ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? । বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন এই সম্পর্কে আপনি জানেন কি? ইংরেজিতে একটি কথা আছে ” History Repeats its Self “, এই কথার অর্থ হচ্ছে “ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে”। অর্থাৎ ইতিহাসকে জানুন ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য।

এটা অনেকে বলে যে ইতিহাস পড়লে নাকি ‘পাতিহাঁস’ হওয়া যায়। একথাও প্রচলিত আছে যে ইতিহাস এর বিবরণ শাসক গোষ্ঠি নিজেদের স্বার্থে কাজে লাগায় এমনকি পরিবর্তনও করে।

যদিও একবিংশ শতাব্দী রাজনৈতিক প্রেক্ষাপট ও গতিবিধি দেখে তা পুরোপুরি সত্য বলে মনে হচ্ছে। কেননা বর্তমান বিশ্ব রাজনীতিবিদেরা কখনো ধর্মকে নিয়ে ব্যবসা করছে, এবং পুরনো ইতিহাস কেও নিয়েও তারা ব্যবসা পরিচালনা করছে। তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য যখন যে ডাল প্রয়োজন তা ব্যাবহার করছে।

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন – বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

তার ওপর ইতিহাসের ঘটনা ক্রম পর্যায় জানা, পরিণতি জানা আবার প্রামাণ্য বিষয় পেতে আমাদের সকলের ইতিহাস পড়া উচিত।

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? এই সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটিকে শেষ পর্যন্ত পড়ুন। 

ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা – বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জ্ঞান প্রদান করে। ইতিহাসের আলোকে আমরা এই বর্তমানকে বিচার করতে পারি।

আদি ইতিহাস পাঠ জাতীয় চেতনা উন্মেষের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। একটি জাতির ঐতিহ্য ও অতীতের গৌরবান্বিত ইতিহাস ঐ জাতিকে বর্তমানের প্রেক্ষাপটে অনেক মর্যাদাপূর্ণ কর্মতৎপরতায় উদ্দীপিত করে তোলে। 

আধুনিক যুগে ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? বর্তমানে ইতিহাস পাঠ করে মানুষ অতীত থেকে যুগপোযোগী অনেক কিছু শিখতে পারে।

অতীতের অনেক কিছুই বর্তমানের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে। ইতিহাস সব সময়ই সত্যনিষ্ঠ বর্ণনা বহন করে থাকে।

তাই আমাদেরকে সবসময় ইতিহাস পড়তে হবে।

ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা

এই ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের স্বাধীন বাংলাদেশের উত্থান সম্পর্কে।

এছাড়াও আরও জানতে পেরেছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা, জানতে পারি সভ্যতা সংস্কৃতি এবং ঐতিহাসিক উত্থান সম্পর্কে।

যেমন আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের ঐতিহাসিক মহাস্থানগড়ের আদি কাহিনি।

এজন্য আমাদের কে বেশি বেশি করে ইতিহাস পাঠ করতে হবে। এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারবো।

আর তাই আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য ইতিহাস পাঠ করার অভ্যাস গড়ে তুলতে হবে।

তবে ইতিহাস এবং ভুগোল এই দুটো বিষয়েরই পাঠ করা অত্যন্ত গুরুত্তপূর্ণ।

আরও পড়ুনঃ

বক্তব্য কিভাবে শুরু করবেন | বক্তব্য শুরুতে কি বলতে হয়

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? ইতিহাস পাঠ জরুরী কারণ

১. আমরা জানি সমাজ এবং সংস্কৃতি পরিবর্তনশীল। আজকে আমরা যে সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক আবহাওয়ার মধ্যে আছি তা একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশমাত্র। এসব পরিবর্তন গুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বর্তমান ও ভবিষ্যৎ আমাদের হাতছাড়া হয়ে অন্যের দখলে চলে যাবে।

২. আমাদের উপর সমাজ এবং রাষ্ট্রের নতুন নতুন নিয়ম কানুন, আইন এমনকি জীবন যাপনের কৌশল চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন, কি কারনে, কোন ধারাবাহিকতায় আমরা এগুলোর মুখোমুখি হচ্ছি এবং সেগুলো বোঝা, ধারণ এবং বর্জনের জন্য ইতিহাস পাঠ অত্যন্ত সহায়ক। 

৩. ইতিহাস সাধারণত লোভ, ত্যাগ, সংগ্রাম, ক্ষয় এবং জয়- এর সবকিছুই ধারণ করে রাখে। সব গল্পই ধরে রাখার চেষ্টা করে। আমরা এর মধ্যে থেকেই নিজ লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা পেতে পারি।

৪. মানুষ এবং মানবজাতি নিজের অজান্তেই কিছু ভয়াবহ শক্তিশালী চলক দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়েছে বা হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা হাজার বছরের ইতিহাস গাঁথা সেই গল্পই লিখে গেছে। এটি আমাদের অনুপ্রেরণা বা সাবধানতা দু ভাবেই কাজ করতে পারে।

৫. আমাদের প্রতিদিনের গল্পই আগামী কালের জন্য ইতিহাস। এ গল্পে যদি ব্যাক্তি, গোষ্ঠী, সামাজিক এবং রাষ্ট্রিও পর্যায়ে হয় আমরা অন্যকে নিয়ন্ত্রণ করছি বা অন্যের দারা নিয়ন্ত্রিত হচ্ছি। এটি এক ধরনের নিরন্তর অস্তিত্তের যুদ্ধ। এ যুদ্ধে যার ইতিহাসের জ্ঞান যতো বেশী তার টিকে থাকবার সম্ভাবনাও ততো বেশী। 

৬. আপনি যে রাস্ট্রের নাগরিকই হন না কেন- আজকে আপনি যেরকম পৃথিবীতে আছেন শত বা হাজার বছর আগে হয়তো তার অস্তিত্তই ছিল না। আমার জানা দরকার আমি কোথায় আছি, কেন আছি এবং কিভাবে আছি।

৭. পরিশেষে বলতে পারি যে, ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? আমি কারো ইতিহাস না পড়লেও অন্য কেউ আমার ইতিহাস পড়বে। আমি চাইনা সে আমার গল্প লিখুক তার দৃষ্টিকোণ থেকে। তাই আমাদের সকলের ইতিহাসকে বিকৃত করা থেকে বিরত থাকতে হবে।

ইতিহাস জানা কেন জরুরী?

ইতিহাসকে ইংরেজিতে HISTORY বলা হয়। HIS মানে হলো তার আর STORY মানে গল্প। অর্থাৎ তার গল্প। তার বা কোন জাতীর অতীতের কথা গুলি হচ্ছে ইতিহাস।

যে জাতি তার অতিত ও বর্তমানকে ভালো জানতে পারে, সে জাতি ভবিষ্যতে এর পথটা সহজ হয়ে যায়।

প্রত্যেক বিষয়ের কোনো না কোনো ইতিহাস আছে।

যে সেই বিষয়ের ইতিহাস টা ভালোভাবে জানতে পারবে, সে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে। সেই জন্য আমাদের অবশ্যই ইতিহাস পড়া উচিত।

ইতিহাসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা যায়।

আরও পড়ুনঃ

বীর উত্তম কতজন ২০২২ | বীর উত্তম উপাধী কেন দেয়া হয়েছিল

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

যেমন মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস, ধর্মীয় ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, বিভিন্ন দেশের স্বাধীনতার বা উৎপত্তির ইতিহাস, আধুনিক বিজ্ঞানের সব অদ্ভুত আবিষ্কারের ইতিহাস, বিভিন্ন পরাক্রমশালী যোদ্ধাদের রাজ্য জয় করার ইতিহাস ইত্যাদি।  

এসব ইতিহাসের গল্পগুলোকে পুজি করেই আজকের মানব সভ্যতা গড়ে উঠেছে।

অর্থাৎ, ইতিহাস সব সময়ই মানুষকে আগামীর জন্য নিরাপদ পৃথিবী বিনির্মানে প্রেরণা যুগিয়েছে।

যেমন বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন,৬৯ এর গণ অভ্যুত্থা্ন ইত্যাদির ইতিহাস থেকে প্রেরণা নিয়েই বাঙালিরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে ঝাপিয়ে পড়েছিল বলেই আমরা পেয়েছি সেই বহুল আকাঙ্খিত সেই স্বাধীনতা।

ইতিহাস লোভ, ত্যাগ, সংগ্রাম, ক্ষয় এবং জয় এই সবকিছুই ধারণ করে রাখে। এটি সব গল্পই বলার চেষ্টা করে এবং সেটা নিরপেক্ষ।

এখন আপনি জানেন কি ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? মূলত ইতিহাস থেকেই আমরা নিজ লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা নিতে পারি।

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন? ইতিহাস পাঠ করে  আপনি নিজের জ্ঞানকে অনেক সমৃদ্ধ করতে পারবেন।

সত্যিকার ঘটনা জানতে পারবেন ও দিন দিন জানার আগ্রহ বাড়তে থাকবে।

আপনার মনের মধ্যে বিভিন্ন ঘটনার পক্ষে-বিপক্ষে যুক্তির রেখাপাত ঘটবে।

তাহলেই কেবল আপনি সত্যিকারের ইতিহাস জানতে পারবেন এবং অপরকে জানাতে পারবেন।

ইতিহাস পাঠ করলে আপনার ভালো মন্দের বিচারের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।

আমাদের প্রতিদিনের গল্পই আগামী কালের জন্য ইতিহাস।

আমরা হয় অন্যকে নিয়ন্ত্রণ করছি অথবা অন্যের দারা নিজে নিয়ন্ত্রিত হচ্ছি।

আরও পড়ুনঃ

থাইরয়েড কি খেলে ভালো হয় । থাইরয়েড রোগের লক্ষণ কি?

কম দামে ভালো ফোন বাংলাদেশ | Low Price Mobile in Bangladesh

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন FAQS

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?

বর্তমানকে ভালোভাবে জানতে ও বুঝতে আপনাকে ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরী। ইতিহাস পাঠের মাধ্যমে আপনি আপনার আদি সভ্যতা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। তাই মানব জীবনের অতীত ইতিহাস জানা অত্যন্ত জরুরী। 

শেষ কথা 

ইতিহাসকে জানুন ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য।

আশা করছি আপনি ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন আরটিকেলটি শেষ পর্যন্ত পরেছেন।

যদি পড়ে থাকেন তাহলে আপনার এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। 

তারপরও যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।