সুপ্রিয় পাঠক বৃন্দ শবে বরাতের নামাজ কত রাকাত সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজ আমরা এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে শবে বরাতের নামাজ কত রাকাত সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
মূলত আগামী পবিত্র শবে বরাত কে সামনে রেখে শবেবরাতের নামাজ কত রাকাত পড়তে হবে এবং শবে বরাতের নামাজের নিয়ম কানুন সম্পর্কে অনেকেই google এর মাধ্যমে সার্চ করে থাকেন।
তাই আমরা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে শবে বরাতের নামাজ কয় রাকাত এর পাশাপাশি শবে বরাতের নামাজের নিয়ত সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও শবে বরাত সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এবং মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে দিকনির্দেশনা রয়েছে।
সে সকল দিকনির্দেশনা গুলো আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই শবে বরাতের নামাজ সম্পর্কে এবং এর পাশাপাশি শবে বরাতের ফজিলত সম্পর্কে জানতে আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
Content Summary
শবে বরাতের নামাজ কত রাকাত আদায় করতে হয়
হাদিস শাস্ত্রে ‘শবে বরাত’ বলতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে, তা হলো ‘নিসফ শাবান’ বা ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা ‘শাবান মাসের মধ্য রজনী’।
মূলত শবে বরাত এই কথাটি এসেছে ফারসি শব্দ থেকে।
শবে অর্থ হচ্ছে রাত এবং বরাত অর্থ হচ্ছে মুক্তি।
এর অর্থ দাঁড়ায় শবেবরাত হচ্ছে মুক্তির রাত। মহান আল্লাহ তায়ালা এই রাতে অগণিত মাখলুককে ক্ষমা করে দেবেন।
যদি কিনা সঠিকভাবে তারা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে এবং তওবা করতে পারে।
হাদিস শরিফে আছে, হযরত আয়েশা (রা.) বলেন, নবীজি (সা.) তাকে বলেছেন, এ রাতে বণিক কাল্পনিক ভেড়ার পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন (সুবহানাল্লাহ!)। এটি তিরমিজি শরিফের ৭৩৯ নম্বর হাদিস।
কিভাবে শবে বরাতের নামাজ পড়তে হয় এবং কত রাকাত পড়তে হয়
শবেবরাতের নামাজ আপনারা নির্দিষ্ট ভাবে কত রাকাত পড়তে হবে সেটি কোরআন কিংবা হাদিসে কোথাও উল্লেখ নেই।
তবে হাদিসে উল্লেখ রয়েছে যে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন শাবান মাসের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল নামাজ পড়বে এবং দিনে রোজা পালন করবে।
ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। সুতরাং নফল ইবাদতের মধ্যেও শ্রেষ্ঠ হলো নফল নামাজ। এটি ইবনে মাজাহ শরিফের ১৩৮৪ নম্বর হাদিস।
আর তাই দুই রাকাত করে যত খুশি তত বার নামাজ পড়তে পারেন।
আর তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এখন নিয়ত করবেন কিভাবে?
বলবেন, আমি দুই রাকাত নফল নামাজ পরছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার।
এভাবে সংকল্প করলেই আপনার নামাজ হয়ে যাবে।
তবে এখানে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস তিনবার পড়তে হবে বা সূরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই।
এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে (ইনশাল্লাহ!)।
শবে বরাতের রোজা কয়টি? রোজা রাখা যাবে কি না?
হজরত মোহাম্মদ (সা.) ইরশাদ করেন, ১৫ শাবান রাতে তোমরা জেগে থেকে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। এ হাদিস দিয়ে শবে বরাতের একটি নফল রোজা প্রমাণিত হয়।
তবে বিভিন্ন হাদিসে হযরত মোহাম্মদ (সা.) প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তিনদিন তিনটি নফল রোজা (আইয়াম বীজ) রাখতে উৎসাহিত করেছেন।
সে হিসেবে শাবান মাসেও এ তিনটি রোজা রাখা যেতে পারে।
আবার অন্য আর একটি হাদিসে রয়েছে, হযরত উম্মে সালমা ও হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে,
শাবান মাসে হজরত মোহাম্মাদ (সা.) অধিকহারে রোজা রাখতেন। যেন তিনি গোটা শাবান মাসই রোজা রাখতেন।
সে হিসেবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই সওয়াবের কাজ। (তিরমিযি ১/১৫৫, ১৫৬, ১৫৯)।
আরও পড়ুনঃ
শবে বরাতের নামাজ কত রাকাত FAQS
দুই রাকাত করে যত খুশি তত বার নামাজ পড়তে পারেন।
আপনারা শবে বরাতের জন্য ৩ টি রোজা রাখতে পারেন। হযরত মোহাম্মদ (সা.) প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তিনদিন তিনটি নফল রোজা (আইয়াম বীজ) রাখতে উৎসাহিত করেছেন।
উপসংহার
সুপ্রিয় পাঠক বৃন্দ শবে বরাতের নামাজ কত রাকাত আছে সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
এছাড়াও শবে বরাতের রোজা সম্পর্কে আজকের এই আর্টিকেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি।
আমরা আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
এবং আপনারা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কিভাবে শবে বরাতের নামাজ আদায় করতে হবে।
এ বিষয়ে যদি তবুও আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো করতে চান তারা আমাদের ওয়েব সাইটে ভিজিট করতে পারেন।
আমাদের ওয়েবসাইট থেকে আপনারা এ ধরনের আর্টিকেলগুলো সবার আগে পেয়ে যাবেন এবং অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
আমাদের ওয়েবসাইট সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।
আরও পড়ুনঃ
রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে?
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।