ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার এবং কি কি

ত্রিভুজ কাকে বলে? আজকে এই পোস্টের মাধ্যমে আমরা ত্রিভুজ কাকে বলে সে সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা করার চেষ্টা করব। ও ত্রিভুজ কত প্রকার এবং কি কি সে সম্পর্কে আপনাদের অবগত করব।

যে কোন শ্রেণীর শিক্ষার্থী দের জন্য ত্রিভুজ কাহাকে বলে অথবা ত্রিভুজ কি এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ক্লাস ওয়ান থেকে শুরু করে সারা জীবনের জন্য ত্রিভুজ এবং ত্রিভুজটি এ বিষয়টি আমাদের সকলের জানা উচিত।

ত্রিভুজ কাকে বলে?

তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। এবং এ ত্রিভুজের প্রত্যেকটি রেখাংশ কে ত্রিভুজের বাহু বলা হয়।

অপর দিক থেকে চিন্তা করলে ত্রিভূজটি বহুভুজও বলা যায়।

এর তিনটি ছেদচিহ্ন এবং তিনটি প্রান্ত রয়েছে। ত্রিভুজের তিনটি কোণ রয়েছে তিন কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ।

যেহেতু আমরা ত্রিভুজ কে বহুভুজ ও বলে থাকি তাহলে বলা যায়, যে বহুভুজের তিনটি বাহু এবং তিনটি শীর্ষ বিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে।

আরও পড়ুনঃ

সমাজ কাকে বলে? প্রকৃত সমাজ ব্যবস্থা সম্পর্কে জানুন

পরিবেশ কাকে বলে | পরিবেশ কত প্রকার ও কি কি?

বৃত্ত কাকে বলে? বৃত্ত কাকে বলে for class 4 and all class বিবরণ

ত্রিভুজের প্রকারভেদ

মূলত ত্রিভুজ কে দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো-

  • বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে
  • কোনের ভিত্তিতে

বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে

বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার।

  • সমবাহু ত্রিভুজ
  • সমদ্বিবাহু ত্রিভুজ
  • বিষমবাহু ত্রিভুজ

সমবাহু ত্রিভুজ

মূলত সমবাহু বলতে আমরা কি বুঝি। সমবাহু বলতে আমরা বুঝি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে থাকে সে সকল ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হওয়ায় এর তিনটি কোনও সমান।

সমবাহু ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ

তাই আমরা বলতে পারি,  যে ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান এবং তার বাহুগুলো পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°। এর প্রতিটি কোণের সমান হওয়ায়, এক একটি কোনের পরিমান ৬০°।

সমদ্বিবাহু ত্রিভুজ – ত্রিভুজ কাকে বলে

যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান থাকে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আবার অন্যভাবে বলতে গেলে বলা যায়, যে ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়।

সমদ্বিবাহু ত্রিভুজের যেকোনো একটি কোণের পরিমাণ জানা থাকলে, অপর দুটি কোণের পরিমাণ নির্ণয় করা খুবই সহজ।

যদিও শীর্ষ কোণ ৯০° হয়ে থাকে তাহলে তার অপর দুটি কোণ হবে ৪৫° করে।

সমদ্বিবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ

বিষমবাহু ত্রিভুজ

যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ, যে ত্রিভুজের কোন বাহু সমান নয় যারা পরস্পর অসমান।

এই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাই এর তিনটি কোনও অসমান।

অর্থাৎ এর তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম হবে।

বিষমবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ

কোণের ভিত্তিতে

কোণের ভিত্তিতে ত্রিভুজ ৩ প্রকার।সেগুলো হল-

  • সমকোণী ত্রিভুজ
  • স্থূলকোণী ত্রিভুজ
  • সূক্ষ্মকোণী ত্রিভুজ

সমকোণী ত্রিভুজ

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আমরা জানি, এক সমকোণ = 90°। তাই আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90° তাই হল সমকোণী ত্রিভুজ।

সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীতে যে বাহু থাকে তাকে অতিভুজ বলা হয়। সমকোণের সবচেয়ে বৃহত্তম বায়ু হচ্ছে অতিভুজ।

যে ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ পূরক কোণ। এ কোন দুটির পরিমাণ হয় 90°।

সমকোণী ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ

স্থূলকোণী ত্রিভুজ

যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। স্থূলকোণ ব্যতীত ওই ত্রিভুজের অপর দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ।

সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে সবচেয়ে বড়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।

স্থূলকোণী ত্রিভুজ
স্থূলকোণী ত্রিভুজ

সূক্ষ্মকোণী ত্রিভুজ

যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের পরস্পর বাহুগুলো সমান হতেও পারে আবার নাও হতে পারে।

সূক্ষ্মকোণী ত্রিভুজ
সূক্ষ্মকোণী ত্রিভুজ

আরও পড়ুনঃ

নক্ষত্র পতন কাকে বলে? নক্ষত্র পতন ও সৌরজগতের সম্পর্কে বর্ণনা

হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন

সফটওয়্যার কাকে বলে | কম্পিউটার ও মোবাইলে সফটওয়্যার এর কাজ কি?

=> ত্রিভুজ কাকে বলে FAQS

ত্রিভুজ কাকে বলে?

তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। অর্থাৎ, তিনটি রেখা দ্বারা আবদ্ধ জিনিসই হল ত্রিভুজ।

সমবাহু ত্রিভুজ কাকে বলে?

সমবাহু বলতে আমরা বুঝি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে থাকে সে সকল ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ, তিন বাহু একই দৈর্ঘ্যের হলে সেটিই হল সমবাহু ত্রিভুজ।

স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।

সমকোণী ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে।

সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান থাকে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

বিষমবাহু ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।

ত্রিভুজ কাকে বলে? সম্পর্কে শেষ কথা

আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে ত্রিভুজ কি এবং ত্রিভুজ কত প্রকার ও কি কি সে সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

আমরা আশা করছি আপনারা খুব সহজভাবে আমাদের পোস্ট টি পড়ে ত্রিভুজ কি বা কাকে বলা হয় তা বর্ণনা করতে পারবেন।

আর ত্রিভুজ কত প্রকার এবং কি কি এসকল বিষয় গুলো আপনারা বুঝে গিয়েছেন।

তবুও যদি আপনাদের মধ্যে কারো এ সম্পর্কে বুঝতে কোন সমস্যা হয়ে থাকে অথবা প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

আর এ ধরনের শিক্ষামূলক এবং অন্যান্য বিষয় সকল ধরনের পোস্টগুলো পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন।

 এবং আমাদের সাইটের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে পারেন।

Leave a Comment

sixteen − thirteen =

%d bloggers like this: