ইনকামিং কল বন্ধ করার নিয়ম? কিভাবে চালু এবং বন্ধ করতে হয়

ইনকামিং কল বন্ধ করার নিয়ম কি? আপনি কি জানেন। আজকে পোষ্টের মাধ্যমে আমরা জানবো কিভাবে ইনকামিং কল গুলো খুব সহজে বন্ধ করা যায়।

মূলত আমরা সকলেই জানি আমাদের মোবাইলে যে কল গুলো আসে তাকে বলা হয় ইনকামিং কল।

আরো সহজ করে বলতে গেলে আমাদের ফোনে যে ফোন কল গুলো আমরা রিসিভ করে থাকি সেগুলো হলো ইনকামিং কল।

এখন বিভিন্ন কারণে আমাদের এ ফোন কল গুলো বন্ধ করা প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে ইনকামিং কল বন্ধ করতে হয়।

আজ এই পোষ্টের মাধ্যমে আমরা খুব সহজে ইনকামিং কল বন্ধ করার নিয়ম সম্পর্কে জানব।

ইনকামিং কল বন্ধ করলে যেকোন নম্বরে আপনি কল দিতে পারবেন কিন্তু আপনার নম্বরে কোন ধরনের কল আসবে না।

তাছাড়াও আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ইনকামিং কলের বন্ধের প্রয়োজনীয়তা ইনকামিং কল বন্ধ করার নিয়ম এবং পুনরায় চালু করার উপায় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

আমাদের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে আপনার ইনকামিং কল টি খুব সহজে বন্ধ করতে পারবেন।

এবং আশা করছি আমাদের এই পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

ইনকামিং কল বন্ধ কেন করবেন? – ইনকামিং কল বন্ধ করার কোড – Why block incoming calls?

ইনকামিং কল বন্ধ কেন করবেন
ইনকামিং কল বন্ধ কেন করবেন

এখন ইনকামিং কল গুলো আপনি কেন বন্ধ করবেন? এ বিষয়টি খুব সহজ এবং সুন্দর বিষয়।আপনার নানা প্রয়োজনে আপনি আপনার ইনকামিং কল বন্ধ করতে পারেন।

বিশেষ করে যারা অনলাইনে গেম খেলেন তাদের গেম খেলার সময় অনেক অপ্রয়োজনীয় কল এসে থাকে।

তখন আপনারা খুবই বিরক্ত হয়ে যান এবং আপনাদের মনে হয় এ সময়ে অপ্রয়োজনীয় কলগুলো না আসাই ভালো।

তারপর যারা বড় বড় ব্যবসায়ী তারা নানান সময়ে বড় বড় বিজনেস মিটিংয়ে থাকলে অপ্রয়োজনীয় কল গুলো তাদের খুবই বিরক্ত করে থাকে।

সেক্ষেত্রেও ইনকামিং কল বন্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে।

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঘুম প্রিয়। ঘুমানোর সময় কোন ধরনের কল আসলে তারা বিরক্ত বোধ করে।

তারা অপ্রয়োজনীয় কল গুলো বন্ধ করার জন্য ইনকামিং কল বন্ধ করে  দেন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এছাড়া আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি আপনার মোবাইলে ইনকামিং কল গুলো বন্ধ করতে পারেন।

তাহলে এবার আসা যাক কিভাবে আপনি আপনার ইনকামিং কল গুলো বন্ধ করবেন।

আরও পড়ুনঃ

GP 100 SMS 30 Days Code | জিপি ১০০ এসএমএস অফার

গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ

GP Minute Offer 30 Days

ইনকামিং কল বন্ধ করার নিয়ম

ইনকামিং কল বন্ধ করার নিয়ম
ইনকামিং কল বন্ধ করার নিয়ম

এতক্ষণ আমরা ইনকামিং কল কি কারণে বন্ধ করব সে সকল বিষয়ে অবগত হয়েছি।

কি করে ইনকামিং কল বন্ধ করতে হয় সেই নিয়োগ সম্পর্কে এখন আমরা খুব সহজ এবং সুন্দর ভাবে জেনে নেয়ার চেষ্টা করব।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আপনার সিমের ইনকামিং কল গুলো বন্ধ করতে চাইলে নিচের কোডগুলো ব্যবহার করে তা আপনি বন্ধ করতে পারেন।

আলাদা সিমের জন্য আলাদা আলাদা ইনকামিং কল বন্ধ করার কোড রয়েছে। চলুন আমরা সে কোড গুলো দেখে নেই।

ইনকামিং কল বন্ধ করার কোড

গ্রামীণফোন*21*017#
এয়ারটেল*21*016#
বাংলালিংক*21*019#
টেলিটক*21*015#
রবি*21*018#
ইনকামিং কল বন্ধ করার কোড

এখন ধরুন আপনার সিমটি একটি জিপি সিম।

এক্ষেত্রে আপনি আপনার ঐ সিমটি থেকে *21*017# এই কোডটি ডায়াল করে আপনার জিপি সিমে ইনকামিং কল বা কল আসা বন্ধ করে দিতে পারেন।

তখন সেই জিপি সিম থেকে যেকোন নম্বরে কল আপনি দিতে পারবেন কিন্তু আপনার ওই সিমের মধ্যে কোন ধরনের প্রবেশ করবে না।

অর্থাৎ, এক কথায় বলতে গেলে আপনার ইনকামিং কল বন্ধ হয়ে যাবে।

কিভাবে ইনকামিং কল পুনরায় চালু করবেন? – ইনকামিং কল চালু করার কোড

কিভাবে ইনকামিং কল পুনরায় চালু করবেন এই সম্পর্ক আপনাদের জানা উচিত এই সম্পর্কেও আপনাদের জানা উচিত।

আমরা যেমন ইনকামিং কল গুলো বন্ধ করতে পারি তেমনি ইনকামিং কল গুলো আবার পুনরায় চালু করতে কোড রয়েছে।

এখন কিভাবে ইনকামিং কল চালু করার কোড ব্যবহার করে ইনকামিং কল চালু করবেন সে সম্পর্কে বিস্তারিত জানব।

আপনার মোবাইলে ইনকামিং কল পুনরায় চালু করতে যেকোনো সিম থেকে ডায়াল করুন ##২১#। এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার ঐ সিমের ইনকামিং কল চালু হয়ে যাবে।

ইনকামিং কল বন্ধ করতে সমস্যা হলে কি করব

এখন আপনি যদি আপনার ইনকামিং কল বন্ধ করতে সমস্যা হয় অথবা আপনার ইনকামিং কল পুনরায় চালু করতে সমস্যায় পড়েন আপনি সরাসরি সিম কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন।

ইনকামিং কল বন্ধ করতে বা চালু করতে যদি সমস্যা হয় তাহলে সরাসরি কল সেন্টারে কল করবেন।

আশা করছি তাহলে আপনাদের আর কোন সমস্যায় পড়তে হবে না।

আরও পড়ুনঃ

Robi Balance Check Code Number BD | রবি ব্যালেন্স চেক কোড

রবি মাসিক ইন্টারনেট প্যাকেজ

রবি এমবি কেনার কোড

ইনকামিং কল বন্ধ করার নিয়ম FAQS

ইনকামিং কল বন্ধ করার নিয়ম কি?

এখানে ইনকামিং কল বন্ধ করবার জন্য আলাদা আলাদা সিমে আলাদা আলাদা কোড নাম্বার ব্যবহার করা হয়। সেগুলো হল-
বাংলালিংকঃ *21*019#
রবিঃ *21*018#
এয়ারটেলঃ *21*016#
গ্রামীণফোনঃ *21*017#
টেলিটকঃ *21*015#

ইনকামিং কল পুনরায় চালু করার নিয়ম কি?

আপনার মোবাইলে ইনকামিং কল পুনরায় চালু করতে যেকোনো সিম থেকে ডায়াল করুন ##২১#। এই কোড ব্যবহার সকল সিমের ইনকামিং কল পুনরায় চালু করা যায়।

উপসংহার

আমরা আশা করছি আজকের পোস্ট এর মাধ্যমে ইনকামিং কল বন্ধ করার নিয়ম আপনি খুব সহজে বুঝতে পেরেছেন।

এবং কিভাবে ইনকামিং বন্ধ করবেন এবং চালু করবেন সে সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছেন।

তবুও যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

এবং আমাদের এই ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক শিক্ষামূলক এবং মোবাইল সম্পর্কিত অনেক ধরনের পোস্ট রয়েছে।

হয়তো কোনো পোস্ট আপনার উপকারে আসতে পারে।

আরও পড়ুনঃ

Banglalink Internet Offer 30 Days

Online shopping BD list

তাই আমাদের ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারেন।

তার সাথে সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment