রকেট ক্যাশ আউট চার্জ ২০২৩ | রকেট মোবাইল ব্যাংকিং চার্জ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রকেট ক্যাশ আউট চার্জ বা রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে টাকা উত্তোলনে হাজারে কত টাকা খরচ কাটে এই সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। রকেটে হাজারে কত টাকা কাটে বা রকেট ক্যাশ আউট খরচ কত বিষয়ে আপনাদের আজকে জানাবো আজকে।

বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবার আগমন ডাচ বাংলা ব্যাংক পরিচালিত ডিবিবিএল মোবাইল ব্যাংকিং নামে।

বর্তমানে এই মোবাইল ব্যাংকিং সেবার নাম পরিবর্তিত হয়ে রকেট নামে মার্কেটে পরিচালিত হচ্ছে। 

বাংলাদেশের  প্রথম মোবাইল ব্যাংকিং সেবা হওয়া সত্বেও বর্তমানে বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে রকেট এর অবস্থান তৃতীয়। সম্প্রতি নগদ ক্যাশ আউট চার্জ এবং অন্যান্য সুযোগ-সুবিধার মাধ্যমে বিকাশের পরবর্তীতে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে নগদ।

অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার সাথে তুলনা করলে রকেট মোবাইল ব্যাংকিং চার্জ ব্যাপক পার্থক্য রয়েছে।

রকেট একাউন্ট কত প্রকার

রকেটে হাজারে কত টাকা কাটে এ বিষয়ে জানার পূর্বে আপনাকে জানতে হবে রকেট একাউন্ট কত প্রকার। এর কারণ হচ্ছে রকেট ২ ধরনের অ্যাকাউন্ট সুবিধা দিচ্ছে তাদের গ্রাহকদের এবং দুই ধরনের একাউন্টেই রকেট ক্যাশ আউট চার্জ ভিন্ন ভিন্ন।

  1. General Consumer account (রকেট সাধারণ একাউন্ট )
  2. Salary and Stipend account (রকেট সেলারি একাউন্ট )

রকেট জেনারেল পেরসনাল একাউন্ট অন্যান্য সাধারণ মোবাইল ব্যাংকিং সেবার একাউন্ট এর মত গ্রাহকদের কাছ থেকে টাকা চার্জ করে থাকে।

তবে উভয় একাউন্টে রকেট ক্যাশ আউট খরচের কিছু পার্থক্য রয়েছে, এই বিষয়ে আমরা আপনাদের বিস্তারিত জানাচ্ছি পোস্ট এর নিচের দিকে।

উপবৃত্তি ও রকেট সেলারি একাউন্ট, যে একাউন্টে রকেট ক্যাশ আউট খরচ ফ্রি, কোন ধরনের চার্জ ছাড়াই ঐ সকল গ্রাহক রকেট ব্যবহার করতে পারেন।

রকেট ক্যাশ আউট চার্জ ২০২৩ কত | রকেট মোবাইল ব্যাংকিং চার্জ প্রতি হাজারে কত টাকা

রকেট মোবাইল ব্যাংকিং চার্জ
রকেট মোবাইল ব্যাংকিং চার্জ

General Rocket account charge is 1.8% of Tax Amt. But Rocket Salary and Stipend account charge are totally different.

সাধারণ গ্রাহকদের জন্য রকেট ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৮ টাকা, তবে রেকর্ড স্যালারি একাউন্ট থেকে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ৯ টাকা করে কাটা হয়। এছাড়াও রকেট স্যালারি একাউন্ট থেকে রকেট এটিএম ব্যবহার করে ক্যাশ আউট চার্জ ফ্রি।

রকেটে হাজারে খরচ কত টাকা কাটে?

একটি জেনারেল পেরসনাল একাউন্ট গ্রাহকদের জন্য রকেট ক্যাশ আউট চার্জ হচ্ছে ১.৮% টাকা।

অর্থাৎ আপনি জেনারেল রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৮ টাকা ক্যাশ আউট চার্জ দিতে হবে।

তবে  আপনি যদি ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে আপনার রকেট একাউন্ট এর টাকা উত্তোলন করেন তবে আপনার কাছ থেকে প্রতি হাজারে খরচ ৯ টাকা  চার্জ করা হবে।

একজন সাধারণ গ্রাহক হিসেবে আপনি Rocket account charge সম্পর্কে জানার পরে অবশ্যই আপনার রকেট ব্যবহারের ইচ্ছা জাগবে।

তাই রকেট একাউন্ট চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ন পোস্ট পড়ুন।

আরও পড়ুনঃ

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্টের সুবিধা কি কি

জেনারেল একাউন্টে রকেটে হাজারে কত টাকা কাটে

রকেট ক্যাশ আউট খরচ বিস্তারিত
রকেট ক্যাশ আউট খরচ বিস্তারিত 

বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবায় তাদের একটি বিশেষ সেবার মাধ্যমে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন মিল ফ্যাক্টরি শ্রমিকদের বেতন দিয়ে থাক। 

প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবায় তাদের গ্রাহকদের কে বর্তমানে দুটি ভাগে ভাগ করেছে একটি হচ্ছে সেলারি/উপবৃত্তি একাউন্ট এবং অন্যটি হচ্ছে সাধারন পার্সোনাল একাউন্ট। 

উপবৃত্তীয় ও সেলারি একাউন্ট ব্যতীত অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং একাউন্ট গুলিকে রকেট জেনারেল পার্সোনাল একাউন্ট হিসেবে আপনি বলতে পারেন।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চার্জ কত দেখে নিন

General পার্সোনাল রকেট মোবাইল ব্যাংকিং চার্জ
বিশেষ পদ্দতিচার্জ
রকেট ক্যাশ ইন এজেন্ট থেকে ফ্রি
Cash-in at DBBL branches / Fast Trackফ্রি
রকেট ক্যাশ আউট এজেন্ট থেকে করলে১.৮%
রকেট ক্যাশ আউট DBBL branches থেকে ০.৯%
রকেট ক্যাশ আউট খরচ DBBL ATM থেকে ০.৯%
রকেট থেকে সেন্ড মানি মেনুয়ালি ও অ্যাপ থেকেফ্রি
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চার্জ কত

বন্ধুরা আপনি আপনার রকেট পার্সোনাল একাউন্ট টাকা ক্যাশ ইন করতে পারেন ফ্রি।

আপনার রকেট একাউন্টে টাকা ক্যাশ ইন করতে আপনি ব্যবহার করতে পারেন রকেট এজেন্ট এবং DBBL branches / Fast Track সমূহ।

আরও পড়ুনঃ

রকেটে টাকা দেখার নিয়ম কি?

রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয় 

Rocket Cash-out charge

তবে রকেট একাউন্টের ক্যাশ আউট চার্জে কিছুটা পার্থক্য রয়েছে। 

একজন সাধারন গ্রহক রকেট এজেন্ট পয়েন্ট ক্যাশ আউট করলে, রকেট অ্যাকাউন্ট থেকে ১.৮ শতাংশ হারে চার্জ কাটা হবে অর্থাৎ প্রতি হাজারে ১৮ টাকা। 

আরও পড়ুনঃ

ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?

নগদ একাউন্ট দেখার নিয়ম

Rocket account charge From ATM – রকেট ক্যাশ আউট চার্জ বুথ

পক্ষান্তরে একজন রকেট সাধারণ গ্রাহক যদি এটিএম থেকে টাকা ক্যাশ আউট করতে চান তবে রকেট এটিএম খরচ কিছুটা কম।

ATM থেকে রকেট ক্যাশ আউট খরচ ০.৯ শতাংশ হারে চার্জ কাটা হবে অর্থাৎ প্রতি হাজারে ৯ টাকা।  

DBBL branches গুলি থেকেও আপনি ক্যাশ আউট চার্জ ০.৯ শতাংশ হারে চার্জ কাটা হবে অর্থাৎ প্রতি হাজারে ৯ টাকা খরচে টাকা উত্তলন করতে পারবেন।

রকেট সেলারি একাউন্ট ক্যাশ আউট চার্জ কত?

রকেট সেলারি একাউন্ট খরচ
রকেট সেলারি একাউন্ট খরচ

গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একাউন্ট হচ্ছে রকেট সেলারি একাউন্ট। কেননা রকেট সেলারি একাউন্ট থেকে ফ্রি ক্যাশ আউট করার সুবিধা রয়েছে।  

রকেট সেলারি একাউন্ট এর মতোই রকেট উপবৃত্তি একাউন্ট গুলো একই ধরনের সেবা প্রদান করে থাকে তবে সেলারি একাউন্ট গুলোই বেশি জনপ্রিয়। 

রকেট ব্যবহার করে যে সকল শ্রমিকদের বেতন উত্তোলন করে থাকেন ঐসকল শ্রমিক কোন ধরনের চার্জ ছাড়াই তাদের রকেট ব্যবহার করতে পারেন।

তবে এই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই রকেট এটিএম ব্যবহার করতে হবে।

পক্ষান্তরে যদি উক্ত সেলারি একাউন্ট শ্রমিক রকেট এজেন্ট থেকে টাকা উত্তোলন করেন তার কাছ থেকে আজারে রিচার্জ করে থাকেন।

সেলারি একাউন্টে রকেট ক্যাশ আউট চার্জ কত

রকেট ক্যাশ আউট খরচ সারণী
বিশেষ পদ্দতিচার্জ
Cash-in at AgentFree
Cash-in at DBBL branches / Fast TrackFree
Cash-out at Agent0.9% of TXN Amt
Cash-out at DBBL branchesTK. 10 per Txn
Cash-out  from DBBL ATMFree
Send money USSD/ AppsFree
সেলারি একাউন্টে রকেট ক্যাশ আউট খরচ

আরও পড়ুনঃ

নগদ ক্যাশ আউট চার্জ সম্পর্কে

রকেট একাউন্ট দেখার নিয়ম 

রকেট সেলারি একাউন্ট গ্রাহক এটিএম থেকে টাকা ক্যাশ আউট করতে চান, তবে রকেট এটিএম চার্জ ফ্রি।

So, Rocket selary account ATM cash out charge FREE.

DBBL branches গুলি থেকেও রকেট সেলারি একাউন্ট ক্যাশ আউট খরচ প্রতি লেনদেন ১০ টাকা।

অর্থাৎ আপনি যে পরিমান টাকা ক্যাশ আউট করেননা কেন ১০ টাকা চার্জ করা হবে।

রকেট ব্যক্তিগত একাউন্ট থেকে অন্য ব্যক্তিগত নাম্বারে টাকা সেন্ড করা যায় ফ্রি।

এটা একটি সাধারণ রকেট একাউন্ট হোক কিংবা আরেকটি সেলারি একাউন্ট হোক আপনি রকেট থেকে রকেটে টাকা সেন্ড করতে পারবেন ফ্রি। 

আরও পড়ুনঃ

ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড

নগদ কাস্টমার কেয়ার নাম্বার লোকেশন ঠিকানা

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম কি? সঠিক পদ্ধতি

রকেট এজেন্ট ক্যাশ ইন চার্জ কত? 

বন্ধুরা রকেট সেলারি একাউন্টে রকেট ক্যাশ ইন চার্জ সবসময় ফ্রি। সেই সাথে রকেট সেন্ড মানি চার্জ ফ্রি।

Rocket account সম্পর্কে কিছু কথা

Rocket account charge এর ক্ষেত্রে এ সকল তারতম্যের কারণে অনেকেই রকেট একাউন্ট সম্পর্কে ভিন্নমত পোষণ করে এবং অনেক ব্যবহারকারী রকেট নিয়ে কিছুটা চিন্তিত থাকেন।

তবে আমি আপনাদের বলব বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত এই মোবাইল ব্যাংকিং সেবায় আপনি তাদের যেকোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন আপনাকে এজেন্ট পয়েন্টে যেতে হবে না।

পরিসংখ্যান অনুযায়ী দেশে সবচেয়ে বেশি এটিএম বুথ ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা।

ডাচ বাংলা ব্যাংক থেকে পরিচালিত সকল এটিএম বুথ থেকে আপনি আপনার টাকা উত্তোলন করতে পারবেন সহজেই।

আরও পড়ুন

Robi bundle offer

Banglalink off sim offer

Airtel minute offerRobi 1000 minute offer

FAQS – Rocket Account charge

রকেট ক্যাশ আউট চার্জ কত?

বর্তমানে দুই ধরণের রকেট একাউন্ট সম্পর্কে আমরা জানি। রকেট সেলারি একাউন্ট ক্যাশ আউট চার্জ এটিম থেকে ফ্রি এবং এজেন্ট থেকে হাজারে ৫ টাকার মত। তবে রকেট জেনারেল একাউন্টে ক্যাশ আউট চার্জ এজেন্টে ১৮ টাকা প্রতি হাজারে এবং এটিএম থেকে জেনারেল নাম্বারে ক্যাশ আউট চার্জ প্রতি হাজার ৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রকেট ক্যাশ আউট করার নিয়ম?


বর্তমানে রকেট থেকে টাকা উত্তোলনের জন্য ক্যাশ আউট পদ্ধতি সবথেকে বেশি জনপ্রিয়। রকেট ক্যাশ আউট করার নিয়ম  হচ্ছে এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা অথবা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ আউট করা।

রকেট ক্যাশ আউট প্রতি হাজারে কত টাকা?

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা রকেট থেকে টাকা উত্তোলনের জন্য প্রতি হাজারে হাজার ১৮ টাকা চার্জ করা হয় সাধারন একাউন্টে গ্রাহকদের ক্ষেত্রে।  তবে সেলারি একাউন্ট এর ক্ষেত্রে এটিএম থেকে ফ্রি টাকা উত্তোলন করা যায়।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চার্জ কত?

বর্তমানে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চার্জ এজেন্ট পয়েন্ট থেকে প্রতি হাজারে ১৮ টাকা এবং এটিএম থেকে ৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রকেটে হাজারে খরচ কত টাকা?

রকেটে হাজারে খরচ ১৮ টাকা, তবে যদি এটিএম বুথ থেকে উত্তোলন করা হয় তাহলে খরচ ৯ টাকা। তবে রকেট সেলারি একাউন্টে ক্যাশ আউট খরচ এজেন্ট নাম্বারে ৯ টাকা এবং রকেট এটিএম বুথ থেকে ফ্রি।

In conclusion,

আশাকরি আপনি রকেট ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানতে পেরেছেন। আমরা এই নিবন্ধের মাধ্যমে আপনাদেরকে রকেট একাউন্টের ক্যাশ আউট খরচ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি।

এই ব্লগ পোষ্টের যে বিষয়গুলি আপনি জানতে পেরেছেন-

  • রকেটে হাজারে খরচ কত,
  • রকেট ক্যাশ ইন চার্জ কত,
  • ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং চার্জ কত,
  • রকেটে হাজারে কত টাকা কাটে,
  • রকেট সেলারি একাউন্ট ক্যাশ আউট খরচ,
  • রকেট ক্যাশ আউট charge ATM বুথ,
  • রকেট ক্যাশ ইন চার্জ ২০২৩,

রকেট মোবাইল ব্যাংকিং চার্জ সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। নিয়মিত আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।