আপনি কি ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় সম্পর্কে জানতে চান। আপনি মোবাইল ব্যবহার করছেন অথচ নেটওয়ার্ক সমস্যায় পরেন নাই এমন ঘটনা হতেই পারে না। এমন কি কেউ আবার জরুরি কল এর সময়ে হারিয়ে ফেলে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় পরতে হয় বিভিন্ন ভাবে। আজকে আমরা জানবো মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান সম্পর্কে।
অনেকেই মোবাইল নেটওয়ার্ক সমস্যা থেকে মুক্তির জন্য ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করণীয় সম্পর্কে জানতে চান। আজকে আমরা জানব কয়েকটি উপায় যা অবলম্বন করলে মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজে।
মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানের জন্য আপনার হাতের মোবাইল ফোনটি এবং কিছু উপায় জানলেই যথেষ্ট। এজন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না।
শুধুমাত্র যদি আপনি নেটওয়ার্ক বুস্টার ডিভাইস ব্যবহার করেন তাহলে সামান্য কিছু টাকা খরচ হতে পারে।
এক্ষেত্রে হয়ত আপনাকে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা দরকার হতে পারে।
তবে নেটওয়ার্ক বুস্টার কিনতেই হবে নেটওয়ার্ক সমস্যার জন্য আসলে বিষয়টা এরকম না।
সময়ের সময়ে মোবাইল নেটওয়ার্ক ঝামেলা হলে বিরক্তির শেষ নেই। এতে নিত্য দিনের কাজে ব্যঘাত ঘটে।
Content Summary
- 1 মোবাইল নেটওয়ার্ক কি ?
- 2 ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় কাজ সমূহ কি কি
- 2.1 ঘরে মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে আপনাকে যা করতে হবে
- 2.2 Mobile Phone Restart- মোবাইল রিস্টার্ট
- 2.3 এরোপ্লেন মুড – Aeroplane Mode
- 2.4 সিমকার্ড চালু করুন – Open Sim Card
- 2.5 পুনরায় সিম কার্ড লাগান – Sim Card Again
- 2.6 মোবাইল নেটওয়ার্ক সার্চ – Netork Search
- 2.7 নেটওয়ার্ক বুস্টার – Network Booster
- 2.8 Preferred network type System On – ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয়
- 2.9 ঘরে মোবাইলের নেটওয়ার্ক পেতে APN settings
- 2.10 সিমকার্ড পরিবর্তন করুন – change sim card
- 2.11 কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন
- 3 ঘরে মোবাইল নেটওয়ার্ক থাকে না কেনো?
- 4 ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় সম্পর্কে FAQS
- 5 ঘরে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে কিছু কথা
মোবাইল নেটওয়ার্ক কি ?
টেলিকম অপারেটর গুলি আমাদের মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদান করে থাকে। মুলত টেলিকম অপারেটর আমাদের নেটওয়ার্ক পরিষেবা প্রদান করে থাকে।
একাধিক মোবাইলের মধ্যে কানেকশন ঘটিয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে সাধারণত মোবাইল নেটওয়ার্ক বলা হয়। একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে ব্লুটুথ বা শেয়ারইটের মাধ্যমে কোনো ডাটা আদান প্রদান করাও একধরনের মোবাইল নেটওয়ার্ক।
ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় কাজ সমূহ কি কি
কারণে অকারণে দেখা দেয় মোবাইল নেটওয়ার্ক সমস্যা। এজন্য জানা দরকার কিভাবে মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করা যায়। এই সমস্যা থেকে সমাধানের উপায়ে জেনে নেওয়া যাক।
ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় হচ্ছে আপনার মোবাইল কে রিস্টার্ট দিন। মোবাইল সুইচ অফ করে পুনরায় অন করুন। প্রয়োজনে মোবাইলের নেটওয়ার্ক সেটিং রিসেট করুন। খুব বেশি সমস্যা হলে সিম কার্ড সেটিং চেক করুন।
উক্ত কাজগুলো সম্পাদন করা হলে, আশাকরি আপনার ঘরের মধ্যে আপনার মোবাইল নেটওয়ার্ক চলে আসবে।
ঘরে মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে আপনাকে যা করতে হবে
তবে মনে রাখবেন কোনো কারণে যদি টেলিকম নেটওয়ার্ক অপারেটরের সার্ভিস থেকে আপনার এলাকায় নেটওয়ার্কিং জনিত কোন সমস্যা থাকে তবে এই ক্ষেত্রে আপনাকে উপরোক্ত সেটিং করার পরও নেটওয়ার্ক না আসলে নেটওয়ার্ক বুস্টার ডিভাইস ক্রয় করা উচিত।
Mobile Phone Restart- মোবাইল রিস্টার্ট
আপনার মোবাইলটিতে নেটওয়ার্ক সমস্যা দেখা দিলে প্রথমেই আপনি তা সমাধান করার জন্য মোবাইলটিকে রিস্টার্ট করবেন।
অনেক সময় দেখা যায় মোবাইলে লাগানো সিমটি ডিটেক্ট করতে পারে না।
অর্থাৎ, আপনার মোবাইলটি অনেক সময় অতিরিক্ত প্রেশারের কারণে মোবাইলে থাকা সিমটি শনাক্ত করতে পারে না। এ থেকে সমাধানের জন্য মোবাইলটিকে রিস্টার্ট করে নিন।
বর্তমান সময়ে সাধারণত যেকোনো মোবাইলে নেটওয়ার্ক সমস্যা হলে রিস্টার্ট দিলেই সমস্যা সমাধান হয়ে যায়।
এরোপ্লেন মুড – Aeroplane Mode
মোবাইলে এরোপ্লেন মুড নামে মোবাইলে একটি অপশন আছে।
অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক সমস্যা করতে থাকলে মোবাইলের এরোপ্লেন মুড একবার অন করে আবার অফ করলে আশা করি মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়ে যাবে।
এটি হওয়ার কারণ, এরোপ্লেন মুড অন করলে মোবাইল থেকে সব ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হয়ে যায়।
আবার অফ করলে নেটওয়ার্ক সম্পূর্ণ নতুন রুপে মোবাইলে কানেক্ট হয়ে থাকে।
সিমকার্ড চালু করুন – Open Sim Card
অনেক সময় আমরা মোবাইলের সেটিং অপশনে গিয়ে সিম বন্ধ করে রাখি। পরবর্তীতে আমাদের সিম বন্ধ রাখার বিষয় মনেই থাকে না।
সুতরাং, নেটওয়ার্ক সমস্যা দেখা দিলে লক্ষ্য রাখুন আপনার মোবাইলের সিম কার্ডটি চেক কর দেখে নিন চালু করা আছে নাকি বন্ধ। বন্ধ করা থাকলে অবশ্যই চালু করে দিন।
আরও পড়ুনঃ
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ঘরে বসে ভিসা চেক করার নিয়ম । Online Visa Check BD Bangladesh
পুনরায় সিম কার্ড লাগান – Sim Card Again
অনেক সময় আমরা তড়িঘড়ি করে মোবাইলে সিম কার্ড প্রবেশ করাতে গিয়ে সিম কার্ড ঠিকঠাক কানেক্ট হয় নাহ।
এজন্য মোবাইলে নেটওয়ার্ক সমস্যা হলে আপনার সিম কার্ডটি খুলে আবার লাগিয়ে নিতে হবে। এতেও আপনার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে।
মোবাইল নেটওয়ার্ক সার্চ – Netork Search
অনেক কারনেই মোবাইলে নেটওয়ার্ক সমস্যা হতেই পার। সমাধানের অন্যতম আরেকটি উপায় ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ করা।
নেটওয়ার্ক সেটিং এ একটি অপশন দেখতে পাবেন Select network automatically নামে। এ
ই অপশনটিকে সিলেক্ট করে দিন।
এভাবেও আপনার নেটওয়ার্ক সমস্যা সমাধান হতে পারে।
নেটওয়ার্ক বুস্টার – Network Booster
নেটওয়ার্ক বুস্তাঁর এক ধরনের ডিভাইস। এই ডিভাইস মূলত নেট সমস্যার অতিরিক্ত আকার ধারন করে তখন এটি ব্যবহার করে সমস্যা সমাধান করে।
বিশেষ করে যখন ঘরের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না তখন এই নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করা হয়ে থাকে।
তাই আপনার যদি ঘরের মধ্যে অতিরিক্ত নেট সমস্যা হয় তখন আপনি আপনার বারিতে নেটওয়ার্ক বুস্টার ডিভাইসটি ব্যবহার করতে পারেন।
Preferred network type System On – ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয়
বর্তমান সময়ে প্রায় সব সিমই থ্রিজি ফোর জি, সম্পন্ন। এরপরেও অনেক সময় নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়।
এজন্য আপনি আপনার মোবাইলের Preferred network type এই অপশনে গিয়ে 2G, 3G, 4G সিলেক্ট করে নিতে হবে।
আমাদের দেশে সব জায়গায় টু জি, থ্রি জি, ফোর জি পাবেন এমনটা নাও হতে পারে। তাই যখন যেখানে যেমন নেটওয়ার্ক পাবে তেমন নেটওয়ার্ক সেখানেই সিলেক্ট করুন।
ঘরে মোবাইলের নেটওয়ার্ক পেতে APN settings
- আপনার মোবাইলের APN (Access Point Name) এই অপশনটি android মোবাইলের sim settings এর মধ্যেই খুজলে পেয়ে যাবেন।
- এবং access point name অপশনটিকে রিসেট করতে পারেন।
- এরপর ফোনটি বন্ধ করে পুনরায় চালু করে দেখুন।
এতেও অনেক সময় আপনার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান হতে পারে।
আরও পড়ুনঃ
সিমকার্ড পরিবর্তন করুন – change sim card
অনেক সময় মোবাইলের সিম কার্ডের খারাপ হয়ে যায়। অথবা সিম কোম্পানি থেকে সিমটি বন্ধ করে দেওয়া হয়। এজন্য মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না।
এজন্য সিমটির দিকে খেয়াল করুন।
যদি তেমন মনে হয় তাহলে সিমটি পরিবর্তন করুন।
এবং নতুন সিম কার্ড মোবাইলে প্রবেশ করিয়ে নেটওয়ার্ক চেক করে নিন।
যদি নেট পায় তাহলে বুঝবেন আপনার পুরনো সিমে সমস্যা ছিলো।
কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন
এতগুলো সমাধান অপ্সহনের পরেও আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যা না হলে আপনি সিম কার্ড নিয়ে কাস্টমার কেয়ারে কথা বলে দেখতে পারেন।
অন্যদিকেযদি মনে হয় সমস্যাটি আপনার হেন্ডসেট এ।
তাহলে আপনি আপনার মোবাইলটি নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে কথা বলে সমাধান করতে পারেন।
ঘরে মোবাইল নেটওয়ার্ক থাকে না কেনো?
কখনো বাড়ির আশেপাশে বা কাছাকাছি আপনার ব্যবহার করা সিম কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার বা মোবাইল টাওয়ার না থাকার কারণে ঘরের মধ্যে মোবাইলে নেটওয়ার্ক পৌঁছতে পারেনা বা নেট সংযোগ পায় না।
এছাড়া প্রায় সময় বৃষ্টির কারণে নেটওয়ার্ক টাওয়ারে পানি পরে।
যার কারণে টাওয়ারের সিগন্যাল ক্রমান্বয়ে তখন দুর্বল হয়ে হয়ে পরে ও নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়।
এমতাবস্থায় সিম কোম্পানিতে কথা বলে অভিযোগ জানাতে হবে।
আরও পড়ুনঃ
Passport Medical Report Check Online Bangladesh
ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব । ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায়
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় সম্পর্কে FAQS
আপনি ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে প্রথমে আপনার মোবাইল ফোন টি রিস্টার্ট দিন। মোবাইল সুইচ অফ করে অন করুন। নেটওয়ার্ক সেটিং রিসেট করুন। প্রয়োজনে সিম কার্ড সেটিং চেক করুন।
আপনার মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় চালু করুন অথবা Airplane mode অপশনটি ON করে আবার OFF করলে আবার নেটওয়ার্ক রিফ্রেশ হবে এবং নেটওয়ার্ক চলে আসবে।
ঘরে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়না এমনটা হলে, হতে পারে আপনি যেখানে থাকেন ঐখানে নেটওয়ার্কের কাভারেজ নেই অথবা আপনার মোবাইলের সিগন্যাল রিসেপ্টর এর সমস্যা আছে।
ঘরে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে কিছু কথা
আপনার মোবাইলে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় তবে প্রথমেই বুঝতে হবে সমস্যাটি আসলে কিসের জন্য হচ্ছে।
যদি আপনার অবস্থানরত যায়গায় মোবাইল নেটওয়ার্ক কাভারেজ না থাকে তবে আপনি যে সিম ব্যবহার করছেন সেটি চ্যাঞ্জ করে অন্য সিম (যেটি নেটওয়ার্ক কাভারেজ থাকে) ব্যবহার করলেই সমস্যা সমাধান হয়ে যাবে।
আজকে আমরা জানার চেষ্টা করেছি ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করণীয় সম্পর্কে।
আশা করি বুঝাতে পেরেছি ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় কি। এ বিষয়ে আর কোনো ভুল ধারণা বা অজ্ঞতা থাকবে না।
নিত্য নতুন যেকোনো মিসয়ে লেখা পেতে প্রতিনিয়ত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, এবং কানেক্ট থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে
টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।