অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র কিভাবে লিখতে হয় এই সম্পর্কে জানতে অনেকেই গুগোল করে থাকেন। মূলত অন্যান্য আবেদনপত্রের মতোই অসুস্থতার কারণে অফিসে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম রয়েছে।
তবে এক্ষেত্রে অন্যান্য ছুটির আবেদনের মধ্যে অসুস্থতার জন্য লেখা আবেদনপত্রের কিছু পার্থক্য রয়েছে, যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তবেই আপনার ছুটি কার্যকর হবে।
এই পোস্টে অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english এবং বাংলায় সম্পূর্ণ দরখাস্ত লেখার নিয়ম দেখানো হয়েছে।
অফিস থেকে ছুটি পাবার জন্য জন্য আপনার দরখাস্ত বা আবেদনটি লেখার বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
Content Summary
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম কি?
মূলত আপনি অফিসে ছুটি চেয়ে আবেদন করলে যে সমস্যাটির কারণে আপনি অফিসে অনুপস্থিত ছিলেন, ঐ সমস্যাটির সম্পর্কে বিস্তারিত বর্ননা আপনাকে দিতে হবে।
একেকজন একেক সমস্যায় অফিসে অনুপস্থিত ছিল, কিছু সমস্যায় পূর্বে থেকে ছুটি নেওয়া যেতে পারে তবে কিছু জরুরী সমস্যায় পূর্ব থেকে ছুটি নেওয়া সম্ভব হয় না সেরকম একটি সমস্যা হচ্ছে অসুস্থতা।
আরও পড়ুনঃ
অ্যাপ তৈরি করে কিভাবে আয় করা যায়
অসুস্থ থাকিলে অফিসে ছুটির আবেদন পত্র লেখার ক্ষেত্রেও আপনাকে আপনার কি সমস্যা হয়েছিল এবং আপনি কতদিন অফিসে অনুপস্থিত ছিলেন সকল বিষয়টি সুন্দরভাবে গুছিয়ে লিখুন।
তবে মনে রাখবেন এক থেকে দুই দিনের বেশি আপনি অফিসে অনুপস্থিত থাকলে আপনাকে অসুস্থতার প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট জামি করিতে হইবে।
তাই যদি আপনার অসুস্থতা জনিত মেডিকেল ছুটি পাঁচদিন, সাতদিন, 10 দিন বা তার বেশি হয় তবে অবশ্যই আপনি মেডিকেল রিপোর্ট গুলো সংগ্রহ করে রাখুন।
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্রের সাথে তা আপনার অফিসের কর্তৃপক্ষ বরাবর পৌঁছে দিন। তবে একেক ধরনের অফিসে একেক ধরনের নিয়ম অনুসরণ করা হয় তাই আপনি প্রথমে জেনে নিন আপনার অফিসে কি ধরনের নিয়ম অনুসরণ করা হয়ে থাকে।
আমি অবশ্য এই পোস্টে আপনাদের দুইয়ের অধিক অসুস্থতার জন্য ছুটির জন্য আবেদন প্রত্র লেখার নিয়ম জানাবো।
এখানে বাংলায় এবং এবং english এর নিয়ম দিব। যেট ভালো লাগে সেই লেখাটি অনুসরণ করে আপনি আপনার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র টি সম্পূর্ণ করুন।
আরও পড়ুনঃ
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়
এখানে উল্লেখ্য আপনি যে কয়দিনের ছটি কাটাতে চান তা কিন্তু সহজ ভাষায় উল্লেখ করে দিতে হবে।
বাংলায় অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ:….
বরাবার,
ব্যবস্থাপক
…….(সংস্থার নাম)
…….(সংস্থা ঠিকানা)
বিষয় :অনুপস্থিতির / অসুস্থতার জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ প্রতিষ্ঠানে (প্রতিষ্ঠানের নাম ) সহকারি বা এটিষ্টেন ( আপনার পেসার নাম) হিসাবে কর্মরত। তবে আমি আমার শারিরীক অসুস্থতার কারনে গত ৩০/১০/২০২২ খ্রিঃ হতে ০৫/১১/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মোৎ ০৭ দিনে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার রিষয়টি মানবিকক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৭ (সাত) দিন ছুটির মঞ্জুরের আবেদন করছি।
বিনীত নিবেদক,
আপনার একন্ত বাধ্যগত
আবেদনকারীর নাম (মোঃ আমিনুল)
আপনার ঠিকানা।
আরও পড়ুনঃ
অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায়
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র নমুনা -২
তারিখ: ১০-১০-২০২২
বরাবর
ব্যবস্থাপক
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা
উত্তরা, ঢাকা
বিষয় : অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সম্মানের সাথে জানাই যে , আমি আপনা অধীনস্থ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখার একজন সিনিয়র অফিসার পদে কর্মরত। আমি গত ০৩-১০-২২ ইং থেকে ০৯-১০-২২ ইং পর্যন্ত মোট ৬ দিন অসুস্থ থাকার কারনে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহেদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিয়ষটি বিবেচনা করে আমাকে উক্ত ছয় দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
শেখ সুজন
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক উত্তরা শাখা , ঢাকা,
অনুপস্থিতির জন্য ছুরি আবেদন।
তারিখ: ১০/১০/২০২২ ইং
আরও পড়ুনঃ
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র english
To,
The manager
Company name
Company address
Today’s date
Subject: application for sick leave.
Dear Sir/Madam,
I am writing this application to inform you of that. Recently I am suffering from a severe headache disease and therefore, I want sick leave from work. I got this sick last night and will not be able to come to the office for at least (a number of days). As advised by my doctor, I should take rest and recover appropriately before continuing work. The report from the doctor is also attached for your reference.
Kindly grant me a leave for (number of days) days. I will be available. on the phone in case of any emergency cases. Please reach me as per yours. comfort. For important matters, I have been notified (name of the colleague) to take care of them to assure that all deadlines are met.
I believe you will understand and grant me leave for the mentioned period. I am waiting for your approval.
Thanks for your consideration.
Yours sincerely,
signature
Your name
Your contact number
আরও পড়ুনঃ
Online A Taka Income Korar Upay
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন লিখার নিয়ম হচ্ছে সঠিক কারণ ও আপনি কত দিন অফিসে অনুপস্থিত ছিলেন তার বর্ণনা দিয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করা।
উপসংহার,
আশাকরি অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র প্রস্তুত করে আপনি আপনার অফিসের কর্তৃপক্ষ বরাবর পৌঁছাতে সক্ষম হয়েছেন।
যদি আপনার ছুটি দীর্ঘায়িত হয় অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন করার পূর্বে অবশ্যই আপনার অফিসে কি কি কাগজ জমা দিতে হবে তা জেনে নিন।
এই পোস্টটি মান উন্নয়নের জন্য আপনার কাছ থেকে একটি সুন্দর কমেন্ট কামনা করছি।
কেননা আপনি কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য প্রকাশ করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন।
অনলাইনে টাকা ইনকাম, টেলিকম অফার ও ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।