তারাবির নামাজ কত রাকাত? – Tarabi Namaz Koto Rakat

সুপ্রিয় পাঠকবৃন্দ তারাবির নামাজ কত রাকাত সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজ আমরা এই গুরুত্বপূর্ণ আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো তারাবির নামাজ কত রাকাত এবং তারাবির নামাজ এর সকল নিয়ম কানুন সম্পর্কে।

মূলত পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা সকলেই তারাবির নামাজ কত রাকাত এবং তারাবির নামাজ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানার আগ্রহ প্রকাশ করে থাকি। পবিত্র এই মাসটিকে কেন্দ্র করে সঠিক নিয়মে তারাবির নামাজ আদায় করতে হবে সেটি আমরা সকলেই জানি।

কিভাবে আপনারা খুব সহজে তারাবির নামাজ আদায় করতে পারবেন এবং এই সকল নিয়মকানুন গুলো সহ আজকের এই আর্টিকেলটি গঠন করা হয়েছে।

তারাবির নামাজ কত রাকাত, তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কিত সকল বিষয়গুলো জানতে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইল।

তারাবির নামাজ কত রাকাত? – Tarabi Namaz Koto Rakat

তারাবির নামাজ কি ও কাকে বলে
তারাবির নামাজ কি ও কাকে বলে

পবিত্র মাহে রমজান মাসে প্রতিটি মুসলমান ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ।

এই রোজা রাখার প্রেক্ষিতে অবশ্যই আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে।

এখন বিভিন্ন সময় নানান ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে তারাবির নামাজ নিয়ে।

তারাবির নামাজ কত রাকাত?

তারাবির নামাজ কি ৮ রাকাত নাকি ২০ রাকাত?

এই সকল বিষয়গুলো নিয়েও আমরা বিভিন্ন সময় নানান ধরনের প্রশ্ন করে থাকি।

মূলত তারাবির নামাজের রাকাত সংখ্যা শরীয়তে বিশুদ্ধ দলিল এবং প্রমাণের মাধ্যমে প্রমাণিত।

গ্রহণযোগ্য সূত্রের মাধ্যমে বর্ণিত হয়েছে যে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ২০ রাকাত তারাবির সালাত আদায় করেছেন। 

এখন প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ কত রাকাত আদায় করতে হবে?

তারাবির নামাজ ৮ রাকাত নয়, ২০ রাকাত হিসেবেই এটি প্রমাণিত।

এমন অনেকই রয়েছেন যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২০ রাকাত তারাবি বিষয়ক হাদিসটিকে সূত্রের বিচারে অনির্ভরযোগ্য প্রমাণ করার চেষ্টা করেন।

তবে বিশুদ্ধ সূত্র সাহাবায়ে কেরামের আমলই প্রমাণ করে যে, সাহাবায়ে কেরামরা আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ (সা.) এর কাছ থেকে ২০ রাকাত তারাবির নামাজ আদায়ের শিক্ষা পেয়েছেন।

আমিরুল মুমিনীন হযরত উমর ফারুক (রা.)-এর খেলাফতকাল থেকে অবিচ্ছিন্ন কর্মধারায় এখন পর্যন্ত মক্কা শরিফের মসজিদুল হারাম ও মদিনা শরিফের মসজিদে নববীসহ সকল মসজিদে বিশ রাকাত তারাবি পড়া হয়।

এ দীর্ঘ সময়ে কোথাও আট রাকাত তারাবির প্রচলন ছিল না।

তারাবির নামাজ কি ও কাকে বলে? – What is Taraweeh prayer?

পবিত্র মাহে রমজানের রাত্রিকালে এশারের চার রাকাত ফরজ নামাজ এবং দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের পর বিতেরের নামাজ আদায়ের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয় তাকে তারাবি নামাজ বলে।

আরবিতে “তারাবিহ” শব্দটির মূল ধাতু হচ্ছে “রাহাতুন”।

আর এই “রাহাতুন”  শব্দের অর্থ হচ্ছে  আরাম অথবা বিশ্রাম করা। 

আমরা যখন তারাবির নামাজ আদায় করি সে সময় প্রতি দুই রাকাত কিংবা চার রাকাত পর পর বিশ্রাম করার জন্য কিংবা একটু বসার নাম একটু বসার নামই হচ্ছে “তারাবি”। 

তারাবির নামাজ দীর্ঘ সময়ের নামাজ এবং কঠোর পরিশ্রম লাঘবের জন্য প্রতি দুই রাকাত কিংবা বিশেষভাবে চার রাকাত পর পর একটু বসে বিশ্রাম করে দোয়া এবং তসবি পাঠ করতে হয় বিধায় এই নামাজের নাম “সালাতুল তারাবি” বা তারাবির নামাজ।  

রমজান মাসে রোজা সঠিকভাবে নির্দিষ্ট আকারে তারাবির নামাজ জামাতে আদায় করা।

এবং সম্পূর্ণভাবে কোরআন শরীফ খতম করা কে বলা হয়ে থাকে সুন্নতে মুয়াক্কাদা।

তারাবির নামাজ সুন্নত নাকি নফল – Is Tarawi prayer Sunnah or Nafal?

পবিত্র মাহে রমজানে সঠিকভাবে রোজা পালনের জন্য অবশ্যই তারাবির নামাজ পড়তে হবে।

আর এই তারাবির নামাজ সুন্নত নাকি নফল সে সম্পর্কে অনেকেই গুগল সার্চ করে থাকেন।

তারাবির নামাজ পুরুষ কিংবা মহিলা সকলের জন্যই সুন্নতে মুয়াক্কাদা।

পুরুষদের মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করতে হবে।

কেননা খোলাফায়ে রাশেদীন (বিশেষ করে উমর রাযি.-এর খেলাফতের শেষ জামানা থেকে) মুয়াযাবাত তথা নিয়মিত তারাবী নামায পড়তেন।

মুয়াযাবাত তথা নিয়মিতই নামাজ আদায় করতেন।

এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ

অর্থঃ তোমরা আমার সুন্নাত কে আঁকড়ে ধর এবং খোলাফায়ে রাশেদীনের সূন্নাতকে আঁকড়ে ধর।

তার উপর তোমরা অটুট থাক।” (আবু দাউদ ৪৬০৭, তিরমিজী ২৬৭৬)

এছাড়াও এ বিষয়ে ইমাম নববী বলেন, صلاة التراويح سنة بإجماع العلماء আলেমগণের ইজমা অনুযায়ী তারাবী নামাজ পড়া সুন্নত। (আলমাজমূ ৪/৩১)

পবিত্র তারাবির নামাজকে সুন্নত হিসেবে যে অস্বীকার করবে অথবা অবৈধ মনে করবে সে বিদায়াতের আবিষ্কার অথবা পথভ্রষ্ট।

আর তাহতাবী কিতাবে রয়েছে যে তারাবী নামায সুন্নত, এই নামায বর্জন ও ছেড়ে দেওয়া জায়েয নাই। (কামুসুল ফিকহ ২/৪৪৮)

এছাড়াও আপনারা অবশ্যই মনে রাখবেন যে সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের মতই।

অর্থাৎ আপনারা যদি ওয়াজিবের ব্যাপারে যেমন জবাবদিহি করতে হবে তেমনি সুন্নতে মুয়াক্কাদার ক্ষেত্রেও আপনাকে জবাবদিহি করতে হবে।

তবে ওয়াজিব তরককারীর জন্য সুনিশ্চিত শাস্তি পেতে হবে, আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কখনো মাফ পেয়েও যেতে পারে।

তবে শাস্তিও পেতে পারে।

আরও পড়ুনঃ

কুরআন শব্দের অর্থ কি?

এশার নামাজ কয় রাকাত ও কি কি?

শবে বরাত কবে ২০২৩

তারাবির নামাজের নিয়ম কানুন – Rules of Tarabi Namaz Prayer | তারাবির নামাজ কত রাকাত

অবশ্যই তারাবির নামাজ আদায় করার ক্ষেত্রে আপনাদের কিছু বিশেষ নিয়মকানুন অনুসরণ করতে হবে।

তারাবির নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই অন্যান্য নামাজের মতই ওযু করবেন।

এর পরবর্তীতে এশার নামাজের চার রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন।

এর পরবর্তীতে বিতের নামাজ আদায় না করে দুই রাকাত করে দশ সালামে ২০ রাকাত নামাজ আদায় করাই হচ্ছে তারাবির নামাজ।

প্রতি চার রাকাত পর পর বিশ্রামের জন্য কিছুক্ষণ সময় বসে দোয়া এবং তাজবীদ পাঠ করতে পারবেন।

তারাবির নামাজ আদায় করার শেষে আপনারা বিতরের নামাজ আদায় করতে পারবেন।

আপনারা এভাবে খুব সহজেই তারাবির নামাজ আদায় করে নিতে পারেন।

তারাবির নামাজের নিয়ত – Tarabi Namaz Niyat

মূলত আপনারা দুই ভাবে তারাবির নামাজের নিয়ত করতে পারবেন।

আপনারা চাইলে বাংলাতে তারাবির নামাজের জন্য নিয়ত করতে পারেন।

অথবা আপনারা আরবেতে ও খুব সহজেই তারাবির নামাজের নিয়ত করতে পারবেন।

বাংলায় তারাবির নামাজের নিয়তঃ আমি কেবলামুখি হয়ে দুই রাকাআত তারাবির সুন্নতে মুয়াাক্কাদাহ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। (জামাআত হলে যোগ করতে হবে এ ইমামের পেছনে পড়ছি)।

আরবিতে তারাবির নামাজের নিয়তঃ নাওয়াাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

এভাবেই আপনারা খুব সহজে অন্যান্য নামাজ আদায় করার মতোই এই নামাজের ক্ষেত্রেও নিয়ত করতে পারবেন। 

তারাবির নামাজের মোনাজাত – Tarabi Namaz Munajat Bangla

তারাবির নামাজের মোনাজাত
তারাবির নামাজের মোনাজাত

এ পর্যায়ে আমরা কিভাবে তারাবির নামাজের মোনাজাত করব সেই সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে।

তারাবির নামাজ আদায় করলে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের মোনাজাত করার প্রয়োজনীয়তা রয়েছে।

এক্ষেত্রে কিভাবে আপনারা মোনাজাত করবেন সেই সম্পর্কেই আমরা আলোচনা করব। 

তারাবির নামাজের মোনাজাত আরবিঃ

আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার।

বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু।

আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’

আপনারা অনেকেই রয়েছেন যারা চার রাকাত পর পর মোনাজাত করে থাকেন।

আবার এমন অনেকেই আছে যারা সম্পূর্ণ নামাজ শেষ করার পর একসঙ্গে মোনাজাত করে থাকেন।

তবে আপনার তারাবির নামাজ আদায় করার শেষে বিতরের নামাজ আদায় করার পর মোনাজাত ধরাই উত্তম।

এছাড়াও প্রতিটি মুসলিম দেশব্যাপী মোনাজাতের জন্য মানুষের কাছে একটি দোয়া ব্যাপকভাবে প্রচলিত রয়েছে।

তবে তারাবির নামাজের দোয়ার মত এই মোনাজাতীয় নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

তবে অনেকেই মনে করেন যে এই দোয়াটি ছাড়া কখনোই আপনাদের মোনাজাত সম্পন্ন হবে না কিংবা তারাবির নামাজ হবে না। 

এ ধারণাটি একদমই ঠিক নয় সম্পূর্ণভাবে ভুল। 

আপনারা যদি এভাবে মোনাজাত না করেন সে ক্ষেত্রে আপনাদের গুনাহ হবে না কিংবা নামাজ ভুল হবে না। 

তবে একটি দোয়া রয়েছে এই দোয়াটি আপনারা সকলেই পড়তে পারেন।

দোয়াটি হচ্ছেঃ আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আ’ন্নি।

আরও পড়ুনঃ

শবে বরাতের নামাজ কত রাকাত?

শবে বরাতের ফজিলত

সুরা হাশরের শেষ তিন আয়াত

তারাবির নামাজ কত রাকাত FAQS

তারাবির নামাজ কত রাকাত?

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত গ্রহণযোগ্য ভাবে তারাবির নামাজ ২০ রাকাত।

তারাবির নামাজ কি?

মাহে রমজানের রাত্রিকালে এশারের চার রাকাত ফরজ নামাজ এবং দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের পর বিতেরের নামাজ আদায়ের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয় তাকে তারাবি নামাজ বলে।

তারাবির নামাজ কয় রাকাত করে পড়তে হয়?

তারাবির নামাজ অবশ্যই ২ রাকাত করে সর্বমোট ২০ রাকাত আদায় করতে হয়।

উপসংহার 

সুপ্রিয় পাঠকবৃন্দ তারাবির নামাজ কত রাকাত সে সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা খুব সহজেই তারাবির নামাজ কত রাকাত সে সম্পর্কে জানতে পেরেছেন।

মূলত প্রতিটি ধর্ম প্রাণ মুসলমান মানুষের জন্য তারাবির নামাজ এবং মাহে রমজান সম্পর্কে জানার গুরুত্ব অপরিসীম।

আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন কিংবা মতামত থেকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

এছাড়াও আপনারা যারা অনলাইন ইনকাম কিংবা অন্যান্য জ্ঞানমূলক আর্টিকেল গুলো পড়তে চাইছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমাদের ওয়েবসাইট সংক্রান্ত যেকোনো আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে

আরও পড়ুনঃ

১ম রোজার ফজিলত কি?

রোজা ভাঙার কারণ সমূহ

রোজা কত তারিখে ২০২৩?

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment