অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানেন কি? যদি আপনি নতুন পাসপোর্ট করে থাকেন, তাহলে অফিসে জমা দেওয়ার পর আপনাকে সেটি অবশ্যই চেক করতে হবে।
আধুনিকতার এই যুগে আপনি কেন পাসপোর্ট চেক করার জন্য অফিসে অফিসে হেঁটে হেঁটে হয়রানি হবেন। ঘরে বসেই আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন আজকের পোস্টটি পড়ার পরে।
পাসপোর্ট সাধারণত একটি সময় খরচে বিষয়। সাধারন ভাবেও ২১ দিন সময় লাগে পাসপোর্ট করতে দেওয়ার পরে হাতে আসতে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়, কয়েক মাস সময় লেগে যায়।
কিন্তু তাই বলে নতুন যারা পাসপোর্ট করবে তারা দেখতে পাবেনা তাদের পাসপোর্টের অগ্রগতি কতদূর, এটা হতে পারে না।
আজকে আমরা জানবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা যায়। আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন, পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক।
Content Summary
- 1 পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম কি? Passport check with passport number
- 1.1 2nd পদ্ধতিঃ পাসপোর্ট নাম্বার থেকে পাসপোর্ট চেক করার উপায়
- 1.2 অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
- 1.3 মোবাইল এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার নিয়ম – E Passport Status Check by SMS
- 1.4 ই পাসপোর্ট ফি কত ২০২৩?
- 1.5 48 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 1.6 48 পৃষ্ঠা এবং 10 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 1.7 64 পৃষ্ঠা ও 5 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 1.8 64 পেজ ও 10 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 1.9 অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন এবং পদ্ধতি জানুন
- 1.10 সর্বশেষে
- 1.11 Share this:
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম কি? Passport check with passport number
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক অর্থাৎ পাসপোর্টের সার্বিক বিষয় সম্পর্কিত আপডেট জানার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করে কাজ করতে হবে। ধাপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ই পাসপোর্ট বা পাসপোর্ট নাম্বার ব্যবহার করে পাসপোর্ট চেক করতে।
অনলাইনে বা ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট ভিসিট করা বা এসএমএস এর মাধ্যমে।
প্রথম ধাপঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার থেকে বাংলাদেশ সরকারের আওতাধীন পাসপোর্ট সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সরাসরি এখান থেকে প্রবেশ করতে এখানে ক্লিক করুন passport.gov.bd
উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনি নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
2nd পদ্ধতিঃ পাসপোর্ট নাম্বার থেকে পাসপোর্ট চেক করার উপায়
উপরের লিংক থেকে যে ওয়েবসাইটে প্রবেশ করছেন সেই ওয়েবসাইটটি বাংলাদেশ সরকারের পাসপোর্ট সংক্রান্ত একটি ভেরিফাইড ওয়েবসাইট।
ওয়েবসাইটটিতে প্রবেশের পর আপনি এপ্লিকেশন স্ট্যাটাস নামের একটি অপশন দেখতে পাবেন। এপ্লিকেশন স্ট্যাটাস এ ক্লিক করার পরে নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
উপরের ছবিটির মতো পেজ ভিউ চলে আসবে।
- আসার পরে সেখানে পাসপোর্ট অফিসের স্লিপ নাম্বার ফিল্ডে আপনার পাসপোর্টের স্লিপ নম্বর লিখুন।
- এবং জন্ম তারিখ প্রবেশ করাতে হবে।
- এরপর ক্যাপচা সঠিক ভাবে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
এবার আপনি আপনার স্ক্রিনে আপনার পাসপোর্ট এর সকল তথ্য দেখতে পাবেন।
এভাবে খুব সহজেই পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে আপনি যেকোনো মুহূর্তে আপনার পাসপোর্ট দেখতে পাবেন।
এছাড়াও আরও কয়েকভাবে আপনার পাসপোর্ট নাম্বার থেকে পাসপোর্ট চেক করা যায়।
এবার জেনে নেওয়া যাক অন্য যেসব মাধ্যমে পাসপোর্টের নাম্বার ব্যবহার করে পাসপোর্ট চেক করা যায় তার মাধ্যম সমূহ।
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
আমরা উপরে একটি মাধ্যমে পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে পাসপোর্ট চেক করার উপায় জানতে পারলাম।
এবার আরও সহজ ভাবে অন্য একটি উপায় পাসপোর্ট চেক সম্পর্কে জানবো।
সরাসরি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার সহ আরও কিছু তথ্য দিয়ে এভাবে আপনি খুব সহজে পাসপোর্ট চেক করতে পারবেন।
এজন্য আপনাকে প্রথমে ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করতে হবে।
এখান থেকে সরাসরি প্রবেশ করার জন্য ক্লিক করুন এখান ক্লিক করুন এ।
এই লিঙ্কে ক্লিক করার পর আপনি নিচের ছবিটির মতো একটি পেজভিউ দেখতে পাবেন।
লিংকটিতে ক্লিক করা পর আপনি উপরের পেজভিউতে যেসকল তথ্য চাওয়া হবে সেসব তথ্য দিবেন।
- সবশেষে আপনি মানুষ এটিতে ক্লিক করবেন।
- এরপর সর্বশেষ চেক বাটনে ক্লিক করবেন।
এবার আপনি আপনার সামনে আপনার পাসপোর্টের আদ্দপান্থ। এখানে আপনাকে দেখাবে আপনার ই পাসপোর্ট অর্থাৎ, পাসপোর্ট হয়েছে কি না, কতদিন পরে এটি হতে পারে। কখন নাগাদ এটি করতে পারেন।
এপর্যন্ত আমরা দুইটি পদ্ধতিতে পাসপোর্ট চেক করার উপায় জানলাম। এছাড়াও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপায়ে পাসপোর্ট চেক করা যায়। সেটা হলো মোবাইলের এসএমএস এর
মাধ্যমে। এখন আমরা জানবো সর্বশেষ এবং অত্যন্ত জনপ্রিয় উপায় এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক সম্পর্কে।
মোবাইল এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার নিয়ম – E Passport Status Check by SMS
এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে প্রথমেই আপনার মোবাইলের এসএমএস অপশনে যেতে হবে।
এরপর ভাষা ইংরেজি সিলেক্ট করে এসএমএস লিখতে হবে।
এরপর MRP (Space) EID Number ইআইডি নম্বর সঠিকভাবে লিখতে হবে।
উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যিনি EID নম্বর 2233542 পেয়েছেন। তাকে “MRP 2233442” টাইপ করবেন”। এরপর 6969 নাম্বরে পাথিয়ে দিতে হবে।
কিছুক্ষণের মধ্যে আপনাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার জানতে চাওয়া পাসপোর্টের সকল বিষয়ে জানানো হবে।
এই পোস্টে উল্লেখিত তিনটি উপায়ে আপনি আপনার পাসপোর্ট চেক করার জন্য যেকোনো একটি উপায় বেচে নিতে পারেন।
যার মাধ্যমে ঘরে বসেই মুহূর্তের মধ্যে আপনি কোন হয়রানি দৌড়াদৌড়ি না করেই পাসপোর্ট সম্পর্কে জানতে পারবেন।
এখন ডিজিটাল বিশ্ব বলে কথা। আপনি চাইলেই সবই করতে পারবেন ঘরে বসে।
আমাদের জানা হয়ে গেলো পাসপোর্ট চেক সংক্রান্ত বিষয়ে। এবার পাসপোর্ট নিয়ে সাধারণ কিছু বিষয়ে জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ
অনলাইনে নিজের ই পাসপোর্ট চেক করুন ঘরে বসে
সিলভার কাকে বলে | What is Silver in Bangla?
ই পাসপোর্ট ফি কত ২০২৩?
ই পাসপোর্ট করার খরচ বা ফি নির্ভর করে আপনি কত দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে চান তার উপর ভিত্তি করে।
একটি MRP পাসপোর্ট করার খরচ সাধারণত তিন ধরনের হতে পারে।
একটি হল সাধারণ পাসপোর্ট যার জন্য আপনাকে কমপক্ষে ২১ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অন্যটি হল জরুরি পাসপোর্ট যা আপনি ১০ দিন পর হাতে পাবেন।
এছাড়াও ২ দিনের সুপার এক্সপ্রেস সরবরাহ সহ নিম্নে সব ধরনের ই পাসপোর্ট ফি এর লিস্ট দেওয়া হলো।
এখান থেকে দেখে নিতে পারেন কতদিনের মধ্যে পাসপোর্ট করতে চাইলে কত টাকা দরকার।
48 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি চার্জ 4,025 টাকা।
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি চার্জ 6,325 টাকা।
- 2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ 8,625 টাকা।
48 পৃষ্ঠা এবং 10 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি চার্জ 5,750 টাকা।
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি চার্জ 8,050 টাকা।
- 2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ 10,350 টাকা।
64 পৃষ্ঠা ও 5 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি চার্জ 6,325 টাকা।
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি চার্জ 8,625 টাকা।
- 2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ 12,075 টাকা।
64 পেজ ও 10 বছরের মেয়াদী পাসপোর্ট ফি
- 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি চার্জ 8,050 টাকা।
- 10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি চার্জ 10,350 টাকা।
- 2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি চার্জ 13,800 টাকা।
আরও পড়ুনঃ
যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | কিভাবে খুলবেন যৌথ একাউন্ট
দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে?
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম | English to Bengali Translating
অনলাইনে নিজের পাসপোর্ট চেক করুন এবং পদ্ধতি জানুন
ঘরে বসে অনলাইনে পাসপোর্ট চেক করার তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আপনি পাসপোর্ট চেক করতে পারেন। এছাড়াও বাংলাদেশ সরকার প্রদত্ত অফিশিয়াল ওয়েবসাইটে পাসপোর্ট নাম্বার ও জন্মতারিখ দেওয়ার মাধ্যমে সহজেই আপনি পাসপোর্ট চেক করতে পারবেন।
ঘরে বসে এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য মোবাইলের write মেসেজে MRP (Space) EID Number (ইআইডি নম্বর) লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস সেন্ড করুন। ফিরতি এসএমএস এ আপনাকে আপনার পাসপোর্ট স্ট্যাটাস সম্পর্কে জানানো হবে।
হাঁ পাসপোর্ট ফি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে 48 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদী ও 21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি দেয়া হবে এমন পাসপোর্ট ফি ৪২২৫ টাকা করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 64 পেজ ও 10 বছরের মেয়াদী পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে ৮০৫০ টাকা।
সর্বশেষে
আজকে আমরা এসএমএস পদ্দতি ও অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম পোস্টে তিনটি উপায় সম্পর্কে জানতে পারছি।
এর যেকোনো একভাবে চাইলেই পাসপোর্ট চেক করে নেওয়া সম্ভব।
আশা করছি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম পোস্টটি সম্পূর্ণ পড়ছেন এবং এই বিষয়ে আর কোন দ্বিধা বা অজ্ঞতা থাকবে না।
সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।