কম দামে ভালো ফোন 2024 বাংলাদেশ | Low Price Mobile in BD

কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ সম্পর্কে আজকে আপনাদের জানাবো। প্রত্যেক মানুষের মতো আপনিও তুলনামূলক কম দামে ভালো মানের ফোন কিনতে চান? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমরা কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ সম্পর্কে জানবো।

এই ফোনগুলো আপনি ফিচার অনুযায়ী কম দামে পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে। কম দাম বলতে একেক জনের কাছে একেক রকম বুঝায়।

কারোর কাছে কম দাম বলতে ৫ হাজার টাকা বোঝায় আবার কারোর কাছে কম দাম বলতে ১৫ হাজার টাকা বোঝায়। আমাদের কাছে কম দাম বলতে ফোনের ফিচার অনুযায়ী দামকে মনে হয়। 

কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ – Low Price Mobile in Bangladesh 2023

কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ
কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ

সস্তা মোবাইল ফোন ব্যাবহারে ইচ্ছুক গ্রাহক আজকে সেই হিসেবে ফোনের ফিচার হিসেবে তুলনামূলক কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ সম্পর্কে জানবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পরে আপনি এমন কিছু ফোন সম্পর্কে জানতে পারবেন যার ফিচারের তুলনায় দাম অনেক কম।

চলুন জেনে নেওয়া যাক কম দামে ভালো (Low Price Mobile in Bangladesh) কিছু ফোন সম্পর্কে। 

Symphony ব্রান্ডের কম দামে একটি ভালো ফোন  

Symphony Z22 মডেলের ফোনটি ফিচার হিসেবে তুলনামূলক অনেক কম দাম। আবার কম দামের তুলনায় বেশ ভালো একটি ফোন।

ফোনের ফিচারটি জানলেই আপনি বুঝতে পারবেন।

Symphony Z22 মডেলের মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি ডিসপ্লে যার রেজুলেশন ৭২০* ১৬০০ পিক্সেল। 

Symphony z22 তে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক (Unisoc) চিপসেট।

এছাড়াও 1.4 গিগাহার্জ এর কোয়াড কোর প্রসেসর পেয়ে যাবেন Symphony z22 এই ফোনটিতে।

যে প্রসেসর এর সাথে রান করছে সেটি অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 ভার্সনের৷

আপনি দামের দিক বিবেচনায় ফোনটির র‍্যাম এবং রোমকে মানানসই বলতে বাধ্য হবেন।

Symphony z22 RAM and ROM

কারণ, ব্যাবহার কারীর জন্য এটিতে থাকছে 2 জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি বা রোম।

এছাড়াও Symphony z22 এই মোবাইলটিতে আপনি চাইলে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন 128 জিবি পর্যন্ত।

আপনি Symphony z22 এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এর ডাবল ক্যামেরা

অন্যদিকে সেলফি ক্যামেরা হিসেবে ফন্ট পার্টে 5 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ফোনটির ব্যাটারিকে আমি দাম বিবেচনায় তুলনামূলক ভালো বলবো।

কারন Symphony z22 মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 4000mh এর লিথিয়াম ব্যাটারি

4000 এমএইচ লিথিয়াম ব্যাটারি থেকে মোটামুটি ব্যবহারে খুব বেশি হলে একদিনের বেকআপ পাওয়া যেতে পারে।

এদিকে মোবাইলটিকে চার্জ করার জন্য থাকছে না কোনো ফাস্ট চার্জার অর্থাৎ চার্জ করতে বেশ বশি সময় লাগবে। 

সিম্ফনির এই মোবাইলটিতে সিকিউরিটি সিস্টেম এ থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক সেন্সর দুটি সিস্টেম।

ফেসলক সেন্সর অধিকাংশ সময়ই এত বেশি একুরেট কাজ করতে পারে না। কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট সঠিক কাজ করে।

এই ফোনের ফিঙ্গার প্রিন্ট মাত্র 0.2 সেকেন্ডে সঠিকভাবে ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে সক্ষম হয়।

Symphony Z22 এই মোবাইলটির বর্তমান বাজার মূল্য মাত্র ৮১৯০ টাকা। যা ফোনের ফিচারের তুলনায় অত্যন্ত কম দাম বললেই চলে। কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ এ এটা সেরা একটি মোবাইল ফোন।

আরও পড়ুনঃ

ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম 

বিদায় অনুষ্ঠানের বক্তব্য pdf

Techno ব্রান্ডের সব থেকে বেশি বিক্রিত মোবাইলের একটি ফোন Spark go 2023

টেকনো স্মার্ট ফোনের বাজারে অতি পরিচিত একটি ব্রান্ড।

Tecno Spark Go কম দামের মধ্যে অত্যন্ত ভালো একটি ফোন। টেকনো Tecno Spark Go ফোনটির ফিচার দেখে নেওয়া যাক। 

টেকনো স্পার্ক গো মোবাইলে ৬.৫ ইঞ্চির এইচডই প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যে ডিসপ্লের পিক্সেল ৭২০ * ১৬০০।

ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিও এ ২০ চিপসেট। Symphony z22 এর মতো এই মোবাইলেও রয়েছে 1.4 গিগাহার্জ এর কোয়াড কোর প্রসেসর।

যে প্রসেসর এর সাথে অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 রান করানো হয়েছে৷ অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম হওয়ার কারণে ফোনটি থেকে বর্তমান সময়ের অত্যাধুনিক সকল ফিচারস এভেইল এবেল।

Tecno Spark Go  স্মার্ট ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। এক্সত্রা মেমোরি হিসেবে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। 

Techno Spark Go ফোনটিকে কম দামের ভালো ফোন বলার অন্যতম কারণ এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে দশ হাজার টাকা বাজেটের মধ্যে মানসম্মত দুটি ক্যামেরা আর সামনে রয়েছে একটি সেলফি ক্যামেরা।

পেছনের ক্যামেরা দুটির একটি হচ্ছে 13 মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর অন্যটি হচ্ছে AI প্রযুক্তির ক্যামেরা।

তাছাড়া সামনের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 4 মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি হিসেবে এই মোবাইলের চার্জ নিয়ে আপনি থাকতে পারবেন মোটামুটি নিশ্চিন্ত।

মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 5000 এমএইচ ব্যাটারি যার সাহায্যে একদিন ফুল ব্যাকআপ পেয়ে যাবেন খুব অনায়াসে।

কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে ফোনটির 5000 এমএইচ ব্যাটারি চার্জ করার জন্য থাকছে না কোনো ফাস্ট চার্জার যা আসলেই দুঃখজনক তবে বাজেটের দিকে তাকালে ঠিক আছে। 

টেকনো স্পার্ক গো এই মোবাইলটির মূল্য বাংলাদেশে মোবাইল বাজারে মাত্র ৯৯৯০ টাকা।

এই প্রাইসের মধ্যে ফোনটির অসাধারণ ফিচার সত্যিই আমাদের মুগ্ধ করেছে।

Infinix ব্রান্ডের বিক্রিত মোবাইলের অন্যতম একটি কম দামি ফোন Infinix Smart 5 pro

Infinix Smart 5 pro এর স্পেসিফিকেশন নিয়ে জেনে নেওয়া যাক। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাক ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেল + QVGA ক্যামেরা

এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবে ৮ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে।

র‍্যাম ২ জিবি এবং ইন্টারনাল মেমোরি হিসেবে ৩২ জিবি মেমোরি ব্যবহার করা হয়েছে।

এই মোবাইলটিতে ৬০০০ এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা আপনাকে বার বার চার্জ দেওয়া থেকে বিরতি দিতে পারবে খুব সহজে।

এই মোবাইলটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে।অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করা হয়েছে যা সব আপডেট সুবিধা দিবে আপনাকে।

ইনফিনিক্স এর এই মোবাইলটি আপনি বাংলাদেশের মোবাইল বাজারে মাত্র ৮৯৯০ টাকায় পেয়ে যাবেন।

কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ এ এটা অন্যতম একটি ফোন।

আরও পড়ুনঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী কি

Itel Vision ব্রান্ডের সব থেকে বেশি বিক্রিত কম দামি মোবাইলের একটি Itel Vision 2s  

এই মোবাইলটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি।

এছাড়াও মোবাইলটিতে ব্যাক ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেল + ০.৩ মেগাপিক্সেল দেওয়া হয়েছে। 

এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় ৫ মেগাপিক্সেল দেওয়া হয়েছে।

র‍্যাম রয়েছে ২ জিবি এবং স্টোরেজ দেওয়া হয়েছে ৩২ জিবি

Itel Vision 2s মোবাইলটিতে ব্যাটারি দেওয়া হয়েছে ৫০০০ mah যা আপনাকে ভালো একটা পারফরমেন্স দিবে।

এছাড়াও সিকিউরিটি সিস্টেমের দিক থেকে ফেসলক, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হপ্যেছে।

এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 যা আপডেট সব সুবিধা দিয়ে থাকে। 

আইটেল এর এই মোবাইলটি বাংলাদেশের বাজারে মাত্র ৮ হাজার ৬৯০ টাকায় পেয়ে যাবেন খুব সহজেই।

এই মোবাইলটির পারফরমেন্স খুবই হাই কোয়ালিটি ফোনের মতোই যা এই বাজেটের থেকে অনেক বেশি প্রাপ্তি। 

কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ FAQS

কোনটি কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ?

কম দামে মোবাইল ফোন এর সংজ্ঞা একেকজনের কাছে একেক ধরনের। তবে আমরা এই পোস্টে আপনাদেরকে ১০০০০ টাকা এবং এর আশেপাশের মোবাইল গুলোকে কম দামের মোবাইল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রায় 10 হাজার টাকার মধ্যে কম দামে ভালো ফোন 2023 বাংলাদেশ এ সেরা মোবাইল ফোনটি হচ্ছে Symphony Z22

আইটেল কম দামে ভালো ফোন কোনটি?

আইটেল Itel Vision 2s হচ্ছে কম দামে ভালো ফোন। এই আইটেল কম দামে ভালো ফোন টির মূল্য হচ্ছে মাত্র ৮ হাজার ৬৯০ টাকা।

আরও পড়ুনঃ

বীর উত্তম কতজন | বীর উত্তম উপাধী কেন দেয়া হয়েছিল

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ বাংলাদেশ

বক্তব্য কিভাবে শুরু করবেন | বক্তব্য শুরুতে কি বলতে হয়

পরিশেষে

আজকে আমরা কম দামে ভালো মোবাইল ফোন 2023 বাংলাদেশ সম্পর্কে জানতে চেষ্টা করেছি।

কয়েকটি মোবাইল সম্পর্কে বিস্তারিত জেনেছি। এই মোবাইলগুলো মূলত বাজেট মোবাইলের মধ্যে অন্যতম সেরা কিছু মোবাইল। যা আপনাকে দিবে কম দামেও সেরা সার্ভিস।

আশা করছি, এ বিষয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পর আর কোনো অজ্ঞতা বা দ্বিধা থাকবে না।

আপনি চাইলে দেরি না করে আজই এর একটা ফোন নিয়ে নিতে পারেন। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।