ভ্যাকসিন কার্ড ডাউনলোড | Surokkha GOV BD টিকা কার্ড ডাউনলোড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Surokkha GOV BD ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার পদ্দতি সম্পর্কে আজকে আপনাদের জানাবো। বাংলাদেশের অনেক মানুষ করোনার দুই ডোজ টিকা গ্রহণ সম্পন্ন করলেও এখনো অনেকে সংগ্রহ করেননি টিকা সনদ বা ভ্যাকসিন কার্ড।

আবার অনেকেরই হয়তো এই টিকা সনদের বিষয়ে কোনো ধারণা নেই। তবে এই সনদটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ।

এই সনদ সংগ্রহ না করলে সামনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।

যারা এখনো করোনা টিকা সনদ সংগ্রহ করেননি, তারা খুবই দ্রুত সংগ্রহ করুন। এছাড়াও আপনাকে  বুস্টার ডোজ নিতে হলে নতুন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে।

কীভাবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড / টিকা কার্ড ডাউনলোড করবেন তা আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে। 

গুরুত্বপূর্ণ এই সনদ সংগ্রহ না করলে সামনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।

যেমনঃ বিদেশ ভ্রমন, হোটেল বুকিং বা হিস্টোরিক কোনো স্থানে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই টিকা কার্ড দেখাতে হবে। তাই  বিস্তারিত জানতে আরটিকেল্টি শেষ পর্যন্ত পড়ুন।

টিকা কার্ড ডাউনলোড – ভ্যাকসিন কার্ড ডাউনলোড

Covid-19 এর ভ্যাকসিন পেতে হলে অবশ্যই আপনাকে করোনা টিকা কার্ড ডাউনলোড করতে হবে। বর্তমানে টিকাকেন্দ্রে কোনো মানুষ টিকা কার্ড ছাড়া করোনার ভ্যাকসিন নিতে পারছে না।

কারণ গণ টিকাদান কর্মসূচিতে যারা ভ্যাকসিন কার্ড ছাড়াই কোভিড-১৯ ভ্যাকসিন পেয়েছিলেন তারাই মূলত এই টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন। 

অনলাইনে করোনার টিকা সনদ ঘরে বসে খুব সহজেই সংগ্রহ করা যায়। আপনি নিচের কয়েকটি স্টেপ ফলো করে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপ্টপ বা ডেক্সটপ দিয়ে টিকা সনদ সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ

অনলাইন খতিয়ান চেক বড় করার পদ্ধতি কি?

জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি জানার পদ্ধতি

BRTA Online Registration Check BD

করোনার টিকা কার্ড ডাউনলোড করতে যা যা করনীয় — 

প্রথম ধাপঃ ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে প্রথমে আপনাকে ‘https://surokkha.gov.bd/’  এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

ভ্যাকসিন কার্ড ডাউনলোড ওয়েবসাইট
ভ্যাকসিন কার্ড ডাউনলোড ওয়েবসাইট

দ্বিতীয় ধাপঃ তারপর টিকা কার্ড সংগ্রহ বাটনে ক্লিক করতে হবে। 

তৃতীয় ধাপঃ পরিচয়পত্রের ধরণ নির্বাচন করতে হবে। 

পরিচয়পত্রের ধরণ নির্বাচন
পরিচয়পত্রের ধরণ নির্বাচ

নিচের ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) সঠিকভাবে প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP SMS এর মাধ্যমে পাঠানো হবে তা পরবর্তীতে OTP কোড ঘরে প্রদান করে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করতে হবে। তাহলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।

কোভিড ১৯ টিকা কার্ড ডাউনলোড
কোভিড ১৯ টিকা কার্ড ডাউনলোড

পঞ্চম ধাপঃ আপনি চাইলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ব্যবহার করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারেন।

নিচের ফরমে আপনার জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ (জন্ম সনদ অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” অপশনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS করে পাঠানো হবে তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করলে টিকা  কার্ড সংগ্রহ করা যাবে।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার স্টেপ

ষষ্ঠ ধাপঃ এছাড়া আপনি পাসপোর্ট (বাংলাদেশি) ব্যবহার করে নিচের ফরমে আপনার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত আপনার মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে এবং সেটি OTP কোড ঘরে বসিয়ে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করলে টিকা কার্ড সংগ্রহ করা যাবে।

করোনা টিকার বুস্টার ডোজ 

আগামী ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত সারাদেশে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে যেখানে ১৮ বছরের উপরে যে কেউ এই বুস্টার ডোজ নিতে পারবেন। 

এই সাত দিনের প্রতিদিন সকাল ৯ টা থেকে বুস্টার ডোজ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

তাই টিকা পেতে অবশ্যই মাস্ক পরে ও টিকা কার্ড নিয়ে উক্ত সময়ের মধ্যে নিকটবর্তী টিকাকেন্দ্রে চলে যান।

অবশ্যই মনে রাখবেন দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পূর্ণ হলেই কেবল বুস্টার ডোজ নেয়া যাবে।

করোনা টিকা সনদ আপনার ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইলেই ডাউনলোড (টিকা সার্টিফিকেট ডাউনলোড) করতে পারবেন।

কে টিকা নিতে পারেন

5 থেকে 11 বছর বয়সী যেকোনো ছেলেমেয়েরা Pfizer টিকা নিতে পারবে। 12 বছর বা তার বেশি বয়সী যে কেউ Pfizer বা  Moderna এর  টিকা পেতে পারেন। 

18 বছর বা তার বেশি বয়সী যে কেউ AstraZeneca এর টিকা নিতে পারেন।

শারীরিক ভাবে অক্ষম ব্যক্তি বা বিশেষ পরিচর্যার প্রয়োজন এমন ব্যক্তিরা যে কোনো সময় টিকা কেন্দ্রে টিকা নিতে যেতে পারেন।

আরও পড়ুনঃ

স্লিভার কাকে বলে? What is Sliver in Bangla

একজন দেশ প্রেমিকের দশটি গুন । Ten times a country lover

শিশু ও কিশোরদের জন্য টিকা প্রদানের তথ্য

2021 সালের 10 ডিসেম্বর অস্ট্রেলিয়ান টেকনিক্যাল গ্রুপ অন ইমিউনাইজেশন (ATAGI) 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য Pfizer COVID-19 টিকা ব্যবহারের জন্য সুপারিশ করে।

এই বয়সের জন্য প্রস্তাবিত টিকাদানের সময়সূচী ৮ সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ করে হয়েছে।

এমনটি বলা হয়েছে যে, বিশেষ পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন শিশুদের জন্য ব্যবধানটি সর্বনিম্ন 3 সপ্তাহ করা যেতে পারে।

এই বিশেষ পরিস্থিতিগুলির মধ্যে কোনটি আপনার সন্তানের ক্ষেত্রে কোন টিকাটি প্রযোজ্য তা সম্পর্কে নিশ্চিত না হলে ডাক্তারের সাথে কথা বলুন বা করোনাভাইরাস হটলাইন 1800 675 398 নম্বরে কল করে যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

শিশুদের টিকার জন্য আপনার যা আনতে হবে

আপনার সন্তানের টিকা যতটা সম্ভব সহজ করতে যা যা সাথে নিয়ে আসবেন – 

  • আপনার সন্তানের বয়সের প্রমাণপত্র (যেমন, তাদের জন্ম সনদ, পাসপোর্ট বা স্কুল কার্ড) আনতে হবে। 
  • আপনার এবং আপনার সন্তানের জন্য একটি যুতসই ফেইস মাস্ক (যদি তারা ৮ বছর বা তার বেশি বয়সী হয়) অবশ্যই পড়ে আসতে হবে।

প্রতিটি শিশুর সাথে পিতামাতার যে কেউ অথবা একজন অভিভাবক থাকবেন যিনি টিকা দেওয়ার সম্মতি দেবেন।

COVIDSafe এর জন্য শুধুমাত্র পিতামাতার যে কেউ অথবা একজন অভিভাবক একটি শিশুর সাথে টিকা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টে ভেতরেযেতে পারেন।

করোনা টিকা কার্ড ডাউনলোড কি খুবই গুরুত্বপূর্ণ?

আপনি যদি ভ্যাকসিন দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার যে ভ্যাকসিন কার্ড রয়েছে সেই কার্ড দেখাতে হবে।

কার্ড দেখানোর মাধ্যমে আপনি তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, আপনি আসলেই করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং আপনার রেজিস্ট্রেশনটি সফল হয়েছে।

সেজন্য আপাতত দৃষ্টিতে এটা বলা যায় যে, টিকা কার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে।

আরও পড়ুনঃ

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান | পদ্মা সেতু a to z তথ্য জানুন

NID Card Download Bangladesh | আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

টেলিটক এমবি চেক করার কোড কত? টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক

ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার পদ্ধতি

কিভাবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করবো?

surokkha gov bd ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে ‘https://surokkha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর টিকা কার্ড সংগ্রহ বাটনে ক্লিক করে জাতিয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর লিখে সার্চ করুন। আপনার ভ্যাকসিন কার্ড প্রস্তুত হলে ডাউনলোড করতে পারবেন।

করোনাভাইরাস টিকা কার্ড ডাউনলোড করা কেন জরুরী?

বন্ধুরা ঘরে বশে করোনাভাইরাস টিকা কার্ড ডাউনলোড করা সম্বভ। বাংলাদেশর নাগরিক হিসবে আপনি আপনার প্রয়োজনীয় কাজে প্রমাণ সরূপ করোনাভাইরাস টিকা কার্ড ব্যাবহার করতে পারবেন।

টিকা কার্ড ডাউনলোড করবেন যেভাবে?

টিকা কার্ড ডাউনলোড করবেন উপরে উল্লেখিত পদ্দতি স্টেপ বাই স্টেপ অনুসরণ করে।

শেষ কথা

আশা করছি আপনি টিকা কার্ড ডাউনলোড আরটিকেলটি শেষ পর্যন্ত পরেছেন।

যদি পরে থাকেন তাহলে আপনার এই বিষয়ে আর কোনো আর কোনো সমস্যা থাকার কথা না।

তারপরও যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 

এই নিবন্ধে আলোচিত টপিকগুলো হচ্ছে –

  • টিকা কার্ড ডাউনলোড,
  • ভ্যাকসিন কার্ড ডাউনলোড,
  • কোভিড ১৯ টিকা কার্ড ডাউনলোড,
  • www.surokkha.gov.bd card download,
  • টিকা কার্ড ডাউনলোড সার্টিফিকেট,
  • surokkha gov bd vaccine card,
  • tika card download,
  • করোনা টিকা কার্ড ডাউনলোড,
  • surokkha tika card,
  • কোভিড ১৯ টিকা কার্ড চেক,

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।