পদ্মা সেতুর খরচ কত টাকা? স্বপ্নের পদ্মা সেতুর মোট ব্যয় কত বিলিয়ন টাকা এই সম্পর্কে সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। বিশ্বের দীর্ঘতম সেতু সমূহের মধ্যে পদ্মা সেতু একটি, যা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।
কেননা খরস্রোতা পদ্মা নদীর উপর পদ্মা সেতু তৈরি করতে ইঞ্জিনিয়ারদের অনেক বেগ পেতে হয়েছে।
বিশ্বে পদ্মা নদীর মত খরস্রোতা নদীর সংখ্যা খুবই কম, তাই বলা যায় প্রতিকূলতার দিক থেকে অন্যান্য সেতুর চেয়ে অনেক বেশি কষ্টসাধ্য ছিল এই সেতু তৈরি করা।
পদ্মা সেতুটি দেশের দুটি অঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে যুক্ত করেছে।
ঢাকা ও বরিশালের মধ্যে সংযোগ স্থাপনে অপরিহার্য ভূমিকা পালন করবে এই সেতুটি সেই সাথে পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে ও GDP বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে অর্থনীতিবদরা মনে করছেন।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। তবে মাইলের হিসেবে হিসাব করলে পদ্মা সেতুর দৈর্ঘ ৩.৮১ মাইল।
এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প এবং দেশীয় অর্থায়নে নির্মিত দীর্ঘতম সেতু।
এই পোস্টে আপনি পদ্মা সেতু তৈরির ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া এবং বাংলাদেশের উন্নয়নে এর অবদান সম্পর্কে কিছু আকর্ষণীয় সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন।
সেই সাথে পদ্মা সেতুর খরচ কত টাকা এবং পদ্মা সেতুতে মোট ব্যয় ও অর্থায়ন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে।
বাংলাদেশেরও বিশ্বের অন্যতম খরশ্রোতা নদী পদ্মার বুকে তৈরি প্রকৌশলের এই অবিশ্বাস্য কীর্তি কীভাবে সারা দেশে সড়ক পথে পরিবহণ ও জাতায়াতে রূপান্তরিত করেছে এবং স্থানীয় সম্প্রদায়কে প্রভাবিত করেছে তাও আমরা অন্বেষণ করব।
Content Summary
পদ্মা সেতুর খরচ কত টাকা? পদ্মা সেতু তৈরিতে খরচ কত টাকা
পদ্মা সেতুর খরচ মোট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এর আমলে রেললাইনবিহীন পদ্মা সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে তা অপরিকল্পিত ছিল।
ফলে ২০১১ সালের ১১ জানুয়ারিতে প্রথম দফায় পদ্মা সেতুর ব্যয় সংশোধন করা হয়।
তখন পদ্মা সেতু তৈরিতে এর প্রাথমিক ব্যয় ধরা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা।
পরে পদ্মা সেতুর ব্যয় আরও আট হাজার কোটি টাকা বাড়ানো হয়। ফলে তখন পদ্মা সেতুর ব্যয় দাঁড়ায় সসর্বমোট ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা।
পরবর্তীতে ডলারের মূল্য বৃদ্ধিতে ও আরো আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পায়, যার ফলে পদ্মা সেতু তৈরিতে মোট ব্যয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।
আমেরিকান ডলারে হিসাব করলে পদ্মা সেতু তৈরিতে ব্যয় করা হয়েছে ৩.৫ বিলিয়ন ডলার বা ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।
এসব খরচের মধ্যে রয়েছে পদ্মা সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন ইত্যাদি।
অর্থাৎ পদ্মা সেতুর মোট ব্যয় ৩০,১৯৩.৩৯ কোটি টাকা।
বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী, পদ্মা সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দেয় সরকার।
পদ্মা সেতুর জন্য ১ শতাংশ সুদ হারে যে টাকা ঋণ নেয়া হয়েছে সেই অর্থ ৩৫ বছরের মধ্যে সরকারকে পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ
- পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত?
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
- মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩
পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শুরু হয়?
পদ্মা বহুমুখী সেতু নির্মাণে চায়না কোম্পানি রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে ২০১৪ সালের ১৭ জুন চুক্তি করে বাংলাদেশ সেতু বিভাগ।
পরবর্তীতে ২০১৪ সালের ২৬ নভেম্বর মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
২০১৫ সালের ১২ ডিসেম্বর পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু | ইতিহাস |
পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে | ৭ই ডিসেম্বর ২০১৪ |
পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে | ২৫ জুন ২০২২ |
পদ্মা সেতুর খরচ হয়েছে | ৩০,১৯৩.৩৯ কোটি টাকা |
পদ্মা সেতুর অর্থায়ন করেছে কোন দেশ?
বাংলাদেশ সরকারের নিজ অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন হয়েছে।
তাই মাথা উঁচু করে বলেতেই পারেন পদ্মা সেতুর অর্থায়ন করেনি কোন দেশ।
স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন কত তারিখে করা হয়?
পদ্মা সেতুর উদ্বোধন করা হয় ২০২২ সালের ২৫ জুন। পদ্মা সেতুটি আনুষ্ঠানিকভাবে ২৫ জুন ২০২২ সালে উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবং উদ্বোধনের ১ দিন পর ২৬ জুন ২০২২ তারিখে (পরের দিন) থেকে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জনগনের বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনীর যুদ্ধবিমান ও জঙ্গী হেলিকপ্টার অ্যারোবেটিক ডিসপ্লে ও ফ্লাইপাস প্রদর্শন করে সেতু এলাকায়।
এছাড়াও সেতুটির উদ্বোধন উপলক্ষে পাকিস্তান, রাশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন ওডেনমার্কসহ পৃথিবীর অনেক দেশের সরকার প্রধান ও রাষ্ট্রদূত অভিনন্দন বার্তা পাঠায়।
এছাড়াও শুরু থেকেই পদ্মা সেতু তৈরিতে দুর্নীতির অভিযোগ করা বিশ্ব ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধিও বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।
আরও পড়ুনঃ
বাংলাদেশ সরকারের নিজ অর্থায়নে সম্পন্ন হয়েছে পদ্মা সেতুর কাজ। পদ্মা সেতুর অর্থায়ন করেনি কোন দেশ।
প্রাথমিক নির্ধারিত খরচ থেকে অনেক বেশি খরচ হয়েছে এই প্রকল্পে। পদ্মা সেতুর খরচ ৩০ হাজার কোটি টাকা।
পদ্মা সেতু তৈরীতে মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
উপসংহার,
আশা করি পদ্মা সেতুর খরচ কত টাকা বা পদ্মা সেতু তৈরীতে কত টাকা ব্যয় হয়েছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে পেরে।
স্বপ্নের পদ্মা সেতু তৈরিতে মোট ব্যয় নিয়ে চারদিকে অনেক আলোচনা সমালোচনা হলেও খরস্রোতা পদ্মার বুকে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই সেতু তৈরি সমগ্র বাংলাদেশের জন্য গর্বের।
বাংলাদেশ সরকারের নিজ অর্থায়নে তৈরি করা পদ্মা বহুমুখী সেতুকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি আরও দ্রুত অগ্রগতি পাবে এমন ধারণাই করেন অর্থনীতিবিদরা।
তবে পদ্মা সেতু প্রকল্প হাতে নেওয়ার সময় অনেক বিশেষজ্ঞরায়ই সরকারের ব্যাপক সমালোচনা করেছিলেন, তারা বলেছিলেন ছোট্ট একটি দেশের জন্য এটি খুবই ব্যয়বহুল একটি প্রকল্প।
পোস্টের এই পর্যায়ে বলা যায় পদ্মা সেতুর মোট ব্যয় কত ২০২২ সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন।
পদ্মা সেতু সম্পর্কে আরও জানতে পরুনঃ-
- পদ্মা সেতুর স্প্যান কয়টি? সেতুর স্প্যান কি?
- পদ্মা সেতুর পিলার কয়টি? পদ্মা সেতুর পিলারের দূরত্ব কত?
- পদ্মা সেতুর টোল তালিকা
অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়ের সাইট।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
মানি ম্যানেজমেন্ট কি? কিভাবে টাকার ম্যানেজমেন্ট কিভাবে
এয়ারটেল মিনিট চেক করার কোড কত
নতুন রবি বান্ডেল অফার লিস্ট
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
অনেক চমৎকার লিখেছেন
দেশের সেরা মিনিট অফার বাংলালিংকে