প্রিয় পাঠকগণ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে এ বিষয়ে আপনাদের মধ্যে অনেকের জানার আগ্রহ রয়েছে। আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব।
পৃথিবীতে একেক সময়ে একেক মানুষ সবচেয়ে ধনী হিসেবে পরিচিতি পেয়ে থাকেন। কেননা আপনার সম্পদ একসময় বৃদ্ধি পায় আবার এক সময় কমে যায় এটাই স্বাভাবিক।
তবে বর্তমানে সবচেয়ে ধনী ব্যক্তি কে সে বিষয়টি নিয়ে আজকে আমরা এই আর্টিকেলটি সাজিয়েছি। আশা করছি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে আপনারা নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হতে পারবেন।
Content Summary
- 1 পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে 2023? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? world no 1 rich man
- 1.1 1# ইলন মাস্ক | Elon Musk
- 1.2 পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? – Top rich man in the world
- 1.3 2# জেফ বেজোস – Jeff Bezos
- 1.4 ৩. বার্নার্ড আর্নল্ট – Bernard Arnault
- 1.5 ৪. বিল গেটস – Bill Gates
- 1.6 ৫. মার্ক জুকারবার্গ – Mark Zuckerberg
- 1.7 ৬. ল্যারি পেজ – Larry Page
- 1.8 ৭. সার্জি ব্রায়ান – Sergey Bryan
- 1.9 ৮. ওয়ারেন বাফেট – Warren Buffett
- 1.10 ৯. ল্যারি এলিসন – Larry Ellison
- 1.11 ১০. স্টিভ বল্মার | পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে
- 2 পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে 2023 FAQS
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে 2023? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? world no 1 rich man
বিভিন্ন ওয়েবসাইটে প্রতিবছর পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা বিভিন্নভাবে প্রকাশ করা হয়ে থাকে।
তেমনি দুটি জনপ্রিয় ওয়েবসাইট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ফোর্বস (Forbes) এর “রিয়েল টাইম বিলিয়নিয়ার” এবং ব্লুম্বার্গের (Bloomberg) এর প্রকাশিত।
তারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে।
তারা এই তালিকার মধ্যে উল্লেখ করেছে যে পৃথিবীর ধনী ১% মানুষের যত সম্পদ আছে তা পৃথিবীর বাকি ৯৯% মানুষের মোট সম্পদের চাইতেও বেশি।
চলুন এবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে (world no 1 rich man) সে সম্পর্কে জেনে নেয়া যাক। তবে আজকে আমরা top 10 rich man in the world সম্পর্কে আলোচনা করব।
আরও পড়ুনঃ
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
1# ইলন মাস্ক | Elon Musk
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা হচ্চেন Elon Musk। এছাড়াও Elon Musk আরও অনেক গুলি প্রজুক্তি পণ্যের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন।
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? – Top rich man in the world
বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক।
৫০ বছর বয়সী এই দারুন প্রতিভাবান মানুষটি বর্তমানে রয়েছেন বিশ্বের সেরা দশ জন ধনীর তালিকা প্রথম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ২২৯ বিলিয়ন ডলার।
তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করেন। ইলন মাস্ক পৃথিবীতে বর্তমান সময়ে সকল প্রযুক্তি খাতে দাপিয়ে বেড়াচ্ছেন।
অর্থাৎ তাকে প্রযুক্তি খাতে আয়ের সিংহ বলা হয়। তার উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো টেসলা এবং স্পেস এক্স।
বাংলাদেশের সর্ব প্রথম স্যাটেলাইট অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট স্পেস এক্স এর মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল।
সেই প্রতিভাবান আশাবাদী উদ্যোক্তা মঙ্গল গ্রহে মানুষের বসতি নির্মাণের চেষ্টা করছেন।
স্বয়ং তিনি নিজেই বলেছেন তার জীবদ্দশায় তিনি যদি পৃথিবীর বাহিরে মানবজাতির বসতি দেখে যেতে না পারেন তাহলে তার জীবনের একটি বড় অপূর্ণতা রয়ে যাবে।
2# জেফ বেজোস – Jeff Bezos
জেফ বেজোস
বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় Jeff Bezos কে পেছনে ফেলে কিছুদিন আগেই প্রথম স্থানে চলে গিয়েছিল ইলন মাস্ক।
Jeff Bezos অনেক দিন পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তি ছিলেন। বর্তমানে তিনি পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে পরিচিত।
জেফ বেজোস ৫৮ বছর বয়সী আমেরিকান সিএসটেল এর বাসিন্দা।
তিনি হলেন ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের উদ্যোক্তা এবং সিইও। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৯৫ বিলিয়ন ডলার।
যদি আমরা বর্তমান সময়ের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশি টাকায় 1 বিলিয়ন ডলার= 94,816,690,000.00 টাকা।
তিনিই সর্বপ্রথম অ্যামাজন শুরু করেন তার বেডরুমে। অ্যামাজন সর্বপ্রথম ছিল একটি অনলাইন ভিত্তিক বই বিক্রির দোকান।
আজকে পৃথিবীতে জেফ বেজোস সেই বেড রুম থেকেই পৃথিবীর দ্বিতীয় ধনী মানুষ হিসেবে পরিণত হয়েছেন।
এ্যামাজন ছাড়াও জেফ বেজোসের আয়ের উৎসের মধ্যে রয়েছে তার আরো দুইটি প্রতিষ্ঠান “ব্লু অরিজিন” এবং “দ্যা ওয়াশিংটন পোস্ট”।
৩. বার্নার্ড আর্নল্ট – Bernard Arnault
পৃথিবীতে দশজন শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট। তিনি প্যারিসের ধাকা বিশ্বের বিখ্যাত ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিটনের সিইও ( CEO)।
Bernard Arnault এর বর্তমান মোট সম্পদের পরিমাণ ১৬৯ বিলিয়ন ডলার।
তারা এর অনেকগুলো উৎস রয়েছে এবং মাঝে সিংহ ভাগ আসে কসমেটিকস এবং ফ্যাশন নির্ভর ব্যবসা গুলো থেকে।
তিনি সর্বপ্রথম তার জীবদ্দশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন।
তারপর তার পরিবারের ব্যবসায় ডিরেক্টর পদে অংশগ্রহণ করার পর থেকে আজকে তিনি বর্তমান পৃথিবীর সেরা ধনীদের মধ্যে তৃতীয় ব্যক্তি।
আরও পড়ুনঃ
মেটা অধীনস্থ প্রতিষ্ঠান গুলো কি কি?
৪. বিল গেটস – Bill Gates
বিল গেটস
বিলগেস্ট নামটি আমাদের অতি পরিচিত একটি নাম। Computer ব্যাবহার করেন আর Bill Gates কে চিনেন না এমন লোকের সংখ্যা খুবি কম। কেননা মাইক্রোসফট ও কম্পিউটার একে অন্নের সাথে জড়িত।
এছাড়াও কেননা তিনি Bill Gates পৃথিবীতে অনেক বছর ধরেই শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থানে ছিলেন।
এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হিসেবে কে রয়েছে সে নামটি শুনলেই অনেকের মুখেই বিলগেটস এর নাম চলে আসে।
তবে বর্তমান সময়ে বিল গেটস পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে পরিচিত।
বিল গেটস পৃথিবীতে সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা। এবং তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১৪৮ বিলিয়ন ডলার।
১৯৭৫ সালে বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফ্ট শুরু করেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফট এর ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন।
তবে বর্তমানে তিনি একজন বোর্ড মেম্বার হিসেবে রয়েছেন। বর্তমানে তিনি নানান ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
৫. মার্ক জুকারবার্গ – Mark Zuckerberg
বর্তমানে বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। আর Mark Zuckerberg (মার্ক জুকারবার্গ) হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা।
বর্তমান সময়ে Mark Zuckerberg মোট সম্পদের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার।
মার্ক জুকারবাগ হলেন সবচেয়ে কম বয়সী বিলিওনিয়ার হওয়া মানুষদের মধ্যে একজন।
তার কলেজের ক্যাম্পাসে তিনি ছোট পরিসরে ফেসবুক চালু করেছিলেন।
তবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে খুবই প্রচলিত জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক।
বর্তমান কোম্পানি বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে।
৬. ল্যারি পেজ – Larry Page
পৃথিবীতে শীর্ষ ধনীর অবস্থানে ষষ্ঠ নাম্বারে রয়েছেন ল্যারি পেজ। বর্তমান সময়ে Larry Page এর সম্পদের পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার।
আপনাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বসেরা সার্চ ইঞ্জিনের নাম কি? আপনি অকপটেই শিকার করবেন বিশ্ব সেরা সার্চ ইঞ্জিন গুগল এর নাম। আপনি জানেন কি গুগল কে তৈরি করেছেন বা তাঁর নাম কি?
এই গুগলের মালিক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে ষষ্ঠ নাম্বারে রয়েছেন। তার প্রতিষ্ঠান মানুষের কাছে যতটাই পরিচিত তিনি ঠিক নিজেকে ততটাই আড়ালে রেখেছেন। ক্যালিফোনিয়া নিবাসী কিশোর তরুণ উদ্যোক্তা তার বন্ধুদের সাথে নিয়ে গড়ে তুলেছিলেন আমার আপনার সবার পছন্দের “গুগল” সার্চ ইঞ্জিন।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ল্যারি পেজ ১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি বন্ধু সার্জি ব্রায়ন কে সাথে নিয়ে একটি সার্চ ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা করেছিলেন।
২০০১ সাল পর্যন্ত ল্যারি পেজ গুগলের সিইওর দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুনঃ
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি?
৭. সার্জি ব্রায়ান – Sergey Bryan
সার্জি ব্রায়ান শীর্ষ ১০ধনী ব্যক্তির মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন। Sergey Bryan ও গুগলের সহ-প্রতিষ্ঠাতা। বর্তমানে Sergey Bryan সম্পদের বাজারমূল্য তিনি ১১১ বিলিয়ন ডলারের মালিক।
১৯৯৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বন্ধু ল্যারি পেজ এর সাথে মিলে প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিন।
৮. ওয়ারেন বাফেট – Warren Buffett
শীর্ষ ১০ জন ধনী ব্যক্তির তালিকা আট নম্বরে রয়েছেন ওয়ারেন বাফেট (Warren Buffett)।
ওয়ারেন বাফেট এই সময়ের সবচেয়ে জনপ্রিয় উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বক্তা।
বর্তমানে Warren Buffett এর কাছে থাকা মোট সম্পদের পরিমাণ ১০৫ বিলিয়ন ডলার।
তিনি মাত্র ১১ বছর বয়সে প্রথম বিনিয়োগ করেছিলেন। বর্তমানে তার ৬০টিরও বেশি কোম্পানি রয়েছে।
৯. ল্যারি এলিসন – Larry Ellison
ল্যারি এলিসন হচ্ছেন সফটওয়্যার কোম্পানি ওরাকলের নির্মাতা এবং প্রাক্তন সিইও। বর্তমানে ল্যারি এলিসন এর মোট সম্পদের পরিমাণ ১০১ বিলিয়ন ডলার।
তার কোম্পানি অনেক ধরনের সফটওয়্যার বানিয়ে বিশ্বকে টেকনোলজির দিক থেকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর ডাটাবেজও অ্যালিসন তৈরি করেছেন। তিনি খুবই বড় মনের একজন মানুষ।
পড়াশোনার উন্নতি করার জন্য কোটি কোটি টাকা দান করে দিয়েছেন।
১০. স্টিভ বল্মার | পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে
শীর্ষ ১০ জন ধনীর তালিকা সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছেন স্টিভ বল্মার। তিনি আমেরিকার মিশিগানে থাকা একজন ব্যবসায়ী।
তার বর্তমান সম্পদের পরিমাণ ৯৮ বিলিয়ন ডলার। বিভিন্ন ব্যবসার পাশাপাশি তিনি microsoft-এর একজন ইনভেন্টর।
তিনি মাইক্রোসফট সাবেক সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুনঃ
কোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায়?
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে 2023 FAQS
বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।
ইলন মাস্কের মোট সম্পদের পরিমান ২২৯ বিলিয়ন ডলার।
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক।
উপসংহার
প্রিয় পাঠকগণ আজকেরে আর্টিকেল এর মাধ্যমে আপনাদের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।
পৃথিবীতে সকল সময়ে নির্দিষ্ট অবস্থায় কে ধনী বা গরীব থাকবে তা বলা সম্ভব নয়।
১০ জন শীর্ষ ধনী যারা বর্তমানে রয়েছেন তারা ভবিষ্যতে নাও থাকতে পারেন অন্য কেউ তাদের জায়গাটি দখল করে নিবে।
আপনাদের যদি এ বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।
অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় এবং নানান ধরনের শিক্ষামূলক পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
অনলাইন থেকে কিভাবে টাকা আয় করে আপনি আপনার ক্যারিয়ার গঠন করবেন সে সম্পর্কিত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
সেই সাথে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সকল আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজটি তে।
ধন্যবাদ।
আরও পড়ুনঃ
পৃথিবীতে কয়টি দেশ আছে? How many countries are there in the world?
পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে? The best person in the world?
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? Which is the smallest country in the world?
এক মিটার সমান কত ফুট? How many feet is one meter?
রেলওয়ে খালাসী পদের কাজ কি? খালাসী কি?
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।