক থাকলে নেস্কো বিদ্যুৎ মিটার বিল আপনার সম্মুখে প্রদর্শিত হবে।

NESCO Postpaid Bill Check Online All System – অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক করার সকল পদ্ধতি

এছাড়াও আরও দুইটি উপায় নেসকো বিদ্যুৎ বিল চেক (NESCO Bill Check Online) করা যায়। একটি হচ্ছে অনলাইনে মোবাইল অ্যাপস ব্যবহার করে এবং অন্যটি হচ্ছে অফলাইন পদ্ধতি, যেখানে আপনি ইউএসএসডি কোড ডায়াল করে নেসকো বিদ্যুৎ বিল চেক করতে পারেন। 

Also Read:

পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক । Biman Bangladesh Airlines ticket

NESCO prepaid Bill Check Online By NESCO App

Bkash App থেকে NESCO Bill Check করা যায় সহজেই।

NESCO app ব্যাবহার করে গ্রাহকরা বর্তমানে অ্যাপ থেকে বিলের তথ্য চেক করতে পারবেন না। নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাপটিতে আপডেট করা হচ্ছে।

যখন NESCO অ্যাপটি বিলের তথ্য চেক করার জন্য যোগ্য হয়, তখন এই পোস্টটি উপডেট করা হবে এবং আপনাদের বিস্তারিত জানানো হবে। নেসক্যাফের আসন্ন বৈশিষ্ট্যগুলি হচ্ছে:

  • Upcoming Features
  • View all bills.
  • View electricity usage.
  • Get other services in your hand.

আরও পড়ুনঃ

টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়

বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক

NESCO prepaid Bill Check Online By Nagad (app)

বর্তমানে নগদ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকদের বিভিন্ন ধরনের নতুন নতুন গ্রাহক সেবা দিয়ে চলেছে। তারমধ্যে হচ্ছে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, free payment, free send money এবং অনলাইনে থেকে ফ্রি বিদ্যুৎ বিল প্রদান। 

NESCO electricity check system in below with Nagad:

  • Open Nagad app
  • Tap on Bill Pay
  • Select Electricity
  • Select NESCO option
  • Enter a Consumer Account number, then enter the billing month and year.
  • Now check the bill.

Note: নগদ অ্যাপস থেকে সেবা গ্রহণ করতে আপনার যদি কোন ধরনের সমস্যা হয় তবে আপনি নগদ হেলপ্লাইন ১৬১৬৭  নম্বরে কল করতে পারেন। 

আরও পড়ুনঃ

Birth Certificate Verification Bangladesh Online

বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব

NESCO prepaid and postpaid Bill Check Through bKash (app) – অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এবং বর্তমানে গ্রাহক সংখ্যার দিক থেকে বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে বিকাশ। 

মোবাইল থেকে বিদ্যুৎ বিল দেয়া সম্ভব এই পদ্ধতিটি প্রথমে চালু করে বিকাশ।  বর্তমানে সকল ধরনের বিদ্যুৎ বিলই আপনি বিকাশ অ্যাপ থেকে প্রদান করতে পারবেন এবং সেইসাথে নেসকো বিদ্যুৎ বিল চেক করতে পারবেন বিকাশ অ্যাপস এবং ইউএসএসডি কোড উভয় পদ্ধতিতে। 

Now given the NESCO electricity checking system by the bkash app below:

  • Tap the Pay Bill option from the bKash applications home screen.
  • Then tap Electricity and Select NESCO.
  • Enter billing month and year, then put Bill Number.
  • Check your bill.

বিকাশ থেকে অনলাইনে নেসকো প্রিপেইড বিদ্যুৎ বিল চেক

  • বিকাশ এপস থেকে NESCO Bill Check Online করার জন্য পে বিল অপশনে জান। তারপর ইলেকট্রিসিটি নির্বাচন করুন এবং নেস্কো সিলেক্ট করুন।
  •  তারপর আপনার বিল্ডিং মাস এবং বছর নির্বাচন করে আপনার বিল নাম্বার লিখুন।
  •  তারপর বিল অপশনে ক্লিক করুন।

Note: বিকাশ অ্যাপ থেকে নেসকো বিদ্যুৎ বিল চেক করার জন্য আপনার ইন্টারনেট সংযোগ থাকা জরুরি। তবে আপনার কাছে ইন্টারনেট সংযোগ না থাকলে আপনি বিকাশ ইউএসএসডি কোড *২৪৭# করে সহজেই নেসকো বিল চেক করতে পারেন। 

আরও পড়ুনঃ

ব্লগ লিখে আয় করার উপায়

ভ্যাকসিন কার্ড ডাউনলোড

NESCO Electricity Bill Check By Rocket app

বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত হচ্ছে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং থেকে পরিচালিত রকেট। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মত আপনার রকেট অ্যাপস থেকে আপনি নেসকো বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

NESCO প্রিপেইড bill check system is given below:

  • Open the Rocket app.
  • Select Bill Pay.
  • Tap the Category option, then tap the Utility option and scroll down.
  • Go to the NESCO option.
  • Enter a Consumer Account number, billing month, and year.
  • Click self or other.
  • Enter the Beneficiary’s mobile number.
  • Click Validate button.
  • Check the bill.

Note: রকেট মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নেসকো বিদ্যুৎ বিল চেক করতে কোন সমস্যা হলে আপনি অফিসিয়াল রকেট হেল্পলাইন নাম্বার ১৬২১৬ টিতে কল করুন। 

NESCO Prepaid Bill Check Online

NESCO প্রিপেইড মিটার বিল চেক মানে আপনি মিটারের টপ-আপ ব্যালেন্স সম্পর্কে জানতে পারেন।

এখানে আপনাদের সুবিধার্থে আপনাকে নেসকো ইমার্জেন্সি ব্যালেন্স কোড, বা বর্তমান মাসে আপনি ইতিমধ্যে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছেন তা পরীক্ষা করতে পারবেন। 

NESCO প্রিপেইড মিটার কোড অনুসরণ করে, আপনি NESCO প্রিপেইড বিল চেক করতে পারেন। 

NESCO ServiceShort Code
NESCO Emergency Balance code032
NESCO Used Emergency Balance code039
NESCO Balance Check code (Present Balance)037
NESCO Emergency Balance code99999
NESCO prepaid bill check USSD code List

Also Read:

বিকাশে টাকা দেখার নিয়ম কি?

How To Check Teletalk Number? Teletalk Number Check Code

Driving license check in BD 

NESCO Bill Check Online – নেসকো বিদ্যুৎ বিল চেক FAQS

How do I check my Nesco meter balance?

Nesco meter balance check code is 037. Dial 037 From your NESCO meter pad and Click Enter button. NESCO prepaid meter balance will show on your meter screen.

অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক করার উপায়?

অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক করতে NESCO অ্যাপ ও নেসকো অফিশিয়াল ওয়েবসাইট ব্যাবহার করুন। এছাড়াও বিকাশ, নগদ, রকেট মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহার করে নেসকো বিদ্যুৎ বিল চেক করা যায়।

How to check NESCO Bill Online?

To check NESCO Bill Online visit https://nesco.gov.bd website and enter your customer ID number. click show bill, and your NESCO bill will show on your device screen.

উপসংহার,

আশা করি আপনি NESCO Bill Check Online পদ্ধতি সমূহ সম্পর্কে জানতে পেরেছেন।

NESCO app, NESCO website এবং বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহ এর মাধ্যমে অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।

আরও পড়ুনঃ

পল্লী বিদ্যুৎ পেমেন্ট করার নিয়মPalli Bidyut Bill Payment Online
পল্লী বিদ্যুৎ বিল চেকPalli Bidyut Bill Check Online
বিদ্যুৎ বিল হিসাব করার নিয়মElectric Bill Calculation BD

এই পোস্টটি পড়ে আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন একটি কমেন্টের মাধ্যমে। অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।

নিত্য নতুন তথ্য জানতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

3 thoughts on “NESCO Bill Check Online | অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি”

  1. অনেক সুন্দর আলোচনা করেছেন।অনুচ্ছেদ পড়ে অনেক কিছু জানতে পারলাম।

Comments are closed.