Skitto SIM Flexiload Code সম্পর্কে আজকে আপনাদের জানাবো। স্কিটো সিমের সকল কোড গুলি এখানে রয়েছে আপনাদের জন্য। গ্রামীণফোন স্কিটো সিমে ফ্লেক্সিলোড বা টাকা রিচার্জ করার জন্য অনেকেই সমস্যায় পড়েন।
তবে এ বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে ফ্লেক্সিলোডের দোকানদার এর উপর, যদি আপনি দোকান থেকে ফ্লেক্সিলোড করেন।
তথাপিও একটি স্কিটো সিম পরিচালনাকারী হিসাবে আপনারও জানা প্রয়োজন রয়েছে ঠিক কি উপায়ে স্কিটো সিমে ফ্লেক্সিলোড করতে হয়।
কেননা আমি নিজেও এই সমস্যায় পড়েছি একাধিকবার দোকানদার বলতে পারেননা স্কিটো সিমে কিভাবে ফ্লেক্সিলোড করতে হয়।
মূলত গ্রামীণফোন ফ্লেক্সি লোড পদ্ধতি এবং স্কিটো টাকা রিচার্জ পদ্ধতি ভিন্ন ভিন্ন। তবে গ্রামীণফোন ফ্লেক্সিলোড সিম ব্যবহার করেই স্কিটো সিমে টাকা লোড দেওয়া হয়।
Content Summary
Skitto SIM Flexiload Code | স্কিটো সিম ফ্লেক্সিলোড কোড
স্কিটো সিমে টাকা লোড দেওয়ার জন্য আপনি একাধিক পদ্ধতির ব্যবহার করতে পারেন।
বর্তমানে বাংলাদেশের পরিচিত মোবাইল ব্যাংকিং সেবা সমুহ আপনাদের স্কিটো সিমে রিচার্জ করার সুবিধা দিচ্ছে।
সেইসাথে জিপি পাওয়ার লোড ব্যবহার করে সহজেই আপনি আপনার স্কিটো সিমে টাকা রিচার্জ করতে পারবেন।
ফ্লেক্সিলোডের দোকান থেকে স্কিটো সিমে টাকা রিচার্জ করতে ফ্লেক্সিলোড সিম থেকে *৬৬৬* গ্রাহকের নাম্বার* টাকার পরিমান* পিনকোড# ডায়াল করতে হবে।
গ্রামীণফোন ফ্লেক্সি লোড সিম থেকে রেগুলার গ্রামীণফোন সিমে টাকা লোড করার জন্য ব্যবহার করা হয় *২২২* গ্রাহকের নাম্বার* টাকার পরিমান* পিনকোড#।
So, Skitto SIM Flexiload Code is *666#.
অর্থাৎ আপনি যদি ফ্লেক্সিলোড শপ থেকে আপনার স্কিটো সিমে ফ্লেক্সিলোড করতে চান আপনাকে এই পদ্ধতি ব্যবহার করে সিমে টাকা রিচার্জ করতে হবে।
Also Read:
Skitto SIM internet offer 2024
দোকানদারের যদি জানা না থাকে তবে আপনি তাকে বলবেন জিপি ফ্লেক্সিলোড সিম থেকে এই কোড ডায়াল এর মাধ্যমে স্কিটো সিমে টাকা রিচার্জ করতে হয়।
Skitto SIM Flexiload Code শুধুমাত্র মোবাইল সপ থেকে টাকা রিচার্জ করার জন্য প্রযোজ্য।
মোবাইল ব্যাংকিং সেবা সমূহ থেকে স্কিটো সিমের অফার আপনি সরাসরি স্কিটো অ্যাপসের মাধ্যমে ক্রয় করতে পারবেন।
সেই সাথে টাকা রিচার্জ করতে পারবেন স্কিটো অ্যাপ থেকে মোবাইল ব্যাংকিং সেবা সিলেক্ট করার মাধ্যমে।
এজন্য আপনাকে কোন ধরনের স্কিটো ফ্লেক্সিলোড কোড প্রয়োজন হবে না।
স্কিটো সিমের সকল কোড
Skitto SIM Flexiload Code | *666# |
Skitto SIM Balance check Code | APPS |
Skitto SIM Number check Code | *2# |
বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা স্কিটো সিম ব্যবহার করেন তবে সিমটি অপারেট করা সম্পর্কে সঠিক তথ্য গুলি না জানার কারণে আপনাদের সমস্যায় পড়তে হয়।
মূলত স্কিটো সিম একটি ডিজিটাল SIM বলতে পারেন। এই সিমের অনেক কিছু গ্রামীণফোনের মতই।
তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে গ্রামীণফোনের কোডগুলি ব্যবহারে সমস্যা সমাধান দেয় না তাই আপনাকে স্কিটো সিম ব্যবহার করার জন্য নিয়ম সঠিকভাবে মানতে হবে।
অন্যান্য সিমের মত স্কিটো আপনাকে সকল বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন কোড প্রদান করেনা।
যেমন স্কিটো এমবি চেক করার জন্য আপনাকে কোন ধরনের কোড দেয়া হবে না সরাসরি স্কিটো অ্যাপ লগইন করে আপনি আপনার স্কিটো সিমের এমবি পরীক্ষা করা জরুরি।
সেইসাথে গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড *৫৬৬# স্কিটো সিম টি তে কাজ করে না তাই আপনাকে এই কাজটি করতেও স্কিটো সিম আ অ্যাপস লগইন করতে হবে।
Skitto Flexiload System
স্কিটো সিম ফ্লেক্সিলোড সিস্টেম সম্পর্কে আপনি ইতিমধ্যেই জেনেছেন। মূলত Skitto সিমে ফ্লেক্সিলোড করা হয় গ্রামীণফোনের জিপি ফ্লেক্সিলোড থেকেই।
তাই এই বিষয়ে চিন্তা না করে গ্রামীণ ফোনের যেকোন ফ্লাক্সি লোড হয়ে গেলে আপনি সহজেই স্কিটো সিমে ফ্লেক্সিলোড করতে পারবেন।
বন্ধুরা skitto flexiload system অনেক সহজ।
Skitto Recharge Offer 2024
বন্ধুরা স্কিটো রিচার্জ অফার সম্পর্কে আপনাদের জানা উচিত।
স্কিটো সিমে সরাসরি রিচার্জে কোন ধরনের অফার চলমান থাকেনা।
তবে স্কিটো অ্যাপস ব্যবহার করলে Skitto SIM Offer এ আপনি skitto recharge offer এ আপনার জন্য কি ধরনের অফার রয়েছে তার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুনঃ
মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম কি?
Skitto Recharge from bkash
হ্যাঁ এখন আপনি সহজেই স্কিটো সিমের রিচার্জ করার জন্য মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ব্যবহার করতে পারেন।
skitto recharge from bkash করতে আপনাকে স্কিটো অফার ক্রয়ের সময় Buy Online (ক্রয় অনলাইন) বাটনে ক্লিক করতে হবে।
তারপরে বিকাশ পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে।
তারপর আপনার কাছ থেকে আপনার বিকাশ নাম্বারটি চাওয়া হবে।
এরপর বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ওই কোড নাম্বারটি দিতে হবে।
তারপর আপনি আপনার বিকাশের পিন কোড দিয়ে দিলেই উক্ত বিকাশ একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার পছন্দ করা Skitto Offer চালু হয়ে যাবে।
skitto promo code
বন্ধুরা skitto promo code ব্যাবহার করতে আপনি রেগুলার skitto পক্ষ থেকে দেয়া প্রমোশনাল এসএমএস গুলো লক্ষ্য করুন।
এছাড়াও আপনি skitto promo code ব্যবহারের মাধ্যমে সস্তা দামে ইন্টারনেট অফার ক্রয় করতে পারেন।
You can log in to Skitto SIM apps to check your Skito SIM balance. When successfully logged in, you will be shown the Skito SIM balance and internet balance at the top of your dashboard.
You can easily recharge money from Nagad to your Skitto number. Or you can go to the recharge option from your Skitto app and select the mobile banking service Nagad.
You can dial * 2 # from Skito SIM to find your Skito number. Or the successful Skito app login Skito number is displayed.
বর্তমানে স্কিটো সিমটি গ্রামীনফোনের সকল বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে। এছাড়াও বর্তমানে সিম বিক্রি করার পয়েন্টগুলোতে স্কিটো সিম বিক্রি হচ্ছে।
উপসংহার,
আশা করি আপনি Skitto SIM Flexiload Code ( স্কিটো সিম ফ্লেক্সিলোড কোড) সম্পর্কে জানতে পেরেছেন।
Skitto SIM বিশেষ করে গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।
Skitto SIM এর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সিমটি তে কল রেট পেতে আপনাকে ভিন্ন ভিন্ন রিচার্জ পদ্ধতি অবলম্বন করতে হবে না, যে কোন পরিমাণ টাকা রিচার্জের করেন না কেন আপনাকে একই কল রেটে সব সময় কথা বলার জন্য দেয়া হবে।
পূর্বে এই Skitto SIM এ বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র ইন্টারনেট অফার দেয়া হলেও বর্তমানে ইন্টারনেট ও মিনিট বান্ডেল দেয়া হচ্ছে।
যেই বান্ডেল অফার গুলো ব্যবহারে আপনার কথা বলার জন্য অন্য একটি সিম ব্যবহার করতে হবে না শুধুমাত্র স্কিটো সিম ব্যবহার করলেই চলবে।
Skitto SIM internet offer গুলি জানতে আপনি আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।
ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ব্লগিং সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেলগুলো পড়ুন এবং আপনার অনলাইন ক্যারিয়ার শুরু করুন আজি।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।