ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম | English to Bengali

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম সম্পর্কে আপনি জানেন কি? বর্তমান সময়ে বাংলার পাশাপাশি চলার জন্য ইংরেজি ভাষা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ইংরেজি ভাষা বেশিরভাগ মানুষের কাছে কঠিন মনে হওয়ায় ইংরেজি সবাই আয়ত্ত করতে চায় না, আবার অনেকে পারেও নাহ।

কিন্তু যুগের সাথে তাল রেখে আজকাল সবকিছুই ইংরেজিতে সম্পাদন হয়ে থাকে। তাই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম জানা একান্ত জরুরি। আজকে আমরা জানবো কিভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম সম্পর্কে। 

ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা হওয়ায় অনেক আগে থেকেই ইংরেজি নির্ভর আধুনিক বিশ্ব তৈরি হচ্ছে।

কিন্তু, আধুনিকতার মাঝে ইংরেজির কারণে কি থেমে থাকবে নিজ ভাষায় বুঝতা না পারা? একদমই নাহ। ইংরেজি ভাষার অর্থ নিজের ভাষায় বুঝতে না পারলে প্রকৃত অর্থ বা বিষয় কখনোই বোঝা সম্ভব না। 

আজকের সম্পূর্ণ পোস্ট জুড়ে আমরা জানতে চেষ্টা করবো, কিভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম শেখা যায়। 

কোন কোন পদ্ধতিতে খুব সহজে ইংরেজি কোনো লেখা বা বিষয়কে খুব দ্রুত সময়ে বাংলায় অনুবাদ করা যায়।

এছাড়াও আজকের পোষ্টের শেষের দিকে জানবো এমন কিছু সফটওয়্যার এর কথা, যার সাহায্যে শুধু কপি পেস্টের মাধ্যমে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা অর্থ বের করে নিতে পারবেন। 

Rules for translating from English to Bengali – ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম 

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম

কোনো ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করাকে অনুবাদ বা ভাষান্তর বোঝায়। আজকে আমারা ভাষান্তরের পদ্ধতি সমূহের মধ্যে শিখবো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম। 

অর্থাৎ, ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষার পুনরাবৃত্তি। বিভিন্ন ভাষা গোষ্ঠীর মধ্যে তথ্য আদানপ্রদানের জন্য প্রধান উৎস হচ্ছে অনুবাদ।

পৃথিবীতে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা থেকে নিজস্ব ভাষায় সাহিত্য-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞানের তথ্য প্রকাশ করে থাকে। 

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বলে যাওয়া ভাষা হচ্ছে ইংরেজি।  বিশ্বের প্রতিটি দেশের মানুষই নিজ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা জানার চেষ্টা করেন।

তাই অনেকে এমন রয়েছেন যারা ইংরেজি জানেন না তারা চাইলেই ইংরেজি ভাষার তথ্যগুলো নিজ ভাষায় অনুবাদ বা রূপান্তর করে এই বিষয়ে পরিষ্কার ধারণা নিতে পারেন। 

বিশ্বে যে কয়টি ভাষা রয়েছে তার মধ্যে কথা বলে ভাব প্রকাশের দিক থেকে ভাষার অবস্থানে বাংলা ভাষার অবস্থান সপ্তম।

এই বিপুলসংখ্যক ভাষাভাষী প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো জানার জন্য ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে নিজেদের তথ্য জানতে চান। 

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারার জন্য দুই ভাষাতেই যথেষ্ট পারদর্শী হতে হবে এমনটা জরুরি নয়। 

এজন্য বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজিতে লেখা সাহিত্য ও জ্ঞানের বই, পত্র-পত্রিকা ইত্যাদি পড়ার অভ্যাস করলে এই ধরনের দক্ষতা গড়ে ওঠে খুব সহজে।

বাংলা অনুবাদের ধরন কি? – ইংরেজি থেকে বাংলা অনুবাদ online

বাংলাতে অনুবাদ দুই ধরনের হয়ে থাকে। একটি আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ। 

এবার এই আক্ষরিক এবং ভাবানুবাদ এই দুই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই দুইতি বিষয়ে জানতে পারলেই অন্য কোনো ভাষাকে বাংলায় অনুবাদ সমরকে শতভাগ ধারণা এসে যাবে আপনার মাঝে। 

আক্ষরিক এবং ভাবানুবাদের ধরন সম্পর্কে জেনে নেওয়া যাক। চলুন জেনে নেই, আক্ষরিক এবং ভাবানুবাদ মুলক অনুবাদের ধরন সম্পর্কে।  

বাংলা আক্ষরিক অনুবাদ । ইংরেজি বাংলা অনুবাদ 

একটি ভাষার শব্দের পরিবর্তে অন্য একটি ভাষার শব্দ বসিয়ে অনুবাদ করাকে বলা হয় আক্ষরিক অনুবাদ।

আক্ষরিক অনুবাদ মূল অনুগ হয়ে থাকে। এ ধরনের অনুবাদ প্রায় ক্ষেত্রেই কৃত্রিম ধরনের হয়ে থাকে। আক্ষরিক অনুবাদের ভাষার সৌন্দর্য এবং মাধুর্য থাকে না বললেই চলে। 

যেমনঃ “There was no reply” – এই বাক্যটির আক্ষরিক অনুবাদঃ “সেখানে কোনাে উত্তর ছিল না”। এ জাতীয় অনুবাদ গ্রহণযােগ্য করা হয় নাহ। 

গ্রহণযােগ্য অনুবাদ হবেঃ “কোনাে উত্তর এল না”। সাবলীল হয় না বলে সাধারণত আক্ষরিক অনুবাদ পরিহার করা হয়ে থাকে।

তবে দলিল-দস্তাবেজ, বিজ্ঞান এবং আইনের বিষয়ের অনুবাদ অনেক ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ হয়ে থাকে।

ব্লগ লিখে আয় করার উপায়

ভাবানুবাদ অনুবাদের ধরন । ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম

মূল অর্থ ঠিক রেখে নিজের ভাষার রীতি অনুযায়ী স্বাধীন অনুবাদকে ভাবানুবাদ বলা হয়ে থাকে।

ভাবানুবাদ এর মতো এই ধরনের অনুবাদ মূলা অনুগ হয় না। কিন্তু প্রাঞ্জল, সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী হয়ে থাকে।

আক্ষরিক অনুবাদ রস উপলদ্ধির পক্ষে বাধা হয় বলে সাহিত্যের অনুবাদ সাধারণ  ভাবেই ভাবানুবাদ হয়ে থাকে।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ online

অনুবাদ মানেই এক ভাষার শব্দের বদলে শুধুমাত্র অন্য ভাষার শব্দ সাজানাে নয়। বরং মূল ভাব অথবা বক্তব্য অন্য ভাষায় প্রকাশ করাকেই অনুবাদ বলে।

তাই ইংরেজি থেকে বাংলা অনুবাদের সময় নিচের কয়েকটি প্রধান দিকের প্রতি অত্যন্ত গুরুত্ব পূর্ণতার সাথে লক্ষ্য রাখা দরকার।

চলুন জেনে নেওয়া যাক লক্ষণীয় বিষয় সমূহ। 

  • যেকোনো অনুবাদ করার সময় নির্ধারিত অংশটুকু মন দিয়ে বারবার পড়ে মূল কথা বােঝার চেষ্টা করতে হবে নিজেকেই।
  • দুর্বোধ্য শব্দ বা বাক্যাংশের অর্থ জানা না থাকলে বক্তব্য বিষয়ের সঙ্গে সংগতি রেখে সম্ভাব্য অথবা কাছাকাছি বাংলা শব্দ ব্যবহার করতে হবে। অনুবাদ সত্য না হলে ক্ষেত্র বিশেষে দুর্বোধ্য শব্দ বা বাক্যাংশটুকু হুবহু বাংলা বাক্যে ব্যবহার করা যেতে পারে।
  • ইংরেজি অনেক শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ কখনোই সম্ভব নয়। এমন ক্ষেত্রে ভাবানুবাদ করা ছাড়া কোনো উপায় থাকে না।
  • মূলের বাচ্য এবং ক্রিয়ার কাল অনুবাদে অপরিবর্তিত রাখতে হয় আমাদের।
  • মূল বাক্য জটিল অথবা যৌগিক বাক্য হলে বাংলা অনুবাদের সুবিধার জন্য তা একাধিক বাক্যে ভেঙে অনুবাদ করা উচিত, এটি সবচেয়ে ভালাে হয়।  

আরও পড়ুনঃ

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান | পদ্মা সেতু a to z তথ্য জানুন

NID Card Download Bangladesh | আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

আর্টিকেলের ব্যবহার জানা । ইংরেজি থেকে বাংলা 

কখনই ইংরেজি বাক্যের article a, an, the এর ব্যবহার বাংলা বাক্যে ব্যবহার হয় না। এ দিকে আপনাকে খেয়াল রাখতে হবে।

যেমন ধরেনঃ The sun rises in the east and sets in the west – সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।

ক্রিয়ার কাল ঠিক রাখা । Rules for translating from English to Bengali 

ক্রিয়ার যে রূপের মাধ্যমে ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায়, সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয়ে থাকে।

অনুবাদ করার সময় অবশ্যই ক্রিয়ার কাল আপনাকে ঠিক রাখতেই হবে। এছাড়া  বাচ্যও ঠিক রাখতে হবে।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম সম্পর্কে এতক্ষণ অনেক কিছু জানলাম।

এবার জানবো, গুগল ব্যবহার করে কিভাবে ইংরেজি লেখাকে বাংলায় অর্থ অর্থাৎ অনুবাদ করতে পারি। 

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার জন্য আপনাকে প্রথমে গুগল ট্রান্সলেটর অ্যাপ ইনস্টল করতে হবে অথবা গুগল থেকে এই সফটওয়্যারের ওয়েবসাইটে যেতে হবে।

এখান থেকে ক্লিক করে সরাসরি সফটওয়্যারে প্রবেশে জন্য এখানে ক্লিক করুন। 

১) ক্লিক করার পর আপনি নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।সেখানে আপনার ভাষা সিলেক্ট করতে হবে অর্থাৎ বামপাশে ইংরেজি সিলেক্ট করতে হবে এবং ডান পাশে কোন ভাষায় অনুবাদ করবেন অর্থাৎ বাংলা সিলেক্ট কর দিবেন। 

গুগল থেকে কিভাবে অনুবাদ করা যায়
গুগল থেকে কিভাবে অনুবাদ করা যায়

এখানে বলে রাখা ভালো, কয়েকশ ভাষার অনুবাদ এখান থেকে করা সম্ভব।

তবে শুধুমাত্র বাংলা এবং ইংরেজির ব্যবহার আমাদের দেশে বেশি করা হয়ে থাকে। আপনি চাইলে অন্যান্য ভাসাও অনুবাদ করতে পারেন। 

২) তারপর তীর চিহ্ন ক্লিক করবেন অথবা ইন্টার চাপ দিবেন আপনার সম্পূর্ণ লেখা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সম্পন্ন হয়ে যাবে। 

এভাবে সব থেকে সহজেই ইংরেজি থেকে যেকোনো লেখা বাংলায় অনুবাদ করতে পারেন।

এছাড়াও প্রচুর পরিমাণ ইংরেজি সাহিত্য কবিতা নিউজপেপার পড়লে খুব সহজেই আসতে আসতে সবকিছু সহজ হয়ে যায় নিজ থেকেই ব্জহা যায় ইংরেজি লেখার বাংলা অনুবাদ।

ইংরেজি থেকে বাংলা করার সফটওয়্যার

বর্তমানে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সহজেই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা যায় এর জন্য আপনাকে বিশেষ কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না।

পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে সবগুলো ভাষার উপরে গুগল বিশেষ রিসার্চ টিম রেখেছে।

আপনি তাই গুগলের সফটওয়্যার ব্যবহার করে ইংরেজি থেকে বাংলা করার করতে পারেন। 

গুগল ট্রান্সলেট আপনার জন্য হতে পারে ইংরেজি থেকে বাংলা করার সেরা সফটওয়্যার।

আরও পড়ুনঃ

অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন ঘরে বসে

সিলভার কাকে বলে | What is Silver in Bangla?

ভ্যাকসিন কার্ড ডাউনলোড | surokkha gov bd টিকা কার্ড ডাউনলোড

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম Online FAQS

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম কি?

আপনি যদি ইংরেজি বিষয়ে কিছু জানতে চান তবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম হচ্ছে গুগল ট্রান্সলেট ব্যাবহার করা।

গুগল থেকে কিভাবে অনুবাদ করা যায়?

আপনি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যাবহার করতে পারেন। গুগলে এখন আপনি ইংরেজি থেকে যে কোন ভাষায় রুপান্তর করতে পারবেন। গুগল ট্রান্সলেট ব্যাবহার করতে এই লিংক টি ব্যাবহার করুন https://translate.google.com.

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন?

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে প্রথমে আপনি আপনার ইংরেজি শব্দ গুলিতে কপি করুন। তারপর গুগল ট্রান্সলেট লিংকটি ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভাষা নির্বাচন করুন এবং কপি করা শব্দ গুলি পেস্ট করুন।

উপসংহার

আশা করছি আজকের এই পোস্ট পড়ে আপনি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম সম্পর্কে পুরোপুরি বুজতে পেরেছেন। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।