নেসকো প্রিপেইড মিটার রিচার্জ কিভাবে করবেন এই সম্পর্কে আপনি জানেন কি? এখন ঘরে বসেই বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিং সেবা থেকে সহজেই নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা যায়।
নেসকো প্রিপেইড মিটার রিচার্জের মাধ্যমে সক্রিয় করা হয়। প্রিপেইড মিটারের টাকা শেষ হয়ে গেলে বিদ্যুৎ কেটে যায়, তাই মিটার চালু রাখতে NESCO prepaid meter recharge করা প্রয়োজন। ঘরে বসে NESCO prepaid meter bill recharge করা সম্ভব। কিভাবে ঘরে বসে নেসকো মিটার বিল রিচার্জ করবেন তা আমাদের জন্য খুব সুবিধা হবে।
NESCO full form is Northern Electricity Supply Company Limited. নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড) বর্তমানে অনলাইনে এবং অফলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা দিয়ে থাকে।
নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা বা অনলাইন এবং অফলাইনে নেসকো বিল পরিশোধের অনেক পদ্ধতি রয়েছে।
এখন, নেসকো বিদ্যুৎ ব্যবহারকারীরা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো সেবাগুলো ব্যবহার করে অনলাইনে তাদের বিল পরিশোধ করতে পারবেন।
Contents In Brief
কিভাবে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করবেন?
আপনার ইতিমধ্যেই জানতে পেরেছেন ঘরে বসে অনলাইনে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা সম্ভব। আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে আপনার নেসকো বিল পরিশোধ করতে পারেন।
যে সকল মোবাইল ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে নেসকো প্রিপেইড মিটার বিল পরিশোধ করা সম্ভব সেগুলি হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপে, শিওরক্যাশ ইত্যাদি।
আসুন জেনে নেওয়া যাক কিভাবে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে ঘরে বসে নেসকো প্রিপেইড মিটার বিল পে করবেন বা আপনার বিল পরিশোধ করবেন।
বিকাশ থেকে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ
নেসকো প্রিপেইড এবং পোস্টপেইড বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। বর্তমানে বিকাশ অ্যাপ বিল নম্বর সংরক্ষণ করা যায়।
তাই আপনি যদি আপনার বিকাশ একাউন্টে নেসকো মিটার বিল নম্বর সেভ করে রাখেন পরে আপনি সহজেই ওয়ান ক্লিকে বিল পরিশোধ করতে পারেন।
Note: মনে রাখবেন একটি বিকাশ একাউন্ট থেকে প্রতি মাসে ৫টি বিল ফ্রি রিচার্জ করতে পারবেন। নির্ধারিত পাঁচটি বিল বিল পরিশোধ করার পর, নির্দিষ্ট চার্জ অনুপাতে টাকা চার্জ করা হবে।
Nesco prepaid meter recharge By BKash App
- বিকাশ থেকে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করতে আপনার মোবাইলে বিকাশ অ্যাপসটি ডাউনলোড ও ইন্সটল করুন, তারপর বিকাশ অ্যাপে লগইন করে “পে বিল” নামে একটি বিকল্প দেখতে পাবেন, “Pay Bill” অপশনে ক্লিক করুন।
- পে বিল অপশনে ক্লিক করার পর “ইলেকট্রিসিটি” (Electricity) নামে একটি অপশন দেখতে পাবেন। এখন বিদ্যুৎ বিকল্পটি নির্বাচন করুন।
- ইলেক্ট্রিসিটি অপশনের নিচে অনেকগুলি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী লিস্ট দেখতে পাবেন, স্ক্রল করে NESCO প্রিপেইড এবং পোস্টপেইড অপশন থেকে আপনার মিটারের ধরন নির্বাচন করুন।
- আপনার যদি নেসকো প্রিপেইড মিটার থাকে, তাহলে “নেসকো প্রিপেইড” অপশনে ক্লিক করুন। এবং আপনি যদি পোস্টপেইড মিটার ব্যবহারকারী হন, তবে পোস্টপেইড বিকল্পে ক্লিক করুন।
- এর পরে, আপনার নেসকো মিটার নম্বর এবং যোগাযোগ নম্বর প্রদান করুন এবং অর্থপ্রদান করতে এগিয়ে যান বাটনে ট্যাব করুন।
- তারপর আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই পরিমাণ লিখুন এবং প্রসেসে এগিয়ে যান।
- সবশেষে, আপনার বিকাশ পিন লিখুন এবং প্রসেসে এগিয়ে যান।
- তারপর ট্যাপ টু পে বাটনে ট্যাপ করে ধরে রাখুন।
আরও পড়ুনঃ
করোনা টেস্ট রিপোর্ট কিভাবে পাবো
Official Phone Check Bangladesh
করে উল্লেখিত ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি খুব সহজেই ঘরে বসে নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন।
NOTE: নেসকো প্রিপেইড মিটার বিল বা অন্য যেকোনো ধরনের বিদ্যুৎ বিল রিচার্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনার মিটার নাম্বারটি ভালোভাবে মিলিয়ে নিবেন। কেননা ভুলক্রমে আপনার ভুল মিটার নম্বরে রিচার্জ করলে সে টাকা ফিরে পাওয়া খুব কষ্টকর।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
বিকাশ থেকে নেসকো বিদ্যুৎ বিল রিচার্জে চার্জ
৪০০ টাকার নিচে হলে চার্জ | ৫ টাকা |
৪০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চার্জ | ১০ টাকা |
১৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত | ১৫ টাকা |
৫০০০ টাকা থেকে | ২৫ টাকা |
নগদ থেকে নেসকো প্রিপেইড মিটার বিল পেমেন্ট
ব্যস্ত জীবনে স্বস্তির নাম মোবাইল ব্যাংকিং সেবা, মানুষের ব্যস্ত জীবনকে সহজ করেছে এই সেবা। নগদ বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং সেবা যেখানে আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল সহ নানা বিল পরিশোধ করতে পারেন।
আরও পড়ুনঃ
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম
বিকাশের তুলনায় নগদের মাধ্যমে বিল পেমেন্ট এর ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে। তাই নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করতে আপনি ব্যবহার করতে পারেন নগদ।
আসুন জেনে নেওয়া যাক নগদ থেকে কিভাবে অনলাইনে NESCO প্রিপেইড মিটার বিল পরিশোধ করবেন।
Nesco prepaid meter recharge By Nagad App
আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে, তবে প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।
কেননা নগদ ডায়াল কোড *167# ব্যবহার করার চেয়ে নগদ অ্যাপে নগদ বিদ্যুৎ বিল পেমেন্ট করা খুবই সহজ।
সবকিছু ঠিক থাকলে, নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন৷
- সর্বপ্রথমে নগদ অ্যাপে লগ ইন করুন।
- তারপর Nagad অ্যাপের ড্যাশবোর্ড থেকে Pay Bills অপশনে ক্লিক করুন।
- তারপর বিদ্যুৎ বিকল্পটি নির্বাচন করুন।
- এর পরে, নেসকো প্রিপেইড অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার বিলিং তথ্য যেমন মিটার নম্বর, যোগাযোগ বা এসএমএস নম্বর, ইত্যাদি প্রদান করুন।
- এখন আপনার নগদ একাউন্ট পিন কোড প্রদান করে আপনার বিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
NESCO Prepaid Meter Bill Payment By Rocket
সর্বপ্রথম বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং সেবাটি চালু হয়েছিল তার নাম হচ্ছে ডাচ-বাংলা ব্যাংক পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবা যার বর্তমান নাম রকেট।
ধীরে ধীরে রকেট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, বর্তমানে রকেট ব্যবহার করে নেসকো বিল পরিশোধ করতে পারেন খুবই সহজে।
আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করে, আপনি খুব অল্প সময়ের মধ্যে অনলাইনে নেসকো প্রিপেইড মিটার বিল পরিশোধ করতে পারবেন।
আপনি যদি একজন ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট গ্রাহক হন, তাহলে আপনি ঘরে বসেই আপনার ফোন থেকে অনলাইনে রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনার নেসকো বিল পরিশোধ করতে পারবেন।
আরও পড়ুনঃ
রকেট অ্যাপ থেকে নেসকো বিল পে করার নিয়ম
নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার জন্য আপনার কাছে একটি রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকতে হবে।
নেসকো প্রিপেইড মিটার বিল পরিশোধের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করুন এবং রকেট অ্যাপসে লগইন করুন।
- রকেট অ্যাপে লগইন পরবর্তী হোম পেজের ড্যাশবোর্ডে “বিল পে” নামে একটি অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করুন।
- বিল পে অপশনে ক্লিক করার পর এবং তারপর ইলেকট্রিসিটি বিল অপশন সিলেক্ট করুন।
- তাপর আপনি NESCO বিলের একটি অপশন দেখতে পাবেন, যেখানে নেসকো প্রিপেইড ও পোস্টপেইড দুই ধরনের অপশন দেখতে পাবেন, আপনার কাঙ্খিত অপশনে ক্লিক করুন।
- NESCO বিল বিকল্পে ক্লিক করার পরে, আপনাকে অবশ্যই আপনার বিলার আইডি/নম্বর, নাম এবং SMS অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে।
- তারপর আপনি যে পরিমাণ টাকার রিচার্জ করতে চান টাকার পরিমাণ লিখুন।
- এবং অবশেষে, আপনার রকেট একাউন্টের পিন কোড দিয়ে নেসকো বিল প্রদান সম্পূর্ণ করুন।
উপায় অ্যাপ থেকে নেসকো বিল পে করার নিয়ম
বাংলাদেশের প্রায় সকল মোবাইল ব্যাংকিং সেবা থেকেই আপনি নেসকো প্রিপেইড মিটার বিল পে করতে পারবেন।
এক্ষেত্রে উপায় মোবাইল ব্যাংকিং সেবাও একই ধরনের সেবা দিচ্ছে, উপায় ব্যবহার করেও আপনি বিদ্যুৎ বিল পে করতে পারেন।
তাই আপনি যদি নেসকো প্রিপেইড মিটার বিল পরিশোধ করতে চান তবে উপরে উল্লেখিত পদ্ধতি সমূহের স্টেপ গুলো অনুসরণ করে সহজেই উপায় মোবাইল ব্যাংকিং থেকে নেসকো প্রিপেইড ও পোস্টপেইড মিটার বিল পরিশোধ করুন।
গুরুত্ব উল্লেখিত পদ্ধতি গুলো ছাড়াও আপনি আপনার নেসকো প্রিপেইড মিটার বিল পরিশোধের জন্য সরাসরি ব্যাংকে ভিজিট করতে পারেন।
অথবা নেসকো বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট অফিসগুলোতে ভিজিট করেও আপনি আপনার মিটারে টাকা রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুনঃ
নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার জন্য অনেক গুলি পদ্ধতি রয়েছে। ঘরে বসে নেসকো প্রিপেইড মিটার বিল পরিশোধ করার জন্য বিকাশ/নগদ/রকেট মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন।
In Conclusions,
আশা করি আপনি নেসকো প্রিপেইড মিটার রিচার্জ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবার সমূহ থেকে কিভাবে নেসকো মিটার রিচার্জ করবেন এই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে আপনাদের।
প্রিয় পাঠক নেসকো প্রিপেইড বিল পে করতে আপনার কোন সমস্যা হলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।
আরও পড়ুনঃ
নেসকো বিল চেক | NESCO Bill Check Online |
পল্লী বিদ্যুৎ বিল চেক | Palli Bidyut Bill Check Online |
আমরা আপনাদের প্রতিটি গঠনমূলক কমেন্টের জবাব দ্রুত দেওয়ার চেষ্টা করি।
ইন্টারনেট থেকে টাকা ইনকাম, মোবাইল ব্যাংকিং সেবা, টেলিকম অফার এবং ইন্টারনেট থেকে যেকোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ডিজিটাল টাস অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।