IMEI Check BD Bangladesh | কিভাবে আইএমইআই চেক করবেন  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IMEI Check BD is our today’s post. What is IMEI Number? How to check the official phone in Bangladesh. In this post, we provide full information about btrc IMEI check number in Bangladesh.

কিভাবে imei চেক করব বর্তমান সময়ে মোবাইল ফোণ ব্যবহার করেন না এমন মানুষ আর খুজে পাওয়া যাবে না। এই মোবাইল ব্যবহারে যত সহজ লভ্যতা, স্বস্তি কাজ করছে ঠিক একটি চক্র এর অপব্যবহার করে আসছে। যার জন্য সবার নিজ নিজ মোবাইলের imei জেনে রাখা ভীষণ জরুরি। এর মাধ্যমে আপনি আপনার মোবাইল বা নোটবুকের বৈধতা যাচাই বাচাই করতে পারবেন।

এছাড়াও আপনার সাধের মোবাইলটি হারিয়ে গেলে খুব সহজে মোবাইলটি খুজে পেতে ইএমইআই – imei check BD পদ্ধতি আপনাকে কাজটি ৮০ ভাগ সহজ করে দিবে। আজকে আমরা জানার চেষ্টা করবো মোবাইলের (imei Number) ইএমইআই নাম্বার কিভাবে বের করতে হয়, আইএমইআই নাম্বারের প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

What is IMEI Number? ফোনের আইএমইআই কি?

The IMEI means International Mobile Equipment Identity. The IMEI is a unique number to identify GSM, WCDMA, and iDEN mobile phones, as well as some satellite phones.

আইএমইআই নম্বর হচ্ছে GSM, WCDMA, and iDEN মোবাইল ফোন গুলির একটি ইউনিক আইডি নম্বর। এই ইউনিক আইডি নাম্বার এর মাধ্যমে কোন গুলোকে সনাক্তকরণ সম্ভব সহজেই।

BRTC IMEI Number Check BD Bangladesh – কিভাবে imei চেক করব

মোবাইল ব্যবহারকারীদের সহজেই ডিভাইসের বৈধতা, হারিয়ে গেলে খুজে পেতে এবং মোবাইলের সমস্ত তথ্য জানতে বাংলাদেশ সরকারের BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission – বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) বিভাগ একটি পদ্ধতি চালাই করেছে।যার মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো প্রয়োজনে  খুব সহজে অফলাইনে এসএমএসের মাধ্যমে btrc imei check করে নিতে পারবেন আপনি নিজেই।

বিশেষ করে নতুন মোবাইল কেনার সময়ে অসাধু ব্যবসায়ীদের খপ্পরে না পরে নিজেই চেক করে নিতে পারবেন মোবাইলটির বৈধতা। এতে আপনি অবৈধ মোবাইল কেনা থেকে আপনি সহজেই পরিত্রাণ পাবেন।

আরও পড়ুনঃ

Submit Guest Post On DigitalTuch.com

Daily 500 Taka income Online

সিপিসি কি? কিভাবে ব্লগের সিপিসি (CPC) বৃদ্ধি করবেন?

আইএমইআই রেজিস্ত্রিশন চেক | imei btrc mobile phone registration check in Bangla

২০২১ সালের ১লা অক্টোবর থেকে যেকোনো মাধ্যমে হতে পারে বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট, খুচরা বিক্রেতা থেকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই মোবাইলটির বৈধতা যাচাই করে নিতে আদেশ দিয়েছেন btrc।

আর এই যাচাই করে বৈধ হলে মোবাইলটি অটোমেটিক ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে। 

বৈধতা যাচাইয়ে আগে মোবাইল ফোণের ইএমইআই এর ১৫ ডিজিটের নাম্বারটি জানতে হবে। এটি মোবাইলের বক্স এ পেয়ে যাবেন। না পেলে সমস্যা নাই। মোবাইল ফোনটি অন করে মোবাইলের ডায়াল অপশনে যাবেন। 

ডায়াল অপশনে গিয়ে btrc imei check code ডায়াল করবেন, ( *#০৬# ) এই কোডটি।

কোডটি ডায়াল করার সাথে সাথে মোবাইল স্ক্রিনে এমন একটি বার্তায় আপনি আপনার মোবাইলের বা যে মোবাইলের ইএমইআই বের করবেন সেই মোবাইলের ১৫ ডিজিটের ২ টি আইএমইআই নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পাবন।

imei check bd
imei check bd

(এখানে আমাদের পরীক্ষামূলক মোবাইলের ইএমইআই গোপনীয়তা রক্ষার্থে কয়েকটি নাম্বার হাইড করে দেখানো হয়েছে) 

মোবাইলের ইএমআই পেতে আরও এক পদ্ধতি অবলম্বন করে পারেন। মোবাইলের সেটিং অপশনে গিয়ে About this Phone এ পেয়া যাবেন আপনার ইএমআই নাম্বারগুলি। 

ইএমআই নাম্বার তো বের করতে পারলেন। এভাবে আইএমইআই নাম্এবার বের করে নিবেন।

এবার জেনে নেওয়া যাক এই ইএমআই নাম্বার ব্যবহার করে মোবাইল ফোনের বৈধতা যাচাই কিভাবে করা যায়।

How to check official phone?

আইএমইআই চেকের মতো কয়েকটি পদ্ধতিতে অফিসিয়াল আন অফিসিয়াল যাচাই করা যাবে সব মোবাইল ফোন।

অফলাইন অনলাইন দুইভাবেই শিখতে চেষ্টা করবো আজকে।

মেসেজের মাধ্যমে ইএমআই নাম্বার ব্যবহার করে মোবাইলের বৈধতা যাচাই – btrc imei check code – আইএমইআই

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে Space দিয়ে লিখে দিন আপনার ১৫ ডিজিটের যেকোনো ইএমআই নাম্বারটি। উদাহরণস্বরূপঃ 098765432123456

এবার মেসেজটি পাঠিয়ে দিন ১৬০০২ নাম্বারে। কিছুক্ষণের মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যমে মোবাইলটির বৈধতা সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হবে। 

খুব সহজেই এসএমএস এর মাধ্যমে অফলাইনে চেক করে নেয়া হয়ে গেল মোবাইলের বৈধতা যাচাই।

এভাবে সব মোবাইল সেট যাচাই করা যাবে মোবাইলটি বৈধ কি না।

যদি বৈধ না হয় কেনা থেকে বিরত থাকবেন। আর কেনার পর দেখলে ভীত হওয়ার কিছু নেই। 

আপনার মোবাইলটি বৈধ না কিন্তু আপনি বৈধ উপায় ক্রয় করছেন। এক্ষেত্রে সরকার এমন মোবাইল ফোনের বিরুদ্ধে একশন নেওয়ার আগে এই ধরনের মোবাইল বৈধ করার সুযগ নিশ্চয়ই দিবেন। 

আরও পড়ুনঃ

Facebook Page Theke Income

Hosting Meaning In Bengali

এবার জেনে নেওয়া যাক অনলাইনে নিজের মোবাইলের ১৫ ডিজিটের আইএমইআই – imei দিয়ে মোবাইলের বৈধতা যাচাই করণ পদ্ধতি 

অনলাইনে আপনার মোবাইলের বৈধতা যাচাইয়ে imei  ডট ইনফো নামে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন একটি পেজ দেখতে পাবেন। 

imei checker bd
imei checker bd

Enter IMEI e.g  লেখা ঘরে আপনার ১৫ ডিজিটের imei নাম্বারটি লিখে দান পাশে লেখা CHECK বাটনে ক্লিক করুন। 

আমরা একটি মোবাইল IMEI নাম্বার লিখে সার্চ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। 

how to register imei number in bangladesh btrc imei number check code bd

দেখতেই পারছেন উপরের দুইটি ছবি থেকে। আমাদের একটি মোবাইলের IMEI নাম্বার দিয়ে সার্চ করার পড়ে এমন তথ্য আমাদেরকে দেখাচ্ছে।

আমাদের মোবাইলটি ছিলো স্যামস্যাং ব্রান্ডের। সব সঠিক তথ্য দেখা যাচ্ছে।   

অনলাইনের মাধ্যমে মোবাইলের IMEI ব্যবহার করে সেকেন্ডের মধ্যে বৈধতা যাচাই করতে এখানে ক্লিক করুন।

অফলাইনে এসএমএস পদ্ধতিতে মোবাইলের বৈধতা চেক করার থেকে অনলাইনে চেক করা আমার কাছে সহজ মনে হয়েছে এবং অপেক্ষাহীন মনে হয়েছে। 

আরও পড়ুনঃ

ফ্রি টাকা ইনকাম apps বিকাশে পেমেন্ট 

কিভাবে টাকা ইনকাম করা যায়?

অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে

কম্পিউটার কি? কম্পিউটার কাকে বলে | Computer কে আবিষ্কার করেন

এবার জেনে নেওয়া যাক বিদেশ থেকে মোবাইল ক্রয় করে বৈধ উপায়ে দেশে নিয়ে আসলে তা বইধজ করতে করণীয় আইএমইআই – IMEI check in other country in bangladesh 

বিদেশ থেকে সংগ্রহ করা মোবাইল ফোন অটোমেটিক ভাবে নেটওয়ার্কে সচল হবে। মোবাইল চালুর ১০ দিনের মধ্যে অনলাইনে অথবা তথ্য প্রয়জনিও দলিল প্রদান করতে এসএমএস করে বলা হবে।

সেই নিয়ম অনুযায়ী ১০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে ওই মোবাইল ফোনটিও বৈধ বলে বিবেচিত করা হবে। 

যদি নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা নিশ্চিত না করা হয়ে থাকে নির্ধারিত সময় শেষে কিছুদিনের জন্য সুযোগ দিয়ে নেটওয়ার্কের আওতায় রাখা হবে।

পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। 

  • বিদেশ থেকে নিয়ে আশে মোবাইল বৈধতা নিশ্চিত করতে 
  • neir.btrc.gov.bd এ প্রবেশ করে ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করতে হবে।
  • এবার পোর্টাল এর Special Registration সেকশনে যেতে হবে।
  • মোবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বরটি দিতে হবে। 

প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এর ছবি অথবা স্কান কপি যে ডকুমেন্ট যেভাবে চাওয়া হবে সেভাবেই দিতে হবে।

ডকুমেন্ট দেওয়া শেষে সাবমিট বা আপলোড বাটনে ক্লিক করতে হবে। 

একজন মানুষ ব্যক্তিগত ভাবে শুল্কবিহীন  ২ টি এবং শুল্ক দিয়ে ৬ টি মোবাইল দেশে আনতে পারবেন। nier btrc imei check

বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল ফোনের বৈধতা নিশ্চিট করতে সব ধরনের তথ্য দেওয়া আছে neir.btrc.gov.bd  এ। 

আজকে সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আপনাদের জানাতে চেষ্টা করেছি কিভাবে IMEI বের করতে হয়।

এছাড়াও চেষ্টা করেছি কিভাবে IMEI  ব্যবহার করে মোবাইলের বৈধতা যাচাই করা যায় তার অনলাইন এবং অফলাইন মাধ্যম।

আরও জানাতে চেষ্টা করেছি বিদেশ থেকে নিয়ে আসা মোবাইলের বৈধতা নিশ্চিত করনের সঠিক এবং সহজ উপায়।

আশা করছি এ বিষয়ে আর কোনো ভুল ধারণা এবং অজ্ঞতা থাকবে না। 

imei checker bd FAQS

How to register imei number in bangladesh?

If you find the IMEI of your Smartphone. First of all, dial a general code *#06#. It will show the 15-digit code, also known as the IMEI number.

কিভাবে imei চেক করব?

imei নম্বর চেক করতে আপনার মোবাইল ফোন থেকে *০৬# দায়ল করুন।

How can I know my BD IMEI number?

If you have a mobile, you need to check the IMEI number. Because the official phone checks in very important. BD IMEI number check code is *06#

How to check the IMEI number bd?

One off the most use full option To Check IMEI Number of your mobile phone is USSD code. Dial *#06# from your phone to check the 15 digit IMEI code.

আরও পড়ুনঃ

রাউটার কি? wifi কি? রাউটার কিভাবে কাজ করে সুবিধা ও অসুবিধা

Blogger Meaning In Bengali

টিকটক ভিডিও কিভাবে বানাবো

পসংহার

আশা করি IMEI Check BD সম্পর্কে সঠিক ইনফরমেশন খুঁজে পেয়েছেন। কিভাবে imei চেক করব বিষয়টা নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। 

আমরা এখানে আপনাদের btrc imei check code সম্পর্কে জানিয়েছি আমি সহজেই এই কোডটি ব্যবহার করে আপনার মোবাইলের আইমি নাম্বার সম্পর্কে জানতে পারেন।

নিত্যনতুন এমন সব তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এবং কানেক্টেড থাকুন আমাদের ফেসবুক পেজে। 

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

ধন্যবাদ। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

2 thoughts on “IMEI Check BD Bangladesh | কিভাবে আইএমইআই চেক করবেন  ”

Comments are closed.