নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? | নিঝুম দ্বীপের আয়তন কত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় পাঠকবৃন্দ নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত সে সম্পর্কে জানার জন্য আপনারা অনেকে গুগলের মাধ্যমে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত এবং নিঝুমদ্বীপ যেতে হয় কিভাবে।

মূলত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের সমারোহের শেষ নেই। এই সকল জিনিস গুলোর মাঝে ছোট্ট ছোট্ট কিছু জায়গা আছে যেখানে গেলে মানুষ আত্ম তৃপ্তি পায়। 

এসকল জায়গাগুলোর মধ্যে নিঝুমদ্বীপ অন্যতম একটি জায়গা। অনেক পর্যটকরা সেখানে বেড়াতে যেতে খুবই ভালোবাসেন এবং প্রতিবছরই সেখানে অনেক পর্যটক উপস্থিত হন।

নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত – কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত

নিঝুম দ্বীপের আয়তন কত
নিঝুম দ্বীপের আয়তন কত

বর্তমানে বাংলাদেশের অন্যতম ছোট একটি দ্বীপ হচ্ছে নিঝুম দ্বীপ। এই দ্বীপটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ৮ এপ্রিল ২০০১ সালে নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা প্রদান করে।

এর পরবর্তী সময়ে ২০১৩ সালে দীপ্তি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে।

দ্বীপটির নাম নিঝুম দ্বীপ হওয়ার পূর্বে এর নাম ছিল চর ওসমান, বাউল্লার চর, আবার কেউ কেউ এই দ্বীপকে ইছামতির চর বলে ডাকত।

এই চর এর মাঝে অনেক ইচা মাছ অর্থাৎ আমরা যাকে চিংড়ি নামে চিনি সেই মাছ বেশি পাওয়া যেতে বলে একে ইছামতির চর বলা হত।

এই ধরিত্রীতে সর্বপ্রথম বসবাস শুরু করেন ওসমান নামের একজন ব্যক্তি। যিনি বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে সর্বপ্রথম এই দ্বীপে বসবাস করে তোলেন। ঠিক তখনই এই দ্বীপের নামকরণ করা হয়েছিল।

পরবর্তীতে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম এই নামটি পরিবর্তন করে নিঝুম দ্বীপ নামকরণ করেছিলেন।

মূলত বাল্লারচর, চর ওসমান, কামলার চর এবং মৌলভির চর – এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ।

আরও পড়ুনঃ

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম

আর্জেন্টিনার যত লজ্জার রেকর্ড

নিঝুম দ্বীপের আয়তন কত | নিঝুম দ্বীপের নামকরণ

১৯৪০ খ্রিস্টাব্দের দিকে এই দ্বীপটি জেগে ওঠে। এই নিঝুম দ্বীপের আয়তন হচ্ছে ১৪,০৫০ একর। এই দ্বীপের মাঝে ১৯৫০ খ্রিস্টাব্দে দিকে বসবাস শুরু করেছিলো মানুষ।

পরবর্তী সময়ে ১৯৭০ এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপের মাঝে কোন প্রাণের অস্তিত্ব ছিলনা। 

এই ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় কালে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিনুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিকে পরিদর্শন করতে গিয়ে সেখানে কোন প্রাণের অস্তিত্ব খুঁজে পান না।

তাই তিনি আক্ষেপের সুরে বলেছিলেন হায় নিঝুম। তার এই কথার প্রেক্ষিতে এই দ্বীপটির নাম নতুন করে রাখা হয়েছিল নিঝুম দ্বীপ

এই জীবের মধ্যে যে মাটি রয়েছে সেগুলো চিকচিকে বালুময় যার কারণে জেলেরা নিচ থেকে এই দ্বীপের নাম প্রদান করে বালুরচর।

এছাড়াও এ দ্বীপটির মধ্যে মাঝে মাঝে বালুর ঢিবির বারের মত ছিল যার কারণে স্থানীয় লোকজন এই দ্বীপটিকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেও ডাকত।

যদিও বর্তমানে এই দ্বীপটির নাম হচ্ছে নিঝুমদ্বীপ তবুও স্থানীয় লোকেরা এই দ্বীপটিকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেই সম্বোধন করে থাকে।

নিঝুম দ্বীপের দর্শনীয় স্থান | নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত

  1. কমলার দ্বীপ: সেখানের কমলার খালে অনেক ইলিশ মাছ পাওয়া যায়। এছাড়াও আশে পাশের দ্বীপগুলো সুন্দর। পুরো দ্বীপটা হেঁটে হেঁটে ঘুরে আসা যায়, মন ভরে যাবে। ঘূর্ণিঝড়ের পরে জাহাজ থেকে এই দ্বীপে কয়েক বাক্স কমলা পড়ে থাকতে দেখে এর নামকরণ করা হয় কমলার দ্বীপ।
  2. চৌধুরী খাল ও কবিরার (কবির নামে এক জেলের নৌকা ডুবে যায়) চর।
  3. চোয়াখালী ফরেস্ট ও চোয়াখালী সমুদ্র সৈকত।
  4. ম্যানগ্রোভ বন: নিঝুম দ্বীপ বনায়ন প্রকল্প। আছে কেওড়া গাছ, গেউয়া গাছ আর লতাগুল্ম।
  5. নামার বাজার সমুদ্র সৈকত (প্রধান ভূমি ও সৈকত):
  6. দমার চর: বঙ্গোপসাগরেল সম্প্রতি আরো একটি সমুদ্র সৈকত জেগে উঠেছে। সৈকতটি একেবারে আনকোরা, কুমারী। একে এখন ডাকা হচ্ছে ‘কুমারী সমুদ্র সৈকত’ বলে। নিঝুম দ্বীপের লোকজন এবং মাছ ধরতে যাওয়া লোকেরা এই সৈকতকে বলে ‘দেইলা’ বা বালুর স্তুপ।

আরও পড়ুনঃ

Bkash Merchant Reporting Portal

এল এল বি ভর্তির যোগ্যতা 

বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম 

নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত FAQS

এই নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?

বর্তমানে বাংলাদেশের অন্যতম ছোট একটি দ্বীপ হচ্ছে নিঝুম দ্বীপ। এই দ্বীপটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত।

কে এই দ্বীপের নাম নিঝুম দ্বীপ রাখেন?

তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিনুল ইসলাম কালাম সাহেব এই দ্বীপের নাম নিঝুম দ্বীপ রাখেন।

নিঝুম দ্বীপের অনন্য নাম কি কি?

নিঝুম দ্বীপের অনন্য নাম হচ্ছে বাল্লারচর, চর ওসমান, কামলার চর এবং মৌলভির চর।

বাংলাদেশের এই অন্যতম দ্বীপের জন্ম কবে হয়?

১৯৪০ খ্রিস্টাব্দের দিকে এই অন্যতম দ্বীপের জন্ম হয়।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ আজকের এই আর্টিকেলের নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

আশা করবো আজকের এই আর্টিকেলটি আপনাদের খুবই ভাল লাগবে এবং আজকের এই আর্টিকেল থেকে আপনারা নিঝুম দ্বীপ সম্পর্কে জানতে পেরেছেন।

আজকের এই আর্টিকেল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন অথবা মতামত আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

নিত্যনতুন বিভিন্ন ধরনের সংবাদ, শিক্ষামূলক আর্টিকেলগুলো পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। 

আরও পড়ুনঃ

বিলিরুবিন তৈরি হয় কোথায়?

টিকটক ভিডিও কিভাবে বানাবো

এর পাশাপাশি অনলাইন থেকে আয় করার নিয়ম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত আর্টিকেল পড়ুন।

আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।