সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ | Syedul Istegfar In Bangla

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাইয়েদুল কি? সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ জানতে আমাদের নিবন্ধনটি মনোযোগ সহকারে পড়ুন। সাইদুল ইস্তেগফার হচ্ছে তওবা করার একটি দোয়া। আল্লাহ তায়ালার নিকট সকল মুসলিম বান্দা-বান্দীদের ক্ষমা প্রার্থনা করার একটি শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সায়্যিদুল ইস্তেগফার।

এই ফজিলতপূর্ণ সায়্যিদুল ইস্তেগফার পবিত্র মনে বিশ্বাসের সাথে পড়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হয়। আল্লাহ পরম ক্ষমাশীল, যদি কোন মুসলিম বান্দা-বান্দী যদি তার নিকট মন থেকে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেয়। পবিত্র ধর্ম ইসলামে মুসলিম মুমিনদেরকে বারবার তাদের ভুলের জন্য তওবা ও ইস্তেগফার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে আল্লাহ সেই বান্দার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেবেন। তবে অবশ্যই সাইদুল ইস্তেগফার পড়ার নিয়ম অনুসরণ করতে হবে।

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

সাইয়্যিদুল ইস্তেগফার তওবা করার দোয়া সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের আর্টিকেলে। সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার সঠিক নিয়ম এবং সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে কি ফজিলত পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।

ইস্তেগফার দোয়া বা সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ পূর্ণাঙ্গ দোয়াটি সম্পর্কে জানতে সম্পন্ন পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন। তার আগে জেনে নিন ইস্তেগফার কি এবং কখন পড়তে হয়।

সাইয়্যিদুল ইস্তেগফার কি? (What is Sayyidul Istegfar)

পবিত্র হাদীসে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করার অসংখ্য দোয়া এবং ইস্তেগফার রয়েছে। সকল দোয়া এবং ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো এই সাইয়েদুল ইস্তেগফার। এটি পরম ক্ষমাশীল মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ দোয়া।

সাইয়েদুল ইস্তেগফার বাংলা দোয়া সম্পর্কে বিস্তারিত জানার আগে জেনে নিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার নিয়ে কি বলেছেন।

সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে হাদিস

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে মুমিন ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সহিত সকালে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করিবেন, সে যদি মাগরিবের আগেই মরে যায় তাহলে তাকে জান্নাতে পাঠানো হবে। আর যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেগফার পাঠ করেন সে যদি সকাল হওয়ার আগেই মরে যায় তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। “(সহীহ বুখারী-৬৩০৬)

এছাড়াও আরো অনেক হাদিসের বইয়ে সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে ব্যাপক বর্ণনা পাওয়া যায়।

আপনি যদি বই পড়ার সৌখিন হন তবে অবশ্যই সাইয়েদুল ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ সহ পড়তেও জানতে পারে।

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ (Syedul Istegfar Duya In Bangla)

সাইয়েদুল ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ
সাইয়েদুল ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ

জীবন চলার পথে অনেকেই অনেক ধরনের ভুল ত্রুটি কিংবা অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়েন। মহান আল্লাহ তা’আলা এসব ভুল ত্রুটি ও পাপ কাজের জন্য মানুষকে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন।

আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করার অনেক নিয়ম-কানুন শিখিয়ে দিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে কিংবা তওবা করে পাপ মুক্ত হওয়ার একটি দোয়া হলো সাইয়েদুল ইস্তেগফার।

তওবা করার দোয়া সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে বিস্তারিত জানতে এই দোয়াটি আগে বাংলা অর্থসহ শিখে নিন।

সায়্যিদুল ইস্তেগফার আরবি উচ্চারণ – তওবা ইস্তেগফার দোয়া বাংলা

সাইয়েদুল ইস্তেগফার আরবি –

اللهم انت ربي لا اله الا انت خلق ثاني وانا عبدك وانا على عهدك ووعدك مستطه اعوذ بك من شر ما نسنت ابو لك بني متك الا يا وابو بذنبي فاغفر لي فانه لا يغفر ذنوب الا انت*

সাইয়েদুল ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ – সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ

“আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা আলা ‘আহাদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বাতু, আ’উজুবিকা মিন শার্রি মা ছানা’তু। আবূউ লাকা বিনি’মাতিকা ‘আলাইয়া ওয়া আবু বিযাম্বী ফিগফিরলি ফাইন্নাহু লাই ইয়াগফিরোয্ জুনুবা ইল্লা আনতা”।

সাইয়েদুল ইস্তেগফার দোয়া বাংলা অর্থ: “হে আল্লাহ! আপনি আমার পালনকর্তা। আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছ। আমি আপনার দাস। আমি আমার সাধ্যমত আপনার নিকট দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।আমি আমার ওপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।”

সাইয়েদুল ইস্তেগফার কখন পড়বেন

হাদিসের সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার। এটি কে ক্ষমাপ্রার্থনা করার শ্রেষ্ঠ দোয়া বলা হয়। পবিত্র মনে যদি কেউ এই সাইদুল ইস্তেগফার পড়ে আল্লাহতালার কাছে ক্ষমা চায় তাহলে মাবুদ তাকে ক্ষমা করে দেয়।

সদৃঢ বিশ্বাসের সাথে যদি কোন মুমিন মুসলমান প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে এই সাইয়েদুল ইস্তেগফার পাঠ করেন এবং এটি পাঠ করার পর যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতি হবে।

সহীহ বুখারী, তিরমিযি ৫/৪৬৬ নম্বর হাদীসে উল্লেখ করা হয়েছে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলে গেছেন নিয়মিত সাইয়েদুল ইস্তেগফার পড়া ব্যক্তি জান্নাতি।

আরও পড়ুনঃ

কুরআন শব্দের অর্থ কি?

এশার নামাজ কয় রাকাত ও কি কি?

আকাইদের বিষয়াবলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব কতটুকু?

ইতেকাফ কত প্রকার ও কি কি?

সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার নিয়ম

সাইদুল ইস্তেগফার পড়ার নিয়ম সম্পর্কে আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে মুমিন ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে প্রতিদিন সকালে সাইদুল ইস্তেগফার পাঠ করবে তার যদি সন্ধ্যার আগেই মৃত্যু হয় তাহলে সে জান্নাতি হবে।

আবার যদি কোন মুমিন ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে সন্ধ্যায় সাইদুল ইস্তেগফার পড়ে তাহলে সকালের আগে তার মৃত্যু হলে সে জান্নাতি হবে।

এই হাদিসটি পাওয়া ” (সহীহ বুখারী- ৬৩০৬ )

সাইয়েদুল ইস্তেগফার দোয়া ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পড়া উত্তম। কিন্তু যদি কোন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে এটি বারবার পাঠ করেন তাহলে তা আরো বেশি লাভজনক।

সাইয়্যিদুল ইস্তেগফার অত্যন্ত ফজিলত পূর্ণ একটি ইস্তেগফার। এটি পাঠ করলে আল্লাহ তায়ালা সেই মুসলমানের পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়।

একটি হাদিসে এসেছে আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদুল ইস্তেগফার এক বৈঠকে ৭০ বার করে পাঠ করতেন। অর্থাৎ আমরা এ থেকে শিক্ষা নিতে পারি বার বার সাইয়্যিদুল ইস্তেগফার পড়া উত্তম।

আরও পড়ুনঃ

চেহারা সুন্দর করার দোয়া

পৃথিবীর প্রথম ধর্ম কোনটি?

সয়াবিন তেল কিভাবে তৈরি হয়

সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার ফজিলত

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ জানতে যারা এই আর্টিকেলটি পড়ছেন তারা এখন জানতে পারবেন সাইয়েদুল ইস্তেগফার পাঠ করার ফজিলত কি।

হাদিসে এসেছে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করার সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার। সাইদুল ইস্তেগফার সদৃঢ় বিশ্বাসের সাথে কোন মুসলমান পাঠ করলে আল্লাহ তাকে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়।

অর্থাৎ এতে কি আমরা বুঝতে পারি এটির কত ফজিলত। এছাড়াও আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটি যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এবং সন্ধ্যায় পাঠ করে মৃত্যুবরণ করবে তিনি জান্নাতি হবেন।

আল্লাহ স্বয়ং ইস্তেগফার পাঠকারীকে অসংখ্য পুরস্কারে ভূষিত করবেন বলে ওয়াদা করেছেন। কোন ব্যক্তি যদি আল্লাহ তায়ালার নিকট ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায় তাহলে আল্লাহ তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার পাশাপাশি আরো বেশি পুরস্কৃত করবেন।

সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত

  • সদৃঢ় মনে সাইয়েদুল ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তা’আলা ক্ষমা করে দেবেন।
  • ইস্তিকাফার পাঠ কারীর সম্পদের অভাব দূর করবেন।
  • অন্তরের পূর্ণ বিশ্বাস রেখে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করলে অনাবৃষ্টির সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাযিল করবেন।
  • কোন সন্তানহীন ব্যক্তি যদি আল্লাহ তায়ালার নিকট ইস্তেগফার পাঠ করেন তাহলে আল্লাহ তাকে সন্তানহীনতার কষ্ট থেকে মুক্তি দিবেন। এমনকি তাকে এমন সন্তান দান করবেন যে তার মনোবল কে আরো শক্তিশালী করবে।
  • সাইয়েদুল ইস্তেগফার পড়লে আল্লাহ তায়ালা রিজিক বৃদ্ধি করেন।

সাইয়েদুল ইস্তেগফার কোন সুরার আয়াত

পবিত্র কুরআনুল কারীমে সুরা-২ বাকারা, ১৯৯ নম্বর আয়াতে ইস্তিগফার সম্বন্ধে বলা আছে, ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। আবার সুরা-৭১ নূহ, এর ১০ নম্বর আয়াতে বলা হয়েছে ‘অতঃপর তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো।

সাইয়েদুল ইস্তেগফার আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনার একটি উত্তম এবং সর্বশ্রেষ্ঠ তওবা।

কিন্তু এটি কোন সূরা থেকে এসেছে কিংবা কোন সূরার আয়াত এই সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছিনা।

সায়্যিদুল ইস্তেগফার কোন সূরার আয়াত এ সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় আমরা দুঃখিত।

আরও পড়ুনঃ

জ্বর কমানোর ঘরোয়া উপায়

জুমার দিনের ১১ টি আমল ও জুমার দিনের ফজিলত সমূহ

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ and FAQS

সাইয়েদুল ইস্তেগফার কি?

আল্লাহ তায়ালার নিকট পাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করার একটি দোয়া হলো সাইয়েদুল ইস্তেগফার। নবী করিম সাঃ এরশাদ করেছেন, সাইয়েদুল ইস্তেগফার হলো শ্রেষ্ঠ ইস্তেগফার।

সবচেয়ে ছোট ইস্তেগফার কি?

হাদিসে বর্ণিত সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। কিন্তু এর অনেক শক্তি।

সাইয়্যিদুল ইস্তেগফার বুখারী শরীফের কত নম্বর হাদিস?

সাইদুল ইস্তেগফার(সহীহ বুখারী ৭/১৫০, হাদিস নং- ৬৩০৬)

ইস্তেগফার কি?

ইস্তেগফার হচ্ছে মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনার একটি দোয়া।

সাইয়েদুল ইস্তেগফার কখন পড়তে হয়?

যখনই আপনার দ্বারা কোন ভুল হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সাইয়েদুল ইস্তেগফার পড়তে হয়। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুআলাইসাল্লাম বলেছেন সাইয়েদুল ইস্তেগফার দোয়া ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পড়া উত্তম।

সাইয়েদুল ইস্তেগফার দোয়া সম্পর্কে শেষ কথা

প্রিয় ভিজিটের বন্ধুরা ইতিমধ্যেই আপনারা আমাদের আর্টিকেলটির সম্পূর্ণ পড়ে‌ সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে পেরেছেন।

যেখানে আমরা আপনাদেরকে সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ, ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ এবং ইস্তেগফার করার নিয়ম ও ইস্তেগফারের ফজিলত সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে কতটা গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন সেই হাদিসটিও আমরা শুনলাম।

আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

প্রিয় পাঠক সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না।

আড়ও পড়ুন

রবি ইন্টারনেট অফার

রবি মিনিট কেনার কোড 

Bkash Merchant Reporting Portal

দাদ রোগের ঘরোয়া চিকিৎসা

বন্ধুরা গুরুত্বপূর্ণ Syedul Istegfar with Bengali pronunciation duya আপনার সংগ্রহে রাখতে পারেন অন্যথায় আমাদের (Digitaltuch.com) সাইটের নামটি আপনার মনে থাকলে যেকোনো সময় সার্চ দিয়ে দেখে নিতে পারেন।

তবে সাইয়েদুল ইস্তেগফার কোন সুরার আয়াত সম্পূর্ণভাবে মনে রাখলে আপনি নিয়মিত ওই সূরার মধ্যে থেকে এই আয়াতটি পড়তে পারবেন এবং সাইয়েদুল ইস্তেগফার বিষয়ে আপনার সমস্যা সমাধান হয়েছে।  

আমাদের এই পোস্টটি ভাল লাগলে ফেসবুকে একটি লাইক ও শেয়ার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।