যোহরের নামাজ কয় রাকাত, নামাজের নিয়ত এবং নিয়ম

প্রিয় পাঠকগণ যোহরের নামাজ কয় রাকাত এবিষয়ে জানার জন্য আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সামনে উল্লেখ করব যোহরের নামাজ কয় রাকাত এবং জোহরের নামাজ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে।

শুধু যোহরের নামাজ কয় রাকাত সেটি জানলেই হবে না কিভাবে আপনারা যোহরের নামায আদায় করবেন এবং এর পাশাপাশি আপনারা জোহরের নামাজের নিয়ত আর্টিকেলে পেয়ে যাবেন।

আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়বেন।

যোহরের নামাজ কয় রাকাত ও নিয়ম

যোহরের নামাজ কয় রাকাত ও নিয়ম
যোহরের নামাজ কয় রাকাত ও নিয়ম

প্রতিটি মুসলমানের জন্য মহান আল্লাহ তায়ালার থেকে প্রদত্ত পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে হয়। 

তার মধ্যে অন্যতম একটি নামাজ হচ্ছে জোহর নামাজ। 

আরবিতে যাকে বলা হয় সালাতুল যুহর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নামাজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি। আমরা দৈনিক যেই নামাজ আদায় করি সেই সকল নামাজ গুলোর মধ্যে জোহরের নামাজ হচ্ছে দ্বিতীয়।

এটি মধ্যান্য বা দুপুরে আদায় করা হয়।

মূলত সর্বমোট জোহরের নামাজ হচ্ছে ১২ রাকাত। চার রাকাত সুন্নত,  চার রাকাত ফরজ,  চার রাকাত আবার সুন্নত, এরপর বাকি দুই রাকাত নফল নামাজ।

তবে বেশিরভাগ মানুষই জোহরের নামাজের সময় ১০ রাকাত নামাজ আদায় করে থাকে। কেউ কেউ নফল দুই রাকাত নামাজ পড়ে আবার অনেকেই পড়ে না।

ফরজ অংশ জামায়াতের সাথে ইমামের নেতৃত্বে সবাই একসাথে আদায় করে থাকে।

যদি কোন মুসাফির ব্যক্তি নামাজ পড়তে আসেন তাহলে তিনি শুধুমাত্র ফরজ চার রাকাত নামাজ পরতে পারবেন।

এছাড়াও তিনি মুসাফির থাকা অবস্থায় ফরজ চার রাকাত সংক্ষিপ্ত করে দুই রাকাত করতে পারে এবং সুন্নত আদায় না করলেও সমস্যা হবে না।

প্রতি শুক্রবারে জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করা হয়।

জুমা এবং যোহরের সময় শুরু এবং শেষ হওয়ার নিয়ম একই হয়ে থাকে।

আরও পড়ুনঃ

মাগরিবের নামাজ কয় রাকাত?

ফরজ নামাজের পর দোয়া কোনগুলো পড়তে হয়?

এশার নামাজ কয় রাকাত ও কি কি?

যোহরের নামাজের নিয়ত | যোহরের নামাজ কয় রাকাত

আপনাদের সর্বমোট ১২ রাকাত নামাজের মধ্যে ফরজ সুন্নত এবং নফল নামাজের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ত করে তবে নামাজ আদায় করতে হবে।

তাই নিচে আপনাদের জন্য আলাদা আলাদা নিয়ত গুলো উল্লেখ করা হলো-

যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত 

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল জোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর।

অর্থঃ জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।

যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত 

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিজ যোহরে ফারদুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর।

বিঃদ্রঃ-ঈমামের পিছনে পড়লে ফারদীল্লা-হি তাআ’লা বলার পরে ইকতাদাইতু বিহা-যাল ইমাম বলবে।

অর্থঃ যোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার।

যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত 

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিজ যোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর।

অর্থঃ যোহরের দুই-রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত 

 نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিল নফলে মোহাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

অর্থঃ যোহরে দুই-রাকাত নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলা মুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

আরও পড়ুনঃ

পৃথিবীর সবচেয়ে ভালো কাজ কি?

তওবার দোয়া বাংলা উচ্চারণ

তাশাহুদ বাংলা উচ্চারণ

যোহরের নামাজ কয় রাকাত FAQS

যোহরের নামাজ কয় রাকাত?

সর্বমোট ১২ রাকাত নিয়ে গঠিত যোহরের নামাজ। ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত আর বাকি ২ রাকাত নফল।

যোহরের ফরজ নামজের নিয়ত কি?

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিজ যোহরে ফারদুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর।

উপসংহার 

প্রিয় পাঠকগণ যোহরের নামাজ কয় রাকাত এই সম্পর্কে জানার জন্য আপনারা অনেকে গুগলের মাধ্যমে সার্চ করেছিলেন।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে উল্লেখ করেছি যোহর নামাজ কয় রাকাত এবং কিভাবে জোর নামাজ আদায় করতে হয় এর পাশাপাশি আপনারা জোর নামাজের নিয়ত সম্পর্কে এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন।

আমরা আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

মহান আল্লাহ তা’আলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন।

আপনারা যদি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস এর সাথে পরিচিত হতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলো পড়ুন।

আমাদের ওয়েবসাইটে রয়েছে নানান ধরনের জ্ঞানমূলক আর্টিকেল যে গুলো পড়লে আপনার খুবই লাভবান হবেন।

আমাদের ওয়েবসাইটের সকল আপডেট গুলো সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে

WhatsApp Group Join Now
WhatsApp Group 1 Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
Sharing Is Caring:

আমি শেখ মোঃ আমিনুল ইসলাম (সুজন)। ডিজিটাল টাচ ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক। এইচএসসি (বিজ্ঞান); চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।