শেখ রাসেল কারাগারকে কি বলতেন? আপনারা কি জানেন। আপনারা যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো শেখ রাসেল কারাগারকে কি বলতেন এবং শেখ রাসেলের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের একটি বড় অংশ কাটিয়েছেন কারাগারের মধ্যে। ছয় দফা দাবি তোলার আগে এবং পরে তিনি বারবার কারাগারে গিয়েছেন এবং তখন তার ছোট্ট ছেলে শেখ রাসেল খুবই ছোট এবং অবুঝ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবন পরিবারের অন্যান্য সদস্যদের কাছে স্বাভাবিক মনে হলেও অবুঝ শেখ রাসেল এর কাছে এটি ছিল একেবারেই নতুন একটি অভিজ্ঞতা।
নানা চিন্তাভাবনা তার মাথায় থাকে এবং তিনি তখন ছিলেন মাত্র আঠারো মাসের অবুঝ শিশু
Contents In Brief
শেখ রাসেল কারাগারকে কি বলতো
তার জন্মের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবির আগে এবং পরে কারাগার ভোগ করায় শেখ রাসেল বাবাকে সবচেয়ে বেশি জেলে কাটাতে দেখেছেন।
যার কারনে ছোট্ট সেই অবুঝ ১৮ মাসের শিশুটি কারাগার কে বলতো “আব্বার বাড়ি”।
এমনকি বাবা পাশে না থাকায় সে মাকেই আব্বা ডাকা শুরু করেছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবন কালীন একটি অধ্যায় প্রকাশিত হয়েছে তার নতুন একটি বই কারাগারের রোজনামচায়, সে সময়টাতে রাসেলের বয়স ছিল মাত্র এক থেকে দুই বছর।
১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা উত্থাপনের পর ওই বছরের প্রথম তিন মাসে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, পাবনা, ফরিদপুর থেকে আটবার গ্রেপ্তার হন ও জামিন পান তিনি।
এরপর মে মাসে আবার গ্রেপ্তার হন। তাঁর ওই সময়ের বন্দিজীবনের দিনলিপি হচ্ছে কারাগারের রোজনামচা।
বইটির নাম দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা।
সেই বইটির ভূমিকার মধ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন,
ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলো যে কত বন্ধুর পথ অতিক্রম করে এগোতে হয়েছে, তার কিছুটা এই বই থেকে পাওয়া যাবে।
তিনি লিখেছেন, ‘বাংলার মানুষ যে স্বাধীন হবে এ আত্মবিশ্বাস বারবার তাঁর (বঙ্গবন্ধু) লেখায় ফুটে উঠেছে।
এত আত্মপ্রত্যয় নিয়ে পৃথিবীর আর কোনো নেতা ভবিষ্যদ্বাণী করতে পেরেছেন কি না আমি জানি না।’
বঙ্গ মানুষের হাজার বছরের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বইয়ের মাধ্যমে শুধুমাত্র কারাগারের চিত্রই নয়,
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
তিনি ফুটিয়ে তুলেছেন সমসাময়িক রাজনীতির পরিস্থিতি,
আওয়ামী লীগের অবস্থা, পাকিস্তান সরকারের একনায়কোচিত মনোভাব ও অত্যাচার-নির্যাতনের নানা চিত্র।
এই বইয়ের মধ্যে এই ফুটে উঠেছে একজন বন্দী বাবার আকুতি অবশ্যই সন্তানের ভালোবাসার প্রতীক।
দেশ ও মানুষের জন্য বঙ্গবন্ধুর ভাবনা, রাজনৈতিক দর্শন।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটি গতকাল শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে।
কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার সহ শেখ রাসেলকে ১৫ ই আগস্ট এর সেই মুমূর্ষু রাতে হত্যা করা হয়।
বাংলার ইতিহাসের আরেকটি কাল রাত হচ্ছে ১৯৭৫ সালের সেই ১৫ই আগস্ট এ রাত।
পরিকল্পনা করে বঙ্গবন্ধুর পুরো পরিবারের চিহ্ন মিটিয়ে দেওয়ার জন্য ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কে বেছে নেয় বিপথগামী কিছু সেনা সদস্যরা।
সেদিন রাতে প্রতি রাতের মতোই ঘুমিয়ে ছিল ছোট্ট সেই বালক শেখ রাসেল।
হঠাৎ করেই গুলে শব্দে ঘুম ভাঙ্গে এবং চমকে ওঠে।
বেগম মুজিব ভাইয়ের অবস্থা খারাপ দেখে বাড়ির কাজের লোকদের মাধ্যমে শেখ রাসেলকে পেছনের দরজা দিয়ে চলে যেতে বলে।
তবে শেষ রক্ষা হয়নি শেখ রাসেলের সেখানেও ঘাতকরা আটকে ফেলে শেখ রাসেলকে।
শেখদের কাছে আকুতি করতে থাকে তাকে যেন তার হাসিনা আপার কাছে পাঠিয়ে দেয়া হয়।
তার সেই কথা রাখেনি ঘাতকরা নির্মম কিভাবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হত্যা করা হয় ছোট্ট এই ১১ বছরের শিশুকে।
সে সময় তার বয়স হয়েছিল ১০ বছর ৯ মাস ২৯ দিন।
১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন শেখ রাসেল এবং সপরিবারে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে।
বাঙালি জাতির প্রতিটি মানুষের মনে মনে আজও শেখ রাসেল জীবিকা আছে এবং তাকে কল্পনা করে আজও বেঁচে আছে বাংলার মানুষ।
ছোটবেলা থেকে এসেছিলেন কবে বুদ্ধিমান এবং তার বাবার মতই গরিব প্রিয় মানুষ।
সে ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করতে ভালোবাসতো এবং গরিবদের পাশে দাঁড়ানোর আকুতি ছিল অনেক বেশি।
যদি সেদিনের সেই ঘটনায় শেখ রাসেল বেঁচে যেতেন তাহলে আজ হয়তো বাংলার বুকে আরেকটি নক্ষত্র রয়ে যেত।
আরও পড়ুনঃ
১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর
বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
শেখ রাসেল কারাগারকে কি বলতেন FAQS
ছোট্ট শেখ রাসেল কারাগারকে বলতেন “আব্বার বাড়ি”।
মাত্র ১০ বছর ৯ মাস ২৯ দিন বয়সে নিহত হন শেখ রাসেল।
শেখ রাসেল ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ শেখ রাসেল কারাগারকে কি বলতেন সেই সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করেছি।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেখ রাসেল কারাগার কে কি বলতেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যাবেন।
আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন কিংবা মতামত হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে তা জানাতে পারেন।
আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন বিষয়ক যেকোনো আর্টিকেলগুলো পড়তে পারবেন এছাড়াও খেলাধুলা বিষয়ক ও জ্ঞানমূলক আর্টিকেলগুলো পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং শেখ রাসেলের বিভিন্ন ধরনের আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন।
তাই ভিজিট করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট এবং এর পাশাপাশি জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ
বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তৃতা
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।