গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে | গুগলের প্রতিষ্ঠাতা কে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে? গুগলের প্রতিষ্ঠাতা কে? এমন প্রশ্ন এখন অনেক ইন্টারনেট ব্যাবহারকারীর মনে। কি নাই বিশ্বের সবথেকে সেরা সার্চ ইঙ্গিন গুগলে? নিত্য দিনে আমাদের কত তথ্য ও সেবার দরকার হয় যা আমরা হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে গুগল ব্যবহার করে অর্থাৎ গুগলে সার্চ করে জেনে নিতে পারি।

কিন্তু আপনি কি জানেন গুগল কিভাবে কাজ করে? গুগলের প্রতিষ্ঠাতা জনক কে? গুগলের টাকা ইনকাম করার উপায় কি? গুগল কিভাবে বর্তমানে বিশ্ব সেরা সার্চ ইঞ্জিন হল।

অর্থাৎ আজকে আমরা গুগল সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। এবং বর্তমানে গুগলের অবস্থান কোথায় সে সম্পর্কে।

গুগলে সার্চ করে প্রতি মুহূর্তে উপকৃত হচ্ছে কোটি কোটি মানুষ। কিন্তু বিনিময়ে গুগলকে একটি টাকাও দিতে হয় না কোন ব্যক্তির। চলুন জেনে নেওয়া যাক গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে এবং গুগলের বর্তমান অবস্থান কোথায়।  

Content Summary

গুগল কি? What is Google?

গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধান করতে গুগল ব্যাবহার হয়ে থাকে।

বিশ্বের এক নাম্বার সার্চ ইঞ্জিন গুগল হচ্ছে একটি মাল্টিন্যাশনাল টেকনোলজি পাবলিক কোম্পানি।

গুগলের সাহায্যে অর্থাৎ গুগল ব্যবহার করে একজন ইউজার যেকোনো ধরনের তথ্য বা ইনফরমেশন সার্চ করে বের করে উপকৃত হতে পারে।

এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে গুগলে প্রত্যেক সেকেন্ডে 40 হাজারের বেশি keyword থেকে সার্চ হয়ে থাকে। এর মানে দাড়ায়, গুগল তার ব্যবহারকারীকে 6 কোটিরও বেশি Queries প্রত্যেকদিন প্রদান করে থাকে।

অন্য ভাবে বলতে গেলে গুগল হলো এমন একটি ওয়েব সার্চ ইঞ্জিন বা Tool যার উপরে নির্ভর করে, ব্যবহারকারী কোন বিষয়ে সার্চ করলে, সেই বিষয়ে অনেক ধরনের তথ্য গুগল টুলের মাধ্যমে ফলাফল হিসেবে পেয়ে যায়।

গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে – গুগলের প্রতিষ্ঠা সাল কত 

গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে
গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে

১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবি শিক্ষার্থী মিলে গুগলের আবিস্কার করেন। গুগল প্রতিষ্ঠাকারী দুজন শিক্ষার্থী দুজনের নাম ল্যারি পেজ ও সারগেই ব্রিন। ল্যারি পেজ ও সার্গেই ব্রিন একটি রিসার্চ করার সময়  Backrub নামের একটি প্রজেক্টকে পরবর্তীতে সার্চ ইঞ্জিনে পরিবর্তন করেন। 

রিসার্চ চলাকালিন সময়ে তাদের নিজস্ব কোন ডোমেইন না থাকার ফলে এটিকে তারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে google.stanford.edu এবং z.stanford.edu ডোমেইন এর মাধ্যমে ব্যবহার করতে শুরু করেন।

পরবর্তীতে ১৯৯৭ সালের ১৫ ই সেপ্টেম্বর গুগলের জন্য নিজস্ব ডোমেইন নেম রেজিস্টার করা হয়। আর সেই থেকেই আজকের বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিনের তকমা গুগল ডট কমের দখলে।

রিসার্চ কাজের প্রথম দিকে তাদের প্রজেক্টের নাম Backrub এর বদলে Googol রাখার চিন্তাভাবনা করেন গুগল উদ্ভাবক দুই শিক্ষার্থী। তাদের এই নামের অর্থ তারা মনে করত একের পিছনে ১০০ টি ০।

গুগলের প্রতিষ্ঠাকারীরা এই সার্চ ইঞ্জিন এর মাধ্যমে ব্যবহারকারী বৃহৎ পরিমাণে ইনফর্মেশন পেতে সক্ষম হবে বলে এরকম একটি অদ্ভুত নামকরণ করেছিলেন।

তবে পরবর্তীকালে ডোমেইন রেজিস্টার করার সময় spelling mistake এর কারণে Googol এর বদলে Google হয়ে যায় ডোমেইন নামটি। 

ঘরে বসে মোবাইলে আয়

Google AdSense Account Approval Trick

গুগল এর জনক কে? – গুগলের প্রতিষ্ঠাতা কে?

আমরা ইতিমধ্যে জেনেছি যে গুগল দুজন শিক্ষার্থী মিলে গুগল প্রতিষ্ঠা করেন। গুগলের দুজন প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ল্যারি পেজ ও সারগেই ব্রিন।

ল্যারি পেজ ও সার্গেই ব্রিন একটি রিসার্চ করার সময় Backrub নামের একটি প্রজেক্ট তৈরি করেন এবং পরবর্তীতে এটিকে সার্চ ইঞ্জিনে পরিবর্তন করেন। 

গুগল কিভাবে কাজ করে?

গুগল এর জনক কে
গুগল এর জনক কে

বর্তমানে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এই সম্পর্কে অনেকেই জানতে চান। আমারা আপনাকে বলছি বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য প্রকাশ হচ্ছে।

গুগলের রোবট তথ্য গুলি ইনডেক্স করে তাদের ডেটা সেন্টারে জমা রাখে।

যখন কোন ব্যাবহার কারী তার প্রয়োজনীয় keyword লিখে গুললে সার্চ করে থাকে, তখন গুগল তার ডাটা সেন্টার থেকে সঠিক তথ্যটি keyword উপর ভিত্তি করে দেখানোর চেষ্টা করে।

আরও পড়ুনঃ

ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন

টিকটক ভিডিও কিভাবে বানাবো

গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে – গুগলের মাধ্যমে কি কাজ হয়ে থাকে 

গুগলের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী যেকোনো ওয়েবসাইট দেখতে পারে, ফটো, নিউজ, ইনফর্মেশন, ম্যাপ এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেয়ে থাকে।

এই মুহূর্তে গুগল ইন্টারনেটের সবথেকে বড় একটি ওয়েবসাইট। এবং এলেক্সা রেংক এর হিসেব অনুযায়ী গুগল নাম্বার ওয়ান স্থান অধিকার করে আছে লম্বা একটি সময় ধরে। 

আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা যে সমস্ত সার্ভিস ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করে থাকি তার বেশিরভাগ সার্ভিস গুগল এর দ্বারা তৈরি এবং পরিচালিত হয়।

আমরা যে এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি, সেই এন্ড্রয়েড ভার্সন ও সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল এর একটি প্রোডাক্ট।

এছাড়াও আমাদের অধিক ব্যবহারকৃত অ্যাপ্লিকেশনগুলি যেমন মোবাইল ফোনে ব্যবহার করে থাকি Google Meet, Google Chrome, Google play, Gmail, Google play, Google drive, Google lens এই সবকিছু গুগল এর দ্বারা তৈরি এবং গুগলের দ্বারা পরিচালিত প্রোডাক্ট। 

Google Full Form in Bangla । গুগলের পূর্ণ নাম কি

Google Full Form is Global Organization Of Oriented Group Language Of Earth. গুগলের সম্পূর্ণ নাম হচ্ছে “পৃথিবীর ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজের গ্লোবাল অর্গানাইজেশন”।

যার মূল কাজই হলো সার্চকৃত সম্ভাব্য ডাটার সর্বাধিক প্রসঙ্গিক এবং নির্ভরযোগ্য উৎস ব্যবহারকারীর জন্য সরবারহ করা। 

GOOGLE বর্ণিত মিশনটি হলো, বিশ্বের তথ্য সাজিয়ে গুছিয়ে একভ জায়গায় করা এবং এটিকে সর্বজনীনভাবে অ্যাক্মেস যোগ্য এবং গুরুত্বপূর্ণ দরকারি হিসেবে গড়ে তোলা।

বিশ্বের সকল সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে এখন পর্যন্ত গুগলই প্রথম এবং গুগলই সেরা। 

আরও পড়ুনঃ

বাংলা প্রতিবেদন লেখার নিয়ম

শহীদ বুদ্ধিজীবী কতজন

গুগলের সিইও কে । Who is the CEO of Google?

2015 থেকে এখন পর্যন্ত গুগলের সিইও হিসেবে দায়িত্বরত আছেন সুন্দর পিচাই। যিনি একজন ভারতীয় নাগরিক। তিনি দ্বাদশ শ্রেনি পর্যন্ত পড়াশোনা করার পর আমেরিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করেন। 

পরবর্তীতে সেখান থেকে ভৌত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার ডিগ্রী নিয়ে ২০১৫ সালে গুগোলের CEO হিসেবে যোগদান করেন।

এই মুহূর্তে গুগলের সিইও সুন্দর পিচাই নামক কর্মকর্তার বার্ষিক ইনকাম ১২০০ থেকে ১৩০০ কোটি টাকা।

গুগল কোন দেশের কোম্পানি । গুগলের হেড অফিস 

গুগল আমেরিকার একটি কোম্পানি কোম্পানি। যার অফিস দেশটির ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।

এবং গুগল এর মেন অফিসের এড্রেস হলো: ১৬০০ এম্ফিথিয়েটার পার্কওয়ে ইন মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া – আমেরিকা।

গুগলের বর্তমান অবস্থান । গুগল সার্চ ইঞ্জিন হিসেবে কেমন

গুগল প্রফেশনালই কাজ শুরু করার পর থেকে এই পর্যন্ত বেশ কিছু সার্চ ইঞ্জিনকে পেছনে ফেলে গুগলই সেরা এবং প্রথম স্থানে আছে।

গুগল নিজেদের আত্মপ্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত গুগলের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অফিসিয়ালি বন্ধ হয়ে গিয়েছে।

কিন্তু দিন যত যাচ্ছে গুগলের জনপ্রিয়তা ততই বাড়ছে। বাড়ছে গুগলের সার্ভিস ও সেবার পরিধি। 

এর অন্যতম কারণ গুগল সবার আগে ব্যবহারকারীদের সেবা দেওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করে। তাই ব্যবহারকারীরাও গুগলকেই সমাধান হিসেবে বেছে নেয়।

এছাড়াও বর্তমান সময়ের সবচেয়ে বেশি ব্যবহৃত android ফোন গুগলের একটি প্রোডাক্ট। তাই খুব সহজেই সকল android ব্যবহারকারী গুগলকেই তাদের দরকারে সরণ করে থাকে। 

এবার আমরা জানবো গুগল কিভাবে কাজ করে। কয়টি বিষয়কে ভিত্তি করে গুগল কাজ করে থাকে।

চলুন জেনে নেওয়া যাক গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে এর পাশাপাশি গুগলের কাজের সিস্টেম সম্পর্কে। 

আরও পড়ুনঃ

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব । Add address on Google Map

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার । Free Fire Diamond Top Up BD

গুগল যেভাবে কাজ করে থাকে । যেসব বিসয়কে ভিত্তি করে গুগল কাজ করে 

গুগোল প্রধানত নিজস্ব অ্যালগোরিদমের উপর ভিত্তি করে কাজ করে।

এছাড়াও গুগল তার ব্যবহারকারীকে তথ্য পরিবেশনের জন্য তিনটি ধাপ মেনে কাজ করে থাকে। সেগুলি হল

  • ওয়েব ক্রল (web crawling)
  • ইন্ডেক্সিং (indexing)
  • সার্চিং (searching)

ওয়েব ক্রল কি? – web crawling

প্রথম পর্যায়ে গুগল বিশ্বের সব ধরনের ওয়েব পেজগুলো তাদের নিজস্ব গুগল বট এর সাহায্য নিয়ে ক্রল করে।

এবং গুগলবট বা স্পাইডার এর মাধ্যমে ওই ওয়েবপেজ গুলো কি ধরনের ইনফরমেশন আছে সেগুলো দেখে এবং ধারণা নেওয়ার চেষ্টা করে।

গুগল ইন্ডেক্সিং কি? indexing

এরপর সেই ওয়েব পেজের ইনফরমেশন বা তথ্য অনুযায়ী গুগল তার সার্ভারে ওই সব ইনফরমেশন গুলো ইন্ডেক্স করে বা সেভ করে নেয়।

আর একটি অয়েব পেজ সার্চ করলে তখনই আসে যখন ওয়েব পেজটি গুগল ইনডেক্স করে থাকে। 

গুগল সার্চিং কি? searching

একটি অয়েব পেজ ইনডেক্স করার পর কোন ব্যবহারকারী গুগলে কোন কিছু জিনিস সার্চ করলে, গুগল তার নিজস্ব সার্ভার থেকে, সার্চের বিষয় অনুযায়ী ইনফর্মেশন ইউজারকে দেখায়।

যা আগে ইনডেক্স করা সফল হয় সেইসব ওয়েবপেজগুলো গুগল সার রেজাল্টে দেখিয়ে থাকে। 

আরও পড়ুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

কল রিংটোন ডাউনলোড

সুইস ব্যাংক (Swiss Bank) | সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা বেশি কেন যাচ্ছে

গুগল কি? ও গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে FAQS

গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে?

বিশ্বের জন প্রিয় সার্চ ইঞ্জিন গুগল ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৯৭ সালের ১৫ ই সেপ্টেম্বর গুগলের জন্য নিজস্ব ডোমেইন নেম রেজিস্টার করা হয়। তাই আমরা বলতে পারি গুগল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।

গুগল অর্থ কি?

একজন সাধারণ ইন্টারনেট ব্যাবহারকারীর কাছে গুগল মানে হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য খোজার অ্যাপ। তবে পক্রিত অর্থে গুগল অর্থ হচ্ছে পৃথিবীর ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজের গ্লোবাল অর্গানাইজেশন।

গুগলের প্রতিষ্ঠাতা কে?

দুই বন্ধু মিলে ১৯৯৬ সালে গুগল প্রতিষ্ঠা করেন। তাই গুগলের প্রতিষ্ঠাতা দুজনের নাম হচ্ছে ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

গুগল কি?

গুগল হচ্ছে বর্তমান বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন।

গুগলের জনক কে?

গুগলের জনক হচ্ছেন ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে – সর্বশেষে কথা

আজকের পোষ্টের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছি গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে।

গুগলের সিইও কে? গুগলের প্রতিষ্ঠাতা কে? গুগল কিভাবে কাজ করে?

গুগলের অবস্থান সম্পর্কে আরও অনেক বলার আছে তবে আজ এই পর্যন্তই।

আশা করছি সম্পূর্ণ পোস্টটি পড়ার পরে গুগল ও গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে এই বিষয়ে আপনার কোনো অজানা বা অজ্ঞতা থাকবে না।

এছাড়াও গুগল সম্পর্কে যেকোনো তথ্য পেতে পোস্টটির কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের প্রতিনিধি আপনার প্রশ্নের উত্তর দিবেন খুব তারাতারি। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।