টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম | Tin Certificate Verification BD

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম সম্পর্কে আজকে আপনি জানতে পারবেন। আপনি কি আপনার ব্যবসাকে সরকারি নিবন্ধনের আওতায় নিয়ে আসতে চান? ব্যবসায়িক কাজ সহ নানা ধরণের কাজে সুবিধার জন্য আপনার অবশ্যই একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। টিন সার্টিফিকেট এর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে নানান ধরণের সুবিধা সুবিধা পেয়ে থাকি। 

তাই টিন সার্টিফিকেট তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে একেবারে নির্ভুল তথ্যাদি।

যেহেতু টিন সার্টিফিকেট অনলাইনে কিংবা অফলাইনে তৈরি করা হয় সেক্ষেত্রে এর তথ্যাদিতে ভুল থাকা অস্বাভাবিক কিছু নয়।

কারণ বর্তমানে হাজার হাজার মানুষের টিন সার্টিফিকেটের কাজ করতে হয়। তাই সেক্ষেত্রে নাম ,জন্মের তারিখ,প্রয়োজনীয় কাগজপত্রের ভুল থাকা বেশ স্বাভাবিক ব্যাপার। 

অনলাইনে Tin Certificate যাচাই করার প্রক্রিয়া কিছুটা জটিল। তবে আমাদের দেওয়া নিয়ম গুলো step by step অনুসরণ করে খুব সহজেই আপনি টিন সার্টিফিকেটে দেওয়া আপনার ব্যাক্তিগত বা প্রাতিষ্ঠানিক তথ্য ঠিক আছে কিনা সেটা যাচাই করে নিতে পারেন। 

টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম ( Tin Certificate Verification ) করার জন্য আমরা মূলত ভ্যাট রেজিস্ট্রিশন এর অনলাইন ফরমটি ব্যবহার করব। এটি একটি দীর্ঘ ও ঝামেলাপূর্ণ প্রক্রিয়া। প্রক্রিয়ার ধাপগুলো নিচে ক্রমানুযায়ী বর্ণনা করা হয়েছে।

আমাদের আগের আর্টিকেলে টিন সার্টিফিকেট তৈরি, টিন সার্টিফিকেট ডাউনলোড, কেন  টিন সার্টিফিকেট তৈরি করবেন?

টিন সার্টিফিকেট কি কি কাজে লাগে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি না পড়লে এই টিন সার্টিফিকেট কি লিঙ্কতিতে ক্লিক করুন। আজকের আর্টিকেলে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম সম্বন্ধে আলোচনা করা হবে।

অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম ২০২৩ – Tin Certificate Verification BD

প্রিয় পাঠক Tin Certificate Verification করার জন্য আপনাকে https://vat.gov.bd ওয়েবসাইট লিংকে ভিজিট করতে হবে। 

কিভাবে টিন সার্টিফিকেট যাচাই করবেন তা জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। 

ধাপ ১ঃ Vat Registration Service ওয়েবসাইটে প্রবেশ করুন 

সর্বপ্রথম https://vat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। উক্ত লিংকে প্রবেশ করার পর Sign up মেন্যুতে প্রবেশ করুন।

Sign up মেন্যুতে যাওয়ার পর একটি ফরম পাবেন। যাবতীয় তথ্য দিয়ে ফরমটি Sign up করতে হবে।

ধাপ ২ঃ TIN number check bd করতে registration সম্পন্ন করুন

Sign up মেন্যুতে যাওয়ার পর একটি ফরম পাবেন। যাবতীয় তথ্য দিয়ে ফরমটি করুন। User Type অপশনে আপনাকে Resident সিলেক্ট করতে হবে।

জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার নাম ও এনআইডি নাম্বার লিখুন। Designation হিসেবে Owner সিলেক্ট করুন। 

আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি লিখুন। এখানে ইমেইল আইডি অত্যান্ত জরুরী।

কারণ ইমেইলের মাধ্যমে আপনাকে আপনার একাউন্টের Username ও একটি অস্থায়ী Password পাঠানো হবে।

তারপর অপশনে গিয়ে একটি প্রশ্ন সিলেক্ট করুন এবং প্রশ্নের উত্তর দিন। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ।

ভবিষ্যতে আপনি যদি একাউন্টের Password ভুলে যান, তাহলে তখন আপনাকে এই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে Password টি পুনরুদ্ধার করতে হবে।

সর্বশেষ, বাম পাশের বাটনে Cheek ক্লিক করুন। কোনো ভুল না থাকলে Submit করুন।

ধাপ ৩ঃ OTP Verification করুন

আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি OTP আসবে। ২ মিনিটের মধ্যে OTP টি পূরণ করুন এবং Verify বাটনে ক্লিক করুন।

পুনরায়  OTP পেতে Resend OTP  বাটনে ক্লিক করুন। সফল ভাবে মোবাইল নাম্বার Verify করার পর ফরমটি Submit করুন। 

ধাপ ৪ঃ Login করুন ও PAssword সেট করুন 

Verify করার কিছুক্ষণ পর আপনাকে ইমেইলে একটি Username ও একটি temporary Password পাঠাবে। সেখানে আপনাকে একটি নতুন Password সেট করতে হবে।

ইমেইলে পাঠানো temporary Password  টি Old Password  এর জায়গায় বসান। তারপর আপনার পছন্দমতো একটি নতুন Password সেট করুন।

Confirm Password এর জায়গায় ঐ নতুন  Password টির পুনরাবৃত্তি করুন। 

ধাপ ৫ঃ অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম

অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম
অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম

ওয়েবসাইটে প্রবেশ করুন এবং আপনার Username, Password দিয়ে লগইন করুন। তারপর সেখানে একটি ড্যাসবোড ওপেন হবে।

GENERAL INFORMATION সেকশনে e-TIN বক্সে আপনার 12 ডিজিটের TIN number লিখুন এবং উপরের Check বাটনে ক্লিক করুন।

সেখান থেকে আপনি আপনার যাবতীয় তথ্যাদি যাচাই করে নিতে পারেন।

টিন সার্টিফিকেট সঠিক থাকলে TIN রেজিস্ট্রেশনকারী ব্যক্তির নামসহ যাবতীয় তথ্যাদি দেখতে পাবেন। 

আপনি খুব সহজে টিন সার্টিফিকেট বের করতে পারবেন। টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম, টিন সার্টিফিকেট বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ______ লিঙ্কটিতে প্রবেশ করুন। 

টিন সার্টিফিকেট চেক করার জন্য আপনি কি কি পদ্ধতি অনুসরণ করতে পারেন তা সকলি এখানে আলোচনা করা হয়েছে।

তাই উল্লেখিত tin number check bd, tin certificate check সম্পর্কে জানতে আপনার আরো কোন তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

আরও পড়ুনঃ

জন্ম সনদ যাচাই করণ পদ্ধতি ও ডাউনলোড

IMEI Check BD Bangladesh | কিভাবে IMEI চেক করবেন  

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় কি? কিভাবে ব্যাটারির যত্ন নিবেন

কম্পিউটার কি? কম্পিউটার কাকে বলে | Computer কে আবিষ্কার করেন

টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম সম্পর্কে কিছু প্রশ্ন

কিভাবে টিন সার্টিফিকেট যাচাই করবেন?

নিজে ঘরে বসে টিন সার্টিফিকেট যাচাই করতে https://vat.gov.bd একটি অ্যাকাউন্ট করুন। একাউন্ট তৈরি করা সম্পন্ন হলে আপনি আপনার টিন সার্টিফিকেট নম্বর ব্যাবহার করে সহজেই যাচাই করতে পারবেন। Tin Certificate Verification BD সম্পর্কে বিস্তারিত রয়েছে আমাদের ওয়েব সাইটে।

টিন সার্টিফিকেটের ব্যবহারকারীর আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো?

যে সকল টিন সার্টিফিকেট ব্যবহারকারীর আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে প্রথমে রাজস্ব বোর্ডের (https://vat.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর password ফিরে পেতে উপরে থাকা মেনু বার থেকে ‘Forgot Password’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে পাসওয়ার্ড অথবা ব্যবহারকারীর আইডির যেটি আপনি পুনরুদ্ধার করতে চান তা নির্বাচন করতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী মোবাইল নাম্বার ব্যাবহার করে সহজেই টিন সার্টিফিকেট আইডি ও পিন বের করা সম্বভ।

টিন সার্টিফিকেট লগইন করে চেক করা যায় কি?

প্রিয় টিন সার্টিফিকেট ব্যাবহারকারী আপনি টিন সার্টিফিকেট পেজে লগইন করতে আপনাকে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।

উপসংহার

আশা করি আপনি টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। TIN certificate check করতে কি কি পদ্ধতি ব্যবহার করতে পারেন এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

আপনি যখনি টিন সার্টিফিকেট পেয়ে যাবেন কিংবা হাতে পাবেন সবার আগে আপনার কাজ হলো নির্ভুল ভাবে আপনার সকল ধরনের তথ্যাদি যাচাই করা।

টিন সার্টিফিকেট চেক করে আপনি খুব সহজে আপনার প্রদত্ত তথ্যাদি ঠিক আছে কিংবা কোথায় ভুল আছে তা সহজে যাচাই বাছাই করে আপনি কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে পারেন।

ফলে কোন ধরণের ঝামেলা ছাড়াই আপনি আপনার সঠিক তথ্যের আলোকে আপনার টিন সার্টিফিকেট তৈরি (Tin Certificate Registration) করে নিতে পারবেন।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

ধন্যবাদ। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।