Do you know about the Palli Bidyut bill payment online? If not, you’re missing out on a convenient and hassle-free way to pay your bills. With Palli Bidyut bill payment online, you can easily pay your utility bills, phone bills, and other related expenses without having to go to the bank or post office.
All you need is the required information and an internet connection. Plus, this method is convenient because you don’t have to wait in line or deal with crowded offices. Simply log on and pay your bills the easy way!
Content Summary
Palli Bidyut Bill Check Online and Payment System – পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম
আপনার বিদ্যুৎ বিল ঘরে বসে পরিশোধ করতে, আপনাকে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে, আপনি মোবাইল ব্যাংকিং সেবা সমূহ USSD কোড যেমন Bkash, Nagad, Rocket ইত্যাদি ডায়াল করে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন।
আরও পড়ুনঃ
এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের অ্যাপস গুলো থেকে আপনি সহজেই আপনার পল্লী বিদ্যুৎ বিল বিকাশ রকেট বা নগদে করতে পারেন।
অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করা ছাড়াও আপনি আপনার পল্লী বিদ্যুৎ বিলের পরিমান সম্পর্কেও জানতে পারবেন।
তবে আপনার কাছে যদি পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার থাকে, তবে আপনি বিদ্যুৎ বিলের পরিমান সম্পর্কে জানতে পারবেন না।
কেননা পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে হয় মোবাইল রিচার্জের মত।
আপনার পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার একাউন্টে টাকা ফুরিয়ে গেলে আপনি সহজেই বিকাশে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার বিল ( Palli Bidyut prepaid meter bill payment online) রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুনঃ
এজেন্ট ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করার নিয়ম
চলুন কিভাবে আপনি পল্লীবিদ্যুৎ পোষ্টপেইড এবং প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল সমূহ রিচার্জ করবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
এছাড়াও, Palli Bidyut bill check online সম্পর্কে আমার একটি পোস্ট রয়েছে আপনি চাইলে ঐ পোস্ট টি ভিজিট করতে পারেন।
Palli Bidyut Bill Payment Online – কিভাবে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়
পল্লী বিদ্যুতের বিল অনলাইনে পরিশোধ পদ্দতি এখন কর্তৃপক্ষ কর্তৃক আপডেট করা হয়েছে।
এখন palli bidyut bill payment online এবং অফলাইন উভয় পদ্ধতিতেই পরিশোধ করতে পারেন।
আপনি আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে বা যেকোনো স্থানীয় সরকারি ও বেসরকারি ব্যাংক শাখায় ব্যক্তিগতভাবে পল্লী বিদ্যুতের মাসিক ব্যবহারের বিল দিতে হতো।
কিন্তু আজকাল, আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিজ বাড়িতে থেকে নিজ পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে পারি।
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ নগদ রকেট সহ প্রায় প্রতিটি মোবাইল ব্যাংকিংয়ে আপনি palli bidyut bill payment online করার সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ
Nagad Dial Code কত?
তবে এই পোস্টে আমরা আপনাদের মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে কিভাবে আপনার পল্লী বিদ্যুৎ প্রিপেইড ও পোস্টপেইড মিটার বিল ঘরে বসে পরিশোধ করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
Pay Palli Bidyut Bill Online By bkash – palli bidyut prepaid meter recharge online
Bkash apps এর মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করলে আপনার সময় ও অর্থ সাশ্রয় হবে।
কারণ এখন আপনি বিল পরিশোধের জন্য আপনাকে পল্লী বিদ্যুৎ অফিসে যেতে হবে না।
কেননা palli bidyut bill payment online করতে আপনি ব্যবহার করতে পারেন জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ।
বিকাশে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পোস্টপেইড বিল পরিশোধ করা যায়।
আপনি যদি আপনার বিলার নম্বরটি সংরক্ষণ করেন, আপনি পরবর্তী সময়ে একই অ্যাকাউন্টের বিল পরিশোধ করতে পারবেন।
মনে রাখবেন এখন আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে প্রতি মাসে ৫ টি পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল ফ্রি রিচার্জ করতে পারবেন কোন ধরনের চার্জ ছাড়াই।
তবে ৫টি বিল বিকাশ করার পর প্রতি বিলে টাকার পরিমান অনুসারে নির্দিষ্ট কিছু চার্জ রয়েছে।
আরও পড়ুনঃ
কিভাবে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড বিল বিকাশে পরিশোধ করবেন
আপনি পল্লী বিদ্যুৎ বিল বিকাশ থেকে পরিশোধ করতে বিকাশের ইউএসএসডি কোড ডায়াল কর করতে পারেন।
তবে বিকাশ অ্যাপ ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা অনেক বেশি সহজ বলে আমি মনে করি তাই আমি আপনাদের বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে প্রথমে আলোচনা করছি।
Step-1# Select Pay bill Option
প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগিন করুন। তারপরে আপনি অ্যাপ্লিকেশন হোম পেজে “Pay bill” বিকল্পটি দেখতে পাবেন।
Bkash app হোম পেজে বিল পেমেন্ট সিস্টেমের জন্য ডিফল্টভাবে ‘পে বিল’ বিকল্প রয়েছে।
যদি পে বিল অপশনটি আপনি খুঁজে না পান, তাহলে ‘আরও’ বিকল্পে ক্লিক করুন এবং আপনি সেখানে ‘পে বিল’ বিকল্পটি পাবেন।
Step-2# Seclect Electricity ( Prepaid OR Postpaid)
“Pay bill” অপশনে ক্লিক করলে নিন্মে “ Electricity” অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
তারপর আপনি আপনার পল্লীবিদ্যুত বিলে ক্লিক করুন: পোস্টপেইড বা প্রিপেইড, আপনার সংযোগ যাই হোক না কেন, তা নির্বাচন করুন।
পোস্টপেইড বিলের ক্ষেত্রে পুরো মাস আমরা যে পরিমান পাওয়ার ব্যবহার করি; পরবর্তী মাসে আমরা সেই বিদ্যুৎ ব্যবহার করি তার বিল পরিশোধ করি।
প্রিপেইড হল, আপনার মোবাইল একাউন্টে টাকা রিচার্জের মত যখনই আপনার মোবাইল একাউন্টে টাকা শেষ হয়ে যাবে আপনি অন্যের সাথে কথোপকথন করতে পারবেন না।
ঠিক একইভাবে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার গুলোতেও আপনার যতক্ষণ টাকা রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
আপনার পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারে টাকা শেষ হয়ে গেলে আপনি আপনার ব্যবহারের উপর ভিত্তি করে ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ করতে পারেন।
আমি মনে করি আমরা বেশিরভাগ পোস্টপেইড ব্যবহার করি, তবে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করতে সরকার দেশের বিভিন্ন প্রান্তে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার প্রতিস্থাপন করছে।
তাই প্রিপেইড বা পোস্টপেইড নির্বাচন করুন, তারপরে পরবর্তীতে যাওয়া যাক।
Step-2# Seclect Biling Months and Enter bill SMS number
ডিফল্টরূপে, বিল পি বিকল্পে গত মাস প্রদর্শিত হয়। আপনাকে পরের মাসে বিলিং মাস পরিবর্তন করতে হবে।
উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার ফেব্রুয়ারি মাসের বিল পরিশোধ করতে চান, আপনি সেখানে জানুয়ারি বিকল্প দেখতে পাবেন; আপনাকে এটি পরিবর্তন করতে হবে।
তারপর আপনার বিদ্যুৎ বিল এসএমএস অ্যাকাউন্ট নম্বর লিখুন। আপনার এসএমএস অ্যাকাউন্ট নম্বর এই আপনার বিদ্যুৎ বিলের দেখতে পাবেন।
বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল প্রদানের সময় ( palli bidyut bill payment online ) বিলিং অ্যাকাউন্টটি সেভ করতে ভুলবেন না কারণ আপনি যদি সেভ করা অ্যাকাউন্টে পরের বার সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
তারপরে, যেকোন রেফারেন্স নম্বর বা নাম লিখুন (এটি ঐচ্ছিক)।
তথ্য যাচাই করে পরবর্তীত যান, বিল প্রদান করতে এগিয়ে যান, আপনার বিকাশ পিন লিখুন এবং অর্থপ্রদান নিশ্চিত করুন।
আরও পড়ুনঃ
ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট
Pay Palli Bidyut Bill pay Through USSD
ঘরে বসে নিজেই নিজের palli bidyut bill payment online পরিশোধ করার সহজ উপায় হচ্ছে বিকাশ অ্যাপ ব্যবহার করা।
আপনাদের পূর্বেই বলেছি আপনারা চাইলে ইউএসএসডি কোড ব্যবহার করে সহজেই আপনার ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন বিকাশের মাধ্যমে। তবে, এই প্রক্রিয়াটিও আপনি সহজে করতে পারবেন।
এখানে আমি আপনাকে palli bidyut bill payment online করতে বিকাশ ইউএসএসডি কোড সম্পর্কে ধারণা পরিষ্কার করছি, যদি আপনার বিকাশ অ্যাপ না থাকে, তাহলে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন:
- বিকাশ ডায়াল কোড *247# ডায়াল করুন।
- বিল পরিশোধ করতে 6 লিখে উত্তর দিন।
- প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধের জন্য 1 উত্তর দিন অথবা পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধের জন্য 2 উত্তর দিন।
- তারপর পল্লী বিদ্যুৎ প্রি-পেইড বিলের জন্য 1 উত্তর দিন অথবা পল্লী বিদ্যুৎ 2 পোস্টপেইড পরিশোধের জন্য 2 লিখে উত্তর দিন।
- চেক বিলের জন্য 1 লিখে উত্তর দিন বা পে বিলের জন্য 2 উত্তর দিন।
- যদি আপনি পল্লী বিদ্যুৎ প্রি-পেইড বিলের জন্য 1 লিখে উত্তর দিয়ে থাকেন, তবে আপনি আপনার এসএমএস অ্যাকাউন্ট নম্বর ইনপুট করুন।
- তারপর আপনার পিন লিখুন এবং আপনার পে বিল নিশ্চিত করুন।
আরও পড়ুনঃ
নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার কত?। Nagad Helpline Number
Teletalk Emergency Balance Code
উপায় একাউন্ট দেখার নিয়ম | উপায় একাউন্ট ব্যালেন্স চেক কোড
Palli Bidyut prepaid meter recharge online FAQ
Yes, you can pay your Palli Bidyut bill online by Bkash, rocket, and Nagad. First Log in to Your Bkash app and select Pay Bill, then choose “ Electricity” then select prepaid or postpaid, then enter your billing SMS number to pay your bill.
To pay Palli Bidyut Prepaid Meter Bill from bKash you first dial * 247 # then select the pay bill option at number 6. Then select your electricity bill type (prepaid or Postpaid), now you enter your billing number then enter your pin code.
From popular mobile banking services in Bangladesh, you can now pay Palli electricity prepaid meter bills at home. For this, you can use bkash, Nagad, rocket, Ucash, Upay, etc.
In Conclusion,
Thanks for reading our blog! In this post, we discussed the importance of online bill payment and reviewed some of the best online bill payment options available today.
আরও পড়ুনঃ
উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ
If you’re looking to simplify your life by making payments for your bills online, our list of options is sure to help! Keep checking back on our website for more updates.
I think your quarry Palli Bidyut bill payment online is solved.
To get More Information Join Our Facebook page.
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।