মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ 2023 সম্পর্কে আজকে আকজে আপনাদের জানাবো। বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি করতে রিক্রুটিং এজেন্সি গুলোকে অনুমোদন দেওয়া হয়। তবে মালেশিয়ায় ভিসা প্রসেসিং করতে রিক্রুটিং এজেন্সির অধীনে অনেকগুলো এজেন্ট ও সাব এজেন্ট কাজ করে থাকে।
মনে রাখবেন নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্ট ছাড়া অন্য কেউ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করতে পারবে না। তাই আপনাদের পাঠানোর রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে।
অনেকদিন মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেনি, গত ১০ ডিসেম্বর ২০২২ মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য তাদের শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণা দেয় পুনরায়।
Contents In Brief
মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ 2023
১০ ডিসেম্বর ২০২২ পুনরায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর দুয়ার উন্মুক্ত হয় বাংলাদেশের জন্য, এই দিন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সেরি এম সারাভানান এক বিবৃতিতে জানান, দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
যে খাত গুলোতে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি করতে যাচ্ছে সেই কাজগুলো হচ্ছে বৃক্ষরোপণ, কৃষি, শিল্প উৎপাদন, সেবা খাত, খনিজ উত্তোলন, নির্মাণ, গৃহকর্ম ইত্যাদি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সারাভান আরও জানান, দেশটির সব খাতেই বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ সম্মত হয়েছে। তবে এবারই প্রথমবারের মতো বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মালয়েশিয়ান সরকার।
মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা 2023 ও নাম
যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জন শক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের নির্দিষ্ট ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ২৫০ সাব-এজেন্ট মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করতে পারবে। এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান দেশটিতে কর্মী পাঠানোর সুযোগ পাবে না।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘মালয়েশিয়াকিনি এক খবরে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, এসব এজেন্সি ও সাব-এজেন্টের নামের তালিকা ও চুক্তির খসড়া তাদের হাতে রয়েছে।
বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ২৪টি ভিসা আবেদন জমা নেওয়ার এজেন্সির সংশোধিত তালিকা করেছে বাংলাদেশস্থ মালয়েশিয়ার হাইকমিশন। হাইকমিশন ছাড়াও এসব স্থানে এ সপ্তাহ থেকেই ভিসা আবেদন জমা নেওয়া হচ্ছে।
মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ( Visa Processing Agency In Bangladesh)
আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কি পরিমান রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্ট রয়েছে। তবে আমরা এখানো মালেশিয়ার ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট এর সবগুলো নাম সম্পর্কে অবগত হতে পারিনি।
তবে আমরা আমাদের ভিজিটারদের সুবিধার্থে সংক্ষিপ্ত একটি এজেন্সির লিস্ট তৈরি করেছি।সেই সাথে আপনাদেরকে ওই সমস্ত এজেন্সির আরএল নাম্বার সহ প্রদান করেছি
বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া ভিসা করতে চাচ্ছেন তারা নিচে উল্লেখ করা ভিসা প্রসেসিং এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করে মালয়েশিয়া যেতে পারবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ১১টি লাইসেন্সধারী মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্সির কোম্পানি নাম প্রকাশ করা হয়েছে। এই এজেন্সি গুলোর মাধ্যমে আপনারা সহজে মালয়েশিয়া যেতে পারবেন।
আরও পড়ুনঃ
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
তাহলে চলুন নিচে থেকে সেই এজেন্সি কোম্পানির গুলোর নাম, ঠিকানা, ফোন নাম্বার, আরএল (RL) নাম্বার জেনে আসি।
Malaysia Visa Processing Agent List In Bangladesh 2023
ক্রমিক নং | এজেন্সি নাম | আরএল নাম্বার |
১ | নিউ এজ ইন্টারন্যাশনাল | ০৭০৩ |
২ | মেসার্স শাখ ফাইন্ডার ইন্টারন্যাশনাল | ১২৯৮ |
৩ | মেসার্স আমিয়ান ইন্টারন্যাশনাল | ১৩২৬ |
৪ | গ্রীনল্যান্ড ওভানসীজ | ০৪০ |
৫ | মেসার্স আল বোখারী ইন্টারন্যাশনাল | ৩০১ |
৬ | মেসার্স আহমেন ইন্টারন্যাশনাল | ১১৪৬ |
৭ | মেসার্স সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেড | ৬২২ |
৮ | ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড | ১২৭৪ |
৯ | মেসার্স আকাশ ভ্রমণ | ০৩৮৪ |
১০ | বিনিময় ইন্টারন্যাশনাল | ০৫৩১ |
১১ | আরভিং এন্টারপ্রাইজ | ০২১৫ |
মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় ভ্রমণ বা কাজের জন্য যেতে চাচ্ছেন তারা ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন ভিসা এজেন্সি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন।
এই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া ভিসা প্রসেসিং করালে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা তারা দেখবে এবং খুব সহজে মালয়েশিয়া কলিং ভিসা পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেমালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট এই পোস্টে দেয়া হয়েছে বিস্তারিতও পড়ুন।
উপসংহার,
আশাকরি আপনি মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ ২০২৩ সম্পর্কে জানতে পেরেছেন।
এই পোস্টে আপনাদের যা যা জানানো হয়েছে-
- মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা 2023,
- বাংলাদেশ মালয়েশিয়া ভিসা প্রসেসিং রিক্রুটিং এজেন্সির তালিকা 2023,
- মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ 2023,
- মালয়েশিয়া ভিসা এজেন্সি গুলির নাম ও রেজিস্ট্রেশন কোড,
- মালয়েশিয়া ভিসা প্রসেসিং রিক্রুটিং এজেন্সি লিস্ট ইন বাংলাদেশ,
- malaysia visa processing agent list in bangladesh,
- malaysia visa processing agent list in bangladesh 2023,
- মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা,
- মালয়েশিয়া এজেন্ট ভিসা কিভাবে এবং কোথায় পাওয়া যাবে,
ঘরে বসে অনলাইন থেকে টাকা আয় এবং নানান ধরনের শিক্ষামূলক আর্টিকেল এবং নানান বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আমাদের ওয়েব সাইট সম্পর্কিত সকল তথ্য পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজটি তে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।