মেটা অধীনস্থ প্রতিষ্ঠান গুলো কি কি? – What Is Meta Facebook?

মেটা অধীনস্থ প্রতিষ্ঠান গুলো কি কি? আপনারা অনেকেই এ বিষয়ে গুগল সার্চ করে থাকেন। তবে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সামনে মেটা অধীনস্থ প্রতিষ্ঠানগুলো কি এবং মেটা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব।

মেটা সম্পর্কে তার সকল তথ্য আজকেরে আর্টিকেলে আপনারা মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে পেয়ে যাবেন।

আশা করছি আপনারা আজকেরে আর্টিকেলটি পড়লে মেটা সম্পর্কে আর কোন দ্বিধা থাকবে না।

মেটা কি? What Is Meta Facebook? মেটা অধীনস্থ প্রতিষ্ঠান গুলির নাম কি?

মেটা কি
মেটা কি

এসময়ে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, বর্তমানে মেটা হিসেবে ব্যবসা করছে। তবে পূর্বে এটি ফেসবুক ইনকর্পোরেটেড নামে পরিচিত ছিল।

এটি মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।

এ কোম্পানিটি বিশ্বের অন্যতম একটি মূল্যবান কোম্পানি

মেটা অ্যালফাবেট, অ্যামাজন, অ্যাপল এবং মাইক্রোসফ্টের পাশাপাশি আমেরিকার পাঁচটি বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে একটি।

আরও পড়ুনঃ

কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব

ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন

মেটা অধীনস্থ প্রতিষ্ঠান – Subsidiaries of Meta

বর্তমানে মেটা অধীনস্থ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

সেগুলো কি তা জানার জন্য আপনারা মূলত গুগল সার্চ করে থাকেন।

এখন প্রতিষ্ঠান সম্পর্কে জানব। মেটা অধীনস্থ প্রতিষ্ঠান গুলো হল-

  • ফেসবুক
  • ইন্সটাগ্রাম
  • মেসেঞ্জার
  • হোয়াটসঅ্যাপ
  • অকুলাস
  • ম্যাপিলারি
  • ওয়ার্কপ্লেস
  • পোর্টাল
  • ডিয়েম

এই প্রতিটি জেনেছি আমাদের নিত্য নতুন বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করে আসছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে মেটাকে ধরা হয়।

বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নিজেদের সময় ব্যয় করে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

তারমধ্যে ফেসবুক অন্যতম।

মেটা প্রতিষ্ঠার জায়গা ও তারিখ

মেটা প্রতিষ্ঠার জায়গা ও তারিখ
মেটা প্রতিষ্ঠার জায়গা ও তারিখ

নেতা প্রতিষ্ঠিত হয় ২০২১ সালের অক্টোবর মাসের ১ তারিখে।

এবং এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ইউএসএ’র অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতে।

ফেসবুক সর্বপ্রথম ১ জানুয়ারী ২০১২ সালে প্রাথমিক পাবলিক অফার এর জন্য আবেদন করে। 

প্রাথমিক পস্তাবে কর্মপন্থায় বলা হয়েছে যে ফেসবুক কোম্পানিটি $৫ বিলিয়ন সংগ্রহ করতে চেয়েছিল।

তখনকার সময় ফেসবুক ব্যবহারকারী ৮৪৫ মিলিয়ন মাসিক সক্রিয় ছিল।

এবং একটি ওয়েবসাইট প্রতিদিন ২.৭ বিলিয়ন লাইক এবং কমেন্ট জমা হয়েছিল।

আইপিওর অর্থাৎ প্রাথমিক পাবলিক অফার পরে, মার্ক জাকারবার্গ ফেসবুকে ২২ শতাংশ মালিকানা শেয়ার ধরে রাখবে এবং ৫৭% ভোটিং শেয়ার মালিক।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

মেটা পণ্য এবং পরিষেবার মধ্যে রয়েছে ফেসবুক, মেসেঞ্জার, ফেসবুক ওয়াস এবং ফেসবুক পর্টাল। 

এটি আকুলাস, গিফি, ম্যাপিলারি কুস্তমার-কেও অধিগ্রহণ করেছে এবং জিও প্ল্যাটফর্মে ৯.৯৯ শতাংশ শেয়ার রয়েছে।

মূলত ২০২১ সালে কোম্পানিটি বিপণন কারীদের কাছে বিজ্ঞাপনের প্লেসমেন্ট বিক্রি করে কার রাজস্বের ৯৭.৫ পার্সেন্ট জমা করেছে।

অক্টোবর ২০২১ সালে, মিডিয়া আপডেটগুলোর মাধ্যমে জানিয়েছেন যে ফেসবুকের মূল সংস্থা মেটাভার্স তৈরিতে তাদের ফোকাস প্রতিফলিত করার জন্য এর নাম পরিবর্তনের পরিকল্পনা করছেন।

ঠিক সেই মাসের শেষের দিকে অর্থাৎ ২৮ তারিখে এটিকে মেটা হিসেবে নতুন করে নাম দেয়া হয়।

আরও পড়ুনঃ

ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম 

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

মেটা ব্যবস্থাপনা 

মেটা ব্যবস্থাপনায় অনেকেই রয়েছেন তাদের মধ্যে মূল ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদের নাম উল্লেখ করা হলো।

  • মার্ক জুকারবার্গ, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা
  • শেরিল স্যান্ডবার্গ, চিফ অপারেটিং অফিসার
  • নিক ক্লেগ, প্রেসিডেন্ট, গ্লোবাল অ্যাফেয়ার্স
  • মাইক শ্রোফফার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা
  • ডেভিড ওয়েহনার, প্রধান আর্থিক কর্মকর্তা
  • ক্রিস কক্স, প্রধান পণ্য কর্মকর্তা

ডিসেম্বর ২০২০ এর হিসাব পর্যন্ত মেটাতে কর্মকর্তা-কর্মচারী ছিল ৫৮,৬০৪ জন, যা বছরে ৩০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পরিচালনা পর্ষদ

জানুয়ারী ২০২২ পর্যন্ত, মেটার বোর্ড নিম্নলিখিত পরিচালকদের নিয়ে গঠিত;]

  • মার্ক জুকারবার্গ (চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা এবং সিইও)
  • শেরিল স্যান্ডবার্গ (নির্বাহী পরিচালক এবং সিওও)
  • পেগি আলফোর্ড (নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল সেলস, পেপ্যাল )
  • মার্ক অ্যান্ড্রেসেন (অ-নির্বাহী পরিচালক, সহ-প্রতিষ্ঠাতা এবং সাধারণ অংশীদার, অ্যান্ড্রেসেন হোরোভিটজ )
  • ড্রিউ হিউস্টন (অ-নির্বাহী পরিচালক, চেয়ারম্যান এবং সিইও, ড্রপবক্স )
  • ন্যান্সি কিলেফার (অ-নির্বাহী পরিচালক, সিনিয়র অংশীদার, ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি )
  • রবার্ট এম কিমিট (অ-নির্বাহী পরিচালক, সিনিয়র আন্তর্জাতিক কাউন্সেল, উইলমারহেল )
  • পিটার থিয়েল (নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও, পেপ্যাল, প্রতিষ্ঠাতা এবং সভাপতি, ক্লারিয়াম ক্যাপিটাল )
  • ট্রেসি ট্র্যাভিস (অ-নির্বাহী পরিচালক, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, প্রধান আর্থিক কর্মকর্তা, এস্টি লডার কোম্পানি )
  • টনি জু (নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, চেয়ারম্যান এবং সিইও, ডোরড্যাশ )

আরও পড়ুনঃ

ব্লগ লিখে আয় করার উপায় 

ব্লগিং করে কত টাকা আয় করা যায় কি?

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

Subsidiaries of Meta / মেটা অধীনস্থ প্রতিষ্ঠান FAQS

মেটা অধীনস্থ প্রতিষ্ঠান গুলো কি কি?

বর্তমানে মেটা অধীনস্থ প্রতিষ্ঠান গুলো হল- ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অকুলাস, ম্যাপিলারি, ওয়ার্কপ্লেস, পোর্টাল, ডিয়েম।

মেটা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কে?

মেটা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মার্ক জুকারবার্গ।

উপসংহার

প্রিয় পাঠকগণ আজকেরে আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদেরকে মেটা অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সাথে পরিচয় করে দিয়েছি। 

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা মেটা সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন। 

তবুও আপনাদের মধ্যে যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। 

সেই সাথে অনলাইন থেকে টাকা আয় এবং শিক্ষামূলক নানান আর্টিকেল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমাদের ওয়েবসাইটে আপনি আপনার ক্যারিয়ার কিভাবে অনলাইনের উপর গড়তে পারেন সে সম্পর্কিত আর্টিকেল রয়েছে। 

আমাদের ওয়েবসাইটটি সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment