রবি ইন্টারনেট ব্যালেন্স চেক পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের জানাবো। বাংলাদেশের জনপ্রিয় টেলিকম অপারেটর সমূহের মধ্যে রবি একটি। রবি গ্রাহকদের ইন্টারনেট অফার ও ইন্টারনেট বান্ডেল অফার দেয়ার ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি টেলিকম কোম্পানি।
এই ক্ষেত্রে, রবি ইন্টারনেট অফার গুলো ব্যবহারের পাশাপাশি রবি ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড সম্পর্কে গ্রাহকের গুগল সার্চ রয়েছে।
কেননা মিনিট অফার, ইন্টারনেট অফার, কলরেট অফার অথবা যেকোন অফার গ্রাহক ব্যবহার করেন না কেন ঐ অফারের ব্যালেন্স চেক করা অত্যন্ত জরুরি।
এই পোস্টে আমরা আপনাদের রবি ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেয়া যাক কিভাবে রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখার নম্বর কি এবং কিভাবে করবেন।
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড নাম্বার ২০২২

আপনি রবির যে কোন রবি ইন্টারনেট অফার ব্যবহার করেন না কেন ইন্টারনেট ব্যালেন্স দেখতে আপনাকে ইউএসএসডি (USSD CODE) কোড ব্যবহার করতে হবে অথবা মাই রবি অ্যাপস ব্যবহার করে অ্যাপসের ড্যাশবোর্ডে অফারের অবশিষ্ট ব্যালেন্স জানা যাবে।
ইউএসএসডি ডায়াল কোড দিয়ে রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড হচ্ছে *৮৪৪৪*৮৮#। যেকোনো রবি সিম থেকে এই ইন্টারনেট ব্যালেন্স জানতে কোডটি ডায়াল করলে আপনার মোবাইল স্ক্রীনে আপনার বর্তমানে চলমান ইন্টারনেট অফারের মধ্যে অবশিষ্ট ব্যালেন্স প্রদর্শিত হবে।
সেইসাথে বর্তমান আপনি কোন রবি প্যাক ব্যবহার করছেন এ সম্পর্কেও জানতে পারবেন।
যদিও প্রথমে রবি ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য রবির পক্ষ থেকে *৩# দেওয়া হচ্ছিল তবে বর্তমানে এই কোডটি আর কাজ করছে না।
আপনারা যারা এই কোড ব্যবহার করে ইন্টারনেট ব্যালেন্স দেখার চেষ্টা করছেন তাদের চেষ্টা বৃথা হবে।
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম মাইরবি অ্যাপ থেকে
তবে আপনারা যারা স্মার্টফোন ব্যাবহার করেন তাদের জন্য রবি ইন্টারনেট ব্যালেন্স দেখা খুবই সহজ।
এই পদ্ধতিতে রবি ইন্টারনেট ব্যালেন্স দেখতে প্রথমে আপনি আপনার স্মার্টফোনে গুগল প্লেস্টোর থেকে মাই রবি এপ্লিকেশনটি ইন্সটল করুন।
এবং পরবর্তীতে আপনার মাই রবি অ্যাকাউন্টে লগইন করুন আপনার নম্বরটি প্রদানের মাধ্যমে।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড সম্পূর্ণ হলে আপনি আপনার মাইরবি একাউন্টে ড্যাশবোর্ডে আপনার সিমের বর্তমান ব্যালেন্স ইন্টারনেট ব্যালান্স সম্পর্কে জানতে পারবেন।
রবি ইন্টারনেট অফার কোড
রবি ইন্টারনেট ব্যালেন্স কোড | *৮৪৪৪*৮৮# |
রবি ইন্টারনেট অফার কোড | *৪# |
রবি ইন্টারনেট ব্যালেন্স দেখার নিয়ম ভিন্ন এবং রবি ইন্টারনেট অফার ক্রয় করতে চাইলে ইন্টারনেট অফার কোড ভিন্ন।
অনেকেই ইন্টারনেট অফার কোড বলতে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড কে বুঝে থাকে তবে এই ধারণাটি পরিশুদ্ধ নয়।
তাই আপনারা যারা সরাসরি রিচার্জ পদ্ধতি অবলম্বন না করে রবি সিমে ইন্টারনেট অফার কিনতে চান তাদের জন্য রবি সিমের ইন্টারনেট অফার রয়েছে।
রবি ইন্টারনেট অফার কোড হচ্ছে *৪#। এই কোডটি ডায়াল করলে আপনি সকল রবি ইন্টারনেট অফার এর লিস্ট খুঁজে পাবেন।
যেখান থেকে আপনি সহজেই আপনার জন্য প্রয়োজনীয় ইন্টারনেট অফার টি কিনতে পারবেন।
রবি রিচার্জ ইন্টারনেট অফার থেকে রবি ইন্টারনেট অফার কোড ব্যবহার করে ইন্টারনেট প্যাক ক্রয় করা অনেক সহজ।
এবং সেইসাথে এইখানে গ্রাহক তার সিমে চলমান সেরা অফার গুলো সম্পর্কে জানতে পারেন।
অপরদিকে রবি ঘ্যাচাং স্টোর রিচার্জ এর ক্ষেত্রে বেশ কিছু ইন্টারনেট অফার রয়েছে যেখানে গ্রাহককে বেশি বেশি পরিমাণ ইন্টারনেট ডেটা প্রদান করা হয় রবি ইন্টারনেট অফার কোড পদ্দতি থেকে।
প্রশ্ন ও উত্তর রবি অফার দেখার নিয়ম
যেকোন রবি সিমের রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড হচ্ছে *৮৪৪*৮৮#। আপনি রবিতে কোন ইন্টারনেট প্যাক টি ব্যবহার করছেন ঐ প্যাকে বর্তমানে কি পরিমান ইন্টারনেট অবশিষ্ট রয়েছে তা জানতে এই কোডটি ডায়াল করুন এবং ব্যালেন্স আপনার মোবাইল স্ক্রীনে প্রদর্শিত হবে।
বর্তমানে রবি ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য আপনাকে রবি ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। রবি ইন্টারনেট ব্যালেন্স চেক ইউএসএসডি কোড হচ্ছে *৮৪৪৪*৮৮#
আরও পড়ুনঃ
- Robi 47 TK Recharge Offer | রবি ৪৭ টাকা রিচার্জ কল রেট অফার
- Grameenphone Number Check Code | GP Number check code কত?
- GP Balance Transfer Code 2022 | জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার নিয়ম
- বিকাশের পিন ভুলে গেলে করনীয় কি? বিকাশের পিন সেট করার নিয়ম
- GP Balance Check Code | জিপি ব্যালেন্স চেক কোড
উপসংহার,
আশা করি আপনারা রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড সম্পর্কে জানতে পেরেছেন।
রবি ইন্টারনেট ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।
সেই সাথে অন্যদের উপকার করার জন্য এই পোস্টটি শেয়ার করুন বেশি বেশি করে।
রবি ইন্টারনেট অফার, কলরেট অফার, এসএমএস অফার সম্পর্কে আরো বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।