পদ্মা সেতুর টোল রেট কত টাকা জানেন কি? পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত ও পদ্মা সেতুর টোল তালিকা ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানাতে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। কেননা ইতিমধ্যে আমরা পদ্মা সেতুর সাধারন জ্ঞান ও পদ্মা সেতুর দূরত্ব কত কিলোমিটার ও পদ্মা সেতু A 2 z সম্পর্কিত একাধিক পোস্ট করেছি।
বাংলাদেশের দক্ষিনাঞ্চলের মানুষের অনেক দিনের স্বপ্নের সেতুর নাম হচ্ছে পদ্ম সেতু, যে সেতুর প্রত্যাশা অনেক বছর থেকে করে আসছে তারা। এক কথায় আপনি বলতে পারেন দক্ষিণ অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আর্শীবাদ স্বরূপ এই স্বপ্নের পদ্মা সেতুটি।
পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিনাঞ্চলের মানুষের জন্য ঢাকা সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে এবং তারা দ্রুত সময়ে রাজধানীর ঢাকার সঙ্গে নিজেদের যোগাযোগ স্থাপন করতে পারবে।
এই সেতু তৈরির ফলে বাংলাদেশের দক্ষিনাঞ্চলে উৎপাদিত ফসল ও কারখানার মালামাল সারাদেশের বানিজ্যে যুক্ত হবে দ্রুত ও কম সময়ে এবং দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
Content Summary
পদ্মা সেতুর টোল রেট নির্ধারণ করা হয়েছে কিভাবে?

যে কোন সেতুর টোল নির্ধারণ করা হয় সেতুর দূরত্ব, সেতুর গুরুত্ব, সেতু রক্ষনাবেক্ষণ ব্যয় এবং সেতু তৈরিতে কি রকম খরচ হয়েছে এবং যানবাহনের ওজন এর ওপর ভিত্তি করে।
তেমনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ কে আরও সহজ করতে তৈরিকৃত পদ্মা সেতুর টোল রেট ফি ও এইসকল ভিত্তির উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।
পদ্মা সেতুর টোল রেট কত? টোল তালিকা হার ২০২২ – ২০২৩
পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু পারাপারকারী পরিবহন এর জন্য একটি টোল তালিকা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।
প্রথমে পদ্মা নদী পার হতে বিভিন্ন যানবাহনকে টোল দিতে হয় প্রায় ৭০ টাকা থেকে ৩,৯৪০ টাকা পর্যন্ত বলে জানানো হয়েছিল।
তবে পদ্মা সেতু তৈরিতে আনুষঙ্গিক খরচ বাড়ার কারণে এর টোল হারও বেড়ে গেছে। বর্তমানে পদ্মা সেতুতে যানবাহন পারাপারের সর্বনিম্ন টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকায এবং সর্বোচ্চ টোল নির্ধারণ করা হয়েছে ছয় হাজার (৬০০০) টাকা পর্যন্ত।
টোল ভাড়া বাড়ানো হলেও পদ্মা সেতু ব্যাবহারে অনেক সময় বাঁচবে। সময় সাশ্রয়ের ফলে দেশের সার্বিক অর্থনীতিতে গতি আসবে।
পদ্মা সেতুর টোল রেট তালিকা ২০২২ অনুযায়ী বড় বাসের ক্ষেত্রে ২৪০০ টাকা এবং মাঝারি ট্রাক ২,৮০০ টাকা পর্যন্ত টোল ভাড়া দিতে হবে।
যদিও ভাড়া বা টোল খরচ বেড়ে গেল কিন্তু সময়ের দ্রুততা আপনাকে এগিয়ে রাখবে এবং আপনি ভ্রমনেও সাছন্দ পাবেন।
Padma Bridge Toll List 2022 – 2023 – পদ্মা সেতু টোল রেট ২০২৩
নং- | যানবাহন | টোল |
১ | মোটর সাইকেল | ১০০ টাকা |
২ | কার ও জিপ | ৭৫০ টাকা |
৩ | মাইক্রোবাস | ১,৩০০ টাকা |
৪ | মিনি বাস | ১,৪০০ টাকা |
৫ | মাঝারি বাস | ২,০০০ টাকা |
৬ | বড় বাস | ২,৪০০ টাকা |
৭ | ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) | ১,৬০০ টাকা |
৮ | মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) | ২,১০০ টাকা |
৯ | মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) | ২,৮০০ টাকা |
১০ | বড় ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) | ৫,৫০০ টাকা |
১১ | টেইলারের | ৬,০০০ টাকা |
পদ্মা সেতু পার হতে টোল হার কত টাকা ২০২৩ – পদ্মাসেতুর টোল কোন যানবাহনে কত এক নজরে

- মোটর সাইকেল পারাপারে টোল দিতে হবে ১০০ টাকা।
- ছোট ট্রাক কে (৫ টন পর্যন্ত) পারাপারে টোল দিতে হবে ১৬০০ টাকা।
- মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) পারাপারে টোল দিতে হবে ২১০০ টাকা।
- মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) পারাপারে টোল দিতে হবে ২৮০০ টাকা।
- বড় ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) পারাপারে টোল দিতে হবে ৫৫০০ টাকা।
- টেইলারের পারাপারে টোল নির্ধারণ করা হয়েছে ৬০০০ টাকা।
- কার ও জিপের জন্যপারাপারে টোল দিতে হবে ৭৫০ টাকা।
- মাঝারি বাসের পারাপারে টোল দিতে হবে দু’হাজার টাকা।
- বড় বাসের জন্য পপারাপারে টোল দিতে হবে ২৪০০ টাকা।
- মাইক্রোবাস পারাপারে টোল দিতে হবে ১৩০০ টাকা।
- মিনিবাস কে পারাপারে টোল দিতে হবে ১৪০০ টাকা।
পদ্মা সেতুর টোল ভাড়া আদায় করবে কে?
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় পদ্মা সেতুর টোল আদায় করবে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং। পাঁচ বছরের জন্য এ দুটি প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে পদ্মা সেতুর টোলের টাকা আদায় করার জন্য।
মুলত এই দুই প্রতিষ্ঠান পদ্মা সেতুর টোল ভাড়া আদায় করবে প্রথম ৫ বছর পর্যন্ত।
বাংলাদেশ সরকারের অর্থনৈতিক বিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের ব্যয় হবে ৬৯৩ কোটি টাকা।
Padma Bridge toll amount – পদ্মা সেতুর টোল রেট কোন যানবাহনে কত প্রশ্ন ও উত্তর পর্ব
পদ্মা সেতু পরাপার ভাড়া বা টোল সর্বনিন্ম ১০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বড় সেতু তৈরি ও রক্ষণাবেক্ষণে সরকারের খরচ অনেক, তাই খরচ মেতাতে সরকারকে টোল নিতে হয় জনগনের কাছ থেকে।
বাংলাদেশে সবচেয়ে ছোট যানবাহন হচ্ছে মোটরসাইকেল। এই মোটরসাইকেল পারাপারে পদ্মা সেতুর সর্বনিন্ম টোল ১০০ টাকা দিতে হয়।
বড় পরিবহন হচ্ছে টেইলার। পদ্মা সেতুর সর্বচ্ছো টোল ৬০০০ টাকা। তাই বড় পরিবহন টেইলারের জন্য পদ্মা সেতু পার হতে টোল নির্ধারণ করা হয়েছে ৬০০০ টাকা।
পদ্মা সেতু টোল ১০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পরিবহন ভেদে।
পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত এই সম্পর্কে সারণী তৈরি করা হয়েছে, দেখে নিন।
উপসংহার,
আশাকরি আপনি পদ্মা সেতুর টোল রেট কোন যানবাহনে কত এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
পদ্মা সেতু দিয়ে কোথায় যাওয়া যাবে? বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যাওয়ার জন্য ব্যাবহার হবে স্বপ্নের পদ্মা সেতু।
পদ্মা সেতু সম্পর্কে আপনার আরও জানা থাকলে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত পোস্ট গুলো পড়ুন তবেই আপনি পদ্মা সেতু সম্পর্কে সঠিক ধারণা পাবেন।
আরও পড়ুনঃ
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতুর স্প্যান কয়টি? সেতুর স্প্যান কি?
পদ্মা সেতু বাংলাদেশের ঐতিহ্যের একটি ছড়া বলতে পারেন এই সেতু কে কেন্দ্র করে বহু মানুষের জীবন উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে অনেক বড় অর্থনৈতিক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে এই সেতুর তোরি কারনে।
পদ্মা সেতুর টোল রেট কোন যানবাহনে কত এই সম্পর্কে লিখা পোস্টটি আপনার কেমন লেগেছে এই বিষয়ে আমাদের মন্তব্য করে জানাতে ভুলবেন না।
আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত আর্টিকেল রয়েছে।
এছাড়াও ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সম্পর্কে সকল তথ্য গুলো জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এছাড়াও চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ
জাপান বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।