কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব । Add address on Google Map

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব বিষয়ে অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজকে আমরা জানবো কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করবেন এই সম্পর্কে। আপনার বাসা অথবা অফিস অথবা দোকানের ঠিকানা ছবি সহ গুগলে কিভাবে যোগ করতে আপনি সম্পূর্ণ পোস্ট পড়ুন।

যাতে গুগল ম্যাপে সার্চ করলেই যেকেউ যেকোনো প্রান্ত থকে আপনার বাড়ি অথবা অফিস অথবা দোকান অথবা যেকোনো স্থান দেখতে পারে এবং সঠিক পথে কোনো ভোগান্তি ছাড়াই আসতে পারে।

দিন বদলেছে। সময়ের সাথে আধুনিকতার যুগে সারাদিন ধরে ঠিকানা খোজার জন্য ঘুরতে না হয়।

এজন্য গুগল ম্যাপে মূলত যেকোনো নির্দিষ্ট জায়গা অথবা কোনো বাড়ি বা অফিস বা স্কুল-কলেজ যেকোনো কিছুর ঠিকানা যোগ করা যায় গুগলের গুগল ম্যাপে।

Robi bundle offer 30 Days

এর মাধ্যমে চাইলেই ভোগান্তি হীন ভাবে যেকেউ চাইলেই সরাসরি চলে আসতে পারে সেই জায়গায়। 

আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানবো। কিভাবে গুগল ম্যাপে ঠিকানা, ছবি যোগ করবো।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব ষে সম্পর্কে বিস্তারিত। 

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব – The need to add new locations to Google Maps

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব
কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব

চাইলেই যেকেউ একটি ইন্টারনেট কানেক্ট করা স্মার্ট মোবাইল থেকে যেকোনো জায়গাকে জাইগা করে দিতে পারে গুগল ম্যাপে।

অর্থাৎ, মনে করেন আপনার বাসার ঠিকানা গুগল ম্যাপে সাবমিট করবেন।

কারণ আপনার বাসায় দূর দূরান্ত থেকে অথিতিরা বেড়াতে আসেন। কিন্তু তারা আপনার বাসায় আসতে ঠিকানা ধরে খুজে পেতে তাদের কষ্ট হয়। 

এমতাবস্থায় সকল অথিতিদের কষ্ট দূর করার চিন্তা করতে গিয়ে আপনি খুজে পেলেন গুগল ম্যাপে ঠিকানা যোগ করার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।

এবার আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজে গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে পারবেন। 

গুগল ম্যাপে ঠিকানা যোগ করার জন্য আপনার স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে।

আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি নিচের সম্পূর্ণ আর্টিকেল পড়ে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। 

এখানে আপনার মোবাইল বা যে ডিভাইস থেকে সম্পূর্ণ কাজটি সম্পন্ন করবেন সেই ডিভাইসে জিমেইল আইডি লগইন না থাকলে অবশ্যই লগইন করে নিতে হবে।

জিমেইল আইডি লগইন ছাড়া এই কাজটি কখনোই করতে পারবেন না। 

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করবেন তা সম্পন্ন করতে আপনাকে ৯ টি স্টেপ অনুযায়ী কাজ করতে হবে।

তবে এই ৯ টি স্টেপ খুবই সহজ সহজ স্টেপ।

চলুন জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ গুগল ম্যাপে ঠিকানা যোগ করার জন্য করণীয় সম্পর্কে। 

আরও পড়ুনঃ

শহীদ বুদ্ধিজীবী কতজন | শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন

গুগল ম্যাপে নতুন ঠিকানা যোগ করার নিয়ম । Rules for adding new addresses to Google Maps

১ স্টেপঃ আপনার মোবাইল থেকে Google maps নামের একটি application আছে সেটিতে প্রবেশ করতে হবে। প্রত্যেক স্মার্ট ফোনে এই application টি অটোমেটিক ভাবেই থাকে। 

২ স্টেপঃ application ওপেন করার পর applicationটির নিচের দিকে “contribute” নামে একটি অপশন দেখতে পাবেন। সেই “contribute” অপশনে ক্লিক করবেন। 

৩ স্টেপঃ contribute অপশনে ক্লিক করার পর ওপরের দিকে বেশ কিছু অপশন দেখতে পাবেন। অপশন গুলো হলো Edit map, Add place, write review, add photo নামে অপশন দেখতে পাবেন।

৪ স্টেপঃ আপনি যেহেতু গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে চান, অর্থাৎ নতুন করে একটি ঠিকানা যোগ করতে চান সেহেতু  “Add place” অপ্সহনের উপর ক্লিক করুন। 

৫ স্টেপঃ “Add place” এ ক্লিক করার পড়ে আপনাদের সামনে জায়গা (place) যোগ করার জন্য নতুন একটি ওয়েবপেজ চলে আসবে। 

৬ স্টেপঃ নতুন পেজটিতে এক এক করে যত তথ্য দেওয়ার অপশন থাকবে সবগুল তথ্য দিয়ে সকল তথ্য পূরণ করতে হবে।

এক্ষেত্রে এখানে এক এক করে করতে হবে যেমন প্রথমে নাম, অর্থাৎ জায়গা বা অফিস বা বাড়ির নাম। 

  • এরপর ক্যাটাগরি যোগ সিলেক্ট করতে হবে।
  • এরপর জায়গার লোকেশন এবং সেই জায়গার যদি কোনো ছবি থাকে তা যোগ করতে হবে।
  • এরপর যোগাযোগের জন্য নাম্বার, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি সব অর্থাৎ যা যা আছে সব তথ্য দিতে হবে।

৭ স্টেপঃ আপনার সকল তথ্য দিয়ে পেজটি পূরণ করার পর পেজের ওপরের দিকে থাকা  next button দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। 

৮ স্টেপঃ বেশ। গুগল ম্যাপে ঠিকানা যোগ করার জন্য আপনার আবেদন সম্পন্ন হয়ে গিয়েছে।

অর্থাৎ আপনি next button এ ক্লিক করার মাধ্যমে গুগল ম্যাপে ঠিকানা যোগ করার জন্য গুগলের কাছে আবেদন করে ফেলছেন। 

৯ স্টেপঃ গুগল আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার ঠিকানা সহ সকল তথ্য গুগল ম্যাপ এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যোগ করে নিবে।

আরও পড়ুনঃ

শহীদ বুদ্ধিজীবী কতজন | শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন

৯ টি স্টেপ সম্পন্ন করার পর করণীয় । কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব 

উপরের ৯ টি স্টেপে কাজ করার মাধ্যমে আপনি যেকোনো নতুন জায়গা থেকে শুরু করে ঘর, বাড়ি, অফিস, আদালত, স্কুল কলেজ সবকিছুর ঠিকানা গুগল ম্যাপে যোগ করতে পারবেন।

উপরের সম্পূর্ণ লেখাটির পড়ার পর আশা করছি কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব তা নিয়ে আর কোনো সমস্যা বা জানতে চাওয়া থাকবে নাহ। 

বর্তমান সময়ে এই কাজটি অর্থাৎ, কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব তা জানতে চাওয়া মানুষের সংখ্যা অনেক অনেক বেশি।

এই সহজ কাজটি আপনার মোবাইলের গুগল ম্যাপ নামের সফটওয়ারটি থেকেই করে নিতে পারবেন খুব সহজে। 

যুগের সাথে তাল মিলিয়ে চলতে, জরুরি মুহূর্তে ঠিকানা কাউকে দিতে যাতে ষে খুব তারাতারি আসতে পারে গুগল ম্যাপে থাকান যোগ করা খুব দরকার।

ধরেন, আপনার বাসায় জরুরি ভাবে একটি এ্যাম্বুলেন্স আসতে হবে।

আপনি ৯৯৯ এ কল ঠিকই করলেন কিন্তু তারা আপনার ঠিকানা চিনতে পারছে না।

এক্ষেত্রে গুগল ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। 

আরও পড়ুনঃ

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার । Free Fire Diamond Top Up BD

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তালিকা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোট কতজন

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব?

বন্ধুরা কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে।

পরিশেষেঃ

আজকের পোস্ট থেকে আমরা জানতে চেষ্টা করেছি কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব ষে সম্পর্কে।

আশা করছি এ বিষয়ে আর কোনো তথ্য আপনাকে জানতে হবে না।

উপরের ৯ টি স্টেপের নির্দেশনা অনুযায়ী কাজ করে আপনি খুব সহজেই গুগল ম্যাপে ঠিকানা যোগ করতে পারবেন। 

এছাড়া এ বিষয়ে কোনো ধরনের তথ্য জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের প্রতিনিধি কুব অল্প সময়ের মধ্যে আপনার কমেন্টের উত্তর দিবেন।

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

সুন্দর প্রোফাইল পিকচার ডাউনলোড | ছেলেদের ও মেয়েদের জন্য পিক

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment