ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার । Free Fire Diamond Top Up BD

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার সম্পর্কে আপনি জানেন কি? যারা Free Fire গেমটি খেলেন তাদের প্রায়ি বিভিন্ন পণ্য ক্রয়ের প্রয়োজন হয়। গেম খেলাকে আরও বেশি বাস্তব সম্মত করতে ব্যাবহারকারীরা Free Fire Diamond Top Up করে থাকেন।

আপনি একজন ফ্রী ফায়ার ব্যবহারকারী হিসেবে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন? বিকাশের মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে ফ্রি ফায়ার টপ আপ করে নিতে পারবেন খুব সহজে।

কারণ বর্তমানে দেশের যেকোনো ইন্টারনেট ভিত্তিক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করা যায়। 

আজকে আমরা জানবো কিভাবে ফ্রী ফায়ার টপ আপ করতে হয় বা করা যায়। খুব সহজে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবহার করে আপনি এই ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন।

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার ২০২৩ – কম দামে ডায়মন্ড টপ আপ

Fire Diamond Top up করার জন্য আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এটি খুবই একটি সহজ প্রক্রিয়া। ফ্রী ফায়ার টপ আপ নিয়ে চিন্তার দিন শেষ। এখন ফ্রী ফায়ার টপ আপ মুহূর্তের ব্যপার মাত্র।

চলুন জেনে নেওয়া যাক ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার উপায় এবং ফ্রী ফায়ার ডায়মন্ড টপআপ করার সেন্টার সম্পর্কে। 

কোন কোন মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার টাকা পেমেন্ট করা যায় । ডায়মন্ড টপ আপ বাংলাদেশ 

বর্তমানে ইন্টারনেট ভিত্তিক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনি যেকোনো মুহূর্তে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ এর টাকা পেমেন্ট করতে পারবেন।

এক্ষেত্রে বর্তমানে সবচেয়ে অধিক ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ, নগদ রকেটসহ এরকম অন্যান্য দেশিয় ইন্টারনেট ভিত্তিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করার সুযোগ আছে।

এসব লোকাল পর্যায়ের পেমেন্ট সিস্টেম থাকার ফলে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার জন্য ফ্রি ফায়ার গেম খেলা পাবলিকদের কাছে টপ আপ করা আরও সহজ হয়ে গিয়েছে। 

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার জন্য যে সব পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যায় তা ইতিমধ্যে জানলাম।

এবার জেনে নেওয়া যাক ফ্রী ফায়ার টপ আপ করা কেন দরকার এবং এই টপ আপ করে কি কি করা যায় বা করা হয়। 

ফ্রী ফায়ারের জন্য ডায়মন্ড কেনার কেন দরকার হয় ?

বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন গেম ফ্রী ফায়ার খেলা ব্যক্তিদের নতুন করে ডায়মন্ড কেন দরকার তা বলার প্রয়োজন হয়তো নাই।

তারপরেও আরও একবার জেনে নেওয়া যাক ফ্রী ফায়ারে কেন এবং কি কি কাজে ডায়মন্ড দরকার হয়। 

আমরা অনেকেই জানি, ফ্রী ফায়ার গেইমে ডায়মন্ড প্রয়ােজন হয় মূলত গেমের যাবতীয় ক্যারেক্টারের ড্রেস এবং ওয়েপন এর স্কিন ক্রয় করার জন্য।

সাধারণত Free fire diamond top up করতে মূলত মাস্টারকার্ড বা ভিসা কার্ড এর দরকার হয়।

অথচ দুঃখের বিষয় বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি গেমারদের কাছে Mastercard and Visa card থাকে না।

আর Mastercard and Visa card না থাকার কারণেই কিছুদিন আগেও চাইলেই যে কেউ ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে পারতো না। 

আমাদের বেশিরভাগ Free Fire গেমারদের কাছে পাসপাের্ট না থাকার কারনে মাস্টারকার্ড বা ভিসা কার্ড ও বানাতেও পারত না।

যার জন্য কিছুদিন আগেও Free fire diamond top up করতে পারত না যেকোনো ফ্রী ফায়ার গেমার।

কিন্তু বর্তমানে আপনি চাইলেই বিকাশের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড কিনতে পারেন যে কোনো সময়ে।

এবার জেনে নেওয়া যাক বিকাশের মাধ্যমে ডায়মন্ড কেনার নিয়ম সম্পর্কে সবকিছু। কিভাবে কিনতে হবে ফ্রি ফায়ার ডায়মন্ড জেনে নেওয়া যাক বিস্তারিত। 

আরও পড়ুনঃ

রবি নাম্বার কিভাবে দেখে

ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?

কম দামে ভালো ফোন বাংলাদেশ

বিকাশের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার উপায়। Ways to buy free fire diamonds using bKash

বিকাশের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার উপায়। Ways to buy free fire diamonds using bKash
বিকাশের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার উপায়

এখন আমরা দেখব কিভাবে বিকাশ দিয়ে ফ্রী ফায়ার ডায়মন্ড কেনার উপায় সম্পর্কে।

ফ্রি ফায়ার ডায়মন্ড কেনার জন্য অন্যতম একটি বিশ্বস্ত ওয়েবসাইট Codashop BD যেখান থেকে আপনি খুব সহজেই ডায়মন্ড কিনতে পারবেন। 

এজন্য আপনাকে প্রথমে Codashop BD এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এজন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি সার্চ ইঙ্গিনে গিয়ে Codashop BD লিখে সার্চ করবেন।

এরপর প্রথম সার্চ রেজাল্টের উপর ক্লিক করবেন। অথবা সরাসরি প্রবেশ করার জন্য এই লেখার শেষে ওয়েবসাইটের লিংক দিয়ে দিবো।

সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, পাকিস্তানিওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন। 

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার ২০২৩ উপরের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাচ্ছেন।

এটি মূলত Codashop BD ওয়েবসাইটের হোম পেজ। এখানে দান পাশে ৪ টি ধাপ দেখতে পাচ্ছেন।

এই ৪ টি ধাপই মূলত Free fire diamond top up করার উপায়।

অর্থাৎ আপনি এই ৪ টি বিষয় ঠিক ভাবে সম্পন্ন করলেই আপনি আপনার গেমিং আইডিতে diamond কিনতে পারবেন।

এজন্য আপনার দরকার হবে আপনার গেম খেলার –

১) প্লেয়ার আইডি,

২) সিলেক্ট রিচারজ ( কত ডায়মন্ড কিনবেন তাই সিলেক্ট করতে হবে) 

৩) সিলেক্ট পেমেন্ট ( আপনি যে উপায়ে পেমেন্ট করবেন সেই অপশন সিলেক্ট করতে হবে)

৪) বাই (কেনার জন্য কনফার্ম হিসেবে বাই নাউতে ক্লিক করতে হবে)

step 1: Enter Player ID । প্লেয়ার আইডি বসানো

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করার জন্য আপনাকে প্রথমে উপরের ছবিটির মতো পেজ ভিউতে যাওয়ার পর আপনার Player ID টি Enter Player ID অপশনে বসাতে হবে।

Enter Player ID বসানোর মাধ্যমে আপনার ১ ধাপ কাজ শেষ। কম দামে ডায়মন্ড টপ আপ করার জন্য আপনাকে অবশ্যই উপরে উল্লেখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে।

Step# 2: Select Recharge । কত ডায়মন্ড কিনবেন নিশ্চিত করুন  

এবার দ্বিতীয় ধাপে আপনি Select Recharge অপশনে মোট কত ডায়মন্ড কিনবেন সেটি সিলেক্ট করুন।

এখানে আপনি একবারে ২৫ ডায়মন্ড, ৫০ ডায়মন্ড, ১০০ ডায়মন্ড, ৩১০ ডায়মন্ড, ৫২০ ডায়মন্ড, ১০৬০ ডায়মন্ড, ২১৮০ ডায়মন্ড, ৫৬০০ ডায়মন্ড কিনতে পারবেন।

এখান থেকে আপনার যত ডায়মন্ড  দরকার তত ডায়মন্ড  এর উপরে ক্লিক করে সিলেক্ট করে দিন।

ডায়মন্ড  সিলেক্ট করার মাধ্যমে আপনার ডায়মন্ড কেনার দ্বিতীয় ধাপ সম্পন্ন করলেন। 

আরও পড়ুনঃ

ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন

রবি নাম্বার কিভাবে দেখে | রবি নম্বর চেক কোড

Step# 3: Select payment । কিভাবে পেমেন্ট করবেন তা লিখুন  

এবার ডায়মন্ড কেনার জন্য তৃতীয় ধাপে আপনি কোন মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করতে হবে।

এখানে অটোমেটিক দেওয়া আছে বিকাশ। বিকাশে ছাড়া অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে চাইলে bikash লেখার নিচে রঙ্গিন কালিতে লেখা।

Want to use a different payment method এর উপর ক্লিক করুন। (নগদ, রকেট পর্যায়ক্রমে এখানে এড করা হবে। এড করার কাজ চলছে। খুব শিগ্রহি পেয়ে এই সার্ভিস গুলো নিতে পারবেন)।

পেমেন্ট সিস্টেম সিলেক্ট করার মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড কেনার তৃতীয় ধাপ সম্পন্ন হয়ে গেল।

Step# 4: Buy – কেনা নিশ্চিত করুন 

  • এবার ৪ নাম্বার এবং সর্বশেষ ধাপ Buy অপশনে ইমেইল এড্রেস বসানোর জন্য একটি ঘর পাবেন।
  • সেখানে আপনার ইমেইল এড্রেস বসিয়ে দিন।
  • এবার ডায়মন্ড কেনার জন্য ৪ টি ধাপ শেষ।
  • কনফার্ম করার আগে আপনার গেমিং আইডি সহ সবকিছু একবার চেক করে নিন।
  • বেশ,  ডায়মন্ড টপ আপ করার জন্য আপনার সকল কার্যক্রম শেষ।
  • এবার নিচে Buy now অপশনে ক্লিক করতে হবে। 

আপনার কাজ শেষ। এখন ২-৫ মিনিটের মধ্যে আপনার ফ্রী ফায়ার একাউন্টে ডায়মন্ড চলে আসবে।

এভাবে আপনি বিকাশ ব্যবহার করে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারেন বা কিনতে পারেন। 

বলে রাখা ভালো, বিকাশ অপশন সিলেক্ট করার পর আপনাকে পেমেন্টের পরিমাণ লিখতে হবে।

পেমেন্ট করার জন্য আপনি কত টাকা পেমেন্ট করবেন সেই টাকার পরিমাণ লিখতে হবে। এখানে ১০০ টাকা হলে আপনাকে ১৪৫ টাকা সিলেক্ট করতে হবে।

এর কারণ ৪৫ টাকা ট্যাক্স কেটে নেওয়া হয়।এর অন্যতম কারণ, ফ্রি ফায়ার ডায়মন্ড বাংলাদেশি কোনো কোম্পানি বিক্রি করে না। (এজন্য প্রতি ১০০ টাকায় ৪৫ টাকা ভ্যাট দিতে হয়)।

কম টাকায় বেশি ডায়মন্ড ক্রয় করতে Codashop BD ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে ভিজিট করুন: codashop.com/bd

আরও পড়ুনঃ

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তালিকা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোট কতজন

শহীদ বুদ্ধিজীবী কতজন | শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

ফ্রী ফায়ার ডায়মন্ড কিভাবে পাওয়া যায়?

সহজে ও নিজে নিজে ফ্রী ফায়ার ডায়মন্ড পেতে আপনাকে ক্রয় করতে পারেন। বর্তমানে বিকাশ থেকে ফ্রী ফায়ার ডায়মন্ড ক্রয় করা যায়।

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার কোনটি?

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ সেন্টার হচ্ছে Codashop BD ওয়েবসাইটে।

সর্বশেষে । ফ্রি ফায়ার ডায়মন্ড 

আজকের সম্পূর্ণ পোস্ট পড়ার পরে bkash ব্যবহার করে ফ্রি ফায়ার ডায়মন্ড কেনা নিয়ে আর কোনো অজ্ঞতা বা বুঝতে না পারা থাকবে না।

আশা করছি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করার বিষয়ে নিয়ে আর কোনো ঝামেলা থাকবেনা। 

সব তথ্য সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখে রাখুন আমাদে ফেসবুক পেজে। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।