নারিকেল কোন ভাষার শব্দ? নারিকেল কি শব্দ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নারিকেল কোন ভাষার শব্দ? এবং নারিকেল কি শব্দ এ বিষয়ে জানার জন্য আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। প্রিয় পাঠকগণ আজকেরে আর্টিকেল এর মাধ্যমে নারকেল কোন ভাষার শব্দ এবং নারকেলের সাধারণ ইতিহাস সম্পর্কে আমরা আজকে আপনাদের জানাবো।

আশা করছি আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা নারকেল এবং নারকেল কোন ভাষার শব্দ সে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন।

আমাদের শরীরের বিভিন্ন কাজেই পুষ্টি উপাদান প্রদান করতে নারকেল খুবই উপযোগী একটি ফল। আমাদের মধ্যে প্রায় সকলেই নারিকেল খেতে পছন্দ করি। তাহলে চলো না আমাদের প্রিয় ফল নারকেল সম্পর্কে সকল তথ্য জেনে নেয়া যাক।

নারিকেল কোন ভাষার শব্দ – নারিকেল কি শব্দ?

নারিকেলের ইতিহাস
নারিকেলের ইতিহাস

নারিকেল শব্দটি বাংলায় তৎসম শব্দ। অর্থাৎ নারিকেল একটি তৎসম শব্দ। তৎসম অর্থ হচ্ছে তার (তৎ) সম ( সমান) যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যারা পরবর্তীতে পরিবর্তিত না হয় বাংলা শব্দের মধ্যে মিশে গেছে সেসকল শব্দ হচ্ছে তৎসম শব্দ।

যেমনঃ  নারিকেল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ব্যাকরণ ইত্যাদি।

এ নারিকেল নামটি ১৬শ শতাব্দীতে পর্তুগিজ শব্দ কোকো থেকে উৎপত্তি লাভ করেছে।

এর অর্থ হচ্ছে মাথা বা খুলি। কোকো বা নারিকেলের শীল তাদেরকে কোকোএটি সুমাত্রায় থাকাকালীন ১২৮০ সালের মার্কোপোলো ব্যবহার করেছিলেন।

তিনি এই শব্দটি আরবদের কাছ থেকে গ্রহণ করেছিলেন।

এবং তিনি এটিকে ভারতীয় বাদাম অনুবাদ করে جوز هند জাওজ হিন্দ বলে অভিহিত করেছিল।

নারিকেলের মালায়ালামে একটি নাম রয়েছে তা হলো থাঙ্গা।

১৫০১ সালে প্রকাশিত লুডোভিচো ডি ভার্থেমা দ্বারা সম্পাদনায় নারকেলের বিশদ বিবরণে এবং পরবর্তীকালে এর নাম “‘Hortus Indicus Malabaricu”” হিসেবে ব্যবহৃত হয়েছিল।

নুসিফেরা নামটি ল্যাটিন শব্দ নক্স (বাদাম) এবং ফেরা (ভারবহন) থেকে এসেছে।

আরও পড়ুনঃ

Psycho শব্দের অর্থ কি?

দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে?

রাজাকার শব্দের অর্থ কি?

নারিকেলের ইতিহাস – coconut in sanskrit language

নারিকেল কিভাবে এবং কোথা থেকে উৎপত্তি হয়েছে সে সকল বিষয়গুলো জানার জন্য আপনাকে পুরো আর্টিকেলটি মনের সকালে পড়তে হবে। 

নারিকেলের ইতিহাস সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব।

ভারতের রামায়ণ এবং শ্রীলংকার ইতিহাস থেকে যে সকল সাহিত্য গুলো পাওয়া যায় সে সাহিত্যের প্রমাণ ইঙ্গিত দেয় যে নারীকে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী আগে থেকেই ভারত উপমহাদেশে উপস্থিত ছিল। 

প্রথম প্রথম প্রত্যক্ষ বিবরণটি কপাস ইন্ডিকোপলসেটস তাঁর টোপোগ্রাফিয়া ক্রিস্টিয়ানাতে লিখেছিলেন প্রায় ৫৫৫ সালের দিকে।

নারিকেল কে ভারতের মহান বাদাম হিসেবে অভিহিত করা হয়।

নারিকেলের আরেকটি প্রাথমিক উল্লেখ্য আরব্য রজনীর বিখ্যাত সিন্দাবাদের কাছে পাওয়া যায়।

যেখানে তিনি উল্লেখ করেছিলেন তার পঞ্চম যাত্রার সময় একটি নারিকেল তিনি কিনে এবং তা বিক্রি করেছিলেন।

নারকেলের আরো একটি ইতিহাস রয়েছে, ১৫২১ সালের মার্চ মাসেআন্তোনিও পিগাফেটা ইতালিয়া ভাষায় লেখা  কোচো”/”কোচি শব্দ ব্যবহারের মাধ্যমে নারিকেল এর বিবরণ প্রদান করেছিলেন।

যা প্রশান্ত মহাসাগরের প্রথম ইউরোপীয় পারাপারের পড়ে এবং তার বৈঠক সাক্ষাতের পরে তিনি জার্নালে লিপিবদ্ধ করেছিলেন। 

তিনি সেখানে খুবই সুন্দর ভাবে উল্লেখ করেছিলেন যে তারা কিভাবে সেখানে নারিকেল খান (“ম্যাঙ্গিয়ানো কোচি”) এবং সেখানকার স্থানীয়রা “দেহ এবং চুলকে নারকেল এবং এর তেল দিয়ে অভিষেক” করিয়েছিল।

তার ভাষ্যমতে,(“ongieno el corpo et li capili co oleo de cocho et de giongioli”)

আরও পড়ুনঃ

বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?

মৌজা কিভাবে বের করবো? মৌজা কি?

সাংবাদিক হওয়ার যোগ্যতা ও গুণাবলি কি কি?

নারিকেল কোন ভাষার শব্দ FAQS

নারিকেল কোন ভাষার শব্দ?

বাংলায় নারিকেল শব্দ টি তৎসম ভাষার শব্দ। এটি সংস্কৃত ভাষা থেকে এসেছে।

নারিকেল কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

১৬শ শতাব্দীতে পর্তুগিজ শব্দ কোকো থেকে নারিকেল শব্দটি উৎপত্তি হয়েছে।

কোকো শব্দের অর্থ কি?

কোকো শব্দের অর্থ হল মাথা বা খুলি।

উপসংহার

প্রিয় পাঠকগণ আশা করছি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার সাথে সাথে আপনারা নারিকেল কোন ভাষার শব্দ এবং নারিকেলের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। 

নারিকেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল।

আপনাদের এসম্পর্কিত যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

সেইসাথে আমাদের ওয়েবসাইটে অনলাইন থেকে কিভাবে আপনি ঘরে বসে আয় করতে পারবেন এবং শিক্ষামূলক পোস্ট গুলো আপনাকে খুবই সাহায্য করবে।

তাই অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে এবং নানান বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন।

আমাদের ওয়েব সাইট সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

ধন্যবাদ।

আরও পড়ুনঃ

বঙ্গবন্ধু সম্পর্কে ১০ টি বাক্য

বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য

WWW এর পূর্ণরূপ কি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।