উপায় একাউন্ট দেখার নিয়ম | উপায় একাউন্ট ব্যালেন্স চেক কোড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে এখন অনেকেই গুগল সার্চ করে থাকেন। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের মধ্যে বর্তমানে উপায় মোবাইল ব্যাংকিং একটি নতুন সেবা হিসেবে আবির্ভূত হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার ব্যাপক অগ্রগতি হয়েছে।  তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে 17 টি মোবাইল ব্যাংকিং সেবা চলমান রয়েছে।

জনপ্রিয়তার দিক থেকে উপায়  মোবাইল ব্যাংকিং সেবা ধীরে ধীরে নিজেকে শক্তিশালী অবস্থানে তৈরি করছে।

বর্তমানে বিপুলসংখ্যক উপায় মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারী তাদের উপায় একাউন্ট ব্যালেন্স চেক করার সম্পর্কে জানতে চান। 

নতুন উপায়ে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীদের সাহায্য করতেই উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কিত আমাদের এই পোস্ট।

এখানে আমরা আপনাকে উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ইউএসএসডি কোড ডায়াল করে কিভাবে উপায় একাউন্টের ব্যালেন্স চেক করবেন এ সম্পর্কে বিস্তারিত জানাবো। 

উপায় একাউন্ট দেখার নিয়ম কি – উপায় একাউন্ট ব্যালেন্স চেক কোড কত

উপায় মোবাইল ব্যাংকিং কোড
উপায় মোবাইল ব্যাংকিং কোড

মূলত উপায় একাউন্ট চেক করার জন্য গ্রাহক দুইটি পদ্ধতি ব্যবহার করতে পারেন।

  1. একটি হচ্ছে উপায় মোবাইল ব্যাংকিং ইউএসএসডি কোড ব্যবহার করে উপায় একাউন্ট ব্যালেন্স চেক করা। 
  2. আরেকটি পদ্ধতি হচ্ছে উপায় অ্যাপস ব্যবহার করে উপায় একাউন্টের ব্যালেন্স চেক করা।

উপায় অ্যাপস ব্যবহার করে উপায় একাউন্ট ব্যালেন্স চেক করার সহজ হলেও, এই পদ্ধতিতে উপায় একাউন্ট দেখার নিয়ম অনুসরণ করতে আপনার কাছে একটি এন্ড্রয়েড স্মার্টফোন থাকা জরুরি।

কেননা আপনি গুগল প্লে স্টোর থেকে উপায় মোবাইল ব্যাংকিং সেবা অ্যাপস ডাউনলোড করতে হলে আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে।  

মনে রাখবেন উপায় মোবাইল ব্যাংকিং সেবার ব্যালেন্স চেক করার জন্য আপনার একটি স্মার্টফোন থাকলে আপনি ইউএসএসডি কোড এবং উপায় অ্যাপ উভয় পদ্ধতিতেই ব্যালেন্স চেক করতে পারবেন। 

উপায় কোড*২৬৮#
উপায় অ্যাপ লিংকGoogle play Store
উপায় একাউন্ট দেখার নিয়ম

উপায় মোবাইল ব্যাংকিং কোড কত – উপায় ব্যালেন্স চেক কোড

বাংলাদেশের প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহকদের ইউএসএসডি কোড পদ্ধতিতে তাদের অ্যাকাউন্ট ব্যালান্স চেক ও অ্যাকাউন্ট এর অন্যান্য যাবতীয় কাজ সম্পাদনের সুযোগ দিয়ে থাকে।

তারই ধারাবাহিকতায় উপায় মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক করার জন্য উপায় মোবাইল ব্যাংকিং কোড সবরাহ করছে। 

উপায় মোবাইল ব্যাংকিং উপায় ব্যালেন্স চেক কোড হচ্ছে *২৬৮#। আপনি আপনার বাটন সেট অথবা এন্ড্রয়েড সেট থেকে উপায় একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য মোবাইলে ডায়াল প্যাড থেকে উপায় কোড *২৬৮#  ডায়াল করুন। উপায় কোড ডায়াল পরবর্তী আপনার সম্মুখে একটি উপায় মোবাইল মেনে চলে আসবে। উপায় মোবাইল মেনু থেকে 7 নম্বরে থাকা (7.My Upay) অপশনটি নির্বাচন করুন। নতুন আরেকটি উপায় মোবাইল মেন্যু চলে আসবে এই মেনু থেকে আপনি এক নম্বরে থাকা ব্যালেন্স চেক (1. Balance Check) অপশনটি নির্বাচন করে আপনার পিন কোড (Enter Your PIN Code) টি প্রদানের মাধ্যমে সহজেই উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। 

উপায় মোবাইল ব্যাংকিং কোড ব্যাবহার করে এভাবেই উপায় গ্রাহক তাদের উপায় ব্যালেন্স চেক করতে পারেন।

এছাড়াও দেশের যে কোন প্রান্ত ঘরে বসে উপায় একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য সবচেয়ে সঠিক দুটি হচ্ছে উপায় মোবাইল ব্যাংকিং কোড।

Upay Account Balance Check Code is *268#.

  1. To check Upay Mobile Banking balance Dial *268# and to go Upay Mobile Menu
  2. Then Select 7. My Upay
  3. Open a new menu Select 1. Check Balance
  4. Then Enter your PIN number
  5. Your Upay mobile banking balance show on your mobile screen.

That’s how you can check your current Upay account balance.

অ্যাপস এর মাধ্যমে উপায় একাউন্ট দেখার নিয়মঃ

ইউএসএসডি কোড ব্যবহার করে যেকোনো মোবাইল ব্যাংকিং সেবার সেবা গ্রহণ করতে গ্রাহককে কিছু বিড়ম্বনার শিকার হতে হয়।

কেননা অনেক ক্ষেত্রেই ইউএসএসডি ডায়াল করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে দেরি হলে পুনরায় তাকে কাজটি প্রথম থেকে করতে হয়। 

তবে ইউএসএসডি কোড এর পরিবর্তে আপনি যদি মোবাইল ব্যাংকিং সেবা সমূহের অ্যাপস ব্যবহার করেন তবে অতি দ্রুত ক্যাশ ইন, ক্যাশ আউট, ব্যালেন্স চেক সহ গুরুত্বপূর্ণ সেবাগুলো সহজেই অ্যাক্সেস করতে পারবেন। 

উপায় অ্যাপস ব্যবহার করে উপায় ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপস টি ডাউনলোড করতে হবে।

উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপস ডাউনলোড ইনস্টল পরবর্তী আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে উপায় একাউন্টে লগইন করতে হবে। 

বর্তমানে উপায় গ্রাহকদের জন্য উপায় অ্যাকাউন্ট লগইন পরবর্তী উপায় অ্যাপ ড্যাশবোর্ডের রাইট কর্নারে ব্যালেন্স অপশনটি ট্যাপ করলেই উপায় মোবাইল ব্যাংকিং সেবার ব্যালেন্স গ্রাহকের জন্য প্রদর্শিত হবে। 

আরও পড়ুনঃ

উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ

বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে জানেন কি?

উপায় কি?

উপায় হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের একটি।

মোবাইলে আর্থিক লেনদেন সেবাকে অগ্রগতি প্রদান করতে ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে উপায় মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করা হয়ে থাকে। 

বর্তমানে উপায় ক্যাশ আউট চার্জ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনায় বর্তমানে লোকেদের ভালো সুযোগ সুবিধা দিচ্ছে।

উপায় একাউন্ট দেখার কোড বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর

উপায় একাউন্ট দেখার নিয়ম কয়টি?

প্রধানত উপায় একাউন্ট দেখার নিয়ম ২ টি। একটি হচ্ছে উপায় ussd code এবং অন্যটি হচ্ছে উপায় অ্যাপ ব্যাবহার করে।

উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?

উপায় মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে *২৬৮#। উপায় গ্রাহক উপায় একাউন্ট সেবা গ্রহণ করতে পারবেন উপায় মোবাইল ব্যাংকিং কোড *২৬৮# ব্যাবহার করে।

বাটন ফোনে উপায় একাউন্ট দেখার নিয়ম কি?

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম হচ্ছে উপায় কোড *২৬৮# দয়াল করে মেনুথেকে ৭ নম্বরে থাকা মাই উপায় নির্বাচন করে, তারপর ১ ব্যালেন্স চেক নরবাছন করে ৪ ডিজিট উপায় পিন প্রদানের মাধ্যমে।

উপায় ব্যালেন্স চেক কোড কত?

উপায় ব্যালেন্স চেক কোড হচ্ছে *২৬৮#

Upay উপায় কোড কত?

উপায় কোড হচ্ছে *২৬৮#।

উপসংহার, 

আশা করি আপনি উপায় একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। উপায় একাউন্ট চেক করার কোড *২৬৮# ব্যবহার করে আপনি কিভাবে সহজে উপায়ে একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন এই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

উপায় কোড বা উপায় ইউএসএসডি কোড ডায়াল করে উপায় একাউন্ট ব্যালেন্স চেক করতে আপনার কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান।

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের ক্যাশ আউট চার্জ সেন্ড মানি চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটের পোস্টগুলো পড়তে পারেন। 

আমরা আপনাদের ১০০% সঠিক তথ্য দিয়ে থাকি।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

GP Emergency Balance Code

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট কত?

রকেট মোবাইল ব্যাংকিং চার্জ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

1 thought on “উপায় একাউন্ট দেখার নিয়ম | উপায় একাউন্ট ব্যালেন্স চেক কোড”

Comments are closed.