এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ জানার সময় চলে এসেছে। কেননা গ্রুপ পর্বের Asia Cup Point Table 2023 এ বছর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু দুইটি গ্রুপে বিভক্ত হয়ে এশিয়া কাপে ছয়টি দল অংশগ্রহণ করছে, তাই সুপারপুর নিশ্চিত করার জন্য নেট রান রেট খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে।
Asia Cup 2023 শুরু হয়েছে, ৩০ শে আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ করা নেপাল। প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শক্তিশালী পাকিস্তান আরো একবার এশিয়া কাপের দুর্দান্ত সূচনা করেছে।
সেই সাথে প্রথম ম্যাচে বড় জয় পেয়ে নেট রান রেটে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। তবে গ্রুপ এ থেকে এশিয়া কাপ ২০২৩ এ অংশগ্রহণকারী দুটি দল ভারত পাকিস্তানের জন্য এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।
কেননা গ্রুপ এ থেকে ভারত পাকিস্তানের সাথে অংশগ্রহণ করছে নেপাল, সুপার ৪ এ ভারত পাকিস্তান এক প্রকার নিশ্চিত। মূলত এশিয়া কাপ গ্রুপ বি পয়েন্ট টেবিল এবং নেট রান রেট সকলের চিন্তার বিষয়।
এশিয়া কাপ ২০২৩ ২০০ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাদের এই পোস্টটি পড়তে পারেন।
কেননা এবারের ২০২৩ এশিয়া কাপের গ্রুপ বি থেকে অংশগ্রহণ করছে সমান শক্তি তিনটি দল শ্রীলঙ্কা আফগানিস্তান ও বাংলাদেশ। এই তিনটি দলের সকল দলের এই চিন্তা কিভাবে সুপার পড়ে নিজেদের জায়গা করে নেয়া যায়।
Content Summary
- 1 এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ | Asia Cup Point Table 2023
- 2 লাহোরে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সুফার ফোর নিশ্চিত করল বাংলাদেশ
- 3 Match No. 5# ইন্ডিয়া বনাম নেপাল
- 4 Match No. 4# বাংলাদেশ বনাম আফগানিস্তান
- 5 Match No. 3# ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ ম্যাচ হাইলাইটস
- 6 Asia Cup Point Table 2023 Super 4 – এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল ২০২৩
- 7 এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর ম্যাচ কবে শুরু হবে
এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ | Asia Cup Point Table 2023
আপনি যদি একজন বাংলাদেশী ক্রিকেট ভক্ত হন তবে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে Group B Asia Cup Point Table 2023 এর দিকে।
কেননা এবারের এশিয়া কাপে গ্রুপ ডি তে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে অংশগ্রহণ করছে বাংলাদেশ।
তাই প্রথমেই আপনাদের Asia Cup Point Table 2023 Group সম্পর্কে বিস্তারিত জানাবো।
এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ “গ্রুপ বি”
দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | নেট রান রেট |
---|---|---|---|---|---|
বাংলাদেশ | 2 | 1 | 1 | 2 | +0.373 |
শ্রীলংকা | 1 | 0 | 1 | 2 | +0.954 |
আফগানিস্তান | 1 | 1 | 0 | 0 | -1.780 |
Asia Cup 2023:
৩২ বছর বয়সে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানি ক্রিকেটার
লাহোরে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সুফার ফোর নিশ্চিত করল বাংলাদেশ
আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ ২০২৩ সুফার ফোর নিশ্চিত করল বাংলাদেশ দল।
Asia Cup 2023 পয়েন্ট টেবিল জানার আগে আপনার জানা প্রয়োজন বাংলাদেশের খেলা কবে এবং কোন কোন দিন।
গ্রুপ পর্বে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২০২৩ এশিয়া কাপে বাংলাদেশ দলের দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলংকা ও নতুন ক্রিকেট পরাশক্তি হয়ে উঠা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান দল।
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ
২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে।
৩১ টি আগস্ট বাংলাদেশ সময় দুপুর 3:30 মিনিটে দিবারাত্রীর ম্যাচটি শুরু হবে ক্যান্ডি ক্রিকেট গ্রাউন্ড শ্রীলঙ্কায়।
এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ
২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে।
৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
Asia Cup Point Table 2023 – Group A
দল | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|
পাকিস্তান (Q) | 2 | 1 | 0 | 1 | 3 | +4.760 |
ভারত (Q) | 2 | 1 | 0 | 1 | 3 | +2.68 |
নেপাল | 2 | 0 | 2 | 0 | 0 | -3.629 |
গ্রুপ বি থেকে এশিয়া কাপে অংশগ্রহণ করছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সেই সাথে রয়েছেন এখনো নবাগত নেপাল।
তাই Group A Asia Cup Point Table 2023 খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।
ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ গ্রুপ এ তে খুব বেশি গুরুত্ব বহন না করলেও গ্রুপ বি তে খুবই গুরুত্ব বহন করবে।
কেননা নেট রান রেট গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি জয় নিয়েও এশিয়া কাপের সুপার ৪ পর্বে খেলার সম্ভব যদি আপনার রান রেট ভালো থাকে।
Match No. 6# আফগানিস্তান বনাম শ্রীলংকা
আজ ৫ই সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার এশিয়া কাপ শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম শ্রীলংকা। গতনে যেমন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তেমনি আফগানিস্তানের জন্য এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ।
শুধু জয় নয় শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালে তবে আফগানিস্তান সুপারফোরে খেলা নিশ্চিত করবে। বাংলাদেশ সময় দুপুর ৩.৩০ মিনিটে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে।
Match No. 5# ইন্ডিয়া বনাম নেপাল
আর ৪ সেপ্টেম্বর নেপাল বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টর্জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। উভয় দলে একটি করে পরিবর্তন এসেছে। আজ ভারতীয় দলে খেলছেন না ভোমরা, ভোমরার স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ সিরাজ।
৯.৫ ওভারে নেপা ওভারেলের উদ্বোধনী জুটির সংগ্রহ ৬৫ রান। ভারতীয় বোলারদের দিশেহারা করে ৬৫ রানের উদ্বোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে নেপালের সংগ্রহ ২৩০ রান।
বৃষ্টির কারণে ভারতীয় ইনিংসে নির্ধারিত সময় শুরু হলেও চতুর্থ ওভারে খেলা বন্ধ হয়ে যায়। ওয়ানডে ক্রিকেটে কোন দল বিশ্বকাপ না খেলতে পারলে ম্যাচের ফলাফল নির্ধারণ করা। বৃষ্টি থামার পর পুনরায় ভারতীয় ইনিংস শুরু হয় প্রায় দেড় ঘন্টা পর।
ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দ্রুত এগোতে থাকেন লক্ষের দিকে। ২০.১ ওভারে ভারতের সংগ্রহ ১৪৭ রান কোন উইকেট না হারিয়ে। এ সময় পুনরায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আইনে ভারত দশ উইকেটে জয় পায়।
এই জয়ে এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে সুপারফোর নিশ্চিত করল টিম ইন্ডিয়া।
Match No. 4# বাংলাদেশ বনাম আফগানিস্তান
আজ ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩০ মিনিটে। এশিয়া কাপ ২০২৩ এর টিকে থাকতে হলে বাংলাদেশকে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকার কাছে ৫ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ দল।
তাই আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মারার লড়াই। খারাপ ব্যাটিং পারফরমেন্সের কারণে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কপালে ভাজ।
তাই এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ এর আসল টুইস্ট দেখা যাবে আজ বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ শেষে।
Match No. 3# ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ ম্যাচ হাইলাইটস
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে শাহীন শাহ আফ্রিদির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজগোরে ফিরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১১ (২২)। সপ্তম ওভারে আবারও ভারতীয় শিবিরে আঘাত আনে শাহেনশা আফ্রিদি এবার ফিরান ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ৪ (৭)।
নিয়মিত বিরতিতে উইকেট করতে থাকে ভারত, ৬৬ রানে চার উইকেট হারিয়ে একপ্রকার চাপে পড়ে যায় ভারত। তবে ভারতকে সেই চাপ থেকে টেনে তুলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও ঈশান কৃষাণ।
ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া মিলে ১৬৮ রানের দুর্দান্ত জুটি করেন। তবে এই জুটি ভাঙ্গার পর পরবর্তীতে আবারো ব্যাটিং বিপর্যয় ঘটে টিম ইন্ডিয়ার।
তবে দুই সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে পুরো ৫০ ওয়্যার ব্যাট করতে পারেন এটি india। ৪৮ ওভার ৫ বলে ২৬৬ রানে অলআউট হয় ভারতীয় দল।
তবে এশিয়া কাপ ২০২৩ এর ভারত-পাকিস্তানের মধ্যকার মহা উত্তেজনাকর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তান তাদের ইনিংসে ব্যাট করার সুযোগ পায়নি বৃষ্টির কারণে।
এশিয়া কাপ ২০২৩ Match No. 2# বাংলাদেশ বনাম শ্রীলংকা
২০২৩ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা এবং ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে মোটেই ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ দল।
জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। নিয়মিত দুই ওপেনার ছাড়া বাংলাদেশ ওপেনিং জুটি একদম বেমানান মনে হচ্ছিল। মোহাম্মদ নাঈম এবং অভিষিক্ত তানজিদ তামিম দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। ৪২.৪ ওভারে ১৬৪ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত ৮৯ (১২২)।
১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা দল ৪৩ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ছন্দপতনের আভাস দিলেও শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৯ ওভারে নির্ধারিত লক্ষ্য পৌঁছে যায়।
এশিয়া কাপ ২০২৩ Match No. 1# পাকিস্তান বনাম নেপাল
2023 এশিয়া কাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পায় নবাগত নেপাল। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এবং এশিয়া কাপের বাছাই পরবে দুর্দান্ত পারফর্ম করা নেপাল প্রথম ম্যাচে সবাইকে হতাশ করেছে। পাকিস্তানের বিপক্ষে ২৩৮ রানের বিশাল পরাজয়ে এশিয়া কাপ শুরু করল নেপাল।
প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান। পাকিস্তানের হয়ে বাবুর আজম ১৫১ (১৩২) রান এবং ইফতেখার আহমদ ১০৯ (৭১) রান সংগ্রহ করেন।
জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করে নেপাল। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ২৩৮ রানের বিশাল জয় পায় স্বাগতিক পাকিস্তান।
Asia Cup Point Table 2023 Super 4 – এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল ২০২৩
30 August থেকে 5 September পর্যন্ত 2023 এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্ব থেকে চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ সুপার ফোর এর ম্যাচগুলি।
এশিয়া কাপ পয়েন্ট টেবিল সুপার ফোর যখনই শুরু হবে তারপর থেকে আমাদের এই পয়েন্ট টেবিলটি আপডেট করা হবে।
Team | Win | Loss | Points | NNR |
---|---|---|---|---|
N/A | 0 | 0 | 0 | 0.000 |
N/A | 0 | 0 | 0 | 0.000 |
N/A | 0 | 0 | 0 | 0.000 |
N/A | 0 | 0 | 0 | 0.000 |
আরও পড়ুনঃ
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি ছিল?
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর ম্যাচ কবে শুরু হবে
এবারের এশিয়া কাপে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে ছয়টি দল অংশগ্রহণ করছে।
২০২৩ এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।
গ্রুপ পর্বে প্রতিটি দলের দুইটি করে ম্যাচ থাকবে। ৩০ শে আগস্ট থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ ২০২৩ গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের তিনটি ম্যাচ শ্রীলঙ্কায় এবং তিনটি ম্যাচ পাকিস্তানের অনুষ্ঠিত হবে।
সুপার ফোর এর একটি ম্যাচ পাকিস্তানে হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি সব কটি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর পর্বের প্রথম ম্যাচটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এবং এশিয়া কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
Asia Cup Super 4 Match Schedule – এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর সময়সূচি
তারিখ | দল | সময় | স্টেডিয়াম |
---|---|---|---|
৬ সেপ্টেম্বর | সুপার ফোর, (এ১ v বি২) | দুপুর ৩.৩০ মিনিট | লাহোর, পাকিস্তান |
৯ সেপ্টেম্বর | সুপার ফোর, (বি১ v বি২) | দুপুর ৩.৩০ মিনিট | কলোম্বো, শ্রীলঙ্কা |
১০ সেপ্টেম্বর | সুপার ফোর, (এ১ v এ২) | দুপুর ৩.৩০ মিনিট | কলোম্বো, শ্রীলঙ্কা |
১২ সেপ্টেম্বর | সুপার ফোর, (এ২ v বি২) | দুপুর ৩.৩০ মিনিট | কলোম্বো, শ্রীলঙ্কা |
১৪ সেপ্টেম্বর | সুপার ফোর, (বি১ v এ১) | দুপুর ৩.৩০ মিনিট | কলোম্বো, শ্রীলঙ্কা |
১৫ সেপ্টেম্বর | সুপার ফোর, (এ২ v বি২) | দুপুর ৩.৩০ মিনিট | কলোম্বো, শ্রীলঙ্কা |
যখনি এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর দলগুলি অনুষ্ঠিত হয়ে যাবে তখনই আপনাদেরকে সময়সূচি সম্পর্কে জানিয়ে দেয়া হবে।
আপনি যদি একজন বাংলাদেশী ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই এবারের এশিয়া কাপে বাংলাদেশকে সমর্থন করবেন এবং আমাদের সাথে থাকবেন।
আরও পড়ুনঃ
বিশ্বকাপে নেইমারের গোল সংখ্যা কত?
Asia Cup Point Table 2023 FAQS
এশিয়া কাপ 2023 এ মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।
২০২৩ এশিয়া কাপে ছয়টি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। গ্রুপ দুটির নাম হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি।
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর খেলা শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে।
উপসংহার,
আশা করি আপনি এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই ব্লগ পোষ্টের মাধ্যমে।
Asia Cup Point Table 2023 সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সঠিক রান রেট, পয়েন্ট টেবিল, নেট রান রেট এবং সুপার পড়ে উত্তীর্ণ চারটি দলের পূর্ণাঙ্গ টেবিল দেখতে পাবেন।
এশিয়া কাপ ২০২৩ সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।
জমজমাট ও দুর্দান্ত এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে আর অন্য কোন পোস্টে।
এশিয়া কাপ ২০২৩ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ সুপার খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ সুপার ৪ খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ সুপার ৪ খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ সুপার ৪ খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ Super 4 এ খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ Super 4 এ খেলবে!!
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ সুপার ৪ খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ Super 4 এ খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২ সুপার ৪ খেলবে।
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ Super 4 এ খেলবে
বাংলাদেশ এশিয়া কাপ ২০২ সুপার ৪ খেলবে