নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার উপায়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করবেন কিভাবে এ সম্পর্কে জানাতে আরো একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে প্রযুক্তি, প্রযুক্তির উন্নতির সাথে সাথে সকল কিছুতেই আধুনিকতার ছোঁয়া। আধুনিকতার নতুন একটি হচ্ছে ঘরে ঘরে প্রিপেইড মিটার।

বর্তমানে বিদ্যুতের এনালগ মিটারকে পরিবর্তন করে ডিজিটাল মিটার দেয়া হচ্ছে, এবং বাংলাদেশের অনেক অঞ্চলের লোকেরাই বর্তমানে ডিজিটাল প্রিপেইড মিটারের সাথে পরিচিত।

কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান ডিজিটাল প্রিপেইড মিটার গুলোতে প্রথমে রিচার্জ করতে হবে, তারপর আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হলে আপনাকে প্রিপেইড মিটারের পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে, অন্যথায় অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হতে পারে আপনাকে।

আপনি যদি Nesco প্রিপেইড মিটার করেন তবে এই পোস্টের মাধ্যমে আমরা নেসকো ব্যালেন্স চেক কিভাবে করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার উপায়?

বর্তমান সময়ের ডিজিটাল প্রিপেইড বিদ্যুৎ মিটারগুলো অনেকটাই মোবাইলের মতো। যতক্ষণ মিটারে ব্যালেন্স বা টাকা আছে ততক্ষণ চলবে, ব্যালেন্স শেষ বিদ্যুৎ বিচ্ছিন্ন।

তার মানে হচ্ছে যখন ফোনে ব্যালেন্স থাকে তখন আমরা কথা বলতে পারি, কিন্তু যখন ব্যালেন্স থাকে না তখন আমরা কথা বলতে পারি না। NESCO prepaid meter Balance Check করা অনেকটা ফোন ব্যালেন্সের মতো।

মোবাইল অপারেটর গুলো গ্রাহকদের যেমন ব্যালেন্স চেক করার কোড দিয়ে থাকে, তেমনি বর্তমান ডিজিটাল প্রিপেইড মিটার গুলিতে ব্যালেন্স চেক করার কিছু পদ্ধতি রয়েছে।

মোবাইলে সিমের ব্যালেন্স চেক করার জন্য যেখানে গ্রাহকদের ষ্টার ও # ব্যবহার করতে হয় নেসকো প্রিপেইড মিটারের ক্ষেত্রে এমনটা নয়।

চলুন জেনে নেয়া যাক NESCO prepaid meter Balance Check Online সম্পর্কে বিস্তারিত।

Nesco প্রিপেইড বিল চেক বা ব্যালেন্স চেকিং পদ্ধতি

বাংলাদেশের অতি সুপরিচিত একটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি হচ্ছে নেসকো। অনেকে গুগলে সার্চ করে জানতে চান কিভাবে নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে হয়, ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়, মিটারে টাকা রিচার্জ করতে হয় ইত্যাদি।

অনেকেই ইন্টারনেটে সার্চ করে সঠিক তথ্যটি খুঁজে পান না, তাই আপনি যদি একজন নেসকো প্রিপেইড মিটার ব্যবহারকারী হয়ে থাকেন তবে আজকের এই পোস্টে আপনি নেস্কো প্রিপেইড মিটার সম্পর্কিত যাবতীয় তথ্য খুঁজে পাবেন।

নেসকো ব্যালেন্স চেক অনলাইন প্রক্রিয়া

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক
নেসকো প্রিপেইড মিটারে ইমারজেন্সি লোন কোড

Nesco এর প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার বিভিন্ন উপায় আছে। আপনি অনলাইন বা অফলাইনে Nesco bill ও টাকা চেক করতে পারেন অথবা আপনি মিটারের কাছে গিয়েও এটি পরীক্ষা করতে পারেন।

তবে আপনি যদি একজন Nesco প্রিপেইড মিটার ব্যবহারকারী হন তবে আপনাকে মিটারের কাছে গিয়ে ব্যালেন্স চেক করতে হবে।

আপনাকে তিন সংখ্যার একটি কোড ব্যবহার করে নেসকো মিটার ব্যালেন্স চেক করতে হবে।

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক কোড হচ্ছে 037, এই কোডটি ডায়াল করে আপনি বর্তমান ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। এবং নেসকো ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড হচ্ছে 032

আর আপনি যদি নেসকো প্রিপেইড মিটারে টাকা লোন নিতে চান তবে ডায়াল করুন 99999.

আরও পড়ুনঃ

নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার উপায়

E TIN Certificate Download By NID Number 

নেসকো প্রিপেইড মিটার কোড

জরুরী সময়ে প্রয়োজনে আসবে এমন কিছু নেসকো প্রিপেইড মিটার কোড আপনাদের এখানে দেয়া হলো। এই কোডগুলো ব্যবহার করে আপনি নেসকো প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আসতে পারবেন ও বর্তমান ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন।

নেসকো ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড032
নেসকো ব্যবহৃত ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড039
নেসকো প্রিপেইড ব্যালেন্স চেক কোড (বর্তমান ব্যালেন্স)037
নেসকো ইমার্জেন্সি ব্যালেন্স লোণ কোড 99999
নেসকো বিল চেক কোড

Nesco প্রিপেইড বিল চেক FAQS

কিভাবে nesco প্রিপেইড বিল চেক করবো?

nesco প্রিপেইড বিল চেক করতে আপনি সরাসরি নেসকো অফিসে ভিজিট করতে পারেন। অনলাইনে nesco প্রিপেইড বিল চেক করতে nesco অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন।

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার উপায় কি?

অনলাইনে নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার উপায় হচ্ছে নেস্কো বিল চেক কোড হচ্ছে 037

In Conclusions,

আশা করি আপনি নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন।

এই পর্যন্ত, আজকের আলোচনায় আমরা চেষ্টা করেছি আপনাদের নেসকো প্রিপেইড মিটার বিল চেক সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান 

NID Smart Card Online Copy Download 

তাই আমি আশা করি আজকের পোস্টটি আপনি ভালোভাবে পড়লে নেসকো প্রিপেইড মিটার নিয়ে আপনার সমস্যাগুলি সহজেই দূর হবে।

নেসকো মিটার বিষয়ে বিভিন্ন অনলাইন ভিত্তিক সমাধান পেতে আপনি আমাদের ডিজিটাল টাচ ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সেই সাথে ফেসবুকে আমাদের সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।