সিলভার কাকে বলে | What is Silver in Bangla?

সিলভার কাকে বলে এই বিষয়ে জানতে এখন অনেকেই গুগল করে থাকেন। কিভাবে সিলভার খনন করা হয়। বাংলাদেশে সিলভারের ব্যবহার করা হয় কি কি কাজে। সিলভারের গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আপনাদের জানাবো। এখানে সিলভারের উপকারী এবং অপকারি দিক সম্পর্কে আপনি জানবেন। 

সিলভারের বাংলা শব্দ রুপা। অর্থাৎ, রুপার ইংরেজি শব্দ সিলভার। আগেকার দিনে রুপার মান কম থাকলেও বর্তমান সময়ে রুপার মূল্য বাড়তে শুরু করেছে। 

আপনি কি সিলভার বা রুপা সম্পর্কে সব তথ্য এক পোষ্টের মধ্যে জানতে চাচ্ছেন?

তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের এই আর্টিকেলের মাধ্যমে রুপার বা সিলভার বিষয়ে আদ্দপান্থ সবই জানানোর চেষ্টা করবো। চলুন সিলভার সম্পর্কে সবকিছু জানতে পড়ে নেয়া যাক আজকের পোস্টটি। 

সিলভার কি?

সিলভার হচ্ছে একটি ধাতু, পর্যায় সারণীর ৪৭ নম্বর মৌল হচ্ছে সিলভার বা রুপা। এটি দেখতে চকচকে সাদাটে এবং নরম একটি ধাতু।

ধাতব পদার্থ সমূহের মধ্যে বিদ্যুৎ ও তাপ পরিবহণ, আলোর প্রতিফল ইত্যাদির জন্য এটি সর্বোৎকৃষ্ট ধাতু।

সিলভার কাকে বলে? – What is Silver in Bangla

What is Silver? সিলভার কাকে বলে
What is Silver? সিলভার কাকে বলে

সিলভার ল্যাটিন শব্দ আরতজেন্তা থেকে এসেছে। সিলভার বা রুপা যার অর্থ আলোর মতো সাদা। সিলভারের বৈজ্ঞানিক নাম আর্জেন্টাম। 

“Silver” সিলভার একটি ইংরেজি শব্দ। সিলভারের বাংলা অর্থ রুপা বা রৌপ্য। রুপা বা সিলভার একটি অত্যন্ত মূল্যবান ধাতু এবং দেশ এবং বিশ্বে এর মূল্য অনেক। 

সোনার দাম বেশি নাকি সিলভারের দাম বেশি? 

প্রাচীনকালে সোনার দামের তুলনায় রুপার বা সিলভারের দাম অনেক বেশি ছিলো। এর অন্যতম কারণ হিসেবে দেখা যায়, তখনকার সময়ে সোনা শুধুমাত্র মুদ্রা এবং অলঙ্কার হিসেবে ব্যবহার করে হতো। তখন রুপা মুদ্রা এবন অলঙ্কার ছাড়াও আরও বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হতো। তখনকার সময়ে সোনা এবং রুপার মূল্যের পরিমাণ ছিলো ২ঃ৫ঃ১।   

আরও পড়ুনঃ

পাকিস্তানের আয়তন কত?

GP Balance Check Code

রক্তপাতহীন বিপ্লব কাকে বলে

সিলভার ধাতু নাকি অধাতু? 

রসায়ন বিজ্ঞানে পর্যায় সারণীর ৪৭ নাম্বার মৌল হচ্ছে সিলভার বা রুপা। সিলভারের সংকেত Ag।  প্রকৃতি থেকে সক্রিয় ধাতু সমূহের প্রচুর পরিমাণে যৌগ পাওয়া যায় সিলভারে। 

তবে, কম সক্রিয় ধাতুর যৌগ অনেক কম পরিমাণে পাওয়া যায়। প্রকৃতি থেকে কম পাওয়ার ফলে সিলভার ধাতুর মূল্যমান অনেক বেশি। 

প্রকৃতিতে এমন কম পরিমাণে পাওয়া ধাতু সিলভারের সাথে রয়েছে, কপার, জিংক, টিন এবং লেড ইত্যাদি।বর্তমান বিশ্বে সবথেকে ব্যবহৃত ধাতু হচ্ছে সিলভার। সিলভার ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা এবং আলোর প্রতিফলন সহ ইত্যাদির জন্য এটি সবচেয়ে অন্যতম সফল ধাতু।  

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

সিলভার কিভাবে খনন করা হয়? 

সিলভার হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে বা মাটির নিচ থেকে সিলভার ধাতু সংগ্রহ করা হয়। 

অন্যান্য ধাতু সংগ্রহ করার মতো সিলভার বা রুপা ধাতু সংগ্রহ করারও কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিতে কয়কেটি ধাপ অনুসরন করে প্রকৃতি থেকে সিলভার সংগ্রহ করা হয়। 

বিশ্বব্যাপী খুব কম এলাকার খনিজ খনিতে সিলভারের সন্ধান মেলে। এবং এটি উত্তলন প্রক্রিয়ার মাধ্যমে উত্তলন করে পরিশোধন করে সিলভার বের করা হয়।

আরও পড়ুনঃ

ঘরে বসে টাকা আয় করার ১০ টি উপায়

Robi Minute Check Code BD 

রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড নাম্বার

সিলভার কি? এবং সিলভার কাকে বলে? FAQS

সিলভার কাকে বলে?

মূলত সিলভার হচ্ছে রুপা বা রৌপ্যে ধাতু। ইংরেজি শব্দে হচ্ছে Silver। সুতরাং রুপাকেই সিলভার বলা হয়।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
সিলভার কি?

সিলভার হচ্ছে একটি ধাতু।

সর্বশেষে

আজকে আমরা সিলভার ধাতু সম্পর্কে জানতে চেষ্টা করেছি যেখানে আপনি জানতে পেরেছেন সিলভার কাকে বলে।

আমাদের কাছে থাকা সিলভার সম্পর্কে তথ্যের সম্পূর্ণটা আপনাদের জানানোর চেষ্টা করেছি।

আশা করছি বিষয়ে আপনারা জানতে পেরে যথেষ্ট উপকৃত হয়েছেন।

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment