বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন | কিভাবে আবেদন করবেন

প্রিয় পাঠকগণ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে বিষয়ে জানার জন্য আপনারা অনেকেই আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিনা বেতনে অধ্যায়নের পত্র লেখার সঠিক নমুনা প্রদান করব।

আপনার অধ্যায়ন পত্রটি কখনো কখনো আপনি নিজের কাজে ব্যবহার করতে পারেন আবার অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসলে তার উত্তর হিসেবে ব্যবহার করতে পারবেন। আবেদনপত্র কিংবা দরখাস্ত লেখার কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে।

আপনি যদি সেই নিয়ম-শৃঙ্খলা গুলো মেনে দরখাস্ত আবেদন পত্র লিখেন তাহলে আপনার দরখাস্ত বা আবেদনপত্র গ্রহণ করা হবে। অন্যথায় আপনার দরখাস্ত পত্রের নিয়ম ঠিক না থাকায় সেটি গ্রহণ নাও হতে পারে। তাই সঠিক নিয়ম মেনে আবেদন পত্র লেখা অত্যন্ত জরুরী।

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

যেভাবে বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত লিখবেন তার নমুনা।

নিচে কিভাবে আপনারা বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লিখতে হয় তার নমুনা পাবেন।

তারিখঃ————

বরাবর,

প্রধান শিক্ষক/অধ্যক্ষ

———————-(আপনার বিদ্যালয় এর নাম)।

————-(ঠিকানা)

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের/কলেজের ——-(শ্রেণি)শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবী। আমরা ——(যতজন) ভাই বোনের প্রত্যেকেই স্কুল,কলেজে পড়ছি। বর্তমানে আর্থিক শূন্যতার বাজারে সংসার চালিয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই শেষ হয়ে যাবে।

অতএব,

মহোদয় সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

নামঃ—————

শ্রেণীঃ—————- 

রোলঃ————

বিভাগঃ———–

আরও পড়ুনঃ

ঘরে প্রবেশের দোয়া ছবি সহ

বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পত্র

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বাংলা

যেহেতু উপরে আপনাদেরকে নিয়ম সম্পর্কে বলা হয়েছে তাই আপনাদের সুবিধার্থে কিভাবে পুরোপুরি একজন ছাত্রের হিসেবেই আপনি এটি লিখবেন তা নমুনা করে দেখানো হলো-

তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২২

বরাবর,

প্রধান শিক্ষক

হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

রুপগঞ্জ, নারায়ণগঞ্জ

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন ৯ম শ্রেণীর নিয়মিত ছাত্র। আমার বাবা একজন খুবই সামান্য বেতনের চাকুরীজীবী। আমরা সব ভাইবোনের সকলেই স্কুল এবং কলেজে পড়াশোনা করছি। বর্তমানের এই দুর্মূল্যের বাজারে সংসার চালিয়ে আমাদের সকল ভাই বোনের পড়াশোনা চালানো আমার বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না।এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশোনা এখানেই বন্ধ হয়ে যাবে।

অতএব,

মহোদয় সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

নামঃ মঞ্জুরুল ইসলাম সজীব 

শ্রেণীঃ নবম 

রোলঃ ১২

বিভাগঃ ক

আরও পড়ুনঃ

ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি

চাকরির জন্য আবেদন পত্র

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন FAQS

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কিভাবে করতে হয়?

আপনারা যখন আবেদন পত্র লিখবেন তখন চেষ্টা করবেন আবেদন পত্রে যেন কোন ভুল না থাকে। বেশি কাটাকাটি না করে সুন্দর করে লিখবেন।

উপসংহার 

প্রিয় পাঠকগণ বিনা বেতনে অধ্যায়নের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় উপরে আমরা তার নমুনা প্রদান করেছি। 

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা কিভাবে আবেদনপত্র লিখতে হয় সেটি বুঝতে পেরেছেন।

আপনাদের যদি এ বিষয়ে আরো কিছু জানার অথবা মতামত দেয়ার মত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান।

ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং কিংবা ব্লগিং এর মত অনলাইন প্লাটফর্ম গুলোতে আপনারা কিভাবে কাজ করতে পারেন সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল রয়েছে।

অনলাইনের মাধ্যমে কাজ করার শখ আমাদের অনেকের মাঝেই রয়েছে কিন্তু সে গুলোকে কিভাবে শুরু করতে হয় সেটা আমরা জানি না।

তাই অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং এ সংক্রান্ত আর্টিকেলগুলো বিস্তারিত পড়ুন।

আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেট গুলো সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে চোখ রাখুন।

Leave a Comment