কোন দেশের টাকার মান বেশি এ বিষয়ে আমরা অনেকেই গুগল সার্চ করে থাকি। কিন্তু সঠিক তথ্যের অভাবে আমরা জানতে পারি না যে আসলে কোন দেশের টাকার দাম সবচেয়ে বেশি।
আজকে আর্টিকেল এর মাধ্যমে কোন দেশের টাকার মান কেমন এই সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করব।
সেইসাথে টাকার মান বেশি এরকম দশটি দেশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তাই আপনারা যদি জানতে চান কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পুরোটা পড়ুন।
Content Summary
কোন দেশের টাকার মান বেশি – Which country’s money value is higher?
পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার মান বিভিন্ন রকম হয়ে থাকে। কোন দেশের মুদ্রার মান সমান নয়। কোন দেশের মুদ্রার মান বেশি আবার কোন দেশের মুদ্রার মান কম।
মুদ্রার মান সাধারণত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে। তবে বর্তমান সময়ে অন্য সকল দেশের চাইতে কুয়েতের দিনারের মান সবচেয়ে বেশি। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা হচ্ছে মার্কিন ডলার।
এখনো পর্যন্ত আমাদের পুরো পৃথিবী প্রধান মুদ্রা হিসেবে মার্কিন ডলারের উপর নির্ভরশীল।
আজ আমরা এই আর্টিকেলে বাংলাদেশি টাকার হিসেবে অর্থাৎ বাংলাদেশি এক টাকায় শীর্ষ দশটি দেশের মুদ্রার মান বেশি এইসকল দেশের মুদ্রার মান সম্পর্কে জানব।
আরও পড়ুনঃ
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো | ফ্রিল্যান্সিং শেখার টিপস ও গাইডলাইন
ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে?
মুদ্রার মান পরিবর্তন হওয়ার কারণ – কোন দেশের টাকার মান কত
মুদ্রার মান বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে থাকে। সবচেয়ে সহজ হলো আন্তঃব্যাংক বাজারে রেট এর সঙ্গে আনুষ্ঠানিক বাজারের রেট এর ব্যবধান বর্তমানে রয়েছে।
এটা যত বেশি হবে তাতে আন্তঃব্যাংক বাজারের অতিমূল্যায়িত বলে ইঙ্গিত পাওয়া যাবে।
গতবছরের যে অর্থবছর গিয়েছিল সে বছরের দুই রেটের ব্যবধান ছিল মাত্র শূন্য দশমিক ৬৯ পয়সা প্রতি মার্কিন ডলার।
মূলত বিভিন্নভাবে টাকার মানের পরিবর্তন হতে পারে। চলুন বিভিন্ন দেশের মুদ্রার মান দেখে নেয়া যাক।
বিভিন্ন দেশের মুদ্রার মান বাংলাদেশী টাকা
শীর্ষ যে দশটি দেশের মুদ্রার মান সবচেয়ে বেশি আমরা আজকে আপনাদেরকে সেই দশটি দেশের মুদ্রার মান বাংলাদেশি টাকার হিসেবে কত হয় তা দেখিয়ে দিব।
কোন দেশের টাকার মান কত
দেশ সংখ্যা | দেশের নাম | বাংলাদেশি ১ টাকায় |
১. | কুয়েত (দিনার) | ৩৫৫.৪৩ |
২. | বাহরাইন (দিনার) | ২৪৯.৫১ |
৩. | ওমানের (রিয়াল) | ২৪৩.২৬ |
৪. | জর্দান দিনার (জর্দানিয়ান দিনার) | ১৩২.০৭ |
৫. | ব্রিটিশ (পাউন্ড) | ১১১.২৭ |
৬. | জিব্রাল্টার (পাউন্ড) | ১১৭.৩৩ |
৭. | কেম্যান আইল্যান্ড (ডলার) | ১১২.৭৩ |
৮. | ইউরো | ৯৪.৪৬ |
৯. | সুইস ফ্রাংক | ৯৫.৯২ |
১০. | মার্কিন ডলার | ৯৩.৬৪ |
ওপারে আমরা যে সকল দেশ গুলো উল্লেখ করেছি বাংলাদেশি টাকার মান হিসেবে সেগুলোর মান দেখানো হয়েছে।
সবচেয়ে কোন দেশের টাকার মান বেশি
উপরোক্ত সারণী এবং পর্যালোচনা থেকে আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন সবচেয়ে কোন দেশের টাকার মান বেশি, তথাপিও আপনাদের বলছি বর্তমান সময়ে কুয়েত দিনার বাংলাদেশি টাকায় সবচেয়ে বেশি মানে বিক্রি হচ্ছে।
অর্থাৎ টাকার মান সবচেয়ে বেশি কুয়েতি টাকার বা দিনারের। কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় ৩৫৫ টাকা, মানে হচ্ছে কুয়েতের এক টাকা (দিনার) হলে বাংলাদেশের ৩৫৫ টাকার সমান।
আরও পড়ুনঃ
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি
টাকার মান কোন দেশে বেশি FAQS
বর্তমানে কুয়েতের টাকার মান সবচেয়ে বেশি। বাংলাদেশি ১ টাকায় কুয়েতের ৩৫৫.৪৩ টাকা।
নানান কারনে একটি দেশের টাকার মানের পরিবর্তন হয়ে থাকে। বিশেষ করে সে দেশের অর্থনীতির উপর বিবেচনা করে সে দেশের টাকার মান নিধারন করা হয়ে থাকে।
উপসংহার
এক একটি দেশের টাকার মূল্য একেক রকম হয় এটা আমরা সকলেই জানি। তবুও কোন দেশের টাকার মান সবচেয়ে ঊর্ধ্ব এই সম্পর্কিত তথ্য জানার জন্য আমরা গুগল সার্চ করে থাকে।
আজকেরে আর্টিকেলে আমরা আপনাদেরকে টাকার মানের দিক থেকে শীর্ষ যে দশটি দেশ রয়েছে সে দেশগুলোর সম্পর্কে জানিয়েছি।
আশা করছি কোন দেশের টাকার মান কেমন সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
তবুও যদি আপনাদের প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।
Also Read:
টনসিল হলে কি কি খাওয়া যাবে না
আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিনই নতুন নতুন শিক্ষামূলক এবং অনলাইন থেকে কিভাবে টাকা আয় করা যায় সেসকল সম্পর্কিত আর্টিকেল পোস্ট করে থাকি।
আপনারা চাইলে আমাদের ওয়েব সাইটটি ভিজিট করতে পারেন।
সেই সাথে আমাদের ওয়েবসাইটের সকল আপডেট যদি আপনি পেতে চান।
তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
Banglalink দিচ্ছে চমৎকার Minute Offe
এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
Onk kisu sikhte parlam
পোস্ট টা পড়ে অনেক ভালো লাগলো
Great presentation and very helpful vlog post