পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া, কুয়েত ওমান

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার কাজটি এখন খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে ঘরে বসেই আপনার ভিসা চেক করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের ভিসা এখন পাসপোর্ট নাম্বার দিয়েই আপনি চেক করতে পারেন। কিন্তু কিভাবে? Visa check with passport number এই বিষয়ে জানতে পারবেন আমাদের আজকের পোষ্টের আলোচনা থেকে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হলে আপনাকে কি কি করতে হবে কি কি স্টেপ অনুসরণ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই আর্টিকেলের মাধ্যমে। কাজেই Visa check with passport number সম্পর্কে সমস্ত বিষয়বস্তু জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে শেষ পর্যন্ত।

বর্তমান সময়ে পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক মালয়েশিয়া সম্পর্কে সবচেয়ে বেশি জানতে চান ভিজিটরা, তাই আমরাও চেষ্টা করব আপনাদের মালয়েশিয়ান ভিসা কিভাবে হিসাবে চেক করবেন এ সম্পর্কে জানাতে।

Content Summary

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার সুবিধা (Facility to check visa with passport number)

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দৌলতে ঘরে বসে অনলাইনের মাধ্যমেই যে কোন কঠিন কঠিন কাজ সহজেই করা যাচ্ছে। তার মতো একটি হলো পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যা আগে ছিল অকল্পনীয়।

আপনার ভিসা ঠিকঠাক আছে কিনা এবং আপনাকে যে কাজের জন্য ভিসা দেওয়া হয়েছে এটি কি আদৌ সেই কাজের ভিসা কিনা এই সম্পর্কে আপনি সকল তথ্য এখন অনলাইনের মাধ্যমে ভিসা চেক করে জানতে পারবেন।

কাজেই আপনি যদি আগে থেকেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার চেক করেন তাহলে আপনাকে কোন প্রতারণার শিকার হতে হবে না, এমনকি আপনি যে দেশের জন্য ভিসা পেয়েছেন সেখানে গিয়েও আপনাকে কোন ধরনের প্রতারক ঠকাতে পারবেনা।

তাই বাংলাদেশ থেকে বিশ্বের যে কোন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বিষয়টি চেক করে নিবেন।

আপনাদের অনুরোধ করব যথাযথ সময়ে, যথাযথ ভাবে ভিসা চেকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আপনার অর্থ প্রদান করিবেন অন্যথায় আপনার সমস্যা হতে পারে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক । সকল দেশের ভিসা অনলাইনে চেক করার নিয়ম

ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে ভিসা চেক করবেন এবং সকল দেশের ভিসার চেক করার নিয়ম কি সেই সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো।

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের অনেক দেশেই ভিসা নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে লোক যাচ্ছে, এখন আপনি সকল দেশের ভিসা অনলাইনে চেক করতে পারবেন।

এজন্য আপনাকে কোন দেশের ভিসা চেক করার জন্য সেট ব্যবহার করতে হবে শুধুমাত্র সেই সকল ওয়েবসাইটগুলোর নাম এবং পদ্ধতি জানতে হবে।

তাহলেই আপনি খুব সহজে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে অনলাইন ভিসা চেক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

শুরুতেই আসি বাংলাদেশ যে সকল দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে সবচেয়ে বেশি লোকজন যাতায়াত করে তার ক্যাটাগরি অনুসারে জানাতে।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক (Saudi visa check with passport number)

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক

বাংলাদেশে অনেক সৌদি আরব প্রবাসী রয়েছেন। এছাড়াও প্রতিনিয়ত বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক মানুষ কাজের জন্য যাচ্ছে তারাই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক সম্পর্কে অনলাইনে সার্চ করে থাকেন।

এখন পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম জেনে নিন।

  • পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার জন্য প্রথমে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicationData এই লিংকে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইট এ প্রবেশ করার পর আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
  • যেমন Passport Number, Nationality, Visa type, Visa Issuing Authority ।
  • আপনার সকল তথ্য নির্বাচন করা হয়ে গেলে ক্যাপচা কোডটি হুবহু লিখবেন।
  • এরপর সার্চ বাটনে ক্লিক করবেন।
  • পরবর্তীতে আপনার ভিসা সম্পর্কিত সকল তথ্য আপনার সামনে চলে আসবে।

তবে এক্ষেত্রে আপনাকে যে সমস্যাটি পড়তে হতে পারে সেটি হল সৌদি আরবের ভিসায় আরবি ভাষায় কোম্পানির নাম এবং পেশা লেখা থাকবে। আপনি আরবি ভাষা যদি বুঝতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ( Visa check Malaysia with passport number )

ইতিমধ্যে আপনি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ভিসা চেক করার জন্য আপনাকে অফিসিয়াল দিনগুলোতে ভিজিট করতে হবে।

পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করা যেহেতু এখন খুবই সহজ তাই যারা মালয়েশিয়া ভিসার আবেদন করেছেন তারাও পাসপোর্ট নম্বর দিয়ে মালয়েশিয়ান ভিসা চেক করতে পারবেন।

  • পাসপোর্ট দিয়ে মালয়েশিয়ান ভিসা চেক করতে হলে প্রথমেই ভিজিট করতে হবে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই লিংকে।
  • এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি বাছাই করে সার্চ বাটনে ক্লিক করবেন।
  • আপনার দেওয়া সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার ভিসার স্ট্যাটাস জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

এভাবেই খুব সহজেই পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ভিসা চেক করা যায়।

তাই আমরা আশা করব আপনি নিম্নে উল্লেখ করা সকল দেশের বিচার গুলো পদ্ধতি অনুসরণ করে সহজেই আপনার ভিসাটি চেক করতে পারবেন।

আরও পড়ুনঃ

সাইপ্রাস বেতন কত 

পর্তুগাল বেতন কত?

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম 

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাইয ভিসা চেক করার নিয়ম

আপনি যদি দুবাইয়ের ভিসার জন্য এপ্লাই করেন তাহলে আপনার দুবাইয়ের ভিসা চেক করার প্রয়োজন পড়বে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে সহজেই দুবাইয়ের ভিসা চেক করতে পারবেন তা জেনে নিন।

  • ICP Smart Services সাইটে আপনাকে প্রথমেই প্রবেশ করতে হবে।
  • এরপর মেনুবার থেকে Public Service অপশনে গিয়ে File Validity অপশনে চলে যান। এ পর্যায়ে আপনার সামনে একটি ফরম আসবে।
  • এই ফরমটি আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনি search by নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে পাসপোর্ট ইনফরমেশন, এবং Type অপশনে সিলেক্ট করবেন Visa ।
  • এই পর্যায়ে আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ ও জাতীয়তা নির্বাচন করে সার্চ বাটনে ক্লিক করবেন।
  • আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আপনার ভিসার যাবতীয় তথ্য আপনার সামনে আসবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম

আপনি যদি ওমানে ভিসার জন্য আবেদন করে থাকেন কিংবা ওমানের ভিসা আপনার হাতে চলে আসে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ওমান ভিসা চেক করবেন জানেন না তো?

যদি না জানেন তাহলে চিন্তা নেই বলে দিচ্ছি কিভাবে আপনি আপনার ওমান ভিসা চেক করবেন।

  • প্রথমে Oman Evisa Check লিখে গুগলে সার্চ করে ওমানের ভিসা চেক করার ওয়েবসাইটের লিংকে ক্লিক করুন।
  • এবার ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার Visa Application Number‌ টি লিখে দিন।
  • Travel Document Number এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন।
  • Select Document Nationality অপশনে আপনি কোন দেশের নাগরিক সেটি সিলেক্ট করুন।
  • ক্যাপচা কোডটি লিখে‌ সার্চ বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে আপনার ভিসার সকল তথ্য চলে আসবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে কাতারের ভিসা চেক করতে হয়

অনলাইনে ভিসা চেক করার নিয়ম
অনলাইনে ভিসা চেক করার নিয়ম

এখন পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করা খুব কঠিন কাজ নয়। আপনি চাইলে খুব সহজেই কাতারের ভিসা চেক করতে পারেন আপনার পাসপোর্ট এর নম্বর ব্যবহার করে।

  • কাতারের ভিসা চেক করতে প্রথমে https://portal.moi.gov.qatar এই ওয়েবসাইটে প্রবেশ করবেন।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর ওপরের দিকে খেয়াল করে দেখবেন Language English ক্লিক করে ভাষা ইংরেজি করা যায়।
  • আপনার সুবিধার্থে আপনি ইংরেজি ভাষা করতে পারেন।
  • এই পর্যায়ে আপনি Inquires অপশনে যাবেন।
  • এরপর দ্বিতীয় অপশন visa service> visa enquiry এবং printing অপশনে চলে যান।
  • এখানে আপনি আপনার Passport Number অপশন নির্বাচন করে বক্সে পাসপোর্ট নাম্বার সঠিকভাবে লিখবেন।
  • এবার আপনার Nationality সিলেক্ট করবেন।
  • সর্বশেষ আপনি ক্যাপচা কোডটি লিখে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার কাতার ভিসার যাবতীয় তথ্য দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুরের ভিসা চেক

যারা নতুন করে সিঙ্গাপুরের ভিসা কিংবা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা পাসপোর্ট নম্বর দিয়ে খুব সহজেই অনলাইনে সিঙ্গাপুরের ভিসা চেক করতে পারেন।

  • কিভাবে সিঙ্গাপুরের ভিসা চেক করবেন তার নিয়ম জানতে নিচে লক্ষ্য করুন।
  • প্রথমেই https://www.mom.gov.sg/check-wp ওয়েবসাইটে প্রবেশ করবেন।
  • এখানে Agree নামে একটি বাটন দেখবেন সেখানে ক্লিক করুন।
  • এই পেজের বাম পাশের Enquiry বাটনে ক্লিক করবেন।
  • এরপর লাল বক্সে চিহ্নিত Work Permit (WP) validity/application status/ salary (approved and valid WP) তেল কি করবেন।
  • এই পর্যায়ে লাল বাক্সে চিহ্নিত Passport No অপশনের পাশে রেডিও বাটনটি সিলেক্ট করুন।
  • এবং তারপর আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি ও তার নিচে আপনার পুরো নাম ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে লিখুন আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে।
  • এরপর Next বাটনে ক্লিক করুন।
  • এইবার আপনি আপনার ওয়ার্ক পারমিট নাম্বার এবং আবেদনের তারিখ দিয়ে চেক করে নিন এবং Submit বাটনে ক্লিক করুন।
  • আপনার শব্দ অর্থ সঠিক থাকলে আপনি আপনার ওয়ার্ড পারমিট এবং ভিসার যাবতীয় তথ্য দেখতে পাবেন।

অনলাইনে ইতালির ভিসা চেক

অনলাইনে এখন ইতালির ভিসা চেক করতে আপনার হাতে থাকা স্মার্ট ফোন কিংবা কম্পিউটার যথেষ্ট।পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে ইতালির ভিসা চেক করার নিয়ম দেখে নিন।

  • পাসপোর্ট দিয়ে অনলাইনে ইতালির ভিসা চেক করতে https://visa.vfsglobal.com/bgd/en/ita/ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • আপনি যদি মোবাইল থেকে ভিজিট করেন তাহলে ওপরের ডান দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। সেখানে আপনি ওয়েবসাইটের মেনু ও সকল সার্ভিস সমূহ দেখতে পাবেন।
  • এখন Track your application অপশনে ক্লিক করুন।
  • Track your application এই অপশন থেকে track now এই অপশনে ক্লিক করবেন।
  • আপনার ভিসা আবেদনের রেফারেন্স নাম্বার ও আবেদনকারীর লাস্ট নেম লিখবেন।
  • I am not a robot টিক দিয়ে ক্যাপচা সংখ্যাটি পূরণ করুন।
  • সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করে আপনার ভিসা স্ট্যাটাস দেখতে দেখে নিন।

আরও পড়ুনঃ

কি কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না?

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ভিসা অনলাইনে চেক করার নিয়ম

বাংলাদেশ থেকে অনেকেই বর্তমানে আমেরিকা যাচ্ছেন, তবে কেউ পড়াশোনা করার জন্য, কেউ বিজনেস করার জন্য, কেউবা চাকরি করার জন্য।

অনেকেই বিভিন্ন প্রতারকের মাধ্যমে ভিসার আবেদন করে প্রতারিত হচ্ছেন।

তাই আমেরিকার যাওয়ার আগে একবার ভিসা চেক করে নেওয়ায় ভালো, নিজেই দেখে নিন কিভাবে অনলাইনের মাধ্যমে ভিসা চেক করে নিবেন।

  • আমেরিকার ভিসা চেক করার জন্য US visa department এর ওয়েবসাইট US Visa Status check এ ভিজিট করবেন।
  • ওয়েবসাইটে প্রবেশের পর ভিসার ধরন(Immigrant/Nonimmigrant) সিলেক্ট করবেন। আপনি যদি আমেরিকার নাগরিক হয়ে থাকেন তাহলে immigrant visa সিলেক্ট করবেন।
  • আর যদি কোন ব্যবসা চিকিৎসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করেন তাহলে non immigrant visa অপশন সিলেক্ট করবেন।
  • Visa case number লিখবেন।
  • সর্বশেষে ক্যাপচা কোড দিয়ে Submit বাটনে ক্লিক করবেন।
  • সবকিছু ঠিকঠাক আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার ভিসার তথ্য দেখাবে।

আপনি চাইলে খুব সহজে পাসপোর্ট দিয়েও আপনার আমেরিকার ভিসাটি চেক করতে পারেন।

পাসপোর্ট দিয়ে আমেরিকান ভিসা ভিসা চেক করতে চাইলে Track and Retrieve My Passport এই ওয়েবসাইটে passport tracking options থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে track my passport বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনি আপনার পাসপোর্ট অফিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ার ভিসা চেক করার নিয়ম

অত্যন্ত দুঃখজনক বিষয় হলো পাসপোর্ট নম্বর দিয়ে ইন্ডিয়া ভিসা চেক করার কোন সুযোগ নেই।

আপনি যদি ইন্ডিয়ার ভিসা চেক করতে চান তাহলে visa application এর প্রিন্ট কপির বাম পাশে থাকা web file no দিয়ে আপনি অনলাইনে ভিসা চেক করতে পারেন।

চলুন কথা না বাড়িয়ে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করবেন বা ইন্ডিয়ার ভিসা অনলাইনে চেক করার নিয়ম দেখে নিন।

  • ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে www.ivacbd.com এই ওয়েবসাইটে চলে যাবেন।
  • এখানে বামদিকের মেনুতে ৩ নং অপশনে লিখা আছে “ভিসা আবেদন ট্র্যাক” সেখানে ক্লিক করবেন।
  • এখানে দুটো অপশন পাবেন regular visa application, port endorsement।
  • আপনার ভিসার টাইপ অনুযায়ী সিলেক্ট করতে হবে যেকোন একটি।
  • যদি আপনার ভিসাটি সাধারণ ভিসা হয়ে থাকে তাহলে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এ ক্লিক করবেন।
  • Please type above code অপশনে ওপরে থাকা ক্যাপচা লিখাটিতে যে অক্ষরগুলো আছে সেটি লিখতে হবে।web File number এ আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন।

আরও পড়ুনঃ

সার্বিয়া বেতন কত ২০২৩

বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে 2023

মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ 2023

মরক্কো ভিসার দাম কত?

FAQS – Visa check with passport number

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম কি?

খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সৌদি ভিসা চেক করতে পারেন এছাড়াও আপনার ভিসার সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারেন visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicationData এই ওয়েবসাইট ভিজিট করে।

দুবাই ভিসা চেক করার নিয়ম কি?

ICP Smart Security এই সাইটে ভিজিট করে মেনুবার থেকে Public service অপশনে গিয়ে file validity অপশনে যাবেন।সেখানে আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং জাতীয়তা বাছাই করে সার্চ করবে এবং আপনি আপনার দুবাই ভিসা চেক করতে পারবেন।

দুবাই ওয়র্কিং ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে?

দুবাই ওয়ার্কিং ভিসা পেতে হলে আপনার সকল ডকুমেন্ট নির্ভুল হতে হবে। যদি আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনি ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন।

শেষ কথা-

প্রিয় ভিজিটের বন্ধুরা ইতিমধ্যেই আপনারা আমাদের আর্টিকেলটির সম্পূর্ণ পড়ে‌ পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক সম্পর্কে জানতে পেরেছেন।

আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

Visa check with passport number সম্পর্কে কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment